১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়

বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

  • ক. কুতুবদিয়া
  • খ. ভোলা
  • গ. মহেশখালী
  • ঘ. সেন্টমার্টিন

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-

  • ক. হবিগঞ্জ
  • খ. মৌলভীবাজার
  • গ. সিলেট
  • ঘ. কুড়িগ্রাম

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন—

  • ক. আব্দুস সালাম
  • খ. রফিক উদ্দিন
  • গ. আবুল বরকত
  • ঘ. সকলেই

উত্তরঃ আবুল বরকত

বিস্তারিত

বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

  • ক. ঢাকা
  • খ. গাজীপুর
  • গ. যশোর
  • ঘ. সিলেট

উত্তরঃ যশোর

বিস্তারিত

"স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ" পুরস্কার ২০২০ লাভ করেন।

  • ক. আজিজুর রহমান
  • খ. ফেরদৌসী মজুমদার
  • গ. কালীপন দাস
  • ঘ. জাফর ওয়াজেদ

উত্তরঃ আজিজুর রহমান

বিস্তারিত

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়-

  • ক. ২৩ মার্চ ১৯৭১
  • খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • গ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭
  • ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬

উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

বিস্তারিত

চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?

  • ক. রাঙামাটি জেলায়
  • খ. খাগড়াছড়ি জেলায়
  • গ. বান্দরবান জেলায়
  • ঘ. সিলেট জেলায়

উত্তরঃ রাঙামাটি জেলায়

বিস্তারিত

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে

  • ক. ২৪ ফেব্রুয়ারি ২০২২
  • খ. ২৪ মার্চ ২০২২
  • গ. ২৪ জানুয়ারি ২০২২
  • ঘ. ২৪ এপ্রিল ২০২২

উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ২০২২

বিস্তারিত

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান সদস্য?

  • ক. ১৫৪ টি
  • খ. ১৭৪ টি
  • গ. ১৬৪ টি
  • ঘ. ১৮৪ টি

উত্তরঃ ১৬৪ টি

বিস্তারিত

'কিয়েত' কোন দেশের রাজধানী?

  • ক. রুমানিয়া
  • খ. পোল্যান্ড
  • গ. ইউক্রেন
  • ঘ. স্পেন

উত্তরঃ ইউক্রেন

বিস্তারিত

অ্যান্তনিও গুতেরেসে জাতিসংঘের কততম মহাসচিব?

  • ক. অষ্টম
  • খ. নবম
  • গ. দশম
  • ঘ. একাদশ

উত্তরঃ নবম

বিস্তারিত

ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী?

  • ক. বরিস জনসন
  • খ. লিজ ট্রাস
  • গ. ঋষি সুনাক
  • ঘ. টনি ব্লেয়ার

উত্তরঃ ঋষি সুনাক

বিস্তারিত

গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

  • ক. আফ্রিকা
  • খ. দক্ষিণ আমেরিকা
  • গ. এশিয়া
  • ঘ. ইউরোপ

উত্তরঃ এশিয়া

বিস্তারিত

বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?

  • ক. ১৯৯৫ সালে
  • খ. ১৯৯৬ সালে
  • গ. ১৯৯৭ সালে
  • ঘ. ১৯৯৮ সালে

উত্তরঃ ১৯৯৬ সালে

বিস্তারিত

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো

  • ক. লৌহ
  • খ. ভিটামিন-সি
  • গ. ক্যালসিয়াম
  • ঘ. ভিটামিন-এ

উত্তরঃ লৌহ

বিস্তারিত

ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে--

  • ক. টিউমারোলজি
  • খ. একোলজি
  • গ. অঙ্কোলজি
  • ঘ. সাইটোলজি

উত্তরঃ অঙ্কোলজি

বিস্তারিত

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত-

  • ক. স্টকহোম
  • খ. নাইরোবি
  • গ. হেগ
  • ঘ. বৈরুত

উত্তরঃ নাইরোবি

বিস্তারিত

শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় -

  • ক. দেহের বৃদ্ধির জন্য
  • খ. ক্ষয়রোধের জন্য
  • গ. অভাব পূরণে
  • ঘ. হাড় গঠনে

উত্তরঃ দেহের বৃদ্ধির জন্য

বিস্তারিত

If I had tried again ___

  • ক. I could solve the problem.
  • খ. I could have solved the problem.
  • গ. I could solved the problem.
  • ঘ. I could

উত্তরঃ I could have solved the problem.

বিস্তারিত

আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • ক. Women are playing important role in all spheres of life.
  • খ. Nowadays women are playing important role everywhere.
  • গ. Women are playing most important roles in all sphere of life.
  • ঘ. Nowadays women playing are important role in all spheres of life

উত্তরঃ Nowadays women playing are important role in all spheres of life

বিস্তারিত

I fancy I (turn) a trifle pale.

  • ক. turned
  • খ. turns
  • গ. am turning
  • ঘ. has turned

উত্তরঃ turned

বিস্তারিত

He fell ___ a trap.

  • ক. of
  • খ. off
  • গ. into
  • ঘ. out

উত্তরঃ into

বিস্তারিত

I would rather die-

  • ক. then beg
  • খ. than beg
  • গ. but I would not beg
  • ঘ. to beg

উত্তরঃ than beg

বিস্তারিত

The prince has no ambition ___ the throne.

  • ক. to
  • খ. with
  • গ. of
  • ঘ. for

উত্তরঃ for

বিস্তারিত

Which is the noun of the word wise?

  • ক. Wise
  • খ. Wisdom
  • গ. Wisely
  • ঘ. Wish

উত্তরঃ Wisdom

বিস্তারিত

Ups and downs means ___

  • ক. throughly
  • খ. move upward and downward
  • গ. here and there
  • ঘ. rise and fall

উত্তরঃ rise and fall

বিস্তারিত

The verb form of 'strong' is-

  • ক. strength
  • খ. strengthen
  • গ. strong
  • ঘ. stronger

উত্তরঃ strengthen

বিস্তারিত

____ best companions in life.

  • ক. Books are men's
  • খ. Books are mens
  • গ. Book is mans
  • ঘ. A book is a man's

উত্তরঃ Books are men's

বিস্তারিত

The synonym of 'incredible' is

  • ক. unbelievable
  • খ. unthinkable
  • গ. unlikely
  • ঘ. un-thinking

উত্তরঃ unbelievable

বিস্তারিত

The antonym of 'Honorary' is ___

  • ক. official
  • খ. honorable
  • গ. salaried
  • ঘ. literary

উত্তরঃ salaried

বিস্তারিত

'To end in smoke' means-

  • ক. to create fire
  • খ. to go through suffering
  • গ. to come to nothing
  • ঘ. to see fire

উত্তরঃ to come to nothing

বিস্তারিত

Kalam is as strong as Salam. (Comparative)

  • ক. Salam is not stronger than Kalam.
  • খ. Salam is stronger than Kalam.
  • গ. Kalam is not stronger than Salam.
  • ঘ. Kalam is stronger than Salam.

উত্তরঃ Salam is not stronger than Kalam.

বিস্তারিত

The synonym of 'Prudent' is ___

  • ক. unwise
  • খ. insightful
  • গ. injudicious
  • ঘ. impolite

উত্তরঃ insightful

বিস্তারিত

Without working hard, you can not succeed. (Compound)

  • ক. Work hard and you can not succeed.
  • খ. Work hard or you can not succeed.
  • গ. Work hard and you can succeed.
  • ঘ. You work hard and you can succeed.

উত্তরঃ Work hard or you can not succeed.

বিস্তারিত

Over-flooding is one of the worst problems in our country. (Positive)

  • ক. Over-flooding is worse than any other problem.
  • খ. No other problem in our country is as bad as over-flooding.
  • গ. Very few problems in our country are as bad as over-flooding.
  • ঘ. Over-flooding is a very problem in our country

উত্তরঃ Very few problems in our country are as bad as over-flooding.

বিস্তারিত

What can not be cured must be endured. (Active)

  • ক. Must be endure we cure.
  • খ. We cannot cure what we must endure.
  • গ. We must endure what we cannot cure.
  • ঘ. We must be endured what we cannot cure.

উত্তরঃ We must endure what we cannot cure.

বিস্তারিত

Let us love our country. (Simple)

  • ক. We should not hate our country.
  • খ. We should love our country.
  • গ. We may not hate our country.
  • ঘ. Should love our country.

উত্তরঃ We should love our country.

বিস্তারিত

Noun form of the word 'comfortable' is- ()

  • ক. comfortably
  • খ. comfort
  • গ. comfortable
  • ঘ. Should love our country.

