১৩তম বিসিএস প্রিলি

‘বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-

  • ক. গবেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  • খ. মধুসূদন ও কুমুুদিনী
  • গ. গোবিন্দলাল ও রোহিণী
  • ঘ. সুরেশ ও অচলা

উত্তরঃ গোবিন্দলাল ও রোহিণী

বিস্তারিত

কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম শতবার্ষিকী পালিত হয়?

  • ক. ১৯৫১ সালে
  • খ. ১৯৬১ সালে
  • গ. ১৯৭১ সালে
  • ঘ. ১৯৮১ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

  • ক. জিঞ্জীরা- কাজী নজরুল ইসলাম
  • খ. সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
  • গ. দিলরুবা- আবদুল কাদির
  • ঘ. নূরনামা- আবদুল হাকিম

উত্তরঃ সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

বিস্তারিত

‘অনল প্রবাহ’ রচনা করেন-

  • ক. সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী
  • খ. মোজাম্মেল হক
  • গ. এয়াকুব আলী চৌধুরী
  • ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি

উত্তরঃ সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী

বিস্তারিত

জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

  • ক. ধূসর পাণ্ডুলিপি
  • খ. নাম রেখেছি কোমল গান্ধার
  • গ. একক সন্ধ্যায় বসন্ত
  • ঘ. অন্ধকারে একা

উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

কোনটি ঐতিহাসিক নাটক?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. রাজসিংহ
  • গ. পলাশীর যুদ্ধ
  • ঘ. রক্তাক্ত প্রান্তর

উত্তরঃ রক্তাক্ত প্রান্তর

বিস্তারিত

মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-

  • ক. মহাকাব্যে
  • খ. নাটকে
  • গ. পত্রকাব্যে
  • ঘ. সনেটে

উত্তরঃ সনেটে

বিস্তারিত

‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. মুন্সি রেয়াজদ্দীন আহমদ
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

উত্তরঃ মোজাম্মেল হক

বিস্তারিত

‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-

  • ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
  • খ. জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
  • গ. চাষী-জীবনের করুণ চিত্র
  • ঘ. চরবাসীদের দুঃখী জীবন

উত্তরঃ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

বিস্তারিত

‘গোঁফ-খেজুরে’ -এই বাগধারাটির অর্থ কী?

  • ক. আরামপ্রিয়
  • খ. উদাসীন
  • গ. নিতান্ত অলস
  • ঘ. পরমুখাপেক্ষী

উত্তরঃ নিতান্ত অলস

বিস্তারিত

কোন দুটি অঘোষ ধ্বনি?

  • ক. চ ছ
  • খ. ড ঢ
  • গ. ভ ব
  • ঘ. দ ধ

উত্তরঃ চ ছ

বিস্তারিত

কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

  • ক. ধন অপেক্ষা মান বড়
  • খ. তোমাকে দিয়ে কিছু হবে না
  • গ. ঢং ঢং ঘণ্টা বাজে
  • ঘ. লেখাপড়া করো, নতুবা ফেল করবে

উত্তরঃ লেখাপড়া করো, নতুবা ফেল করবে

বিস্তারিত

‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কী হবে?

  • ক. অপূর্ব
  • খ. অদৃষ্টপূর্ব
  • গ. অভূতপূর্ব
  • ঘ. ভূতপূর্ব

উত্তরঃ ভূতপূর্ব

বিস্তারিত

মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?

  • ক. ঘর থেকে ছাড়া - ঘরছাড়া
  • খ. অরুণের মত রাঙ্গা - অরুণরাঙা
  • গ. হাসিমাখা মুখ - হাসিমুখ
  • ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী

উত্তরঃ হাসিমাখা মুখ - হাসিমুখ

বিস্তারিত

বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

  • ক. হাতি/হাতী
  • খ. নারি/নারী
  • গ. জাতি/জাতী
  • ঘ. দাদি/দদী

উত্তরঃ দাদি/দদী

বিস্তারিত

Select the answer of the word 'stagflation'

  • ক. Controlled prices
  • খ. Economic slow down
  • গ. A disintegrating government
  • ঘ. Cultural dullness

উত্তরঃ Economic slow down

বিস্তারিত

What is the meaning of the word 'stanch'?

  • ক. to reinforce
  • খ. be weak
  • গ. smooth out
  • ঘ. put an end to

উত্তরঃ put an end to

বিস্তারিত

What is the meaning of the word 'belated'?

  • ক. compaining
  • খ. off hand
  • গ. weak
  • ঘ. tardy

উত্তরঃ tardy

বিস্তারিত

What is the meaning of the word 'sequences'?

  • ক. fo follow
  • খ. round up
  • গ. withdraw
  • ঘ. question closely

উত্তরঃ fo follow

বিস্তারিত

What is the meaning of the word 'euphemism'?

  • ক. vague idea
  • খ. inoffensive expression
  • গ. verbal play
  • ঘ. wise saying

উত্তরঃ inoffensive expression

বিস্তারিত

'The Rainbow' is -

  • ক. a poem by Wordsworth
  • খ. a short story by Somerst Maugham
  • গ. a novel by D.H. Lawrence
  • ঘ. a verse by Coleridge

উত্তরঃ a novel by D.H. Lawrence

বিস্তারিত

'Tom Jones' by Henry Fielding was first published in -

  • ক. the 1st half of 19th century
  • খ. the 2nd half of 18th century
  • গ. the 1st half of 18th century
  • ঘ. the 2nd half of 19th century

উত্তরঃ the 1st half of 18th century

বিস্তারিত

The literary work 'Kubla Khan' is -

  • ক. a history by Vincent Smith
  • খ. a verse by Coleridge
  • গ. a drama by Oscar Wilde
  • ঘ. a short story by Somerset Maugham

উত্তরঃ a verse by Coleridge

বিস্তারিত

T.S Eliot was born in -

  • ক. Ireland
  • খ. England
  • গ. Wales
  • ঘ. USA

উত্তরঃ USA

বিস্তারিত

What was the real name of the great American short writer, 'O Henry'?

  • ক. Sameul L.Clemens
  • খ. William Sydney Porter
  • গ. Fitz James O'Brten
  • ঘ. William Huntington Writht

উত্তরঃ William Sydney Porter

বিস্তারিত

Anything 'Pernicious' tends to injure or destroy. Something which has no such harmful effect is -

  • ক. innocuous
  • খ. innocent
  • গ. immaculate
  • ঘ. salutary

উত্তরঃ innocuous

বিস্তারিত

Do not worry , English grammer is not - to understand. Which of the following does best fit in the blank space?

  • ক. so difficult
  • খ. very difficult
  • গ. too difficult
  • ঘ. difficult enough

উত্তরঃ too difficult

বিস্তারিত

If I were you. I (handle) the situation more carefully. Which of the following verb forms does best complete the above sentence?

  • ক. would handle
  • খ. will handle
  • গ. handled
  • ঘ. would have handled

উত্তরঃ would handle

বিস্তারিত

We (not have) a holiday since the beginning of the year. Which of the following verb forms does best complete the above sentence?

  • ক. did not have
  • খ. have not had
  • গ. are not having
  • ঘ. had not had

উত্তরঃ have not had

বিস্তারিত

It's time (you realize) your mistakes. - Which of the following clause does not best fit in the above sentence?

  • ক. you ralized
  • খ. that you ralized
  • গ. you would realize
  • ঘ. you have realized

উত্তরঃ you ralized

বিস্তারিত

I have never seen such a slow coach like you. This small work has taken you three full nonths. What does the idiom 'a slow coach' mean?

  • ক. an irresponsible person
  • খ. a careless person
  • গ. an unthoughtful person
  • ঘ. a very lazy person

উত্তরঃ a very lazy person

বিস্তারিত

কোনটি চৌম্বক পদার্থ?

  • ক. পারদ
  • খ. বিসমাথ
  • গ. এন্টিমনি
  • ঘ. কোবাল্ট

উত্তরঃ কোবাল্ট

বিস্তারিত

উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতর সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায় -

  • ক. অক্সিজেন কম
  • খ. ঠাণ্ডা বেশি
  • গ. বায়ুর চাপ বেশি
  • ঘ. বায়ুর চাপ কম

উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

  • ক. উত্তল
  • খ. অবতল
  • গ. জুম
  • ঘ. সিলিনড্রিক্যাল

উত্তরঃ অবতল

বিস্তারিত

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

  • ক. শূন্যতায়
  • খ. লোহা
  • গ. পানি
  • ঘ. বাতাসে

উত্তরঃ লোহা

বিস্তারিত

মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

  • ক. সয়ুজ
  • খ. এপোলো
  • গ. ভয়েজার
  • ঘ. ভাইকিং

উত্তরঃ ভাইকিং

বিস্তারিত

পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

  • ক. আইনস্টান
  • খ. ওপেনহেমার
  • গ. অটোম্যান
  • ঘ. রোজেনবার্গ

উত্তরঃ ওপেনহেমার

বিস্তারিত

সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্যে দ্বিগুণ করলে কম্পাংকের কতটা পরিবর্তন ঘটবে?

  • ক. অর্ধেক ‘
  • খ. দ্বিগুণ হবে
  • গ. তিন গুণ হবে
  • ঘ. চার গুণ হবে

উত্তরঃ অর্ধেক ‘

বিস্তারিত

প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

  • ক. ময়নামতি
  • খ. বিক্রমপুর
  • গ. মহাস্থানগড়
  • ঘ. পাহাড়পুর

উত্তরঃ মহাস্থানগড়

বিস্তারিত

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. নুরুল আমীন
  • খ. লিয়াকত আলী খান
  • গ. মোহাম্মদ আলী
  • ঘ. খাজা নাজিমুদ্দীন

উত্তরঃ খাজা নাজিমুদ্দীন

বিস্তারিত

পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

  • ক. ১৯৫০ সালে
  • খ. ১৯৪৮ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ১৯৫০ সালে

বিস্তারিত

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

  • ক. কুষ্টিয়া
  • খ. বগুড়া
  • গ. কুমিল্লা
  • ঘ. চাঁপাইনবাবগঞ্জ

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ

বিস্তারিত

আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?

  • ক. ১৯৬৫ সালে
  • খ. ১৯৬৬ সালে
  • গ. ১৯৬৭ সালে
  • ঘ. ১৯৬৮ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?

  • ক. ১৯৫২ সালে
  • খ. ১৯৫৩ সালে
  • গ. ১৯৫৪ সালে
  • ঘ. ১৯৫৫ সালে

উত্তরঃ ১৯৫৩ সালে

বিস্তারিত

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?

  • ক. আবদুল লতিফ
  • খ. আবদুল আহাদ
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. মাহমুদুন্নবী

উত্তরঃ আলতাফ মাহমুদ

বিস্তারিত

বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

  • ক. সাত
  • খ. আট
  • গ. ছয়
  • ঘ. পাঁচ

উত্তরঃ সাত

বিস্তারিত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

  • ক. সিপাহি
  • খ. ল্যান্স নায়েক
  • গ. লেফটেন্যান্ট
  • ঘ. ক্যাপ্টেন

উত্তরঃ সিপাহি

বিস্তারিত

শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

  • ক. ১৪ই ডিসেম্বর
  • খ. ১২ই ডিসেম্বর
  • গ. ১৩ই ডিসেম্বর
  • ঘ. ১৫ই ডিসেম্বর

উত্তরঃ ১৪ই ডিসেম্বর

বিস্তারিত

ব্রহ্মপ্রত্র নদ হিমালয়ের কোন শৃ্ঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

  • ক. বরাইল
  • খ. কৈলাশ
  • গ. কাঞ্চনজঙ্ঘা
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ কৈলাশ

বিস্তারিত

বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৬ই ফেব্রুয়ারি
  • খ. ২৭শে ফেব্রুয়ারি
  • গ. ২রা মার্চ
  • ঘ. ৪ঠা মার্চ

উত্তরঃ ২৭শে ফেব্রুয়ারি

বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?

  • ক. লুসাই
  • খ. গারো
  • গ. কিওক্রাডং
  • ঘ. জয়ন্তিয়া

উত্তরঃ কিওক্রাডং

বিস্তারিত

বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. শীতলক্ষ্যা
  • খ. বুড়িগঙ্গা
  • গ. মেঘনা
  • ঘ. তুরাগ

উত্তরঃ বুড়িগঙ্গা

বিস্তারিত

বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রীপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?

  • ক. প্রায় ৪৭৯৭
  • খ. প্রায় ৪৫৭২
  • গ. প্রায় ৯৭৯১
  • ঘ. প্রায় ৮২১২

উত্তরঃ প্রায় ৪৫৭২

বিস্তারিত

চলনবিল কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী জেলায়
  • খ. রাজশাহী ও নওগাঁ জেলায়
  • গ. পাবনা ও নাটোর জেলায়
  • ঘ. নাটোর ও নওগাঁ জেলায়

উত্তরঃ পাবনা ও নাটোর জেলায়

বিস্তারিত

ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত>

  • ক. ২৪.৭ কিলোমিটার
  • খ. ২১.০ কিলোমিটার
  • গ. ১৯.৩ কিলোমিটার
  • ঘ. ১৬.৫ কিলোমিটার

উত্তরঃ ১৬.৫ কিলোমিটার

বিস্তারিত

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

  • ক. কুড়িগ্রাম
  • খ. নীলফামারী
  • গ. ঠাকুরগাঁ
  • ঘ. লালমনিরহাট

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (living cost) সবচেয়ে বেশি -

  • ক. টোকিওতে
  • খ. নিউইয়র্ক
  • গ. তেহরানে
  • ঘ. আবিতজানে

উত্তরঃ টোকিওতে

বিস্তারিত

উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯৩ সালে সর্ববৃহৎ বিক্রেতা -

  • ক. আইবিএম
  • খ. জেনারেল
  • গ. রয়াল ডাচ/শেল
  • ঘ. ইক্সন

উত্তরঃ আইবিএম

বিস্তারিত

আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -

  • ক. ইউরোপে
  • খ. উত্তর আমেরিকায়
  • গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  • ঘ. মধ্য এশিয়ায়

উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

বিস্তারিত

১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

  • ক. ভারতে
  • খ. পাকিস্তানে
  • গ. শ্রীলঙ্কায়
  • ঘ. বাংলাদেশে

উত্তরঃ পাকিস্তানে

বিস্তারিত

১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?

  • ক. চীন
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. পাকিস্তান
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উদঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?

  • ক. জুন ১৯৮৯- তিয়াআনমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেটি
  • খ. জেলখানার কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
  • গ. পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
  • ঘ. আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের তথ্য বিক্রি

উত্তরঃ জুন ১৯৮৯- তিয়াআনমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেটি

বিস্তারিত

‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

  • ক. টোকিও
  • খ. প্যারিস
  • গ. নিউইয়র্ক
  • ঘ. ভিয়েনা

উত্তরঃ ভিয়েনা

বিস্তারিত

১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?

  • ক. ২ অক্টোবর (সকালে)
  • খ. ২ অক্টোবর (মাঝ রাতে)
  • গ. ১ অক্টোবর (দুপুরে)
  • ঘ. ৩ অক্টোবর (মাঝ রাতে)

উত্তরঃ ৩ অক্টোবর (মাঝ রাতে)

বিস্তারিত

"International Institute on Aging" কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

  • ক. জেনেভা
  • খ. রোম
  • গ. প্যারিস
  • ঘ. ভ্যালেটা

উত্তরঃ ভ্যালেটা

বিস্তারিত

কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

  • ক. ১৯৬৬ সাল থেকে
  • খ. ১৯৬৭ সাল থেকে
  • গ. ১৯৬৮ সাল থেকে
  • ঘ. ১৯৬৯ সাল থেকে

উত্তরঃ ১৯৬৬ সাল থেকে

বিস্তারিত

কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

  • ক. কুয়েত
  • খ. নাইজেরিয়া
  • গ. সৌদি আরব
  • ঘ. ভেনিজুয়েলা

উত্তরঃ ভেনিজুয়েলা

বিস্তারিত

প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. জাপানের নাগাসাকিতে
  • খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
  • গ. রাশিয়ার আশখাবাদে
  • ঘ. কানাডার ভেঙ্কুবারে

উত্তরঃ রাশিয়ার আশখাবাদে

বিস্তারিত

১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করেন?

  • ক. মাইকেল চ্যাং
  • খ. জিন ফিলিপস
  • গ. মাইকেল স্টিচ
  • ঘ. পিট সাম্প্রাস

উত্তরঃ মাইকেল স্টিচ

বিস্তারিত

কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?

  • ক. সিঙ্গাপুর
  • খ. মালয়েশিয়া
  • গ. থাইল্যান্ড
  • ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

উত্তরঃ দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

বিস্তারিত

কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

  • ক. ব্রোমিন
  • খ. পারদ
  • গ. আয়োডিন
  • ঘ. জেনন

উত্তরঃ ব্রোমিন

বিস্তারিত

What is the meaning of the word 'scuttle'?

  • ক. to tease
  • খ. abandon
  • গ. pile up
  • ঘ. gossip

উত্তরঃ to tease

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics