মহাদেশসাগরনদী ও নদীর তীরবর্তী শহরবন্দর সমূহ

1. ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?

  • ক. এশিয়া
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. আফ্রিকা
  • ঘ. উত্তর আমেরিকা

উত্তরঃ আফ্রিকা

বিস্তারিত

3. আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. আফগানিস্তান
  • ঘ. পাকিস্তান

উত্তরঃ চীন

বিস্তারিত

4. এশিয়ার ক্ষুদ্রতম দেশ-

  • ক. নেপাল
  • খ. ভুটান
  • গ. মালদ্বীপ
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

5. আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-

  • ক. সিসিলিস
  • খ. বতসোয়ানা
  • গ. তিউনিসিয়া
  • ঘ. বেনিন

উত্তরঃ সিসিলিস

বিস্তারিত

7. ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?

  • ক. ইংল্যান্ড
  • খ. ফ্রান্স
  • গ. পর্তুগাল
  • ঘ. ইটালি

উত্তরঃ ইটালি

বিস্তারিত

8. কোন বছর আমেরিকা আবিস্কৃত হয়?

  • ক. ১৪৮৭
  • খ. ১৪৫৮
  • গ. ১৫৫৭
  • ঘ. ১৪৯২

উত্তরঃ ১৪৯২

বিস্তারিত

9. আমেরিকা মহাদেশ কে আবিস্কার করেন?

  • ক. ভাস্কো-দা-গামা
  • খ. কলম্বাস
  • গ. নেপেলিয়ন
  • ঘ. হিটলার

উত্তরঃ কলম্বাস

বিস্তারিত

10. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে--

  • ক. ইউরোপ ও আফ্রিকা
  • খ. এশিয়া ও ইউরোপ
  • গ. এশিয়া ও আস্ট্রেলিয়া
  • ঘ. আফ্রিকা ও এশিয়া

উত্তরঃ আফ্রিকা ও এশিয়া

বিস্তারিত

12. এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়?

  • ক. তেল
  • খ. স্বর্ণ
  • গ. কয়লা
  • ঘ. চুনপাথর

উত্তরঃ কয়লা

বিস্তারিত

13. Smallest country in the world is- বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

  • ক. Singapore
  • খ. Vatican City
  • গ. Haily
  • ঘ. Maldives

উত্তরঃ Vatican City

বিস্তারিত

14. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

  • ক. ফিজি
  • খ. ভ্যাটিকান
  • গ. কুয়েত
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ ভ্যাটিকান

বিস্তারিত

15. তুরস্কের বন্দরনগরী কোনটি?

  • ক. বুসান
  • খ. আলেকজান্দ্রিয়া
  • গ. ইসকানদারুন
  • ঘ. আকাবা

উত্তরঃ ইসকানদারুন

বিস্তারিত

16. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

  • ক. গ্রিসে
  • খ. ইটালীতে
  • গ. তুরস্কে
  • ঘ. স্পেনে

উত্তরঃ তুরস্কে

বিস্তারিত

17. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-

  • ক. তাজিকিস্তান
  • খ. কাজাকিস্তান
  • গ. উজবেকিস্তান
  • ঘ. কিরগিজস্তান

উত্তরঃ কাজাকিস্তান

বিস্তারিত

18. নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্গত নয়?

  • ক. ভারত
  • খ. ইরাক
  • গ. মিশর
  • ঘ. লেবানন

উত্তরঃ মিশর

বিস্তারিত

20. এই দেশগুলোর মধ্যে কোনটি একই মাহদেশভূক্ত নয়?

  • ক. থাইল্যান্ড
  • খ. বার্মা
  • গ. উগান্ডা
  • ঘ. ভিয়েতনাম

উত্তরঃ উগান্ডা

বিস্তারিত

21. কোনটি রাজধানী শহর নয়?

  • ক. উলানবাটোর
  • খ. আবুজা
  • গ. বৈরুত
  • ঘ. লিয়ন

উত্তরঃ লিয়ন

বিস্তারিত

22. ‘সুবিক বে’ কোথায় অবস্থিত?

  • ক. সিঙ্গাপুরে
  • খ. জার্মানিতে
  • গ. জাপানে
  • ঘ. ফিলিপাইনে

উত্তরঃ ফিলিপাইনে

বিস্তারিত

23. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?

  • ক. জেরিকো
  • খ. কায়রো
  • গ. বাগদাদ
  • ঘ. এথেন্স

উত্তরঃ জেরিকো

বিস্তারিত

24. কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?

  • ক. আফগানিস্তান
  • খ. ভুটান
  • গ. মালদ্বীপ
  • ঘ. মায়ানমার

উত্তরঃ মায়ানমার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects