প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর

51. ‘টেলস্টার’ কিসের নাম?

  • ক. টেনিসবল
  • খ. বাস্কেটবল
  • গ. ফুটবল
  • ঘ. ভলিবল

52. Which of the following is plural?

  • ক. everyone
  • খ. none of these
  • গ. anybody
  • ঘ. nobody

53. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?

  • ক. সবুজপত্র
  • খ. সম্বাদ কৌমুদী
  • গ. কথোপকথন
  • ঘ. সংবাদ প্রভাকর

54. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. অদ্বৈ মল্লবর্মণ
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ

56. বাংলাদেশের প্রাথমিক বিজ্ঞান শিক্ষা শেখানোর ক্ষেত্রে কোন এপ্রোচ বা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে?

  • ক. প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা
  • খ. অনুসন্ধানমূলক শিক্ষা
  • গ. আলোচনার মাধ্যমে শিক্ষা
  • ঘ. প্রদর্শন পদ্ধতি

57. কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?

  • ক. এনসিঢিবি (NCTB)
  • খ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
  • গ. পিটিআই (PTI)
  • ঘ. নেপ (NAPE)

58. কোন ধরনের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা কম?

  • ক. নৈর্ব্যক্তিক অভিক্ষা
  • খ. ব্যবহারিক অভিক্ষা
  • গ. মৌলিক অভিক্ষা
  • ঘ. রচনামূলক অভিক্ষা

61. মুক্তিযুদ্ধবিষয়ক কাব্য নয় কোনটি?

  • ক. বাসন
  • খ. নিজবাসভূমে
  • গ. নেকড়ে অরণ্য
  • ঘ. হাঙর নদী গ্রেনেড

69. The sea is - the hotel.

  • ক. at side of
  • খ. close
  • গ. beside
  • ঘ. near by

71. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?

  • ক. জেমস ওয়াট
  • খ. হেনরিক মার্জ
  • গ. আইজ্যাক নিউটন
  • ঘ. স্টিফেন হকিংস

73. কোন শিখন-শেখানো কৌশলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ থাকে?

  • ক. প্রশ্নোত্তর পদ্ধতি
  • খ. প্রজেক্ট পদ্ধতি
  • গ. বক্তৃতা পদ্ধতি
  • ঘ. প্রদর্শন পদ্ধতি

74. বাংলা নাট্যসাহিত্যে ‘নাট্যচার্য’ কার উপাধি?

  • ক. আতাউর রহমান
  • খ. ড. ইনামুল হক
  • গ. সাইদ আহমেদ
  • ঘ. সেলিম আল দীন

75. নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ?

  • ক. ভাষাগত ও যোগাযোগ দক্ষতার বিকাশ
  • খ. সামাজিক ও আবেগিক বিকাশ
  • গ. শারীরিক বিকাশ
  • ঘ. বুদ্ধিবৃত্তিক বিকাশ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics