প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩য় পর্যায়
যদি (6x - y, 13) = (1, 3x + 2y) হয়, তাহলে (x,y) = কত?
- ক. (2, 3)
- খ. (3, 2)
- গ. (1, 5)
- ঘ. (5, 1)
উত্তরঃ (1, 5)
The reading of history is interesting. এখানে 'reading' কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
- ক. Uncountable noun
- খ. Verbal noun
- গ. gerund
- ঘ. adverd
উত্তরঃ Verbal noun
- ক. তাজউদ্দিন আহমেদ
- খ. শেরে বাংলা এ. কে.ফজলুল হক
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. শেখ হাসিনা
উত্তরঃ শেখ হাসিনা
- ক. Global Processing System
- খ. Global Positioning System
- গ. General Positioning System
- ঘ. General Pointing System
উত্তরঃ Global Positioning System
শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
- ক. ১৯৫২
- খ. ১৯৬৬
- গ. ১৯৬৯
- ঘ. ১৯৭১
উত্তরঃ ১৯৬৯
ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ হলে ভাজ্য কত?
- ক. ১৯৮০
- খ. ১৯৭৬
- গ. ১৯৭৮
- ঘ. ১৯৭০
উত্তরঃ ১৯৭৬
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?
- ক. ২০.১০
- খ. ২০.৫০
- গ. ২৫
- ঘ. ২৫.১০
উত্তরঃ ২০.১০
‘পাছে লোকে কিছু বলে’ - কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
- ক. ভয়হীনতা
- খ. সংকোচ
- গ. পরোপকারিতা
- ঘ. সাহসিকতা
উত্তরঃ সংকোচ
- ক. প্যারিস মিউজিয়াম
- খ. ব্রিটিশ মিউজিয়াম
- গ. কায়রো মিউজিয়াম
- ঘ. শিকাগো মিউজিয়াম
উত্তরঃ প্যারিস মিউজিয়াম
- ক. ২/৭
- খ. ১/৭
- গ. ১
- ঘ. ৫/৭
উত্তরঃ ২/৭
- ক. a legend
- খ. an adventurous story
- গ. an mysterious story
- ঘ. a dective story
উত্তরঃ a legend
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
- ক. ১২
- খ. ৪
- গ. ৮০
- ঘ. ৭৮
উত্তরঃ ৪
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
- ক. কনসার্ট ফর বাংলাদেশ
- খ. কান্ট্রি কনসার্ট
- গ. লিবারেশন কনসার্ট
- ঘ. কনসার্ট ১৯৭১
উত্তরঃ কনসার্ট ফর বাংলাদেশ
‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু -
- ক. ভাষা আন্দোলন
- খ. মুক্তিযুদ্ধ
- গ. গণঅভ্যুত্থান
- ঘ. আগরতলা মামলা
উত্তরঃ মুক্তিযুদ্ধ
What is the adjective of the word 'heart'?
- ক. heartful
- খ. heat
- গ. heaten
- ঘ. heartening
উত্তরঃ heartening
- ক. সৈয়দ শামসুল হক
- খ. হুমায়ুন আজাদ
- গ. জাহানারা ইমাম
- ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ জাহানারা ইমাম
- ক. চার দিকে জল যার
- খ. দুদিকে আবদ্ধ জল যার
- গ. দুদিকে অপ যার
- ঘ. দ্বীপের মত
উত্তরঃ দুদিকে অপ যার
- ক. শুধু সমদ্বিখন্ডিত করে
- খ. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
- গ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
- ঘ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
উত্তরঃ সমকোণে সমদ্বিখন্ডিত করে
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ক. ৬৫
- খ. ৭৫
- গ. ৪৫
- ঘ. ৫৫
উত্তরঃ ৭৫
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7ম পদ 60 হলে 12 তম পদটি কত?
- ক. 89
- খ. 100
- গ. 108
- ঘ. 105
উত্তরঃ 105
- ক. অহংকার
- খ. বিষের কষ্ট
- গ. অর্থের কুপ্রভাব
- ঘ. বিষাক্ত তামা
উত্তরঃ অর্থের কুপ্রভাব
If a substance is cohesive, it tends to -
- ক. retain heat
- খ. bend without much difficulty
- গ. stick together
- ঘ. break easily
উত্তরঃ stick together
‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. কর্মে শূন্য
- গ. অপাদানে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে RTC এর পূর্ণরূপ কী?
- ক. Road and Transport Corporation
- খ. Round Table Conference
- গ. Royal Technical Committee
- ঘ. Rawalpindi
উত্তরঃ Round Table Conference
'A person who was before another person' refers to -
- ক. predecessor
- খ. contemporapy
- গ. superior
- ঘ. successor
উত্তরঃ predecessor
- ক. Not at all
- খ. Brave
- গ. Thoroughly
- ঘ. Whole heartedly
উত্তরঃ Thoroughly
Which is the meaning of 'White elephant'?
- ক. a very costly or troublesome possession
- খ. an elephant of white colour
- গ. a hoarder
- ঘ. a black marketer
উত্তরঃ a very costly or troublesome possession
What is the adjective form of the word 'people'?
- ক. populous
- খ. popular
- গ. popularity
- ঘ. popularize
উত্তরঃ populous
একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
- ক. মনিটর
- খ. টাচস্ক্রিন
- গ. কি বোর্ড
- ঘ. মাদার বোর্ড
উত্তরঃ টাচস্ক্রিন
‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি - নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পঙক্তিটির রচয়িতা কে?
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুকান্ত ভট্টচার্য
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ সুকান্ত ভট্টচার্য
- ক. দক্ষিণ
- খ. পূর্ব
- গ. পশ্চিম
- ঘ. উত্তর
উত্তরঃ পশ্চিম
স্বাধীন বাংলা কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
- ক. চরমপত্র
- খ. সংবাদ পরিক্রমা
- গ. বজ্রসাহস
- ঘ. চরমপাঠ
উত্তরঃ চরমপত্র
- ক. শামসুর রাহমান
- খ. ফরহাদ মজুমদার
- গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ নির্মলেন্দু গুণ
এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
- ক. ৪৫
- খ. ৪০
- গ. ৩৫
- ঘ. ৫০
উত্তরঃ ৪০
পৃথিবীর ‘প্রাকৃতিক ‘সৌরপর্দা’ হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
- ক. স্ট্রাটোস্ফিয়ার
- খ. আয়োনোস্ফিয়ার
- গ. ট্রপোস্ফিয়ার
- ঘ. ওজোনস্ফিয়ার
উত্তরঃ ওজোনস্ফিয়ার
শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?
- ক. আমাদের ছোট রাসেল সোনা
- খ. মমতামাখা একটি নাম রাসেল
- গ. রাসেলের দিনগুলি
- ঘ. আমাদের ছোট রাজকুমার
উত্তরঃ আমাদের ছোট রাসেল সোনা
নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
- ক. বাংলামন্ডি
- খ. ব্রি বঙ্গবন্ধু ১০০
- গ. ডি এল
- ঘ. সোনার বাংলা ১
উত্তরঃ ব্রি বঙ্গবন্ধু ১০০
- ক. expression of good wish
- খ. to conduct something
- গ. readings books
- ঘ. feeling bad
উত্তরঃ expression of good wish
Which one is similar to Adult : Child -
- ক. cat : kitten
- খ. swine : saw
- গ. human : animal
- ঘ. horse : mare
উত্তরঃ cat : kitten
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
- ক. ১২৩
- খ. ১২৪
- গ. ১২৫
- ঘ. ১২৬
উত্তরঃ ১২৪
‘পণ্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
- ক. পণ্ডিত হয়েও যিনি মূর্খ
- খ. পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
- গ. জ্ঞান থাকতেও যিনি মূর্খ
- ঘ. পাণ্ডিত্যে যিনি মূর্খ
উত্তরঃ পণ্ডিত হয়েও যিনি মূর্খ
‘বাউল গানকে’ হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে -
- ক. ইউএনডিপি
- খ. এইএনএফপিএ
- গ. ইউনেস্কো
- ঘ. ইউনিসেফ
উত্তরঃ ইউনেস্কো
‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -
- ক. তুমুলকাণ্ড
- খ. কথা কাটাকাটি
- গ. ভয়ংকর ঘটনা
- ঘ. মহা ঝড় ঝাপটা
উত্তরঃ তুমুলকাণ্ড
ভাস্কর্য ‘জননী ও গর্বিত বর্ণমালা’ এর স্থপতি কে?
- ক. মর্তুজা বশীর
- খ. মৃণাল হক
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. অখিল পাল
উত্তরঃ মৃণাল হক
- ক. ৭
- খ. ৮
- গ. ১০
- ঘ. ৬
উত্তরঃ ৮
পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখে?
- ক. ২৫ জুন, ২০২২
- খ. ৩০ জুন, ২০২২
- গ. ১ জুলাই, ২০২২
- ঘ. ১৬ ডিসেম্বর, ২০২২
উত্তরঃ ২৫ জুন, ২০২২
কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে ....গানটি পাওয়া যায়?
- ক. ১৯৫৯
- খ. ১৯৬২
- গ. ১৯৫২
- ঘ. ১৯৫৪
উত্তরঃ ১৯৫৪
- ক. secreteriate
- খ. secretariate
- গ. secretariet
- ঘ. secretariat
উত্তরঃ secretariat
Which one is the correct passive form of 'Who will do the work'?
- ক. Who will done the work?
- খ. Who will be done the work?
- গ. By whom will the work be done?
- ঘ. By whom the work will be done?
উত্তরঃ By whom will the work be done?
কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
- ক. অ্যাডাপ্টর
- খ. হাব
- গ. রিসোর্স
- ঘ. সার্ভার
উত্তরঃ রিসোর্স
‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’- পঙক্তিটির রচয়িতা কে?
- ক. বিদ্যাপতি
- খ. আলাওল
- গ. চণ্ডীদাস
- ঘ. জ্ঞানদাস
উত্তরঃ চণ্ডীদাস
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
- ক. চিরঞ্জীব মুজিব
- খ. মজিব একটি জাতির রূপকার
- গ. ছিটমহল
- ঘ. টুঙ্গিপাড়ার মিয়া ভাই
উত্তরঃ মজিব একটি জাতির রূপকার
- ক. অবস্থাবাচক
- খ. গুণবাচক
- গ. রূপবাচক
- ঘ. অংশবাচক
উত্তরঃ অবস্থাবাচক
‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত -
- ক. মিথেন
- খ. প্রোপেন
- গ. নাইট্রোজেন
- ঘ. আর্গন
উত্তরঃ মিথেন