পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
- ১০ নং অনুচ্ছেদ
- ২১(১) অনুচ্ছেদ
- ২৭ অনুচ্ছেদ
- ২৮(২) অনুচ্ছেদ
সঠিক উত্তরঃ ২৮(২) অনুচ্ছেদ
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
- অরুণের মত রাঙা - অরুনরাঙা
- হাসিমাখা মুখ - হাসিমুখ
- ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী
সঠিক উত্তরঃ হাসিমাখা মুখ - হাসিমুখ
২০১৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেনে কে?
- Rainer Weiss, Barry C, Barsish and Jacques and Kip S. Thor
- Fraser Stoddart and jacques Dubochet
- Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
- Joachim Frank Duncan Haldane and Ben Feringa
সঠিক উত্তরঃ Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
‘হাত ধয়ে বসা’ বাগধারার অর্থ কি?
- খেতে বসা
- ভণ্ডামি করা
- শুরু করা
- সাধু সাজা
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
- A period of misfortune
- A period of having youthful flings
- Hot weather
- A period of being carefree
সঠিক উত্তরঃ Hot weather
- He speaks English like English
- He speaks the English like English
- He speaks English like the English
- He speaks the English like the English
সঠিক উত্তরঃ He speaks English like the English
২০৭৪০ সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন ছাত্র অতিরিক্ত হয়। প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত?
- ১৪২ জন
- ১৪৪ জন
- ১২৬ জন
- ১৪০ জন
সঠিক উত্তরঃ ১৪৪ জন
১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন পেয়েছিল?
- ১৭৭টি
- ১৬৭টি
- ১৫৪টি
- ৩৩০টি
সঠিক উত্তরঃ ১৬৭টি
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি?
- ক্ষণস্থায়ী বস্তু
- অর্থের কুপ্রভাব
- তীব্রজ্বালা
- অসম্ভব বস্তু
সঠিক উত্তরঃ অর্থের কুপ্রভাব
I have done my duty. কোন tense?
- Present indefinite
- Present perfect
- Past perfect
- Simple present
সঠিক উত্তরঃ Present perfect
টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?
- বিল গেটস
- স্টিভ জবস
- চার্লস ব্যাবেজ
- জর্জ বুল
সঠিক উত্তরঃ স্টিভ জবস
‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?
- করণ কারকে ৭মী
- অপাদান কারকে ৭মী
- অধিকরণ কারকে ৭মী
- কর্ম কারকে ৭মী
সঠিক উত্তরঃ অপাদান কারকে ৭মী
‘পড়ায় আমার মন বসে না’ এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
- কর্ম কারকে ৭মী
- অধিকরন কারকে ৭মী
- অপাদান কারকে ৭মী
- করণ কারকে ৭মী
সঠিক উত্তরঃ কর্ম কারকে ৭মী
Which one is the adjective among the following words?
- Diploma
- Diplomacy
- Diplomatic
- Diplomat
সঠিক উত্তরঃ Diplomatic
বালকেরা স্কুলে যাচ্ছে’ - বাক্যটি কোন ধরনের কাল নিদের্শ করে?
- সাধারণ বর্তমানে
- নিত্য বর্তমান
- ঘটমান বর্তমান
- বর্তমান অনুজ্ঞা
সঠিক উত্তরঃ ঘটমান বর্তমান
করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী । রহিমের বেতন কত?
- ৯০০ টাকা
- ১১০০ টাকা
- ১০০০ টাকা
- ১৬০০ টাকা
সঠিক উত্তরঃ ১০০০ টাকা
- Hyper test multiple language
- Hiper text multiple language
- Hyper text mark up language
- Hiper text mark up language
সঠিক উত্তরঃ Hyper text mark up language
এক কথায় প্রকাশ করুন : ‘যা দীপ্তি পাচ্ছে’।
- আলোকিত
- দীপ্তিমান
- দীপ্যমান
- দেদীপ্যমান
সঠিক উত্তরঃ দেদীপ্যমান
‘পাপের ধন প্রায়শ্চিত্তে যায়’ - প্রবাদটির অর্থ -
- যে দামে কেনা সে দামে বেচা
- পাপ করলে প্রায়চিত্ত
- বোঝার উপর শাকের আটি
- বিপদ একা আসে না
সঠিক উত্তরঃ যে দামে কেনা সে দামে বেচা
তৎকালীন পাকিস্তানে কত সালে বাংলাভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়?
- ১৯৫২
- ১৯৫৪
- ১৯৫৬
- ১৯৬৬
সঠিক উত্তরঃ ১৯৫৬
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে -
- একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
- দুটি ত্রিভুজ আঁকা যায়
- কোন ত্রিভুজ আঁকা যায় না
- অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
সঠিক উত্তরঃ অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
তেনজিং ও হিলারী কবে এভারেস্ট এর চূড়ায় পা রাখেন?
- ১৯৫৩ সালের ২৯ মে
- ১৯৫৩ সালের ১৯ এপ্রিল
- ১৯৫৪ সালের ২৯ ডিসেম্বর
- ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর
সঠিক উত্তরঃ ১৯৫৩ সালের ২৯ মে
সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ৬০
- ১২০
- ৮৫
- ৬৫
সঠিক উত্তরঃ ৬০
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
- ৯ জানুয়ারি ১৯৭২
- ১০ জানুয়ারি ১৯৭৩
- ১০ জানুয়ারি ১৯৭২
- ৮ জানুয়ারি ১৯৭২
সঠিক উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৭২
- ৮% বৃদ্ধি
- ১০%বৃদ্ধি
- ১০% হ্রাস
- ৮% হ্রাস
সঠিক উত্তরঃ ৮% বৃদ্ধি
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০ ডিগ্রি হলে অপরটি কত ?
- ৪৫ ডিগ্রি
- ৫৫ ডিগ্রি
- ৫০ ডিগ্রি
- ৬০ ডিগ্রি
সঠিক উত্তরঃ ৫০ ডিগ্রি
কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
- ১৯৪৮ সালে
- ১৯৫২ সালে
- ১৯৪৯ সালে
- ১৯৪৭ সালে
সঠিক উত্তরঃ ১৯৪৮ সালে
‘সবার উপরে মানুষ সত্য, তহার উপরে নাই’ - উক্তিটি কার?
- ঈশ্বরচন্দ্র
- বিবেকানন্দ
- রবীন্দ্রনাথ
- চণ্ডীদাস
সঠিক উত্তরঃ চণ্ডীদাস
- ১৪০০ বর্গমিটার
- ১৩৪৪ বর্গমিটার
- ১২০০ বর্গমিটার
- ১২৪৪ বর্গমিটার
সঠিক উত্তরঃ ১২০০ বর্গমিটার
বর্তমানে পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রনায়ক কে?
- ডোনাল্ড ট্রাম্প
- সেবাস্তিয়ান কুর্জ
- ইমানুয়েল ম্যাক্রো
- কিম জং উন
সঠিক উত্তরঃ সেবাস্তিয়ান কুর্জ
- ১৮৫৩ মিটার
- ১০০০ মিটার
- ৯৬০.১৮ মিটার
- ১৮৫৩.১৮ মিটার
সঠিক উত্তরঃ ১৮৫৩.১৮ মিটার
২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
- ৬২ ডিগ্রি
- ১১৮ ডিগ্রি
- ৩৩২ ডিগ্রি
- ১৫২ ডিগ্রি
সঠিক উত্তরঃ ১৫২ ডিগ্রি
আওয়ামী মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?
- শেখ মুজিবুর রহমান
- মাওলানা ভাষানী
- আবুল হাশিম
- শামসুল হক
সঠিক উত্তরঃ শামসুল হক
- ৫০ মিটার
- ২৫ মিটার
- ৭৫ মিটার
- ৬০ মিটার
সঠিক উত্তরঃ ৫০ মিটার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?
- প্রধান বিচারপতি
- স্পীকার
- প্রধানমন্ত্রী
- আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
সঠিক উত্তরঃ স্পীকার
মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?
- ৮নং
- ১০ নং
- ১১ নং
- কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল না
সঠিক উত্তরঃ ১০ নং
জাতিসংঘে কোন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
- শেখ হাসিনা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- হুমায়ন রশিদ চৌধুরী
সঠিক উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- মিশরের প্রেসিডেন্ট ভবন
- আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদ
- মিশরের অবকাশ কেন্দ্র
- ভূমধ্যসাগরে অবস্থিত অবকাশ কেন্দ্র
সঠিক উত্তরঃ মিশরের অবকাশ কেন্দ্র
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
- করাচিতে
- ঢাকায়
- পেশোয়ারে
- শ্রীলংকায়
সঠিক উত্তরঃ ঢাকায়
কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -
- পরিকেন্দ্র
- ভরকেন্দ্র
- অন্তঃকেন্দ্র
- লম্ববিন্দু
সঠিক উত্তরঃ অন্তঃকেন্দ্র
- ৪৬.৫ মিটার
- ৪৬ মিটার
- ৪৫.৫ মিটার
- ৪৫ মিটার
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
He has gone to dog- এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
- সে কুকুর তাড়িয়েছে
- সে গোল্লায় গেছে
- সে কুকুর ভালবাসে
- সে কুকুর নিয়ে গেছে
সঠিক উত্তরঃ সে গোল্লায় গেছে
‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বিজেন্দ্র নাথ রায়
- অতুল প্রসাদ
- কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তরঃ দ্বিজেন্দ্র নাথ রায়
ট্রেনটি ঢাকা যাবে এর Translation -
- The train is going to Dhaka
- The train is bound for Dhaka
- The train is leaving for Dhaka
- The train will go to Dhaka
সঠিক উত্তরঃ The train is bound for Dhaka
বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে?
- মোস্তফা কামাল
- রুহুল আমিন
- মুন্সী আব্দুর রউফ
- মতিউর রহমান
সঠিক উত্তরঃ মুন্সী আব্দুর রউফ
‘প্রবাসের দিনগুলি’ গ্রন্থের রচয়িতা কে?
- সৈয়দ মুজতবা আলী
- জাহানারা ইমাম
- সুফিয়া কামাল
- হুমায়ন আহমেদ
সঠিক উত্তরঃ জাহানারা ইমাম
লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে -
- ইউরোপ ও আফ্রিকা
- এশিয়া ও ইউরোপ
- এশিয়া ও অস্ট্রেলিয়া
- আফ্রিকা ও এশিয়া
সঠিক উত্তরঃ আফ্রিকা ও এশিয়া
- A job without any work
- A job with much hardship
- A thankless
- A job without labour
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
মু্ক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য মোট কত জনকে খেতাব প্রদান করা হয়?
- ১৭৬ জনকে
- ৪২৬ জনকে
- ৬৭৬ জনকে
- ৬২৬ জনকে
সঠিক উত্তরঃ ৬৭৬ জনকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম তারিখ কবে?
- ১৭ মার্চ ১৯২০
- ৭ মার্চ ১৯২১
- ২১ জুন ১৯৩৪
- ১৭ মার্চ ১৯২৬
সঠিক উত্তরঃ ১৭ মার্চ ১৯২০
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
- নেটওয়ার্ক
- কমিউনিকেশন
- সোর্স
- টপোলজি
সঠিক উত্তরঃ টপোলজি
The phrase 'Down to earth' means :
- Close to earth
- Thrown to the gorund
- Realistic
- Morning to evening
সঠিক উত্তরঃ Realistic
He was wise enough to accept the office. Here 'enough' is -
- adjective
- verb
- adverb
- conjunction
সঠিক উত্তরঃ adverb
কত তারিখে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
- ১৮ নভেম্বর ১৯৯৯
- ১৭ নভেম্বর ১৯৯৯
- ১৮ নভেম্বর ১৯৯৮
- ২০ নভেম্বর ১৯৯৯
সঠিক উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯
অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। এ বাক্যটির সঠিক ইংরেজি ট্রান্সলেশন কোনটি?
- Death is preferable than dishonor
- Death is more better than dishonor
- Death is more preferable than dishonor
- Death is preferable to dishonour
সঠিক উত্তরঃ Death is preferable to dishonour
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মুল কনভেনশন স্বাক্ষরিত হয় কোন সালে?
- ১৯৭৬ সালে
- ১৮৭৯ সালে
- ১৯৭৯ সালে
- ১৯৮০ সালে
সঠিক উত্তরঃ ১৯৭৯ সালে
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
- ১০ এপ্রিল ১৯৭১
- ১৭ এপ্রিল ১৯৭১
- ২৫ এপ্রিল ১৯৭১
- ১৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
আমি তাকে পড়তে শুনলাম - সঠিক অনুবাদ কোনটি?
- I heard him to read
- I heard him reading
- I have heard him reading
- I saw him reading
সঠিক উত্তরঃ I heard him reading
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কোনটি সঠিক?
- এটির নির্মাতা গুগল
- এটি লিনাক্স কার্নেল নির্ভর
- এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইলের জন্য তৈরি
- সবগুলো সঠিক
সঠিক উত্তরঃ সবগুলো সঠিক
He told all about the battle এখানে about শব্দটি -
- preposition
- pronoun
- adjective
- adverb
সঠিক উত্তরঃ preposition
বাংলাদেশের সংবিধান ১ম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
- জরুরী অবস্থা ঘোষণা
- সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
- মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
- যুদ্ধবন্দীর বিচার
সঠিক উত্তরঃ যুদ্ধবন্দীর বিচার
- ৫ মিনিট
- ৬ মিনিট
- ১০ মিনিট
- ৫ ঘণ্টা
সঠিক উত্তরঃ ৫ মিনিট