উত্তরঃ comfort

বিস্তারিত

দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলার প্রথম সফটওয়্যার

  • ক. আইলিশ
  • খ. আইসাইট
  • গ. আইডট
  • ঘ. আইলাইট

উত্তরঃ আইসাইট

বিস্তারিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে

  • ক. করোনা-১
  • খ. কোভিড-১৯
  • গ. করোনা ভাইরাস
  • ঘ. SARS-COV-1

উত্তরঃ কোভিড-১৯

বিস্তারিত

GIS-এর পূর্ণরূপ কোনটি?

  • ক. Geographic Information System
  • খ. Geological Information System
  • গ. Geographic Integrated System
  • ঘ. Geological Integrated System

উত্তরঃ Geographic Information System

বিস্তারিত

কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?

  • ক. থাইরক্সিন
  • খ. ইনসুলিন
  • গ. গ্লকাগন
  • ঘ. করটিসোল

উত্তরঃ থাইরক্সিন

বিস্তারিত

I look forward to (receive) a letter from you.

  • ক. receiving
  • খ. receive
  • গ. received
  • ঘ. receives

উত্তরঃ receiving

বিস্তারিত

He is so dull that___

  • ক. He can understand anything.
  • খ. He could understand anything.
  • গ. He can not understand anything.
  • ঘ. He could not understand anything.

উত্তরঃ He can not understand anything.

বিস্তারিত

I have left the room but he (enter) the room.

  • ক. enters
  • খ. entered
  • গ. has entered
  • ঘ. is entering

উত্তরঃ has entered

বিস্তারিত

The man is ___ his son's fault

  • ক. blind to
  • খ. blind of
  • গ. blind in
  • ঘ. blind at

উত্তরঃ blind to

বিস্তারিত

তিনি সৎ লোক ছিলেন, তাই না?

  • ক. He was truthful, was he?
  • খ. He was an honest man, did not he?
  • গ. He was really an honest man?
  • ঘ. He was an honest man, wasn't he?

উত্তরঃ He was an honest man, wasn't he?

বিস্তারিত

‘খিড়কি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. সরুপথ
  • খ. চিলেকোঠা
  • গ. গুপ্তপথ
  • ঘ. সিংহদার

উত্তরঃ সিংহদার

বিস্তারিত

অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

  • ক. 'চ' ধ্বনি
  • খ. ‘জ' ধ্বনি
  • গ. ‘ছ' ধ্বনি
  • ঘ. ‘ঝ' ধ্বনি

উত্তরঃ 'চ' ধ্বনি

বিস্তারিত

বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?

  • ক. রূপ
  • খ. পদ
  • গ. ধ্বনি
  • ঘ. শব্দমূল

উত্তরঃ শব্দমূল

বিস্তারিত

সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -

  • ক. বাক্যের গঠন প্রক্রিয়ায়
  • খ. ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
  • গ. শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
  • ঘ. ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

বিস্তারিত

বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

  • ক. কমা
  • খ. কোলন
  • গ. হাইফেন
  • ঘ. ড্যাস

উত্তরঃ কমা

বিস্তারিত

‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?

  • ক. প্রথা অনুসারে
  • খ. যা প্ৰাৰ্থনা
  • গ. বিখ্যাত
  • ঘ. যা পুঁতে রাখা হচ্ছে

উত্তরঃ বিখ্যাত

বিস্তারিত

‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. গোপন চুক্তি
  • খ. বৃহৎ ব্যাপার
  • গ. অবিলম্ব
  • ঘ. দীর্ঘস্থায়ী

উত্তরঃ অবিলম্ব

বিস্তারিত

কোন বানানটি শুদ্ধ?

  • ক. স্বায়ত্ত্বশাসন
  • খ. শ্ৰদ্ধাঞ্জলী
  • গ. দারিদ্রতা
  • ঘ. উপর্যুক্ত

উত্তরঃ উপর্যুক্ত

বিস্তারিত

শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?

  • ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
  • খ. দীনতা প্রশংসনীয় নয়
  • গ. দৈন্যতা অপ্রসংসনীয়
  • ঘ. দৈন্যতা নিন্দনীয়

উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়

বিস্তারিত

ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?

  • ক. পূর্বাহ্ণ
  • খ. মধ্যাহ্
  • গ. অপরাহ্ন
  • ঘ. সায়াহ্ন

উত্তরঃ পূর্বাহ্ণ

বিস্তারিত

“Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

  • ক. কাটা দিয়ে কাটা তোলা
  • খ. নিজের চরকায় তেল দাও
  • গ. দেখে পথ চলো, বুঝে কথা বলো
  • ঘ. নিজের কাজ নিজে করো

উত্তরঃ দেখে পথ চলো, বুঝে কথা বলো

বিস্তারিত

‘Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?

  • ক. চালান
  • খ. পণ্যাগার
  • গ. বিনিয়োগ
  • ঘ. শুল্ক

উত্তরঃ চালান

বিস্তারিত

‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -

  • ক. প্রতি + বর্তন
  • খ. প্রতি + আবর্তন
  • গ. প্রতিঃ + বর্তন
  • ঘ. প্রতিঃ + আবর্তন

উত্তরঃ প্রতি + আবর্তন

বিস্তারিত

সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?

  • ক. অনুস্বার
  • খ. দ্বিত্ব
  • গ. মহাপ্রাণ
  • ঘ. তালব্য

উত্তরঃ তালব্য

বিস্তারিত

পড়াশোনায় মন দাও' বাক্যে ‘পড়াশোনায়' শব্দটি কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”- বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ষষ্ঠী
  • খ. নিমিত্তার্থে ষষ্ঠী
  • গ. করণে ষষ্ঠী
  • ঘ. সম্প্রদানে ষষ্ঠী

উত্তরঃ নিমিত্তার্থে ষষ্ঠী

বিস্তারিত

'কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?

  • ক. অন্যকাল
  • খ. ক্ষুদ্রকাল
  • গ. কালের অন্তর
  • ঘ. কাল ও অন্তর

উত্তরঃ অন্যকাল

বিস্তারিত

'মুজিববর্ষ’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. দ্বিগু সমাস
  • গ. কর্মধারয় সমাস
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

'মুক্তি' -এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. √মুচ্ + ক্তি
  • খ. √মুহ্ +ক্তি
  • গ. √মুক্ + ক্তি
  • ঘ. √মৃচ্ + ক্তি

উত্তরঃ √মুচ্ + ক্তি

বিস্তারিত

'পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?

  • ক. অচল
  • খ. অদ্রি
  • গ. ভূধর
  • ঘ. অবনী

উত্তরঃ অবনী

বিস্তারিত

'কর্মে অতিশয় তৎপর' এ কথায় কী হবে?

  • ক. ত্বরিৎকর্মা
  • খ. কর্মবীর
  • গ. কর্মপটু
  • ঘ. কর্মনিষ্ঠ

উত্তরঃ ত্বরিৎকর্মা

বিস্তারিত

'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. উক্ত
  • খ. বাচ্য
  • গ. ভবিতব্য
  • ঘ. বক্তব্য

উত্তরঃ বক্তব্য

বিস্তারিত

"শ্রবণ” শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. শ্রবণ + অ
  • খ. √শ্রী + অন
  • গ. √শ্রু + অন
  • ঘ. √শ্রব + অন

উত্তরঃ √শ্রু + অন

বিস্তারিত

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. জেঠী
  • খ. পাগলী
  • গ. বেঙ্গামী
  • ঘ. সৎমা

উত্তরঃ সৎমা

বিস্তারিত

"রজক” এর স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. রজকা
  • খ. রজকী
  • গ. রজকিনী
  • ঘ. রজকানী

উত্তরঃ রজকী

বিস্তারিত

অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

  • ক. 60°
  • খ. 70°
  • গ. 90°
  • ঘ. 120°

উত্তরঃ 90°

বিস্তারিত

( √ 3   × √ 5   )4 এর মান কত?   

  • ক. 30
  • খ. 60
  • গ. 225
  • ঘ. 150

উত্তরঃ 225

বিস্তারিত

তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

  • ক. ৩, ৪ এবং ৫
  • খ. ২, ৫ এবং ৮
  • গ. ৫, ৪ এবং ৯
  • ঘ. সকল ক্ষেত্রে

উত্তরঃ ৩, ৪ এবং ৫

বিস্তারিত

একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4. কোণগুলোর মান হচ্ছে-

  • ক. 80°, 120°, 160°
  • খ. 40°, 60°, 80°
  • গ. 30°, 45°, 15°
  • ঘ. 30°, 50°, 90°

উত্তরঃ 40°, 60°, 80°

বিস্তারিত

৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?

  • ক. ২০°
  • খ. ১১০°
  • গ. ২২০°
  • ঘ. ২৯০

উত্তরঃ ১১০°

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics