১৭ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন
- ক. হিন্দি ভাষা
- খ. বৈদিক ভাষা
- গ. উড়িয়া
- ঘ. অনার্য ভাষা
উত্তরঃ অনার্য ভাষা
বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
- ক. মধুমালতী
- খ. সিকান্দারনামা
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. বৈষ্ণব পদাবলি
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
সাধুও চলিত রীতিতে অভিন্নরূপেব্যবহৃত হয়?
- ক. অব্যয়
- খ. সম্বোধন পদ
- গ. সর্বনাম
- ঘ. ক্রিয়া
উত্তরঃ অব্যয়
- ক. সাধুরীতি
- খ. চলিতরীতি
- গ. কথ্যরীতি
- ঘ. লেখ্যরীতি
উত্তরঃ সাধুরীতি
প্রমথ চৌধুরি সম্পাদিত পত্রিকার নাম-
- ক. তত্ত্ববোদ্ধিনী
- খ. সবুজপত্র
- গ. কল্লোল
- ঘ. ধুমকেতু
উত্তরঃ সবুজপত্র
'I know you.' Choose the complex form___
- ক. I know what you are.
- খ. I know who you are.
- গ. I know what are you.
- ঘ. I know who are you.
উত্তরঃ I know what you are.
Complete the sentence with appropriate word: Poly ran fast lest she ___ miss the class.
- ক. could
- খ. would
- গ. can
- ঘ. should
উত্তরঃ should
- ক. There is no place for doubt in it.
- খ. There is no space for doubt in it.
- গ. There is no room for doubt in it.
- ঘ. There is no area to doubt in it.
উত্তরঃ There is no room for doubt in it.
Which one is the correct English translation of “অসারের তর্জন গর্জন সার”?
- ক. Ignorance is vociferous.
- খ. An idle man speaks much.
- গ. A barking dog seldom bites.
- ঘ. An empty vessel sound much.
উত্তরঃ An empty vessel sound much.
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
- ক. ২৪°৩০´ থেকে ২৮° ৩৪' দক্ষিণ অক্ষাংশ
- খ. ৮০°৩৪ থেকে ৪০ ৯০' পশ্চিম দ্রাঘিমাংশ
- গ. ৩৪°২৫ থেকে ২৮°৩৮' উত্তর অক্ষাংশ
- ঘ. ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ
উত্তরঃ ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ
বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?
- ক. সুইজারল্যান্ড
- খ. নেদারল্যান্ড
- গ. আয়ারল্যান্ড
- ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ নেদারল্যান্ড
- ক. ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
- খ. ৩০শে নভেম্বর, ২০১৭ সাল
- গ. ৩০শে সেপ্টেম্বর ২০১৮ সাল
- ঘ. ৩০শে অক্টোবর, ২০১৮ সাল
উত্তরঃ ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?
- ক. সন্দ্বীপ
- খ. হাতিয়া
- গ. মনপুরা
- ঘ. সোনাদিয়া
উত্তরঃ সোনাদিয়া
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
- ক. হার্ডডিস্ক
- খ. RAM
- গ. ক্লিপবোর্ড
- ঘ. ROM
উত্তরঃ RAM
“আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?
- ক. আইজ্যাক নিউটন
- খ. অ্যালো হ্যাজেন
- গ. গ্যালিলিও
- ঘ. রামফোর্ড
উত্তরঃ আইজ্যাক নিউটন
আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
- ক. লুব্ধক
- খ. সূর্য
- গ. প্রক্সিমার্সেন্টরাই
- ঘ. ধ্রুবতারা
উত্তরঃ লুব্ধক
আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সোন?
- ক. ১৯৪৭ সন
- খ. ১৯৫২ সন
- গ. ১৯৬৯ সন
- ঘ. ১৯৭১ সন
উত্তরঃ ১৯৬৯ সন
- ক. ইসলাম খান
- খ. সরফরাজ খান
- গ. মুর্শিদ কুলি খান
- ঘ. ঈশা খান
উত্তরঃ ইসলাম খান
'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ কী?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. নিরেট বোকা
- ঘ. নিষ্ক্রিয় দর্শক
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক
'পাপে বিরত থাকো'—কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. করণ কারকে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. কর্মকারকে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
- ক. হরমুজ
- খ. বসফরাস
- গ. পক
- ঘ. জিব্রাল্টার
উত্তরঃ জিব্রাল্টার
"War and Peace" উপন্যাসের রচয়িতা কে?
- ক. কার্ল মার্কস
- খ. জেন অস্টিন
- গ. মন্টেস্কু
- ঘ. লিও টলস্টয়
উত্তরঃ লিও টলস্টয়
কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
- ক. জটিল সার্জারি চিকিৎসায়
- খ. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
- গ. নতুন জাতের বীজ উৎপাদনে
- ঘ. টেনিস বলের আকৃতি তৈরিতে
উত্তরঃ জটিল সার্জারি চিকিৎসায়
- ক. থাইরক্সিন
- খ. প্রোল্যাকটিন
- গ. এড্রিনালিন
- ঘ. সোমোটোট্রফিক
উত্তরঃ সোমোটোট্রফিক
The doctor will come back to the ward in no time. The underlined phrase means ___
- ক. instantly
- খ. hardly
- গ. always
- ঘ. never
উত্তরঃ instantly
The word 'decade' refers to ___
- ক. thirty years
- খ. fifty years
- গ. ten years
- ঘ. twenty five years
উত্তরঃ ten years
- ক. extravagant
- খ. pronounciation
- গ. spureous
- ঘ. temporery
উত্তরঃ extravagant
None but _ brave deserve ___ fair.
- ক. a, an
- খ. the, the
- গ. the, no article
- ঘ. no article, the
উত্তরঃ the, the
If you help me, I ___ grateful.
- ক. will be remain
- খ. should remain
- গ. will remain
- ঘ. would remain
উত্তরঃ will remain
Which is the correct form of Assertive of "Who does not like a rose?"
- ক. All of us likes a rose.
- খ. Nobody likes a rose.
- গ. Everyone dislikes a rose.
- ঘ. Everyone likes a rose
উত্তরঃ Everyone likes a rose
Had you walked fast, you ___ the train.
- ক. will not miss
- খ. will not have missed
- গ. would not have missed
- ঘ. would not miss
উত্তরঃ would not have missed
গাছে এখনো ফল ধরে নাই'— The best translation is ___
- ক. The tree can not bear fruit.
- খ. The tree has not given fruit yet.
- গ. The tree has not caught any fruit.
- ঘ. The tree has not yet borne fruit.
উত্তরঃ The tree has not given fruit yet.
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
- ক. চিরসুখী
- খ. দশানন
- গ. গায়েহলুদ
- ঘ. কানাকানি
উত্তরঃ কানাকানি
- ক. প্রাপকের এলাকা
- খ. ডাকবিভাগের নাম
- গ. পোস্ট অফিসের নাম
- ঘ. প্রেরকের এলাকা
উত্তরঃ প্রাপকের এলাকা
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
- ক. বায়োমেট্রিক্স
- খ. ভার্চুয়াল রিয়ালিটি
- গ. ন্যানোটেকনোলজি
- ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
- ক. ধাতু বোঝাতে
- খ. অর্থমূলক
- গ. ব্যাখ্যামূলক
- ঘ. উৎপন্ন বোঝাতে
উত্তরঃ ব্যাখ্যামূলক
The price of mango is high in our country. ___ , we turn this land into a mango orchard?
- ক. as if
- খ. would rather
- গ. what's it like
- ঘ. what if
উত্তরঃ what if
"আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?
- ক. আইজ্যাক নিউটন
- খ. অ্যালো হ্যাজেন
- গ. গ্যালিলিও
- ঘ. রামফোর্ড
উত্তরঃ আইজ্যাক নিউটন
দুইটি সংখ্যার অনুপাত 3 : 2 এবং এদের গ.সা.গু 8 হলে সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
- ক. ৪
- খ. ৮
- গ. ১৬
- ঘ. ২৪
উত্তরঃ ২৪
একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?
- ক. 20 মি.
- খ. 25 মি.
- গ. 30 মি.
- ঘ. 40 মি
উত্তরঃ 20 মি.
২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. ২
- খ. ৪
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৭
- ক. 400 টাকা
- খ. 500 টাকা
- গ. 450 টাকা
- ঘ. 540 টাকা
উত্তরঃ 450 টাকা
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
- ক. ১৯৯৬ সাল
- খ. ১৯৯৭ সাল
- গ. ১৯৯৮ সাল
- ঘ. ১৯৯৯ সাল
উত্তরঃ ১৯৯৭ সাল