পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী
- ক. Embarras
- খ. Embarass
- গ. Embarrass
- ঘ. Emberrass
উত্তরঃ Embarrass
- ক. Critisize
- খ. Critisise
- গ. Critiscise
- ঘ. Critisise
উত্তরঃ Critisise
- ক. Miscreant
- খ. Miscrient
- গ. Miscriant
- ঘ. Miskrient
উত্তরঃ Miscreant
এক কথায় প্রকাশ করুন - ‘শক্রকে দমন করে যে’
- ক. শত্রুঘ্ন
- খ. অরিন্দম
- গ. অজাতশত্রু
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অরিন্দম
- ক. যুক্ত পথ
- খ. একই সময়ে
- গ. এক যুগের পর
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ একই সময়ে
- ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
- খ. শামসুর রহমান
- গ. জহির রায়হান
- ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
অস্থির বৃদ্ধির জন্য কিসের বেশী প্রয়োজন?
- ক. ফসফরাস
- খ. প্রোটিন
- গ. আয়রন
- ঘ. ক্যালসিয়াম
উত্তরঃ ক্যালসিয়াম
রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. কানাডা
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাজ্য
‘ভোমরা’ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
- ক. দিনাজপুর
- খ. সাতক্ষীরা
- গ. সুনামগঞ্জ
- ঘ. আখাউড়া
উত্তরঃ সাতক্ষীরা
বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত?
- ক. চট্রগ্রাম
- খ. গাজীপুর
- গ. ময়মনসিংহ
- ঘ. খুলনা
উত্তরঃ গাজীপুর
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ. নুরুল কাদের
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
একটি Computer file -এর Extension . mp3। এটি কোন ধরনের file?
- ক. Video
- খ. Audio
- গ. Antivirus
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ Audio
বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
- ক. তিস্তা
- খ. সুরমা
- গ. যমুনা
- ঘ. কর্ণফুলী
উত্তরঃ কর্ণফুলী
পার্বত্য চট্রগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কী বলা হয়?
- ক. কুর
- খ. জুম
- গ. ঝুম
- ঘ. কুম
উত্তরঃ জুম
DNA বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল?
- ক. ঢাকা
- খ. কুমিল্লা
- গ. বগুড়া
- ঘ. ফরিদপুর
উত্তরঃ ঢাকা
এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতামে চাপ দিতে হয়?
- ক. Tab
- খ. Caps lock
- গ. Ctrl
- ঘ. Esc
উত্তরঃ Esc
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি - গানের সুরকার কে?
- ক. আলতাফ মাহমুদ
- খ. জহির রায়হান
- গ. আপেল মাহমুদ
- ঘ. আলাউদ্দীন আলী
উত্তরঃ আলতাফ মাহমুদ
Key Board এর F1 - F2 পর্যন্ত বোতামগুলোকে কী বলা হয়?
- ক. Format Key
- খ. Fun Key
- গ. Function Key
- ঘ. Fantastic Key
উত্তরঃ Function Key
- ক. ভারত মহাসাগরে
- খ. আরব সাগরে
- গ. বঙ্গোপসাগরে
- ঘ. পারস্য সাগরে
উত্তরঃ ভারত মহাসাগরে
- ক. ১৬ অক্টোবর
- খ. ১৬ নভেম্বর
- গ. ১৭ অক্টোবর
- ঘ. ১৭ নভেম্বর
উত্তরঃ ১৬ অক্টোবর
MS Word এ প্রিন্ট দেয়ার কমান্ড কোনটি?
- ক. Alt + P
- খ. Crlt + P
- গ. Fn + P
- ঘ. Alt + Print
উত্তরঃ Crlt + P
রুমির বেতন বাবুর বেতনের চেয়ে ২৫% বেশি। বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম?
- ক. ১৬.৬৬
- খ. ২০
- গ. ২২.৫০
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২০
- ক. ৫৬০
- খ. ৬৪০
- গ. ৬৮৪
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৬৪০
- ক. ১৮
- খ. ২০
- গ. ২১
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২১
A ও B এর মোট বয়স B ও C এর মোট বয়সের তুলনায় ১৫ বছর বেশি। C, A -এর চেয়ে কত বছরের ছোট?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ২৫
উত্তরঃ ১৫
যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
- ক. n2
- খ. 5 (n+2)
- গ. 2n + 2
- ঘ. 7n + 3
উত্তরঃ 7n + 3
মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ১৬%
- খ. ১৭.৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
উত্তরঃ ২৫%
- ক. ২৫০
- খ. ২৭৫
- গ. ৩০
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২৭৫
- ক. ১০
- খ. ২০
- গ. ৩০
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ১০
- ক. ১০০%
- খ. ৫০%
- গ. ২৫%
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৫০%
‘ক’ ‘খ’ এর চেয়ে বড় ‘গ’ ‘ক’ এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?
- ক. ‘ক’ এবং ‘খ’ এর বয়স সমান
- খ. ‘গ’ ‘খ’ এর চেয়ে বড়
- গ. ‘খ’ ‘গ’ এর চেয়ে বড়
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
- ক. ১৬
- খ. ২০
- গ. ২৪
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়