মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে?

  • ক. ৯৫০ খ্রিস্টাব্দ
  • খ. ৬৫০ খ্রিস্টাব্দ
  • গ. ৮৫০ খ্রিস্টাব্দ
  • ঘ. ৭৫০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ৬৫০ খ্রিস্টাব্দ

বিস্তারিত

কোনজন চর্যাপদের পদকর্তা?

  • ক. ভারতচন্দ্র
  • খ. শবরপা
  • গ. বিদ্যাপতি
  • ঘ. চণ্ডীদাস

উত্তরঃ শবরপা

বিস্তারিত

‘লায়লী মজুন’ কাব্যের অনুবাদক হলেন -

  • ক. সাবিরিদ খান
  • খ. সৈয়দ সুলতান
  • গ. দৌলত উজির বাহরাম খান
  • ঘ. আলাওল

উত্তরঃ দৌলত উজির বাহরাম খান

বিস্তারিত

‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

  • ক. তামসিক
  • খ. বারুই
  • গ. পান-ব্যবসায়ী
  • ঘ. পর্ণকার

উত্তরঃ তামসিক

বিস্তারিত

এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

  • ক. কবিগান
  • খ. পুঁথি সাহিত্য
  • গ. নাথ সাহিত্য
  • ঘ. বৈষ্ণব পদ সাহিত্য

উত্তরঃ কবিগান

বিস্তারিত

বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

  • ক. প্রাতিপাদিক
  • খ. সাধিত শব্দ
  • গ. প্রকৃতি
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ প্রাতিপাদিক

বিস্তারিত

‘গাজী মিয়ার বস্তানী’ কী ধরনের রচনা?

  • ক. প্রবন্ধ
  • খ. কাব্য
  • গ. আত্মজীবনী
  • ঘ. নাটক

উত্তরঃ আত্মজীবনী

বিস্তারিত

কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে?

  • ক. গামছা
  • খ. মশারি
  • গ. লুঙ্গি
  • ঘ. চাদর

উত্তরঃ গামছা

বিস্তারিত

সমুদ্র শব্দের বিপরীত শব্দ হলো -

  • ক. স্রোতস্বিনী
  • খ. ঊর্মি
  • গ. অর্ণব
  • ঘ. তরঙ্গ

উত্তরঃ স্রোতস্বিনী

বিস্তারিত

‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

  • ক. ফার্সি
  • খ. তুর্কি
  • গ. পর্তুগিজ
  • ঘ. আরবি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

জ্ঞানে বিমল আনন্দ হয়।’ কোন কারক?

  • ক. করণ
  • খ. অপাদান
  • গ. অধিকরণ
  • ঘ. কর্ম

উত্তরঃ করণ

বিস্তারিত

নিপাতনে সিদ্ধ ‘ষ’ এর ব্যবহার রয়েছে কোনটিতে?

  • ক. মুমূর্ষু
  • খ. অনুষঙ্গ
  • গ. বর্ষণ
  • ঘ. ভূষণ

উত্তরঃ ভূষণ

বিস্তারিত

‘কনুই থেকে কব্জি পর্যন্ত’ এর সংক্ষেপ হলো -

  • ক. রত্নি
  • খ. টিবিয়া ফিবুলা
  • গ. হাতাংশ
  • ঘ. গিরিজা

উত্তরঃ রত্নি

বিস্তারিত

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?

  • ক. কপট ব্যক্তি
  • খ. ঘনিষ্ঠ সম্পর্ক
  • গ. হতভাগ্য
  • ঘ. মোসাহেব

উত্তরঃ মোসাহেব

বিস্তারিত

‘ধন্য তার বসুন্ধরা যার’ - এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধুত হয়েছে?

  • ক. বিড়াল
  • খ. সাম্যবাদী
  • গ. অপরিচিতা
  • ঘ. চাষার দুক্ষু

উত্তরঃ চাষার দুক্ষু

বিস্তারিত

‘রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. চোখের বালি
  • গ. গৃহদাহ
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?

  • ক. ১৯টি
  • খ. ২০টি
  • গ. ২১টি
  • ঘ. অনির্ণেয়

উত্তরঃ অনির্ণেয়

বিস্তারিত

‘যামিনী’ এর প্রতিশব্দ কোনটি?

  • ক. প্রসূন
  • খ. দামিনী
  • গ. শর্বরী
  • ঘ. নিকর

উত্তরঃ শর্বরী

বিস্তারিত

Which one of the correct spelling?

  • ক. Renessance
  • খ. Reneisance
  • গ. Renaissance
  • ঘ. Renaisance

উত্তরঃ Renaissance

বিস্তারিত

This could have worked if I ----been more far-sighted?

  • ক. had
  • খ. might
  • গ. have
  • ঘ. has

উত্তরঃ had

বিস্তারিত

Tooth and nail' means

  • ক. Get by heart
  • খ. tried hard
  • গ. go with heart
  • ঘ. none of these

উত্তরঃ tried hard

বিস্তারিত

Antonym of candid -

  • ক. bluff
  • খ. devious
  • গ. equal
  • ঘ. blunt

উত্তরঃ devious

বিস্তারিত

The old man died --- cancer.

  • ক. from
  • খ. of
  • গ. for
  • ঘ. off

উত্তরঃ of

বিস্তারিত

Tina is renowned --- her oratory.

  • ক. with
  • খ. of
  • গ. in
  • ঘ. for

উত্তরঃ for

বিস্তারিত

I hope your dream -- true.

  • ক. comes
  • খ. seems
  • গ. looks
  • ঘ. turns

উত্তরঃ comes

বিস্তারিত

Choose the synonym for Stubborn

  • ক. deceitful
  • খ. obdurate
  • গ. sly
  • ঘ. swindler

উত্তরঃ obdurate

বিস্তারিত

What is meaning of draw up?

  • ক. draft
  • খ. finish
  • গ. interpret
  • ঘ. final

উত্তরঃ draft

বিস্তারিত

She will have finished the job before -

  • ক. he come
  • খ. he came
  • গ. he has come
  • ঘ. he comes

উত্তরঃ he comes

বিস্তারিত

Which of these sentence is correct?

  • ক. There is little prospect the situation improving
  • খ. There is little prospect to the situation improving
  • গ. There is little prospect into situation improving
  • ঘ. There is little prospect of the situation improving

উত্তরঃ There is little prospect the situation improving

বিস্তারিত

His speech was articulated and I asked him to -- his ideas.

  • ক. make bigger
  • খ. spread out
  • গ. expand on
  • ঘ. clear out

উত্তরঃ expand on

বিস্তারিত

‘গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি?

  • ক. Reading of the story is pleasant
  • খ. The story is pleasant to read
  • গ. The story is pleasant for reading
  • ঘ. The story is pleasant to be read

উত্তরঃ The story is pleasant to read

বিস্তারিত

Change the voice. He helped me do it.

  • ক. I was helped by him to do it
  • খ. I was helped by he to do it
  • গ. I was help by he to do it
  • ঘ. I was help be he to do it.

উত্তরঃ I was helped by him to do it

বিস্তারিত

Change into reported form : She said to me, "why don't you came on Monday."

  • ক. She told me to not go on monday
  • খ. She said me why did not she go on monday
  • গ. She asked me why I did not go on monday
  • ঘ. She asked me not to go that day

উত্তরঃ She asked me why I did not go on monday

বিস্তারিত

'The table has four chairs' This is the example of ---- clause?

  • ক. dependent
  • খ. independent
  • গ. subordinate
  • ঘ. complex

উত্তরঃ independent

বিস্তারিত

Some of the boys----did not come.

  • ক. I invited
  • খ. whom I invited them
  • গ. whose invited
  • ঘ. I invited them

উত্তরঃ I invited

বিস্তারিত

Let us begin by looking at the minutes of the meeting' here minutes means :

  • ক. time record
  • খ. written record
  • গ. time frame
  • ঘ. ending time

উত্তরঃ written record

বিস্তারিত

Which of the following is a complex sentence?

  • ক. Let them do this or they will die
  • খ. If he helps us, we shall win
  • গ. Move or you will die
  • ঘ. work hard or you can't prosper in life

উত্তরঃ If he helps us, we shall win

বিস্তারিত

Change the voice : He helped me do it

  • ক. I was helped by him to do it
  • খ. I was helped by he to do it
  • গ. I was help by he to do it
  • ঘ. I was help be he to do it

উত্তরঃ I was helped by him to do it

বিস্তারিত

A swimming snake bit him in the leg. Here 'swimming' is a -

  • ক. participle
  • খ. verbal noun
  • গ. gerund
  • ঘ. infinite

উত্তরঃ participle

বিস্তারিত

x3 - 8x + 16 + y2 এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে?

  • ক. -2xy
  • খ. 8xy
  • গ. 6xy
  • ঘ. 2xy

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

2a2 + 7ab - 15b2 এর উৎপাদক বিশ্লেষণ কত হয়?

  • ক. (a+5b) (2a - 3b)
  • খ. (a-5b)(2a+3b)
  • গ. (a-5b)(2a-3b)
  • ঘ. (a-5b)(a+5b)

উত্তরঃ (a+5b) (2a - 3b)

বিস্তারিত

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল -

  • ক. ৪৮৫০
  • খ. ৮৯৫০
  • গ. ৪৭৫০
  • ঘ. ৪৯৫০

উত্তরঃ ৪৯৫০

বিস্তারিত

১.৫৫৫৫৫ এর ৫% = ?

  • ক. ০.৭৭৭৭৭৫
  • খ. ০.৭৫৫৫
  • গ. ০.০৭৫৫৫৫
  • ঘ. ০.০৭৭৭৫

উত্তরঃ ০.৭৭৭৭৭৫

বিস্তারিত

3-3 এর মান কত?

  • ক. 1/9
  • খ. 1/3
  • গ. 1/27
  • ঘ. 1/4

উত্তরঃ 1/27

বিস্তারিত

0 কোণের পূরক কোণ কোনটি?

  • ক. ০
  • খ. ৯০
  • গ. ৪৫
  • ঘ. ১৮০

উত্তরঃ ৯০

বিস্তারিত

একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ১৫.২ সে.মি.
  • খ. ১০.৫ সে.মি.
  • গ. ১০.৭ সে.মি.
  • ঘ. ১৭.১ সে.মি.

উত্তরঃ ১০.৭ সে.মি.

বিস্তারিত

কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

  • ক. ৩৩/৫০
  • খ. ৩/৫
  • গ. ১৩/১৭
  • ঘ. ৮/১১

উত্তরঃ ৮/১১

বিস্তারিত

লাওসের (Laos) এর সরকারি নাম কি?

  • ক. Laos People's Democratic Republic
  • খ. Republic of Laos
  • গ. Kingdom of Laos
  • ঘ. Democratic Republic of Laos

উত্তরঃ Laos People's Democratic Republic

বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

  • ক. হ্যারি এস. ট্রম্যান
  • খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  • গ. জেমস মানরো
  • ঘ. তথ্যটি সঠিক নয়

উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

বিস্তারিত

MICR-এর পূর্ণরূপ কি?

  • ক. Magnetic Ink Character Reader
  • খ. Magnetic Ink Case Reader
  • গ. Magnetic Ink Code Reader
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ Magnetic Ink Character Reader

বিস্তারিত

হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

  • ক. আমিষ
  • খ. আয়োডিন
  • গ. স্নেহ
  • ঘ. লৌহ

উত্তরঃ আমিষ

বিস্তারিত

বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা -

  • ক. জাপান
  • খ. ভারত
  • গ. আফগানিস্তান
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চীফ অব স্টাফ কে ছিলেন?

  • ক. কর্ণেল (অব) এম এ জি ওসমানী
  • খ. মেজর খালেদ মোশাররফ
  • গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খোন্দকার
  • ঘ. কর্ণেল (অব) এম এ রব

উত্তরঃ কর্ণেল (অব) এম এ রব

বিস্তারিত

স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

  • ক. সাইট্রিক অ্যাসিড
  • খ. নাইট্রিক অ্যাসিড
  • গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
  • ঘ. সালফিউরিক অ্যাসিড

উত্তরঃ নাইট্রিক অ্যাসিড

বিস্তারিত

আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?

  • ক. ১৯৪৫ সাল হতে
  • খ. ১৯৪৬ সাল হতে
  • গ. ১৯৪৭ সাল হতে
  • ঘ. ১৯৪৮ সাল হতে

উত্তরঃ ১৯৪৭ সাল হতে

বিস্তারিত

বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

  • ক. গৌরদাস
  • খ. চার্লস উইলকিন্স
  • গ. পঞ্চানন কর্মকার
  • ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য

উত্তরঃ চার্লস উইলকিন্স

বিস্তারিত

‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?

  • ক. আব্দুল হাকিম
  • খ. শেখ চাঁদ
  • গ. মীর মোহাম্মদ শফী
  • ঘ. জৈনুদ্দীন

উত্তরঃ শেখ চাঁদ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics