১০তম বিসিএস প্রিলি

51. পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল?

  • ক. সোমপুর বিহার
  • খ. ধর্মপাল বিহার
  • গ. জগদ্দল বিহার
  • ঘ. শ্রী বিহার

54. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -

  • ক. শায়েস্তা খান
  • খ. নওয়াব সলিমুল্লাহ
  • গ. মির্জা আহমেদ খান
  • ঘ. মির্জা গোলাম পীর

60. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -

  • ক. ড. রমেশচন্দ্র মজুমদার
  • খ. ড. মাহমুদ হাসান
  • গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  • ঘ. স্যার এ এফ রহমান

63. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম -

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সেন্টমার্টিন দ্বীপ
  • গ. দক্ষিণ তালপট্টি
  • ঘ. কুতুবদিয়া দ্বীপ

67. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন -

  • ক. উথান্ট
  • খ. ট্রিগভেলি
  • গ. দ্যাগ হ্যামারশোল্ড
  • ঘ. কুর্ট ওয়াল্ডহেইম

70. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -

  • ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
  • খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
  • গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
  • ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

72. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -

  • ক. ওয়েস্ট মিনস্টাল এ্যাবে
  • খ. হোয়াইট হল
  • গ. মার্বেল চার্চ
  • ঘ. বুশ হাউস

73. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্বসমর্পণ করে -

  • ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
  • খ. ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
  • গ. ১৯৪৫ সালের মে মাসে
  • ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

74. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল -

  • ক. ১৯৪৫ সালের আগস্ট মাসে
  • খ. ১৯৪৫ সালের মে মাসে
  • গ. ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
  • ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics