৩১তম বিসিএস প্রিলি

57. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

  • ক. ইসরাইল ও জর্ডান
  • খ. ভারত ও পাকিস্তান
  • গ. চীন ও তাইওয়ান
  • ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

60. কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?

  • ক. লোহা
  • খ. সিলিকন
  • গ. জার্মেনিয়াম
  • ঘ. গ্যালিয়াম

61. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক. ভর সংখ্যা সমান থাকে
  • খ. নিউট্রন সংখ্যা সমান থাকে
  • গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
  • ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে

63. জারণ বিক্রিয়ায় ঘটে-

  • ক. ইলেকট্রন বর্জন
  • খ. ইলেকট্রন গ্রহণ
  • গ. ইলেকট্রন আদান-প্রদান
  • ঘ. তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ

64. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-

  • ক. ট্রান্সমিটারের সাহায্যে
  • খ. স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
  • গ. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
  • ঘ. এডাপটারের সাহায্যে

65. কাজ ও বলের একক যথাক্রমে-

  • ক. নিউট্রন ও মিটার
  • খ. জুল ও ডাইন
  • গ. ওয়াট ও পাউন্ড
  • ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম

66. আকাশে বিদ্যুৎ চমকায়-

  • ক. মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
  • খ. দুইখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
  • গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
  • ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

68. এপিকালচার বলতে বুঝায়-

  • ক. রেশমের চাষ
  • খ. মৎস্য চাষ
  • গ. মৌমাছির চাষ
  • ঘ. পাখিপালন বিদ্যা

70. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

  • ক. স্ট্রাটোস্ফিয়ার
  • খ. ট্রাপোস্ফিয়ার
  • গ. আয়োনোস্ফিয়ার
  • ঘ. ওজোন স্তর

71. অপটিক্যার ফাইবার (Optical fibre) হচ্ছে-

  • ক. খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল
  • খ. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
  • গ. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
  • ঘ. সূক্ষ্ম প্লাষ্টিক ঘটিত হল

74. প্রবল জোয়ারের কারণ, যখন-

  • ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
  • খ. চন্দ্র প্রথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
  • গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  • ঘ. সুর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

75. কোলেস্টেরল এক ধরনের

  • ক. অসম্পৃত এলকোহল
  • খ. জৈব এসিড
  • গ. পলিমার
  • ঘ. এমিনো এসিড


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics