খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- ক. চেয়ারম্যান, সরকারি কর্মকমিশন
- খ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- ঘ. প্রধান নির্বাচন কমিশনার
উত্তরঃ চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- ক. Open Market Strategy
- খ. Open Market Sale
- গ. Open Market System
- ঘ. Open Market Support
উত্তরঃ Open Market Sale
- ক. ২০%
- খ. ১৫%
- গ. ১২ টাকা
- ঘ. ১২%
উত্তরঃ ১২%
The passive structure of 'They pleased us' is -
- ক. We were pleased by them
- খ. We were being pleased by them
- গ. We are pleased to them
- ঘ. We are pleased with them
উত্তরঃ We were pleased by them
She said, 'We are going ----implement the Mujib Climate prosperity plan'.
- ক. To
- খ. up
- গ. over
- ঘ. on
উত্তরঃ To
একটি বাক্সের ২ মিটার দৈর্ঘ্য, ১ মিটার ৫০ সে.মি. প্রস্থ এবং ১ মিটার উচ্চতা। বাক্সটির আয়তন কত?
- ক. ৩ ঘনমিটার
- খ. ৫ ঘনমিটার
- গ. ২ ঘনমিটার
- ঘ. ৩ মিটার
উত্তরঃ ৩ ঘনমিটার
প ফ ব ভ ম এগুলো কী ধরনের বর্ণ?
- ক. দন্ত্য বর্ণ
- খ. ওষ্ঠ্য বর্ণ
- গ. কণ্ঠ্য বর্ণ
- ঘ. তালব্য বর্ণ
উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ
- ক. পরিমাণবাচক
- খ. সমবাচক
- গ. তারিকবাচক
- ঘ. অংক বাচক
উত্তরঃ পরিমাণবাচক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
- ক. জানুয়ারি ১০, ১৯৭৩
- খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
- গ. নভেম্বর ৪, ১৯৭২
- ঘ. অক্টোবর ১১, ১৯৭২
উত্তরঃ ডিসেম্বর ১৬, ১৯৭২
- ক. রাজশাহী অঞ্চল
- খ. কুমিল্লা অঞ্চল
- গ. ঢাকা অঞ্চল
- ঘ. সিলেট অঞ্চল
উত্তরঃ কুমিল্লা অঞ্চল
- ক. সে কেঁদে কেঁদে বলল
- খ. বালিকাটি গান করে বলে গেল
- গ. সে এলে আমি যাব
- ঘ. সে যেতে যেতে থেমে গেল
উত্তরঃ সে এলে আমি যাব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে -
- ক. ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১
- খ. ২৬ মার্চ, ২০২০ থেকে ২৬ মার্চ, ২০২১
- গ. ১৬ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১
- ঘ. ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬ মার্চ, ২০২১
উত্তরঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১
- ক. Hippopotamus
- খ. Hipopotomus
- গ. Hippoppotamus
- ঘ. Hipopotaus
উত্তরঃ Hippopotamus
- ক. Does I actually get a pay check?
- খ. Do I actually getting a pay check?
- গ. Do I
- ঘ. Hipopotaus
উত্তরঃ Does I actually get a pay check?
- ক. Does I actually get a pay check?
- খ. Do I actually getting a pay check?
- গ. Do I actually get a pay check?
- ঘ. Am I actually got a pay check?
উত্তরঃ Do I actually get a pay check?
- ক. advancement
- খ. betterment
- গ. preference
- ঘ. promotion
উত্তরঃ betterment
Karim always runs quite fast. Here always is -
- ক. adjective
- খ. adverb
- গ. verb
- ঘ. preposition
উত্তরঃ adverb
- ক. Gentle
- খ. Prograssive
- গ. Opinionated
- ঘ. Promoting
উত্তরঃ Gentle
আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম - বাক্যটি কোন কাল?
- ক. ঘটমান অতীত
- খ. পুরাঘটিত অতীত
- গ. সাধারণ অতীত
- ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
- ক. যৌগিক বাক্য
- খ. মিশ্র বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. জটিল বাক্য
উত্তরঃ সরল বাক্য
তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে সপ্তমী
- খ. কর্মে দ্বিতীয়া
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. করণে সপ্তমী
উত্তরঃ করণে সপ্তমী
বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি?
- ক. কফি আনান
- খ. বান কি মুন
- গ. অ্যান্টনিও গুতারেস
- ঘ. বুট্রোস ঘালি
উত্তরঃ অ্যান্টনিও গুতারেস
Identify the right passive voice of ‘It is impossible to do this’.
- ক. Doing this is impossible
- খ. This is impossible to be done
- গ. This is must be done
- ঘ. This can't be done
উত্তরঃ This is impossible to be done
বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বৃহৎ + পতি
- খ. বৃহ + অস্পতি
- গ. বৃহস + পতি
- ঘ. বৃহঃ + পতি
উত্তরঃ বৃহৎ + পতি
সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?
- ক. যদি ১টি অন্য ২টি বিন্দুর সংযোজন রেখার মধ্যবিন্দু হয়
- খ. যদি বিন্দুগুলো সমরেখ হয়
- গ. যদি বিন্দুগুলো সমরেখ না হয়
- ঘ. যদি বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব সমান হয়
উত্তরঃ যদি বিন্দুগুলো সমরেখ না হয়
------ he nor his brothers have done the work. Which is correct in the blank?
- ক. Either
- খ. Neigher
- গ. Both ক, খ
- ঘ. No one is correct
উত্তরঃ Neigher
অর্থ অনর্থ ঘটায়। এর কারক ও বিভক্তি কী?
- ক. কর্মে শূন্য
- খ. করণে ২য়া
- গ. অপাদানে ২য়া
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্তায় শূন্য
- ক. ২৩ মার্চ ১৯৭১
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১০ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
- ক. একজন বিখ্যাত দার্শনিক
- খ. একটি যাদুঘর
- গ. একটি জেলখানা
- ঘ. একজন বৈজ্ঞানিক
উত্তরঃ একটি জেলখানা
- ক. Outset
- খ. Complication
- গ. None
- ঘ. Commotion
উত্তরঃ Outset
What is the meaning of the idiom a round dozen?
- ক. Round about a dozen
- খ. less than a dozen
- গ. more than a dozen
- ঘ. a full dozen
উত্তরঃ a full dozen
Who is the famous satirist in English literature?
- ক. Alexander Pope
- খ. William Wordsworth
- গ. Shakespeare
- ঘ. Jonathan Swift
উত্তরঃ Jonathan Swift
COP-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
- ক. রিও ডি জেনেরিও
- খ. গ্লাসগো
- গ. লন্ডন
- ঘ. প্যারিস
উত্তরঃ গ্লাসগো
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. রামায়ণ
- খ. মহাভারত
- গ. মনসামঙ্গল
- ঘ. চর্যাপদ
উত্তরঃ চর্যাপদ
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রাজশেখর বসু
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
- ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- খ. বায়ান্নর ভাষা আন্দোলন
- গ. আটান্নর সামরিক শাসন
- ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ বায়ান্নর ভাষা আন্দোলন
‘কেঁচে গন্ডুস’ শব্দটির অর্থ কী?
- ক. নিতান্ত অলস
- খ. অসার
- গ. পুনরায় আরম্ভ
- ঘ. সামান্য
উত্তরঃ পুনরায় আরম্ভ
The word 'majority' stands for -
- ক. major rank
- খ. greater number
- গ. authority
- ঘ. superiority
উত্তরঃ greater number
He had written the book before he-
- ক. retired
- খ. had retired
- গ. has retired
- ঘ. will be retired
উত্তরঃ retired
(- x + 2) (x - 3) = 0 হলে x এর মান কত?
- ক. -২ অথবা -৩
- খ. ২ অথবা ৩
- গ. -২ অথবা ৩
- ঘ. ২ অথবা -৩
উত্তরঃ ২ অথবা ৩
একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে একে কী কোণ বলে?
- ক. সমকোণ
- খ. প্রবৃদ্ধ কোণ
- গ. সূক্ষ্মকোণ
- ঘ. স্থুলকোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
- ক. ভিন্ন পরিধি বিশিষ্ট
- খ. অসমান
- গ. সমান
- ঘ. সমকেন্দ্রিক
উত্তরঃ সমান
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
- ক. নিষিদ্ধ লোবান
- খ. রাইফেল রোটি আওরাত
- গ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
- ঘ. হাঙর নদী গ্রেনেড
উত্তরঃ রাইফেল রোটি আওরাত
মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কী?
- ক. মেঘলা
- খ. মেঘাচ্ছন্ন
- গ. মেঘমেদুর
- ঘ. মেঘাস্নিগ্ধ
উত্তরঃ মেঘমেদুর
শহীদ শেখ রাসেল এর জন্ম তারিখ কোনটি?
- ক. ১৮ অক্টোবর, ১৯৬৫
- খ. ১৭ অক্টোবর, ১৯৬৫
- গ. ১৭ অক্টোবর, ১৯৬৬
- ঘ. ১৮ অক্টোবর, ১৯৬৪
উত্তরঃ ১৮ অক্টোবর, ১৯৬৪
- ক. প্রাদি সমাস
- খ. নিত্য সমাস
- গ. অলুক তৎপুরুষ
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ নিত্য সমাস
Which is the superlative degree of 'dirty'?
- ক. dirtyest
- খ. dirtly
- গ. dirtier
- ঘ. dirtiest
উত্তরঃ dirtiest
Make a comparison ----the four girls. Identity the right preposition.
- ক. about
- খ. between
- গ. among
- ঘ. on
উত্তরঃ among
শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যা সমূহকে কী বলা হয়?
- ক. মূলদ সংখ্যা
- খ. অমূলদ সংখ্যা
- গ. পূর্ণ সংখ্যা
- ঘ. স্বাভাবিক সংখ্যা
উত্তরঃ পূর্ণ সংখ্যা
অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে?
- ক. কামাল আব্দুল নাসের
- খ. শেখ রেহানা
- গ. শেখ হাসিনা
- ঘ. মুনতাসির মামুন
উত্তরঃ শেখ হাসিনা
I have not heard from him -----?
- ক. long since
- খ. for a long time
- গ. since long
- ঘ. for long
উত্তরঃ long since
- ক. শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
- খ. কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়
- গ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- ঘ. কৃষি ও খাদ্য মন্ত্রণালয়
উত্তরঃ শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন” উক্তিটি কার?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. বঙ্কিম চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ঈশ্বরবন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ বঙ্কিম চট্টোপাধ্যায়
পরস্পরছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?
- ক. ০
- খ. ৩৬০
- গ. ১৮০
- ঘ. ৯০
উত্তরঃ ৩৬০
- ক. ১০ দিন
- খ. ৬ দিন
- গ. ৯ দিন
- ঘ. ১২ দিন
উত্তরঃ ৬ দিন
The plural form of phenomenon is -
- ক. phenomenons
- খ. phenomena
- গ. phenomenas
- ঘ. phenomenos
উত্তরঃ phenomena
মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
- ক. অং সান সুচি
- খ. থেরেসা মে
- গ. হিলারি ক্লিনটন
- ঘ. শেখ হাসিনা
উত্তরঃ শেখ হাসিনা
What is the meaning of silver tongue?
- ক. having a good time and fortune
- খ. a person who speaks sweetly
- গ. all of the above
- ঘ. born in a rich family
উত্তরঃ a person who speaks sweetly
- ক. উপমান কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. উপপদ তৎপুরুষ
- ঘ. নিত্য সমাস
উত্তরঃ উপপদ তৎপুরুষ