রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক
‘সোনালী কাবিন’ কাব্যগন্থটি কার লেখা?
- ক. আল মাহমুদ
- খ. শামসুর রাহমান
- গ. নির্মলেন্দু গুণ
- ঘ. মহাদেব শাহা
উত্তরঃ আল মাহমুদ
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
- ক. সারদা দেবী
- খ. চন্দ্রাবর্তী
- গ. স্বর্ণকুমারী দেবী
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ চন্দ্রাবর্তী
কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’ - উক্তিটি কোন উপন্যাসের?
- ক. চোখের বালি
- খ. পথের দাবি
- গ. রাজসিংহ
- ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ রাজসিংহ
বিশ্বকবি তার কোন কবিতাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- ক. রক্তকবরী
- খ. বসন্ত
- গ. ভিখারিনী
- ঘ. রতন
উত্তরঃ বসন্ত
বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?
- ক. ফাদার ম্যানোয়েল
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. বেগম রোকেয়া
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ফাদার ম্যানোয়েল
The expression 'take into account' means -
- ক. count numbers
- খ. consider
- গ. think seriously
- ঘ. assess
উত্তরঃ consider
- ক. This is fact.
- খ. This is a true fact.
- গ. This is a fact.
- ঘ. This are a fact.
উত্তরঃ This is fact.
After food has been dried or canned ... for later consumption.
- ক. it should be stored
- খ. that it should be stored
- গ. should be stored
- ঘ. which should be stored
উত্তরঃ it should be stored
- ক. irregularly
- খ. regularly
- গ. very often
- ঘ. now
উত্তরঃ irregularly
১০ থেকে ৬০ পর্যন্ত যে সেকল মৌলিক সংখ্যার একক স্থানীয় মান ৯ তাদের সমষ্টি কত?
- ক. ১০৪
- খ. ৯৯
- গ. ১০৫
- ঘ. ১০৭
উত্তরঃ ১০৭
- ক. ২৫ দিন
- খ. ৩০দিন
- গ. ৩৫ দিন
- ঘ. ৪০ দিন
উত্তরঃ ৩০দিন
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ / ক্ষতি হবে?
- ক. ২৫% লাভ
- খ. ২৫% ক্ষতি
- গ. ৭৫% লাভ
- ঘ. ৭৫% ক্ষতি
উত্তরঃ ২৫% লাভ
কোন ত্রিভুজের ৩টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ৩টির সমষ্টি হবে.....।
- ক. ১৮০
- খ. ২৭০
- গ. ৩৬০
- ঘ. ৪৫০
উত্তরঃ ৩৬০
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ২৫%
কলার দাম 20% কমে যাওয়া 12 টাকায় অপেক্ষা 2 টি কলা বেশি পাওয়া যায় বর্তমানে একটি কলার দাম কত?
- ক. ২ টাকা
- খ. ১.২০ টাকা
- গ. ১.৮০ টাকা
- ঘ. ৩ টাকা
উত্তরঃ ১.২০ টাকা
৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?
- ক. ০.০৯
- খ. ১.৬০
- গ. ২.২৫
- ঘ. ০.৯০
উত্তরঃ ০.৯০
চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
- ক. ৩১ আগস্ট ১৯৭৫
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ১৫ আগস্ট ১৯৭৫
উত্তরঃ ৩১ আগস্ট ১৯৭৫
বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয়?
- ক. ২০১২
- খ. ২০১৫
- গ. ২০১৭
- ঘ. ২০১৯
উত্তরঃ ২০১৭
- ক. এলন মাক্স
- খ. মার্ক জুকারবার্গ
- গ. সাতোশি নাকামাতো
- ঘ. স্টিভ জবস
উত্তরঃ সাতোশি নাকামাতো
'Cosmic Ray' কে বাংলায় বলা হয় -
- ক. রঞ্জন রশ্মি
- খ. তেজস্ক্রিয় রশ্মি
- গ. ক্যাথড রশ্মি
- ঘ. মহাজাগতিক রশ্মি
উত্তরঃ মহাজাগতিক রশ্মি
বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. ঠাকুরগাঁও
- খ. ঈশ্বরদী
- গ. নাটোর
- ঘ. গাইবান্ধা
উত্তরঃ ঈশ্বরদী
- ক. সাবোর
- খ. ন্যাশনাল কংগ্রেস
- গ. ন্যাশনাল অ্যাসেম্বলি
- ঘ. নেসেট
উত্তরঃ সাবোর
বাংলাদেশের কয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই?
- ক. ৪৩
- খ. ২৩
- গ. ২১
- ঘ. ১৮
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন