২৪তম বিসিএস প্রিলি

53. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?

  • ক. কুতুবদিয়া
  • খ. সোনাদিয়া
  • গ. সন্দ্বীপ
  • ঘ. পূর্বাশা দ্বীপ

55. যুদ্ধ ও সশস্ত্রসংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-

  • ক. দুটি রেডক্রস কনভেনশন নামে
  • খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে
  • গ. চারটি রেডক্রস কনভেনশন নামে
  • ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে

60. কোন চুক্তির মাধ্যমে ইইসি(EEC) প্রতিষ্ঠা লাভ করে?

  • ক. রোম চুক্তি
  • খ. ম্যাসট্রিচ চুক্তি
  • গ. ভিয়েনা কনভেনশন
  • ঘ. ব্রাসেলস কনভেনশন

61. MIGA কখন গঠিত হয়?

  • ক. ১৯৮০ সালে
  • খ. ১৯৮২ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৮ সালে

65. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?

  • ক. নভেম্বর ২০০৩, ভারতের বোলোর
  • খ. ডিসেম্বর ২০০৩, কানাডার অটোয়া
  • গ. জানুয়ারি ২০০৪, পাকিস্তানের ইসলামাবাদ
  • ঘ. সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন

67. ইসরাইল-প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী?

  • ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
  • খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
  • গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
  • ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ

70. প্রথম ক্লোন ‘ইভ’ এর জম্ম - তারিখ কী?

  • ক. নভেম্বর ২০, ২০০২
  • খ. ডিসেম্বর ২৬, ২০০২
  • গ. জানুয়ারি ৭, ২০০৩
  • ঘ. মার্চ ২৩, ২০০৩

71. 'A Long Walk to Freedom' বইটির লেখক কে?

  • ক. হোসে সামও
  • খ. রবার্ট মুগাবে
  • গ. নেলসন ম্যান্ডেলা
  • ঘ. অং সান সুচি

72. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

  • ক. ইসরাইল ও জর্ডান
  • খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
  • গ. চীন ও তাইওয়ান
  • ঘ. ভারত ও পাকিস্তান

73. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোয়ের-

  • ক. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
  • খ. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
  • গ. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
  • ঘ. এক-চতুর্থাংশ বেড়ে গেলে

74. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে -

  • ক. প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
  • খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
  • গ. নাইট্রোজেন সরবরাহ করে
  • ঘ. হাইড্রোজেন সরবরাহ করে

75. আবাসিক বাড়ির বর্তনীতে সাকির্ট ব্যবহার করা হয় কেন?

  • ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
  • খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
  • গ. বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
  • ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics