১১তম বিসিএস প্রিলি
- বঙ্গভাষা ও সাহিত্য
- আয়না
- লালসালু
- অবরোধবাসিনী
সঠিক উত্তরঃ অবরোধবাসিনী
বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে?
- বিহারীলাল চক্রবর্তী
- প্যারীচাঁদ মিত্র
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
সঠিক উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
‘মোস্তফা চরিত্র’ গ্রন্থের রচয়িতা-
- মুহম্মদ আবদুল হাই
- মোহাম্মদ বরকতুল্লাহ
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- মওলানা আকরম খাঁ
সঠিক উত্তরঃ মওলানা আকরম খাঁ
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা-
- মুহম্মদ আবদুল হাই
- ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
- আবুল মনসুর আহমদ
- আতাউর রহমান
সঠিক উত্তরঃ আবুল মনসুর আহমদ
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
- ভারতচন্দ্র রায়
- কাজী দৌলত
- সৈয়দ হামজা
- আবদুল হাকিম
সঠিক উত্তরঃ সৈয়দ হামজা
- সৈয়দ শামসুল হক
- সৈয়দ মুজতবা আলী
- শওকত ওসমান
- ফররুখ আহমদ
সঠিক উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
‘রাজলক্ষ্মী’ চরিত্র স্রষ্টা ঔপন্যাসিক-
- বঙ্কিমচন্দ্র
- শরৎচন্দ্র
- তারাশংকর
- নজরুল ইসলাম
সঠিক উত্তরঃ শরৎচন্দ্র
- সংক্ষেপ করে
- বিস্তৃত করে
- ভাষারূপ ক্ষুণ্ন করে
- অর্থবোধক করে
সঠিক উত্তরঃ সংক্ষেপ করে
- একটা গোপনীয় কথা বলি
- একটি গোপন কথা বলি
- একটা গোপন কথা বলি
- একটি গুপ্ত কথা বলি
সঠিক উত্তরঃ একটা গোপনীয় কথা বলি
Who is the poet of the 'Victorian Age'?
- Helen Keller
- Mathew Arnold
- Shakespare
- Robert Browing
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
Who is the author of 'For Whom the Bell Tolls'?
- Charles Dickens
- Homer
- Lord Tennison
- Ernest Hemingway
সঠিক উত্তরঃ Ernest Hemingway
'May Allah help you' - what kind of sentence is this?
- Optative
- Imperative
- Assertive
- Exclamatory
সঠিক উত্তরঃ Optative
A rolling stone gathers no moss. What is 'rolling'?
- Gerund
- Adjective
- Participle
- Verbal Noun
সঠিক উত্তরঃ Participle
Which is the Noun of the word 'Beautiful'?
- Beautiful
- Beauty
- Beautifully
- Beauteous
সঠিক উত্তরঃ Beauty
- Keep water
- Store water
- Bear examination
- Drink water
সঠিক উত্তরঃ Bear examination
- Not at all
- Thoroughly
- To be last
- Man of outside
সঠিক উত্তরঃ Thoroughly
- Rich is not always happy
- The rich is not always happy
- The rich is not happy always
- The rich are not always happy
সঠিক উত্তরঃ The rich are not always happy
- He had been hunged for murber
- He was been hunged of murder
- He was hanged for murder
- He was hunged of murder
সঠিক উত্তরঃ He was hanged for murder
- Supplementary tax
- Sentence building
- Manner of speech
- Synchronizing act
সঠিক উত্তরঃ Sentence building
'Justice delayed is justice denied' was state by -
- Disraeli
- Emerson
- Gladstone
- Shakespeare
সঠিক উত্তরঃ Gladstone
- অপরিশোধিত তেল
- ক্রিংকার
- এমোনিয়া
- মিথেন গ্যাস
সঠিক উত্তরঃ মিথেন গ্যাস
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -
- ১০ কি.মি
- ১০ নিউটন
- ২৭ কি.মি
- ৫ কি.মি
সঠিক উত্তরঃ ১০ নিউটন
- বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
- অধিক পরিমানে CO2 নির্গত হয়ে
- কীটপতঙ্গের সাহায্যে
- ফুলে ফুলে সংস্পর্শে
সঠিক উত্তরঃ বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন । কারণ এতে -
- লোহাকে টেম্পারিং করা হয়েছে
- সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে
- সব বিজাতীয় পদার্থ বের করা হয়েছে
- বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সঠিক উত্তরঃ সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -
- পরমাণু
- ইলেকট্রন
- অণু
- প্রোটন
সঠিক উত্তরঃ পরমাণু
- বায়ুপ্রবাহের প্রভাব
- সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
- সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
- সমুদ্রের ঘূর্ণিঝড়
সঠিক উত্তরঃ বায়ুপ্রবাহের প্রভাব
রঙধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলি -
- লেন্সের কাজ করে
- আতসী কাচের কাজ করে
- দর্পনের কাজ করে
- প্রিজমের কাজ করে
সঠিক উত্তরঃ প্রিজমের কাজ করে
- ওয়েভ গাইডের মধ্য দিয়ে
- খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরলরেখায়
- বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
- ভূমি ও আয়নোস্ফিয়ারের মধ্যে প্রতিফলিত হয়ে
সঠিক উত্তরঃ ওয়েভ গাইডের মধ্য দিয়ে
সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -‘
- ট্রান্সফরমার
- জেনারেটর
- স্টোরেজ ব্যাটারি
- ক্যাপাসিটর
সঠিক উত্তরঃ স্টোরেজ ব্যাটারি
কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় -
- এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
- যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
- তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
- কম্পিউটারে তৈরির নক্সা
সঠিক উত্তরঃ এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
- ২ কোটি একর
- ২ কোটি ৫০ লক্ষ একর
- ২ কোটি ৪০ লক্ষ একর
- ২ কোটি ২৫ লক্ষ একর
সঠিক উত্তরঃ ২ কোটি ৪০ লক্ষ একর
চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য -
- ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
- বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
- ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
- দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
সঠিক উত্তরঃ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
- খবরের কাগজের নাম
- একটি প্রেসক্লাবের নাম
- একটি সংবাদ সংস্থার নাম
- একটি বিদেশি কোম্পানির নাম
সঠিক উত্তরঃ একটি সংবাদ সংস্থার নাম
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
- ২৬শে মার্চ
- ২১শে ফেব্রুয়ারি
- ১৬ই ডিসেম্বর
- ১৪ই ডিসেম্বর
সঠিক উত্তরঃ ১৪ই ডিসেম্বর
সর্বপ্রথম যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো -
- ইরি-৮
- ইরি-১
- ইরি-২০
- ইরি-৩
সঠিক উত্তরঃ ইরি-৮
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
- ভাওয়াল ও মধুপুরের বনভূমি
- পার্বত্য চট্রগ্রামের বনভূমি
- সিলেটের বনভূমি
- খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
সঠিক উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি
- মুস্তফা মনোয়ার
- শামীম সিকদার
- হামিদুজ্জামান খান
- মইনুল হোসেন
সঠিক উত্তরঃ হামিদুজ্জামান খান
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
- ২২৫ নটিক্যাল মাইল
- ২০০ নটিক্যাল মাইল
- ২৫০ নটিক্যাল মাইল
- ১০ নটিক্যাল মাইল
সঠিক উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -
- ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
- অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুুত বন্ধ করা
- ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
- বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
সঠিক উত্তরঃ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুুত বন্ধ করা
- একটি কিশোর ফুটবল টিমের নাম
- একটি সংবাদ সংস্থার নাম
- একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
- একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
সঠিক উত্তরঃ একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
- একটি উপন্যাসের নাম
- একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী
- একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
- একটি প্রসাধন শিল্পের নাম
সঠিক উত্তরঃ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
- জেনারেল সুহার্তো
- রবার্ট মুগাবে
- জুলিয়াস নায়ারে
- ফিডেল ক্যাস্ট্রো
সঠিক উত্তরঃ জুলিয়াস নায়ারে
- পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
- পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
- পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
- সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
সঠিক উত্তরঃ পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
- একটি বাণিজ্যিক গোষ্ঠী
- পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
- একটি বিমান সংস্থা
- একটি সামরিক চুক্তি
সঠিক উত্তরঃ একটি বাণিজ্যিক গোষ্ঠী
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -
- স্বাভাবিক সুদে
- বিনা সুদে
- অল্প সুদে
- অতি সামান্য সুদে
সঠিক উত্তরঃ বিনা সুদে
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
- বার্সেলোনা
- জুরিখ
- বার্লিন
- ব্রাসেলস
সঠিক উত্তরঃ বার্সেলোনা
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -
- W.Wilson
- Paul Haris
- Baden Powel
- H.Wilson
সঠিক উত্তরঃ Paul Haris
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -
- নাইট্রোজেন গ্যাস
- মিথেন
- হাইড্রোজেন গ্যাস
- কার্বন মনোক্সাইড
সঠিক উত্তরঃ মিথেন