প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩য় পর্যায়

যদি (6x - y, 13) = (1, 3x + 2y) হয়, তাহলে (x,y) = কত?

  • ক. (2, 3)
  • খ. (3, 2)
  • গ. (1, 5)
  • ঘ. (5, 1)

উত্তরঃ (1, 5)

বিস্তারিত

‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ।’ কথাটি বলেছেন -

  • ক. তাজউদ্দিন আহমেদ
  • খ. শেরে বাংলা এ. কে.ফজলুল হক
  • গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ঘ. শেখ হাসিনা

উত্তরঃ শেখ হাসিনা

বিস্তারিত

ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

  • ক. এমডিএল
  • খ. টিডিএল
  • গ. এলডিএল
  • ঘ. এইচডিএল

উত্তরঃ এইচডিএল

বিস্তারিত

GPS এর পূর্ণরূপ কী?

  • ক. Global Processing System
  • খ. Global Positioning System
  • গ. General Positioning System
  • ঘ. General Pointing System

উত্তরঃ Global Positioning System

বিস্তারিত

Penny wise pound -

  • ক. poor
  • খ. rich
  • গ. callous
  • ঘ. foolish

উত্তরঃ foolish

বিস্তারিত

নিচের কোন ভগ্নাংশটি ছোট?

  • ক. ২/৫
  • খ. ৪/৯
  • গ. ১/৩
  • ঘ. ৩/৭

উত্তরঃ ১/৩

বিস্তারিত

ক এর ১৫% যদিখ ২০% এর সমান হয়,তবে ক : খ = কত?

  • ক. ৫ : ২
  • খ. ৫ : ৩
  • গ. ৪ : ৩
  • ঘ. ৩ : ৪

উত্তরঃ ৪ : ৩

বিস্তারিত

‘পাছে লোকে কিছু বলে’ - কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

  • ক. ভয়হীনতা
  • খ. সংকোচ
  • গ. পরোপকারিতা
  • ঘ. সাহসিকতা

উত্তরঃ সংকোচ

বিস্তারিত

এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে।

  • ক. প্যারিস মিউজিয়াম
  • খ. ব্রিটিশ মিউজিয়াম
  • গ. কায়রো মিউজিয়াম
  • ঘ. শিকাগো মিউজিয়াম

উত্তরঃ প্যারিস মিউজিয়াম

বিস্তারিত

Sin is to confess as fault is to -

  • ক. accept
  • খ. consider
  • গ. forgive
  • ঘ. admit

উত্তরঃ admit

বিস্তারিত

A 'Myth' is -

  • ক. a legend
  • খ. an adventurous story
  • গ. an mysterious story
  • ঘ. a dective story

উত্তরঃ a legend

বিস্তারিত

এক নটিকেল মাইল সমান কতফুট?

  • ক. ৬০৮০
  • খ. ৭০৮০
  • গ. ৪০৮০
  • ঘ. ৫০৮০

উত্তরঃ ৬০৮০

বিস্তারিত

পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

  • ক. বাংলাদেশ
  • খ. ভারত
  • গ. চীন
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ চীন

বিস্তারিত

মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?

  • ক. কনসার্ট ফর বাংলাদেশ
  • খ. কান্ট্রি কনসার্ট
  • গ. লিবারেশন কনসার্ট
  • ঘ. কনসার্ট ১৯৭১

উত্তরঃ কনসার্ট ফর বাংলাদেশ

বিস্তারিত

‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু -

  • ক. ভাষা আন্দোলন
  • খ. মুক্তিযুদ্ধ
  • গ. গণঅভ্যুত্থান
  • ঘ. আগরতলা মামলা

উত্তরঃ মুক্তিযুদ্ধ

বিস্তারিত

What is the adjective of the word 'heart'?

  • ক. heartful
  • খ. heat
  • গ. heaten
  • ঘ. heartening

উত্তরঃ heartening

বিস্তারিত

‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. হুমায়ুন আজাদ
  • গ. জাহানারা ইমাম
  • ঘ. হাসান আজিজুল হক

উত্তরঃ জাহানারা ইমাম

বিস্তারিত

‘দ্বীপ’ এর ব্যাসবাক্য?

  • ক. চার দিকে জল যার
  • খ. দুদিকে আবদ্ধ জল যার
  • গ. দুদিকে অপ যার
  • ঘ. দ্বীপের মত

উত্তরঃ দুদিকে অপ যার

বিস্তারিত

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে -

  • ক. শুধু সমদ্বিখন্ডিত করে
  • খ. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
  • গ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
  • ঘ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

উত্তরঃ সমকোণে সমদ্বিখন্ডিত করে

বিস্তারিত

২ * ৩ * ০.৫ / ১.৫ = কত?

  • ক. ১
  • খ. ৩
  • গ. ২
  • ঘ. ৪

উত্তরঃ

বিস্তারিত

‘তামার বিষ’ কথাটির অর্থ -

  • ক. অহংকার
  • খ. বিষের কষ্ট
  • গ. অর্থের কুপ্রভাব
  • ঘ. বিষাক্ত তামা

উত্তরঃ অর্থের কুপ্রভাব

বিস্তারিত

If a substance is cohesive, it tends to -

  • ক. retain heat
  • খ. bend without much difficulty
  • গ. stick together
  • ঘ. break easily

উত্তরঃ stick together

বিস্তারিত

The study of plants -

  • ক. Biography
  • খ. Botany
  • গ. Biology
  • ঘ. Plantation

উত্তরঃ Botany

বিস্তারিত

He insisted - my going there.

  • ক. in
  • খ. to
  • গ. of
  • ঘ. on

উত্তরঃ on

বিস্তারিত

‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে RTC এর পূর্ণরূপ কী?

  • ক. Road and Transport Corporation
  • খ. Round Table Conference
  • গ. Royal Technical Committee
  • ঘ. Rawalpindi

উত্তরঃ Round Table Conference

বিস্তারিত

What is the verb of the word 'ability'?

  • ক. ableness
  • খ. Ably
  • গ. Enable
  • ঘ. Able

উত্তরঃ Enable

বিস্তারিত

'A person who was before another person' refers to -

  • ক. predecessor
  • খ. contemporapy
  • গ. superior
  • ঘ. successor

উত্তরঃ predecessor

বিস্তারিত

'Out and out' means-

  • ক. Not at all
  • খ. Brave
  • গ. Thoroughly
  • ঘ. Whole heartedly

উত্তরঃ Thoroughly

বিস্তারিত

Which is the meaning of 'White elephant'?

  • ক. a very costly or troublesome possession
  • খ. an elephant of white colour
  • গ. a hoarder
  • ঘ. a black marketer

উত্তরঃ a very costly or troublesome possession

বিস্তারিত

What is the adjective form of the word 'people'?

  • ক. populous
  • খ. popular
  • গ. popularity
  • ঘ. popularize

উত্তরঃ populous

বিস্তারিত

একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

  • ক. মনিটর
  • খ. টাচস্ক্রিন
  • গ. কি বোর্ড
  • ঘ. মাদার বোর্ড

উত্তরঃ টাচস্ক্রিন

বিস্তারিত

‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি - নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুকান্ত ভট্টচার্য
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ সুকান্ত ভট্টচার্য

বিস্তারিত

স্বাধীন বাংলা কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

  • ক. চরমপত্র
  • খ. সংবাদ পরিক্রমা
  • গ. বজ্রসাহস
  • ঘ. চরমপাঠ

উত্তরঃ চরমপত্র

বিস্তারিত

‘শীতার্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. শীত+আর্ত
  • খ. শীত+ঋত
  • গ. শীৎ+ঋত
  • ঘ. শীৎ+ঋর্ত

উত্তরঃ শীত+ঋত

বিস্তারিত

একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের - ‘কখন আসবে কবি’ ‘কখন আসবে কবি’ - পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. ফরহাদ মজুমদার
  • গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?

  • ক. মা
  • খ. বাবা
  • গ. আত্মীয় স্বজন
  • ঘ. শিক্ষক

উত্তরঃ মা

বিস্তারিত

পৃথিবীর ‘প্রাকৃতিক ‘সৌরপর্দা’ হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

  • ক. স্ট্রাটোস্ফিয়ার
  • খ. আয়োনোস্ফিয়ার
  • গ. ট্রপোস্ফিয়ার
  • ঘ. ওজোনস্ফিয়ার

উত্তরঃ ওজোনস্ফিয়ার

বিস্তারিত

শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?

  • ক. আমাদের ছোট রাসেল সোনা
  • খ. মমতামাখা একটি নাম রাসেল
  • গ. রাসেলের দিনগুলি
  • ঘ. আমাদের ছোট রাজকুমার

উত্তরঃ আমাদের ছোট রাসেল সোনা

বিস্তারিত

নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?

  • ক. বাংলামন্ডি
  • খ. ব্রি বঙ্গবন্ধু ১০০
  • গ. ডি এল
  • ঘ. সোনার বাংলা ১

উত্তরঃ ব্রি বঙ্গবন্ধু ১০০

বিস্তারিত

'Felicitation' means -

  • ক. expression of good wish
  • খ. to conduct something
  • গ. readings books
  • ঘ. feeling bad

উত্তরঃ expression of good wish

বিস্তারিত

Which one is similar to Adult : Child -

  • ক. cat : kitten
  • খ. swine : saw
  • গ. human : animal
  • ঘ. horse : mare

উত্তরঃ cat : kitten

বিস্তারিত

ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

  • ক. দশমাংশ
  • খ. শতাংশ
  • গ. সহস্রাংশ
  • ঘ. পঞ্চমাংস

উত্তরঃ শতাংশ

বিস্তারিত

‘পণ্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

  • ক. পণ্ডিত হয়েও যিনি মূর্খ
  • খ. পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
  • গ. জ্ঞান থাকতেও যিনি মূর্খ
  • ঘ. পাণ্ডিত্যে যিনি মূর্খ

উত্তরঃ পণ্ডিত হয়েও যিনি মূর্খ

বিস্তারিত

‘বাউল গানকে’ হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে -

  • ক. ইউএনডিপি
  • খ. এইএনএফপিএ
  • গ. ইউনেস্কো
  • ঘ. ইউনিসেফ

উত্তরঃ ইউনেস্কো

বিস্তারিত

‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -

  • ক. তুমুলকাণ্ড
  • খ. কথা কাটাকাটি
  • গ. ভয়ংকর ঘটনা
  • ঘ. মহা ঝড় ঝাপটা

উত্তরঃ তুমুলকাণ্ড

বিস্তারিত

ভাস্কর্য ‘জননী ও গর্বিত বর্ণমালা’ এর স্থপতি কে?

  • ক. মর্তুজা বশীর
  • খ. মৃণাল হক
  • গ. হামিদুজ্জামান খান
  • ঘ. অখিল পাল

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখে?

  • ক. ২৫ জুন, ২০২২
  • খ. ৩০ জুন, ২০২২
  • গ. ১ জুলাই, ২০২২
  • ঘ. ১৬ ডিসেম্বর, ২০২২

উত্তরঃ ২৫ জুন, ২০২২

বিস্তারিত

The antonym of the 'awesome' -

  • ক. disgusting
  • খ. grand
  • গ. daunting
  • ঘ. majestic

উত্তরঃ disgusting

বিস্তারিত

Which spelling is correct?

  • ক. secreteriate
  • খ. secretariate
  • গ. secretariet
  • ঘ. secretariat

উত্তরঃ secretariat

বিস্তারিত

Which one is the correct passive form of 'Who will do the work'?

  • ক. Who will done the work?
  • খ. Who will be done the work?
  • গ. By whom will the work be done?
  • ঘ. By whom the work will be done?

উত্তরঃ By whom will the work be done?

বিস্তারিত

He is jealous ...my prosperity.

  • ক. for
  • খ. of
  • গ. with
  • ঘ. over

উত্তরঃ of

বিস্তারিত

What is the synonym of competent?

  • ক. circumspect
  • খ. discreet
  • গ. capable
  • ঘ. prudent

উত্তরঃ capable

বিস্তারিত

কোন শব্দটির বানান সঠিক?

  • ক. দোষনীয়
  • খ. দোষণীয়
  • গ. দূষণীয়
  • ঘ. দুষনীয়

উত্তরঃ দূষণীয়

বিস্তারিত

কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

  • ক. অ্যাডাপ্টর
  • খ. হাব
  • গ. রিসোর্স
  • ঘ. সার্ভার

উত্তরঃ রিসোর্স

বিস্তারিত

‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’- পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. বিদ্যাপতি
  • খ. আলাওল
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞানদাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

  • ক. চিরঞ্জীব মুজিব
  • খ. মজিব একটি জাতির রূপকার
  • গ. ছিটমহল
  • ঘ. টুঙ্গিপাড়ার মিয়া ভাই

উত্তরঃ মজিব একটি জাতির রূপকার

বিস্তারিত

‘তাজা মাছ’ কোন ধরণের বিশেষণ?

  • ক. অবস্থাবাচক
  • খ. গুণবাচক
  • গ. রূপবাচক
  • ঘ. অংশবাচক

উত্তরঃ অবস্থাবাচক

বিস্তারিত

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

  • ক. ৭টি
  • খ. ৯টি
  • গ. ১০টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

নিচের কোনটি তৎসম শব্দ?

  • ক. গেরাম
  • খ. চামার
  • গ. মাটি
  • ঘ. নারিকেল

উত্তরঃ নারিকেল

বিস্তারিত

‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত -

  • ক. মিথেন
  • খ. প্রোপেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. আর্গন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics