তাপবিদ্যা

1. জুল কিসের একক?

  • ক. তাপ
  • খ. কাজ
  • গ. বল
  • ঘ. ক্ষমতা

উত্তরঃ তাপ

বিস্তারিত

2. এস.আই পদ্ধতিতে তাপের একক কি?

  • ক. জুল
  • খ. র্যানকিন
  • গ. কেলভিন
  • ঘ. সেলসিয়াস

উত্তরঃ জুল

বিস্তারিত

3. তাপের একক কি?

  • ক. ক্যালরি
  • খ. ফারেনহাইট
  • গ. কেলভিন
  • ঘ. সেলসিয়াস

উত্তরঃ ক্যালরি

বিস্তারিত

4. পরম শুন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন

  • ক. ১০০ সি.সি
  • খ. ২৭৩ সি.সি
  • গ. অসীম
  • ঘ. শুন্য

উত্তরঃ শুন্য

বিস্তারিত

5. NTP- এর পূর্ণ নাম কি?

  • ক. Normal temperature & pressure
  • খ. Natural temperature & pressure
  • গ. Nominal temperature & pressure
  • ঘ. Normal thermodynamic pressure

উত্তরঃ Normal temperature & pressure

বিস্তারিত

6. তাপমাত্রার কোন ক্ষেত্রে ‘শূন্য’ ডিগ্রী সবচেয়ে বেশি ঠাণ্ডা?

  • ক. ফারেনহাইট
  • খ. কেলভিন
  • গ. সেন্ট্রিগ্রেড
  • ঘ. সেলসিয়াস

উত্তরঃ কেলভিন

বিস্তারিত

7. পানির কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?

  • ক. ১০০F
  • খ. ১০০C
  • গ. ১২০F
  • ঘ. ১২০C

উত্তরঃ ১০০C

বিস্তারিত

8. ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত?

  • ক. ৮০
  • খ. ১০০
  • গ. ১৮০
  • ঘ. ২১২

উত্তরঃ ২১২

বিস্তারিত

9. শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয়-

  • ক. রোমার থার্মোমিটার
  • খ. ক্লিনিক্যাল থার্মোমিটার
  • গ. সেন্টিগ্রেড থার্মোমিটার
  • ঘ. সিক্সাস থার্মোমিটার

উত্তরঃ ক্লিনিক্যাল থার্মোমিটার

বিস্তারিত

10. ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?

  • ক. ফারেনহাইট
  • খ. সেন্টিগ্রেড
  • গ. কেলভিন
  • ঘ. র্যাঙ্কিন

উত্তরঃ ফারেনহাইট

বিস্তারিত

11. একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা-

  • ক. হ্রাস পাবে
  • খ. বৃদ্ধি পাবে
  • গ. অপরিবর্তিত থাকবে
  • ঘ. গ্রীষ্মকাল হলে হ্রাস পবে

উত্তরঃ অপরিবর্তিত থাকবে

বিস্তারিত

12. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

  • ক. তরল পদার্থ
  • খ. বায়বীয় পদার্থ
  • গ. কঠিন পদার্থ
  • ঘ. নরম পদার্থ

উত্তরঃ বায়বীয় পদার্থ

বিস্তারিত

13. তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?

  • ক. আয়তন প্রসারণ
  • খ. দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
  • গ. প্রস্থের প্রসারণ
  • ঘ. ক্ষেত্র প্রসারণ

উত্তরঃ আয়তন প্রসারণ

বিস্তারিত

14. পানি বরফে পরিণত হলে কি ঘটবে?

  • ক. ঘনত্ব বেড়ে যাবে
  • খ. আয়তন বেড়ে যাবে
  • গ. ভর কমে যাবে
  • ঘ. আয়তনের পরিবর্তন ঘটবে না

উত্তরঃ ঘনত্ব বেড়ে যাবে

বিস্তারিত

15. পানি জমলে আয়তনে

  • ক. বাড়ে
  • খ. কমে
  • গ. দুটোই হয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বাড়ে

বিস্তারিত

16. একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-

  • ক. বাড়বে
  • খ. কমবে
  • গ. প্রথমে কমবে পরে বাড়বে
  • ঘ. একই থাকবে

উত্তরঃ কমবে

বিস্তারিত

17. কোন পদার্থ তাপে সংকোচিত হয়?/উত্তপ্ত করলে কোন বস্তুর আয়তন কমতে পারে?

  • ক. পারদ
  • খ. পানি
  • গ. জার্মান সিলভার
  • ঘ. প্লুটোনিয়াম

উত্তরঃ পানি

বিস্তারিত

18. কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায ঘনত্ব কম?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. নাইট্রোজেন
  • গ. জল
  • ঘ. ক্লোরিন

উত্তরঃ জল

বিস্তারিত

19. সামুদ্রিক প্রাণী বরফে আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ

  • ক. নিচের পানি কখনও জমাট বাধে না
  • খ. সামুদ্রিক প্রাণীগুলো বিশেষ উপায়ে নিজেদের গরম রাখে
  • গ. উপরের স্তরের বরফ কিছু পরিমান তাপ ভিতরে প্রবেশ করতে দেয়
  • ঘ. প্রাণীগুলো বরফের মধ্য হাইবারনেশনে থাকে

উত্তরঃ নিচের পানি কখনও জমাট বাধে না

বিস্তারিত

20. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

  • ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে
  • খ. বায়ুর চাপ কম থাকার কারণে
  • গ. পাহাড়ের উপর তাপমাত্রা বেশি কারণে
  • ঘ. পাহাড়ের উপর বাতাস কম থাকার কারণে

উত্তরঃ বায়ুর চাপ কম থাকার কারণে

বিস্তারিত

21. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যায়, কারণ ঐ উচ্চতায়

  • ক. বায়ুর চাপ বেশি
  • খ. সূর্য তাপরে প্রখরতা বেশি
  • গ. বায়ুর চাপ কম
  • ঘ. সূর্য তাপের প্রখরতা কম

উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

22. খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির-

  • ক. স্ফুটনাঙ্ক কমে বলে
  • খ. স্ফুটনাঙ্ক বাড়ে বলে
  • গ. আয়তন বাড়ে বলে
  • ঘ. চাপ বৃদ্ধি পায় বলে

উত্তরঃ স্ফুটনাঙ্ক বাড়ে বলে

বিস্তারিত

23. প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়-

  • ক. উচ্চ তাপমাত্রায় রান্না তাড়াতাড়ি হয়
  • খ. পাত্রের মধ্যে উচ্চতাপ সৃষ্টি হয়
  • গ. উচ্চচাপ পানিতে উচ্চতর তাপমাত্রায় রাখা সম্ভব হয়
  • ঘ. উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়

উত্তরঃ উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়

বিস্তারিত

24. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-

  • ক. কম হয়
  • খ. বেশি হয়
  • গ. ঠিক থাকে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বেশি হয়

বিস্তারিত

25. উচ্চ পর্বতের চূড়ায় উটলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায়-

  • ক. অক্সিজেন কম
  • খ. ঠাণ্ডা বেশি
  • গ. বায়ুর চাপ বেশি
  • ঘ. বায়ুর চাপ কম

উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects