১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়
কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে -
- ক. ক্যালসিয়াম অক্সালেট
- খ. ক্যালসিয়াম কার্বনেট
- গ. ক্যালসিয়াম ফসফেট
- ঘ. ক্যালসিয়াম সালফেট
উত্তরঃ ক্যালসিয়াম অক্সালেট
বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
- ক. অক্সিজেন
- খ. কার্বন ডাইঅক্সাইড
- গ. নাইট্রোজেন
- ঘ. হাইড্রোজেন
উত্তরঃ নাইট্রোজেন
জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?
- ক. ৬ই এপ্রিল ১৯৪২
- খ. ১৭ জুন ১৯৪৩
- গ. ৭ ডিসেম্বর ১৯৪১
- ঘ. ১৫ জানুয়ারি ১৯৪০
উত্তরঃ ৭ ডিসেম্বর ১৯৪১
কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?
- ক. ২০১৯ - ২০ সালকে
- খ. ২০২০ - ২১ সালকে
- গ. ২০২১ - ২২ সালকে
- ঘ. ২০২২ - ২৩ সালকে
উত্তরঃ ২০২০ - ২১ সালকে
২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
- ক. অলিভার হার্ট
- খ. জ্যাঁ তিরোল
- গ. রবার্ট জে শিলার
- ঘ. উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার
উত্তরঃ উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার
আকাশ নীল দেখায় কারণ নীল রঙের -
- ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
- খ. বিক্ষেপণ বেশি
- গ. প্রতিফলন বেশি
- ঘ. শোষণ বেশি
উত্তরঃ বিক্ষেপণ বেশি
২০১৮ সালে ফিফা বিশ্বকাপে “গোল্ডেন বল” লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?
- ক. ফ্রান্স
- খ. জার্মানি
- গ. ব্রাজিল
- ঘ. ক্রোয়েশিয়া
উত্তরঃ ক্রোয়েশিয়া
ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?
- ক. নেদারল্যান্ড ও যুক্তরাজ্য
- খ. নিউজিল্যান্ড ও ডেনমার্ক
- গ. ডেনমার্ক ও যুক্তরাজ্য
- ঘ. সুইডেন ও বেলজিয়াম
উত্তরঃ ডেনমার্ক ও যুক্তরাজ্য
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. ভারত
- ঘ. কানাডা
উত্তরঃ যুক্তরাষ্ট্র
বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?
- ক. ভারত - বাংলাদেশ সীমান্ত
- খ. ভারত-পাকিস্তান সীমান্ত
- গ. পাকিস্তান - চীন সীমান্ত
- ঘ. মায়ানমার - থাইল্যান্ড সীমান্ত
উত্তরঃ ভারত - বাংলাদেশ সীমান্ত
বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়?
- ক. ৫ অক্টোবর
- খ. ২৯ জানুয়ারি
- গ. ২ এপ্রিল
- ঘ. ৯ জুলাই
উত্তরঃ ২ এপ্রিল
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?
- ক. ২০১০-২০২৫
- খ. ২০২০-২০৩০
- গ. ২০১৬-২০৩০
- ঘ. ২০১৬-২০৩৫
উত্তরঃ ২০১৬-২০৩০
বৃটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?
- ক. সুদান
- খ. ইয়েমেন
- গ. মোজাম্বিক
- ঘ. সিয়েরালিওন
উত্তরঃ মোজাম্বিক
ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?
- ক. সবচেয়ে দরিদ্র ৮টি দেশ
- খ. সবচেয়ে শিল্পোন্নত ৮টি দেশ
- গ. সবচেয়ে উন্নত ৮টি দেশ
- ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ
উত্তরঃ সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ
শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
- ক. বটেশ্বর, সিলেট
- খ. ঘাটাইল, মানিকগঞ্জ
- গ. লেবুখালী, পটুয়াখালী
- ঘ. ভাটিয়ারি, চট্রগ্রাম
উত্তরঃ লেবুখালী, পটুয়াখালী
বাংলাদেশের প্রথম ফিশ ওয়াল্র্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
- ক. পটুয়াখালী
- খ. সুনামগঞ্জ
- গ. কক্সবাজার
- ঘ. চট্রগ্রাম
উত্তরঃ কক্সবাজার
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে।
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. ফ্রান্স
- ঘ. রাশিয়া
উত্তরঃ ফ্রান্স
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
- ক. প্রধান বিচারপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. স্পীকার
- ঘ. চিফ হুইপ
উত্তরঃ স্পীকার
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ১১, ১২
- খ. ১০, ১১
- গ. ১২, ১৩
- ঘ. ৯, ১০
উত্তরঃ ১১, ১২
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত?
- ক. 10%
- খ. 20%
- গ. 30%
- ঘ. 40%
উত্তরঃ 40%
4 সে.মি. , 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
- ক. 0
- খ. 60
- গ. 80
- ঘ. 120
উত্তরঃ 0
x2 - y2, x2 + xy + y2 , x3 - y3 রাশিত্রয়ের ল.সা.গু -
- ক. (x2 - y2) (x2 + xy + y2)
- খ. x3 - y3
- গ. x - y
- ঘ. x + y
উত্তরঃ (x2 - y2) (x2 + xy + y2)
- ক. ২০০ মিটার
- খ. ২৫০ মিটার
- গ. ৩৫০ মিটার
- ঘ. ৪৫০ মিটার
উত্তরঃ ৪৫০ মিটার
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল -
- ক. ৮
- খ. ৯
- গ. ১৭
- ঘ. ১৮
উত্তরঃ ১৭
একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হল।
- ক. ৫০%
- খ. ৫৫%
- গ. ৬০%
- ঘ. ৪০%
উত্তরঃ ৫০%
জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -
- ক. ৩১০০ টাকা
- খ. ৩২০০ টাকা
- গ. ৩২৫০ টাকা
- ঘ. ৩৩০০ টাকা
উত্তরঃ ৩৩০০ টাকা
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।
- ক. ৯
- খ. ১৫
- গ. ১০
- ঘ. ৬
উত্তরঃ ৬
৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
- ক. ১২০০ টাকা
- খ. ১০০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ২০০০ টাকা
- ক. Pen through the word
- খ. Cut the word
- গ. Cut through the word
- ঘ. Cut out the word
উত্তরঃ Pen through the word
A person whose head is in the clouds is -
- ক. proud
- খ. a day dreamer
- গ. an aviator
- ঘ. useless
উত্তরঃ a day dreamer
The verb of the word 'economy' is -
- ক. economic
- খ. economical
- গ. economically
- ঘ. economize
উত্তরঃ economize
He said , " I went to Tangail." (Indirect)
- ক. He said that had he gone to tangail
- খ. He said that I had gone to Tangail
- গ. He said that he had gone to Tangail
- ঘ. He said that he went to Tangail
উত্তরঃ He said that he had gone to Tangail
The adjective form of the word 'Study' is
- ক. study
- খ. studily
- গ. stupidity
- ঘ. studious
উত্তরঃ studious
All love flower. (Interrogative)
- ক. Who dose not love flower?
- খ. Who do not love flower?
- গ. Who did not love flower
- ঘ. Do all love flower
উত্তরঃ Who dose not love flower?
A spech full of too many word is -
- ক. a big speech
- খ. Maiden speech
- গ. An unimportant speech
- ঘ. A verbose speech
উত্তরঃ A verbose speech
The roads of Rajshahi are wider -
- ক. than those of Dhaka
- খ. than Dhaka
- গ. than that of Dhaka
- ঘ. than Dhaka's roads
উত্তরঃ than those of Dhaka
- ক. By whom am I called?
- খ. By whom I am called?
- গ. By whom I was called?
- ঘ. By whom am I being called>?
উত্তরঃ By whom am I being called>?
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
- ক. You will find such a country nowhere
- খ. Nowhere you will find such a country
- গ. Nowhere will you find such a country
- ঘ. You will find a country like this nowhere
উত্তরঃ Nowhere will you find such a country
- ক. We shall discuss about the matter
- খ. We shall discuss to the matter
- গ. We shall discuss on the matter
- ঘ. We shall discuss the matter
উত্তরঃ We shall discuss the matter
The word 'homogeneous' means -
- ক. dissimilar
- খ. of the same place
- গ. of the same density
- ঘ. of the same kind
উত্তরঃ of the same kind
- ক. It rained last night
- খ. It rains last night
- গ. It will rain last night
- ঘ. It rain last night
উত্তরঃ It rained last night
- ক. ha was mad
- খ. he is mad
- গ. he were mad
- ঘ. he will be mad
উত্তরঃ he were mad
I opened the door as soon as I - the bell.
- ক. have heard
- খ. was hearing
- গ. heard
- ঘ. am heard
উত্তরঃ heard
Anybody can apply for the post. Here 'Anybody' is -
- ক. Possessive pronoun
- খ. Indefinite pronoun
- গ. Distribute pronoun
- ঘ. Relative pronoun
উত্তরঃ Indefinite pronoun
It burns the prettiest of any wood. (Positive)
- ক. No other wood is as pretty as it burns
- খ. No other wood burns is as pretty as it
- গ. No other wood burns as pretty as it
- ঘ. No other wood burns as pretty as it
উত্তরঃ No other wood burns as pretty as it
While living in poverty, the poet had to - a great deal of sufferings.
- ক. see through
- খ. put up with
- গ. pass by
- ঘ. fall back
উত্তরঃ put up with
His behaviour surprised me. (Passive)
- ক. I surprised at his behaviour
- খ. I was surprised with his behaviour
- গ. I had been surprised at his behaviour
- ঘ. I was surprised at his behaviour
উত্তরঃ I was surprised at his behaviour
- ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
- খ. কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
- গ. নাম-প্রকৃতির পরিবর্তনকে
- ঘ. প্রাতিপদিকের পরিবর্তনকে
উত্তরঃ কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কি?
- ক. পক্ষপাতিত্ব করা
- খ. সৌভাগ্য লাভ
- গ. চুরি করা
- ঘ. নষ্ট করা
উত্তরঃ চুরি করা
আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
- ক. আমটা খাও
- খ. সবাই এখানে আসুন
- গ. সুখী হও
- ঘ. নিজের দিকে খেয়াল রাখ
উত্তরঃ আমটা খাও
‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
- ক. উপমিত কর্মধারয়
- খ. রূপক কর্মধারয়
- গ. অলুক তৎপুরুষ
- ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ উপমিত কর্মধারয়
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে -
- ক. কমা
- খ. কোলন
- গ. কোলন ড্যাস
- ঘ. হাইফেন
উত্তরঃ কমা
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
- ক. ৩২, ৮, ১০
- খ. ৩২, ৭, ১১
- গ. ৩০, ৮, ১২
- ঘ. ৩২, ৭, ৯
উত্তরঃ ৩২, ৮, ১০
‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ - বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
- খ. কর্মকারকে শূন্য
- গ. কর্তৃকারকে শূন্য
- ঘ. করণ কারকে শূন্য
উত্তরঃ কর্মকারকে শূন্য
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ - এক কথায় তাকে কী বলে?
- ক. বীরপুত্র
- খ. রত্নগর্ভা
- গ. স্বর্ণমাতা
- ঘ. বীরপ্রসূ
উত্তরঃ বীরপ্রসূ
‘মন না মতি’ - বাগধারার অর্থ কী?
- ক. চালবাজি
- খ. অস্থির মানব মন
- গ. অরাজক পরিস্থিতি
- ঘ. অমূল্য সম্পদ
উত্তরঃ অস্থির মানব মন
‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?
- ক. আহ্বান
- খ. নিমন্ত্রণ
- গ. প্রত্যাবান
- ঘ. আবাহন
উত্তরঃ প্রত্যাবান
- ক. listen
- খ. express
- গ. pretend
- ঘ. to be free from
উত্তরঃ to be free from
- ক. full moon day
- খ. very rarely
- গ. very often
- ঘ. moonlit night
উত্তরঃ very rarely