২১তম বিসিএস প্রিলি
‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. মুহম্মদ আবদুল হাই
- গ. মুনীর চৌধুরী
- ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রামমোহন রায়
- ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
- ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- খ. নবীনচন্দ্র সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
- ক. বিষের বাঁশী
- খ. বন্দীর বন্দনা
- গ. সন্দীপের চর
- ঘ. রূপসী বাংলা
উত্তরঃ বিষের বাঁশী
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. জহির রায়হান
- গ. মুনীর চৌধুরী
- ঘ. সত্যেন সেন
উত্তরঃ মুনীর চৌধুরী
- ক. ব্রজধামে কথিত ভাষা
- খ. একরকম কৃত্রিম কবিভাষা
- গ. বাংলা ও হিন্দির যোগফল
- ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
উত্তরঃ একরকম কৃত্রিম কবিভাষা
‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ কে বলেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রামকৃষ্ণ পরমহংস
- ঘ. বিবেকানন্দ
উত্তরঃ চণ্ডীদাস
- ক. কবিতা
- খ. কাব্য-পরিক্রমা
- গ. কয়েকটি কবিতা
- ঘ. বাঙলার কাব্য
উত্তরঃ কয়েকটি কবিতা
- ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
- গ. সুকুমার রায়
- ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ সুকুমার রায়
- ক. মুনীর চৌধুর
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
- ক. বন্ধুদের আগমন
- খ. আত্মীয় সমাগম
- গ. প্রিয়জন সমাগম
- ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ প্রিয়জন সমাগম
‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
- ক. ক্লান্তিহীন
- খ. অক্লান্ত
- গ. অক্লান্ত কর্মী
- ঘ. অবিশ্রাম
উত্তরঃ অক্লান্ত কর্মী
- ক. সূচিম্মিতা
- খ. সূচিম্মীতা
- গ. সুচীম্মিতা
- ঘ. সুচিম্মিতা
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. concerned :: careful
- খ. anxious :: nervous
- গ. enthusiastic :: halfhearted
- ঘ. devoted :: dedicated
উত্তরঃ enthusiastic :: halfhearted
- ক. stretch :: extend
- খ. distance :: reduce
- গ. draw out :: shorten
- ঘ. reach out :: cut short
উত্তরঃ stretch :: extend
- ক. postpone :: promote
- খ. adjourn :: start
- গ. slow down :: hold up
- ঘ. defer :: accelerate
উত্তরঃ slow down :: hold up
- ক. coomply :: conform
- খ. heed :: acquiesce
- গ. observe :: defy
- ঘ. obey :: hearten to
উত্তরঃ observe :: defy
The Parthenon is said - erected in the Age of Pericles.
- ক. to have become
- খ. to have begun
- গ. to have been
- ঘ. to have had
উত্তরঃ to have been
As they waited, Rahim argued against war -
- ক. While his brother discusses the effects of pullution
- খ. while his brother discusses the effects of pollution
- গ. while his brother was discussing the effects of pollution
- ঘ. which his brother had discusses the effects of pollution
উত্তরঃ while his brother was discussing the effects of pollution
If we want concrete proof, we are looking for-
- ক. clear evidence
- খ. building meterial
- গ. a cement mixer
- ঘ. something to cover a path
উত্তরঃ clear evidence
The Olympic games were watched by - billions of people all over the world.
- ক. exactly
- খ. usually
- গ. truly
- ঘ. literallly
উত্তরঃ literallly
A reward had been announced for the employes who - hared.
- ক. have worked
- খ. has worked
- গ. will be work
- ঘ. have had worked
উত্তরঃ have worked
To - the arrival of spring, Bangladesh Television - a special function.
- ক. commemorate : launched
- খ. announce : telecast
- গ. celebrate : organized
- ঘ. welcome : sanctioned
উত্তরঃ celebrate : organized
বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কটি?
- ক. ২৯টি
- খ. ২২টি
- গ. ২১টি
- ঘ. ৫টি
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. ২৫(৭)
- খ. ২৮(৪)
- গ. ৪০(৩)
- ঘ. ৪২
উত্তরঃ ২৮(৪)
প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
- ক. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
- খ. প্রধান বিচারপতি নিয়োগ
- গ. অডিটর জেনারেল নিয়োগ
- ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগনিয়োগ
উত্তরঃ প্রধান বিচারপতি নিয়োগ
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
- ক. জরুরী অবস্থা ঘোষণা
- খ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
- গ. সুপ্রীট কোর্ট প্রতিষ্ঠা
- ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
উত্তরঃ ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
- ক. ১২৫৫ খ্রি.
- খ. ১৬১০ খ্রি.
- গ. ১৯০৫ খ্রি.
- ঘ. ১৯৪৭ খ্রি.
উত্তরঃ ১৬১০ খ্রি.
- ক. মাজহারুল হক
- খ. লুই আই কান
- গ. এফ.আর.খান
- ঘ. নভেরা আহমেদ
উত্তরঃ লুই আই কান
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
- ক. ২১ জানুয়ারি, ১৯৯১
- খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৯২
- গ. ২৭ মার্চ, ১৯৯৬
- ঘ. ২৮ এপ্রিল, ১৯৯৭
উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬
ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
- ক. দার্জিলিং
- খ. কলকাতা
- গ. নয়াদিল্লি
- ঘ. ঢাকা
উত্তরঃ নয়াদিল্লি
বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
- ক. দুদু মিয়া
- খ. তিতুমীর
- গ. হাজী শরীয়তউল্লাহ
- ঘ. সৈয়দ আহমদ শহীদ
উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ
‘লাল সালু’ উপন্যাসটির লেখক কে?
- ক. মুনীর চৌধুরী
- খ. সৈয়দ ওয়ালিউল্লাহ
- গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ সৈয়দ ওয়ালিউল্লাহ
বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
- ক. ২৪২
- খ. ৩০০
- গ. ২৮৯
- ঘ. ৪০০
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল?
- ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
- খ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
- গ. পূর্ব বাংলার অথনৈতিক বৈষম্য দূরীকরণ
- ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
- ক. ভারতে
- খ. বাংলাদেশে
- গ. শ্রীলঙ্কায়
- ঘ. মালদ্বীপে
উত্তরঃ মালদ্বীপে
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪৫
- খ. ১৯৪৮
- গ. ১৯৪৯
- ঘ. ১৯৫১
উত্তরঃ ১৯৪৯
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
- ক. ইনকথা ফ্রিডম পার্টি
- খ. ন্যাশনালিস্ট পার্টি
- গ. আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
- ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
পার্বত্য চট্রগ্রাম শান্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?
- ক. ২৩ জুন, ১৯৯৬
- খ. ১২ ডিসেম্বনর, ১৯৯৬
- গ. ২ ডিসেম্বর, ১৯৯৭
- ঘ. ১০ মার্চ, ১৯৯৮
উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?
- ক. জেনারেল হারিরি
- খ. মেঘবতী সুকর্ণপুত্রী
- গ. আবদুর রহমান ওয়াহিদ
- ঘ. জেনারেল রিয়ান্তো
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
- ক. নাইজেরিয়া
- খ. শ্রীলঙ্কা
- গ. পাকিস্তান
- ঘ. ভারত
উত্তরঃ পাকিস্তান
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
- ক. ন্যাটো (NATO)
- খ. সিটিবিটি (CTBT)
- গ. এনপিটি (NPT)
- ঘ. সল্ট (SALT)
উত্তরঃ সিটিবিটি (CTBT)
বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
- ক. এশিয়া
- খ. ইউরোপ
- গ. দক্ষিণ আমেরিকা
- ঘ. আফ্রিকা
উত্তরঃ আফ্রিকা
বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
- ক. জাপান
- খ. জার্মানি
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ জাপান
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
- ক. আর কে নারায়ণন
- খ. অরুন্ধতী রায়
- গ. হারমান হেস
- ঘ. গুন্টার গ্রাস
উত্তরঃ গুন্টার গ্রাস
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রধম অংশগ্রহণ করে?
- ক. লস এঞ্জেলস
- খ. আটলান্টা
- গ. মস্কো
- ঘ. মেক্সিকো সিটি
উত্তরঃ লস এঞ্জেলস
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
- ক. জেনেভায়
- খ. ওয়াশিংটনে
- গ. ভিয়েনায়
- ঘ. ব্রাসেলসে
উত্তরঃ ভিয়েনায়
১৯৯৫ সালে বেইজিং -এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্বনারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?
- ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
- খ. বিশ্বের নারীরা এক হও
- গ. নারীর অধিকার মানবাধিকার
- ঘ. নারী নির্যাতন বন্ধ করো
উত্তরঃ নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. জেনেভা
- খ. মেক্সিকো সিটি
- গ. নিউইয়র্ক
- ঘ. রিও ডি জেনিরো
উত্তরঃ রিও ডি জেনিরো
কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
- ক. বাংলাদেশে
- খ. জাপানে
- গ. সুইডেনে
- ঘ. সিঙ্গাপুরে
উত্তরঃ বাংলাদেশে
বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
- ক. কার্বনডাই-অক্সাইড
- খ. জলীয় বাষ্প
- গ. ক্লোরোফ্লোরো কার্বন
- ঘ. নাইট্রিক অক্সাইড
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন
- ক. কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
- খ. কঠিন অবস্থায় সালফার অক্সাইড
- গ. শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের বরফ
- ঘ. হাইড্রোজেন পার অক্সাইডের কঠিন অবস্থা
উত্তরঃ কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
ডায়াবেটিস রোগ সম্পর্কিত যে তথ্যটি সঠিক নয়-
- ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
- খ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- গ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এ রোগ হয়
উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
- ক. একধরনের বিশেষ কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
- খ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
- গ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
- ঘ. কম্পিউটারের কোন যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
উত্তরঃ একধরনের বিশেষ কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
- ক. হৃদপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
- খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
- গ. হৃৎপিণ্ডের টিস্যুকে নতুন টিস্যু সংযোজন
- ঘ. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
উত্তরঃ হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা বিনষ্ট করে?
- ক. কার্বন-ডাই-অক্সাইড
- খ. কার্বন মনো-অক্সাইড
- গ. নাইট্রিক অক্সাইড
- ঘ. সালফার ডাই-অক্সাইড
উত্তরঃ কার্বন মনো-অক্সাইড
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হয়-
- ক. ০ 0 সেন্টিগ্রেড
- খ. ১০০ 0 সেন্টিগ্রেড
- গ. ৪ 0 সেন্টিগ্রেড
- ঘ. ২৬৪ 0 সেন্টিগ্রেড
উত্তরঃ ৪ 0 সেন্টিগ্রেড
যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়-
- ক. আইসোবার
- খ. আইসোটোপ
- গ. আইসোটোন
- ঘ. আইসোমোর
উত্তরঃ আইসোটোপ
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
- ক. ভূ-কেন্দ্রে
- খ. ভূ-পৃষ্ঠে
- গ. ভূ-পৃষ্ট থেকে ১০০ ফুট নিচে
- ঘ. ভূ-পৃষ্ট থেকে ১০০ ফুট উঁচুতে
উত্তরঃ ভূ-পৃষ্ঠে