খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক
‘সব কটা জানালা খুলে দাও’ - গানটির সুরকার কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. নজরুল ইসলাম বাবু
- গ. গোবিন্দ হালদার
- ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ নজরুল ইসলাম বাবু
- ক. ব্রজধামে কথিত ভাষা
- খ. এক রকম কৃত্রিম কবিভাষা
- গ. বাংলা ও হিন্দির যোগফল
- ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ এক রকম কৃত্রিম কবিভাষা
‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?
- ক. অরুন্ধতী রায়
- খ. কামিনী রায়
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. অচিন্ত্য কুমার সেনগুপ্ত
উত্তরঃ অচিন্ত্য কুমার সেনগুপ্ত
‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?
- ক. সামান্য বস্তু
- খ. কোলাহল
- গ. ভীষণ ব্যাপার
- ঘ. ভীষণ গণ্ডগোল
উত্তরঃ ভীষণ গণ্ডগোল
কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?
- ক. বরিশালে
- খ. সাতক্ষীরায়
- গ. মেদিনীপুরে
- ঘ. কোলকাতায়
উত্তরঃ বরিশালে
নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
- ক. নিক্বণ
- খ. লবণ
- গ. কল্যাণ
- ঘ. ব্যাকরণ
উত্তরঃ ব্যাকরণ
- ক. ৬ষ্ঠী তৎপুরুষ
- খ. অলুক দ্বন্দ্ব
- গ. উপমান কর্মধারয়
- ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
Charity beings at home' উক্তিটির অর্থ কী?
- ক. আগে ঘর পরে তাস
- খ. আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)
- গ. ইচ্ছা থাকলে উপায় হয়
- ঘ. ঘর থেকে যাত্রা কর
উত্তরঃ আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)
- ক. প্রসন্ন - বিষণ্ণ
- খ. নিষ্পাপ - পাপিনী
- গ. অহিংস - সহিংস
- ঘ. দোষী - নির্দোষী
উত্তরঃ দোষী - নির্দোষী
‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হল-
- ক. অন্ত্যমিল আছে
- খ. অন্ত্যমিল নেই
- গ. চরণের প্রথমে মিল থাকে
- ঘ. বিশ মাত্রার পর্ব থাকে
উত্তরঃ অন্ত্যমিল নেই
‘যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন।’ - কোন ধরনের বাক্য?
- ক. মিশ্র বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. প্রশ্নবোধক বাক্য
- ঘ. সরল বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
‘কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’- এখানে ‘কাব্য’ এর কারক বিভক্তি কোনটি?
- ক. কর্মে শূন্য
- খ. করণে শূন্য
- গ. অধিকরণে শূন্য
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
- ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
- ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
- ক. বঙ্গদর্শন
- খ. দিগদর্শন
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ দিগদর্শন
- ক. দিলারা হাশেম
- খ. আবু জাফর শামসুদ্দিন
- গ. সরদার জয়েন উদ্দিন
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. রামসুন্দর ত্রিবেদী
উত্তরঃ প্রমথ চৌধুরী
‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’ - তাকে এক কথায় কী বলে?
- ক. অভিসারিণী
- খ. অনন্যপূর্বা
- গ. অন্যপূর্বা
- ঘ. প্রোষিতভর্তৃকা
উত্তরঃ অন্যপূর্বা
`Ab initio' এর বাংলা পরিভাষা কী?
- ক. অনুপস্থিত
- খ. অধিহার
- গ. প্রারম্ভেই
- ঘ. মধ্যবর্তী
উত্তরঃ প্রারম্ভেই
`Corrigendum' এর বাংলা পরিভাষা কী?
- ক. পূনর্বিনাস
- খ. শুদ্ধিপত্র
- গ. অনুরোধপত্র
- ঘ. পরিশিষ্ট পত্র
উত্তরঃ শুদ্ধিপত্র
- ক. রক্তাক্ত প্রান্তর
- খ. অসমাপ্ত আত্মজীবনী
- গ. কারাগারের রোজনামচা
- ঘ. দৌলত কাজী
উত্তরঃ কারাগারের রোজনামচা
‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
- ক. পাকিস্তান আমলের সরকারি অফিস
- খ. ইংরেজ আমলের জেলখানা
- গ. একটি সাগরের নাম
- ঘ. একটি জেলার নাম
উত্তরঃ ইংরেজ আমলের জেলখানা
- ক. ১৫ ফুট
- খ. ১২ ফুট
- গ. ৯ ফুট
- ঘ. ৫ ফুট
উত্তরঃ ৫ ফুট
- ক. ২০ মাইল
- খ. ২৫ মাইল
- গ. ১৫ মাইল
- ঘ. ৩০ মাইল
উত্তরঃ ১৫ মাইল
কোন সংখ্যার ৭% থেকে ৭০ বিয়োগ করলে যোগফল হয় ৭০। তবে সংখ্যাটি কত?
- ক. ৩০০
- খ. ২০০
- গ. ১০০
- ঘ. ১৮০
উত্তরঃ ২০০
- ক. ৬৭২৪০০০ জন
- খ. ৬৮০০০০০ জন
- গ. ৬৭০০০০০ জন
- ঘ. ৬৭০০২৪ জন
উত্তরঃ ৬৭২৪০০০ জন
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
- ক. ৫%
- খ. ১৫%
- গ. ২০%
- ঘ. ১০%
উত্তরঃ ১০%
- ক. ৩ গ্রাম
- খ. ৪ গ্রাম
- গ. ৬ গ্রাম
- ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ৪ গ্রাম
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?
- ক. ২০, ২১
- খ. ২১, ২২
- গ. ২২, ২৩
- ঘ. ২৩, ২৪
উত্তরঃ ২২, ২৩
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ। এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
- ক. ৬০ মিটার
- খ. ৫০ মিটার
- গ. ৭০ মিটার
- ঘ. ৮০ মিটার
উত্তরঃ ৮০ মিটার
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে -
- ক. আয়তক্ষেত্র
- খ. রম্বস
- গ. ট্রাপিজিয়াম
- ঘ. বর্গক্ষেত্র
উত্তরঃ আয়তক্ষেত্র
- ক. m ও n ধনাত্মক হলে
- খ. m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
- গ. m ও n ঋণাত্মক হলে
- ঘ. m ঋণাত্মক ও n ধনাত্মক হলে
উত্তরঃ m ও n ধনাত্মক হলে
- ক. ৫ মিনিট
- খ. ৬ মিনিট
- গ. ১০ মিনিট
- ঘ. ৫ ঘণ্টা
উত্তরঃ ৫ মিনিট
- ক. ৬ সেন্টিমিটার
- খ. ১০ সেন্টিমিটার
- গ. ৮ সেন্টিমিটার
- ঘ. ৪ সেন্টিমিটার
উত্তরঃ ১০ সেন্টিমিটার
২০২১ অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়?
- ক. দুই লাখ আঠানব্বই হাজার কোটি টাকা
- খ. ছয় লাখ তিন হাজার ছয়শত একাশি কোটি টাকা
- গ. তিন লাখ ঊননব্বিই হাজার কোটি টাকা
- ঘ. তিন লাখ ত্রিশ হাজার কোটি টাকা
উত্তরঃ তিন লাখ ঊননব্বিই হাজার কোটি টাকা
- ক. File Text protocol
- খ. File Transfer protocol
- গ. Folder Transfer Protocol
- ঘ. File Transfer Process
উত্তরঃ File Transfer protocol
একাডেমি অব সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরী?
- ক. যুক্তরাজ্য
- খ. ফ্রান্স
- গ. রাশিয়া
- ঘ. জার্মানি
উত্তরঃ রাশিয়া
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধসীর মাধ্যমে পুনঃ প্রবর্তিত হয়?
- ক. অষ্টম
- খ. নবম
- গ. একাদশ
- ঘ. দ্বাদশ
উত্তরঃ দ্বাদশ
বঙ্গোপসাগর ও জাভা সাগর কে যুক্ত করেছে -
- ক. বেরিং প্রণালী
- খ. সুন্দা প্রণালী
- গ. মালাক্কা প্রণালী
- ঘ. মেসিনা প্রণালী
উত্তরঃ মালাক্কা প্রণালী
`Blue Economy' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. সমুদ্র অর্থনীতি
- খ. সবুজ বিপ্লব
- গ. বিশ্বায়ন
- ঘ. নীল চাষ
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
- ক. মালদ্বীপ
- খ. মালয়েশিয়া
- গ. নেপাল
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ মালদ্বীপ
- ক. Bit per second
- খ. Cycle per second
- গ. Bit per minute
- ঘ. Range of frequencies
উত্তরঃ Bit per second
- ক. সংবাদ সংস্থা
- খ. পরিবেশ সংস্থা
- গ. গোয়েন্দা সংস্থা
- ঘ. মানবাধিকার সংস্থা
উত্তরঃ গোয়েন্দা সংস্থা
১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে?
- ক. ২৮৮
- খ. ২৯০
- গ. ২৮০
- ঘ. ১৬০
উত্তরঃ ২৮৮
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
- ক. ২৬ মার্চ ১৯৭১
- খ. ৪ ডিসেম্বর ১৯৯০
- গ. ৫ জানুয়ারি ২০১৪
- ঘ. ১২ মে ২০১৮
উত্তরঃ ১২ মে ২০১৮
যুক্তরাজ্যের রাজা বা রাণী অন্য কোন দেশের রাষ্ট্র প্রধান?
- ক. কানাডা
- খ. সাইপ্রাস
- গ. জিম্বাবুয়ে
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ কানাডা
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
- ক. ম্যাকাও
- খ. পূর্ব তিমুর
- গ. প্যালেস্টাইন
- ঘ. মোনাকো
উত্তরঃ প্যালেস্টাইন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
- ক. ২২ সেপ্টেম্বর, ১৯৭৪
- খ. ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩
- গ. ২২ সেপ্টেম্বর, ১৯৭২
- ঘ. ২২ সেপ্টেম্বর, ১৯৭৪
উত্তরঃ ২২ সেপ্টেম্বর, ১৯৭৪
বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?
- ক. প্রধান বিচারপতি
- খ. সেনা প্রধান
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
Bangladesh and France have signed a letter of intent ----defense cooperation.
- ক. in
- খ. of
- গ. on
- ঘ. for
উত্তরঃ on
- ক. The central figure of a drama
- খ. The down in a play
- গ. The stage director of play
- ঘ. The villain in play
উত্তরঃ The central figure of a drama
A little learning is a dangerous thing' is a quotation from -
- ক. Oscar wildes
- খ. Voltaire
- গ. Altered Tennyson
- ঘ. Alexander pope
উত্তরঃ Alexander pope
If were you, I ----for the just cause. choose the correct verbs -
- ক. should fight
- খ. will fight
- গ. would fight
- ঘ. must fight
উত্তরঃ would fight
- ক. Bear Examination
- খ. Keep water
- গ. Clean water
- ঘ. Drink water
উত্তরঃ Bear Examination
An intrapersonal conflict is a conflict -
- ক. between two individuals of same group
- খ. within an individuals
- গ. between two individuals
- ঘ. between two groups
উত্তরঃ within an individuals
‘আমার ক্ষুধা নেই’ Translate into English -
- ক. I have no appetite
- খ. I have no hunger
- গ. I am not hungry
- ঘ. I am full
উত্তরঃ I have no appetite
A serious play with a sad ending is called a -
- ক. Comedy
- খ. Farce
- গ. Melodrama
- ঘ. Tragedy
উত্তরঃ Tragedy
What is the meaning of `Dead letter'?
- ক. bad letter
- খ. old letter
- গ. law not in force
- ঘ. letter written by unknown person
উত্তরঃ law not in force
'Killing the bird, the old man brought bad luck to the crew" is a -
- ক. Simple sentence
- খ. complex sentence
- গ. none of them
- ঘ. compound sentence
উত্তরঃ Simple sentence
`To read between the lines' means -
- ক. to read carefully
- খ. to read only sometimes
- গ. to read quickly to save time
- ঘ. to read carefully to find out any hidden meaning
উত্তরঃ to read carefully to find out any hidden meaning
Needle : Thread - Find out the correct analogy.
- ক. Prick : sew
- খ. Leader : Follow
- গ. Pin : Cushion
- ঘ. Bat : Ball
উত্তরঃ Leader : Follow
- ক. a prose of special nature
- খ. a poem of fourteen lines
- গ. a cirticism of a poet
- ঘ. a sad poem about nature
উত্তরঃ a poem of fourteen lines
The phrase 'Achilles heel' means :
- ক. A strong point
- খ. A weak point
- গ. A permanent solution
- ঘ. A serious idea
উত্তরঃ A weak point
He said to me, "Why have you beaten my dog?" (make it indirect|)
- ক. He enquired me why had I had beaten his dog
- খ. He demanded me why had I beaten his dog
- গ. He demanded of me why I had beaten his dog?
- ঘ. He asked me why I have had beaten his dog
উত্তরঃ He demanded of me why I had beaten his dog?
Trees are considered one of our best friends. (Make it active)
- ক. It is tree which our best friend.
- খ. Trees are our best friends.
- গ. We considered trees one of our best friends.
- ঘ. We considered trees one of our best friend.
উত্তরঃ We considered trees one of our best friend.
Which is an example of verbal noun?
- ক. Writing a good letter is difficult
- খ. The writing of a good letter is difficult
- গ. Good letter writing is difficult
- ঘ. It is very difficult to write a good letter
উত্তরঃ Writing a good letter is difficult
Give the correct passive form of - 'My teacher embodies all teh good qualities.'
- ক. All the good qualitise are embodied by my teacher
- খ. All the good qualitise are embodied in my teacher
- গ. All the good qualitise are embodied to my teacher
- ঘ. All the good qualitise are embodied on my teacher
উত্তরঃ All the good qualitise are embodied in my teacher
- ক. heavy
- খ. dangerous
- গ. difficult
- ঘ. disguise
উত্তরঃ disguise
- ক. He resembles his father
- খ. Either you or I am wrong?
- গ. Two thirds of this milk is lost
- ঘ. I am usually feeling tired after lucnh
উত্তরঃ I am usually feeling tired after lucnh
Who wrote the short story 'The Gift of the Magi' ?
- ক. Robert Frost
- খ. William Wordsworth
- গ. Jane Austen
- ঘ. O' Henry
উত্তরঃ O' Henry
- ক. নেপাল
- খ. থাইল্যান্ড
- গ. ক্রোয়েশিয়া
- ঘ. ফিলিপাইন
উত্তরঃ ক্রোয়েশিয়া
‘নীল অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শামসুর রাহমান
- ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ হুমায়ুন আহমেদ