প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর
- ক. লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি
- খ. উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
- গ. উদ্দেশ্য, বিষয়বস্তু, বিষয়বস্তু ও মূল্যায়ন
- ঘ. লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ও মূল্যায়ন
উত্তরঃ উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
একীভূত শিক্ষা সম্পর্কে কোন ব্যক্তব্যটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ?
- ক. একীভূত শিক্ষা বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে ও মানসম্মত শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ শিখন ফল অর্জন
- খ. ভিন্নতা কোন দুর্বলতা নয়; রবং বৈচিত্র্যই মানবজাতির সফলতা
- গ. একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে
- ঘ. একীভূত শিক্ষা সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে
উত্তরঃ একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে
স্কুল > ইস্কুল - এখানে কোন ধরনের পুরিবর্তন ঘটেছে?
- ক. বিপ্রকর্ষ
- খ. অন্ত্য সরাগম
- গ. আদি সরাগম
- ঘ. মধ্য সরাগম
উত্তরঃ আদি সরাগম
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনায় কোন সংস্থা কাজ করে?
- ক. উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
- খ. কারিগরী শিক্ষা অধিদপ্তর
- গ. উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
- ঘ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
উত্তরঃ উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশের কোন জেলায় দারিদ্যের হার সবচেয়ে কম?
- ক. চট্টগ্রাম
- খ. নারায়ণগঞ্জ
- গ. ঢাকা
- ঘ. বরিশাল
উত্তরঃ নারায়ণগঞ্জ
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ. প্রমথ চৌধুরী
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আধুনিক শিক্ষা ব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে?
- ক. শিক্ষক
- খ. শিশু
- গ. বয়স্ক ব্যক্তি
- ঘ. শিক্ষায়তন
উত্তরঃ শিক্ষায়তন
প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করা কোন প্রতিষ্ঠানের মূল দায়িত্ব?
- ক. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
- খ. এনসিঢিবি (NCTB)
- গ. নেপ (NAPE)
- ঘ. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER(
উত্তরঃ নেপ (NAPE)
‘অক্কা পাওয়া’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
- ক. মরে যাওয়া
- খ. নিষ্কৃতি পাওয়া
- গ. ঝরে যাওয়া
- ঘ. পড়ে যাওয়া
উত্তরঃ মরে যাওয়া
বাংলাদেশে ৫+ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাকে কী হিসেবে দেখা হচ্ছে?
- ক. পারিবারিক শিক্ষার বিকল্প
- খ. দক্ষ মানব সম্পদের উন্নয়নের প্রস্তুতি
- গ. আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
- ঘ. শিশুর বিকাশে সহায়ক
উত্তরঃ আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
- ক. বিমূর্ত
- খ. অর্ধবিমূত
- গ. বাস্তব
- ঘ. অর্ধবাস্তব
উত্তরঃ অর্ধবাস্তব
শিক্ষার্থীর পূর্বজ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণ নির্মাণে সহায়তা দেয়া কোন মতবাদের প্রয়োগ?
- ক. সামাজিক-সাংস্কৃতিক তত্ত্ব
- খ. চিন্তনবাদ
- গ. গঠনবাদ
- ঘ. আচরণবাদ
উত্তরঃ গঠনবাদ
‘যদি রাত পোহালে শোনা যেতো/ বঙ্গবন্ধু মরে নাই’ গানটির গীতিকার কে?
- ক. হাসান মতিউর রহমান
- খ. কবির বকুল
- গ. নজরুল ইসলাম বাবু
- ঘ. মোঃ মনিরুজ্জামান
উত্তরঃ হাসান মতিউর রহমান
- ক. ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতিতে
- খ. রাষ্ট্রীয় মূলনীতিতে
- গ. সম্পদ বণ্টন প্রক্রিয়ায়
- ঘ. ব্যক্তির আচরণে
উত্তরঃ ব্যক্তির আচরণে
- ক. অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা
- খ. বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা
- গ. শিখন ফল
- ঘ. প্রান্তিক যোগ্যতা
উত্তরঃ প্রান্তিক যোগ্যতা
কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮৫
- গ. ১৯৭৩
- ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭৩
- ক. ইতালি
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ফ্রান্স
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাজ্য
বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক?
- ক. ষষ্ঠ
- খ. অষ্টম
- গ. চতুর্থ
- ঘ. পঞ্চম
উত্তরঃ পঞ্চম
শ্রেণি কার্যক্রম পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষক কোনটির ওপর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন?
- ক. বিষয়বস্তু
- খ. প্রযুক্তির লভ্যতা
- গ. নির্ধারিত শিখন ফল
- ঘ. পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্ন
উত্তরঃ নির্ধারিত শিখন ফল
একজন শিক্ষার্থী একটি সাইকেল চালানো শিখলো - এটি তার কী ধরনের শিখন হয়েছে?
- ক. মনোপেশীজ
- খ. প্রয়োগমূলক
- গ. জ্ঞানমূলক
- ঘ. আদেগিক
উত্তরঃ প্রয়োগমূলক
বাংলাদেশে শিক্ষার ICT ব্যবহারের প্রধান চ্যলেঞ্জ কোনটি?
- ক. বিদ্যুতের অপর্যাপ্ততা
- খ. ইতিবাচক মানসিকতার অভাব
- গ. ভৌত অবকাঠামো
- ঘ. পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব
উত্তরঃ ভৌত অবকাঠামো
There are black sheep in every community 'Black sheep' means -
- ক. bad character
- খ. none of these
- গ. a sheep with black colour
- ঘ. black sheep and goat
উত্তরঃ bad character
- ক. বিভুতিভূষন
- খ. বিভূতিভূষণ
- গ. বিভূতিভুষণ
- ঘ. বিভূতিভূষণ
উত্তরঃ বিভূতিভূষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে?
- ক. ১৫০টি
- খ. ১৩০টি
- গ. ৯৫টি
- ঘ. ১৫৩টি
উত্তরঃ ১৫৩টি
- ক. বাংলাদেশ
- খ. শ্রীলঙ্কা
- গ. ভারত
- ঘ. নেপাল
উত্তরঃ বাংলাদেশ
- ক. School Learning Improvement Plan
- খ. School Learning Improvement Program
- গ. School Level Improvement Plan
- ঘ. School Level Induction Plan
উত্তরঃ School Learning Improvement Plan
জেন্ডারের ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি?
- ক. শুধু নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যের ইঙ্গিত দেয়
- খ. নারীর প্রতি বৈষম্য
- গ. সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য
- ঘ. জেন্ডারের শব্দটি লিঙ্গ শব্দের প্রতিশব্দ
উত্তরঃ নারীর প্রতি বৈষম্য
More ivory is obtained from elephants in Africa - elephants in Asia.
- ক. than from
- খ. as well as
- গ. rather than
- ঘ. more than
উত্তরঃ than from
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?
- ক. শোনা ও বলা
- খ. বলা ও পড়া
- গ. লেখা ও বলা
- ঘ. লেখা ও পড়া
উত্তরঃ লেখা ও পড়া
‘ভোর হল দোর খোল/ খুকুমনি ওঠরে’ কবিতার কবি কে?
- ক. কুসুমকুমারী দেবী
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. গঠনবাদ
- খ. বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব
- গ. করন শিখন
- ঘ. চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব
উত্তরঃ চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব
সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করে কোন ধরনের কার্যক্রম?
- ক. জনসেবামূলক কার্যক্রম
- খ. বিশেষ ক্লাস
- গ. সামাজিক দক্ষতা বিষয়ক পরীক্ষা
- ঘ. সহশিক্ষা ক্রমিক কার্যক্রম
উত্তরঃ সহশিক্ষা ক্রমিক কার্যক্রম
- ক. শিক্ষক সংস্করণ
- খ. শিক্ষক শিক্ষাক্রম গাইড
- গ. পাঠ্যপুস্তক
- ঘ. শিক্ষক সহায়িকা
উত্তরঃ শিক্ষক সহায়িকা
- ক. সামাজিক-সাংস্কৃতিক তত্ত্ব
- খ. চিন্তনবাদ
- গ. গঠনবাদ
- ঘ. আচরণবাদ
উত্তরঃ আচরণবাদ
শ্রেণিতে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মূল বিবেচ্য বিষয় কী?
- ক. আকর্ষনীয় কিনা
- খ. শিক্ষার্থীদের বয়স উপযোগী কিনা
- গ. উপকরণটি সহজলভ্য কিনা
- ঘ. শিখনফল অর্জনে সহায়ক কিনা
উত্তরঃ শিখনফল অর্জনে সহায়ক কিনা
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে?
- ক. এনসিঢিবি
- খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
- গ. পিটিআই
- ঘ. নেপ
উত্তরঃ নেপ
- ক. সমাপনী পরীক্ষায় কোন বিষয়বস্তুর অন্তর্ভুক্ত থাকবে তার বিস্তারিত বর্ণনা
- খ. বিদ্যালয়ে শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, কীভাবে শিখবে তারা পরিকল্পনা
- গ. আগামী দশ বছর শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার কর্মকৌশল
- ঘ. শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার নীতিমালা
উত্তরঃ বিদ্যালয়ে শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, কীভাবে শিখবে তারা পরিকল্পনা
লেভ ভিগস্কির সামাজিক-সাংস্কৃতিক তত্ত্বের (Socio cultural theory) মূল্য বক্তব্য কী?
- ক. মানুষের বুদ্ধি বহুমাত্রিক
- খ. অধিক জানা কারো সাথে মিথস্ক্রিয়ায় শিখন বাড়ে
- গ. চেষ্টা করতে ভুল কমে আসে, ফলে শিখন বাড়ে
- ঘ. শিখন বৃদ্ধিতে প্রেষণা গুরুত্বপূর্ণ
উত্তরঃ অধিক জানা কারো সাথে মিথস্ক্রিয়ায় শিখন বাড়ে
শিশুর সুষম আবেগিক বিকাশে পিতামাতার ভূমিকা কী?
- ক. শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণের ব্যবস্থা
- খ. খেলাধুলার ব্যবস্থা
- গ. শিশুর পুষ্টির ব্যবস্থা
- ঘ. শিশুর শিক্ষার ব্যবস্থা
উত্তরঃ শিশুর শিক্ষার ব্যবস্থা
Which of the following is plural?
- ক. everyone
- খ. none of these
- গ. anybody
- ঘ. nobody
উত্তরঃ none of these
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
- ক. সবুজপত্র
- খ. সম্বাদ কৌমুদী
- গ. কথোপকথন
- ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ কথোপকথন
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. অদ্বৈ মল্লবর্মণ
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. হাসান আজিজুল হক
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ অদ্বৈ মল্লবর্মণ
প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী কয়টি অধ্যয়ন করবে?
- ক. ৯টি
- খ. ৬টি
- গ. ৭টি
- ঘ. ৮টি
উত্তরঃ ৬টি
বাংলাদেশের প্রাথমিক বিজ্ঞান শিক্ষা শেখানোর ক্ষেত্রে কোন এপ্রোচ বা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে?
- ক. প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা
- খ. অনুসন্ধানমূলক শিক্ষা
- গ. আলোচনার মাধ্যমে শিক্ষা
- ঘ. প্রদর্শন পদ্ধতি
উত্তরঃ প্রদর্শন পদ্ধতি
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?
- ক. এনসিঢিবি (NCTB)
- খ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
- গ. পিটিআই (PTI)
- ঘ. নেপ (NAPE)
উত্তরঃ এনসিঢিবি (NCTB)
কোন ধরনের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা কম?
- ক. নৈর্ব্যক্তিক অভিক্ষা
- খ. ব্যবহারিক অভিক্ষা
- গ. মৌলিক অভিক্ষা
- ঘ. রচনামূলক অভিক্ষা
উত্তরঃ নৈর্ব্যক্তিক অভিক্ষা
জ্যাঁ পিয়াজের অনুসারে শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর (Concrete operational period) কোনটি?
- ক. ৭ - ১১ বছর
- খ. ১১ - ১৫ বছর
- গ. ০ - ২ বছর
- ঘ. ২ - ৭ বছর
উত্তরঃ ৭ - ১১ বছর
‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
- ক. চীন
- খ. যুক্তরাজ্য
- গ. কানাডা
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ যুক্তরাজ্য
মুক্তিযুদ্ধবিষয়ক কাব্য নয় কোনটি?
- ক. বাসন
- খ. নিজবাসভূমে
- গ. নেকড়ে অরণ্য
- ঘ. হাঙর নদী গ্রেনেড
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
- ক. শ্রীকান্ত
- খ. মেজদিদি
- গ. দেবদাস
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
If something does not make sense, it is not -
- ক. funny
- খ. experience
- গ. nice
- ঘ. logical
উত্তরঃ logical
'Between' is a preposition that used when - people are involved.
- ক. four
- খ. many
- গ. two
- ঘ. three
উত্তরঃ two
বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
- ক. জেমস ওয়াট
- খ. হেনরিক মার্জ
- গ. আইজ্যাক নিউটন
- ঘ. স্টিফেন হকিংস
উত্তরঃ জেমস ওয়াট
- ক. ৪টি
- খ. ৫টি
- গ. ৩টি
- ঘ. ২টি
উত্তরঃ ৩টি
কোন শিখন-শেখানো কৌশলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ থাকে?
- ক. প্রশ্নোত্তর পদ্ধতি
- খ. প্রজেক্ট পদ্ধতি
- গ. বক্তৃতা পদ্ধতি
- ঘ. প্রদর্শন পদ্ধতি
উত্তরঃ প্রশ্নোত্তর পদ্ধতি
বাংলা নাট্যসাহিত্যে ‘নাট্যচার্য’ কার উপাধি?
- ক. আতাউর রহমান
- খ. ড. ইনামুল হক
- গ. সাইদ আহমেদ
- ঘ. সেলিম আল দীন
উত্তরঃ সেলিম আল দীন
নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ?
- ক. ভাষাগত ও যোগাযোগ দক্ষতার বিকাশ
- খ. সামাজিক ও আবেগিক বিকাশ
- গ. শারীরিক বিকাশ
- ঘ. বুদ্ধিবৃত্তিক বিকাশ
উত্তরঃ সামাজিক ও আবেগিক বিকাশ
- ক. জীবনানন্দ দাশ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ জীবনানন্দ দাশ
What is the adjective form of the word 'home'?
- ক. homely
- খ. homage
- গ. home-like
- ঘ. homeful
উত্তরঃ homely
খাদ্য ও কৃষি (FAO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. রোম
- খ. ভিয়েনা
- গ. নিউইয়র্ক
- ঘ. জেনেভা
উত্তরঃ রোম
সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক?
- ক. পড়ে বোঝা, লিখে প্রকাশ করা এবং হিসাব-নিকাশ করতে পারা
- খ. শুনে বুঝতে পারা
- গ. সাক্ষরতা আর শিক্ষা একই
- ঘ. ব্যক্তির পড়তে পারার দক্ষতা
উত্তরঃ পড়ে বোঝা, লিখে প্রকাশ করা এবং হিসাব-নিকাশ করতে পারা
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
- ক. আনন্দময়ীর আগমনে
- খ. কাণ্ডারী হুশিয়ার
- গ. বিদ্রোহী
- ঘ. অগ্রপথিক
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
- গ. জাতীয় বিশ্ববিদ্যালয়
- ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার কাজে অগ্রণী ভূমিকা পালন করে কে?
- ক. অভিভাবক
- খ. সমাজকর্মী
- গ. শ্রেণি শিক্ষক
- ঘ. প্রধান শিক্ষক
উত্তরঃ প্রধান শিক্ষক
ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে?
- ক. ২০১৬ সালে
- খ. ২০১৭ সালে
- গ. ২০১৫ সালে
- ঘ. ২০১৪ সালে
উত্তরঃ ২০১৫ সালে
- ক. have to go
- খ. had go
- গ. had to go
- ঘ. have gone
উত্তরঃ had to go
গণতান্ত্রিক জীবনে কোনটি অধিক লক্ষণীয়?
- ক. সহযোগিতা
- খ. সমধর্মিতা
- গ. সহনশীলতা
- ঘ. সহমর্মিতা
উত্তরঃ সহনশীলতা
‘নীলদর্পণ’ নাটকের নাট্যকার কে?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. মুনীর চৌধুরী
- গ. দীনবন্ধু মিত্র
- ঘ. শ্যামল মিত্র
উত্তরঃ দীনবন্ধু মিত্র
The Plane has not yet arrived, and I wonder when -
- ক. it will come
- খ. it came
- গ. it comes
- ঘ. it has come
উত্তরঃ it will come
ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে?
- ক. ষাট গম্বুজ মসজিদ
- খ. ছোট সোনা মসজিদ
- গ. কুসম্বা মসজিদ
- ঘ. আতিয়া জামে মসজিদ
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
- ক. পিটিআই
- খ. উপজেলা রিসোর্স
- গ. উপজেলা রিসোর্স সেন্টার
- ঘ. জেলা প্রাথমিক শিক্ষা অফিস
উত্তরঃ উপজেলা রিসোর্স সেন্টার
লোকসংস্কৃতিতে কে ‘শিল্পকলা পদক-২০১৭ ‘ পাওয়ার গৌরব অর্জন করেছেন?
- ক. কাঙ্গালিনী সুফিয়া বেগম
- খ. জসীমউদদীন
- গ. উকিল মুন্সী
- ঘ. আব্দুর রহমান বয়াতী
উত্তরঃ কাঙ্গালিনী সুফিয়া বেগম
শিক্ষার্থীদের শিখনের ফলাবর্তন দেয়া কোন মূল্যায়নের মূল উদ্দেশ্য?
- ক. ডায়াগনস্টিক
- খ. মূল্যায়ন
- গ. সামষ্টিক
- ঘ. গাঠনিক
উত্তরঃ সামষ্টিক
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বর গুপ্ত
- ঘ. অক্ষয় কুমার বড়াল
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. প্রোগ্রাম
- খ. বিলাস
- গ. সাথী
- ঘ. লাইব্রেরি
উত্তরঃ প্রোগ্রাম