বিভিন্ন মন্ত্রণালয়বিভাগঅধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা সাধারণ
- ক. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
- খ. ট্যাকস ইনডেকস নাম্বার
- গ. ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
- ঘ. ট্রান্সফার অব ইনফরমেশন নেটওয়ার্ক
উত্তরঃ ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
- ক. বঙ্গদর্শন
- খ. সংবাদ প্রভাকর
- গ. সবুজপত্র
- ঘ. লাঙল
উত্তরঃ সংবাদ প্রভাকর
একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা?
- ক. মৌলিক
- খ. মূলদ
- গ. স্বাভাবিক
- ঘ. অমূলদ
উত্তরঃ অমূলদ
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
- ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- খ. ভাষা আন্দোলন
- গ. একাত্তরের মুক্তিযুদ্ধ
- ঘ. সিপাহী বিদ্রোহ
উত্তরঃ একাত্তরের মুক্তিযুদ্ধ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কোন সালে ও কোথায় ঘোষণা করেন?
- ক. ১৯৬৬ সালে লাহোরে
- খ. ১৯৬৭ সালে করাচিতে
- গ. ১৯৬৮ সালে চট্রগ্রামে
- ঘ. ১৯৬৮ সালে ঢাকায়
উত্তরঃ ১৯৬৬ সালে লাহোরে
(a3 - 21a - 2) রাশিটির একটি উৎপাদক নিচের কোনিট?
- ক. (a + 5)
- খ. (a + 4)
- গ. (a - 1)
- ঘ. (a + 2)
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
দুইটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর ৪৯ হলে, ছোট সংখ্যাটি হবে -
- ক. ১৯
- খ. ২০
- গ. ২৪
- ঘ. ২৫
উত্তরঃ ২৪
কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে?
- ক. ক্যাটল ফিস
- খ. অক্টোপাস
- গ. কচ্ছপ
- ঘ. কুমির
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
'I wondered lonely as a cloud ' is an exmple of -
- ক. a symbol
- খ. a simile
- গ. a metaphore
- ঘ. an alliteration
উত্তরঃ a simile
বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
- ক. ১৬ অক্টোবর ১৯৭২
- খ. ১৬ নভেম্বর ১৯৭২
- গ. ৪ নভেম্বর ১৯৭২
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
- ক. ঊধ্র্বতন কর্মকর্তা
- খ. নির্বাহী
- গ. মনযোগী
- ঘ. ব্যবস্থাপক
উত্তরঃ নির্বাহী
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?
- ক. ১২৫ টাকা
- খ. ১২০ টাকা
- গ. ১১৫ টাকা
- ঘ. ১১০ টাকা
উত্তরঃ ১২৫ টাকা
এখানে দেখনি তুমি? এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্রিয়া বিশেষণ
- খ. না বাচক ক্রিয়া বিশেষণ
- গ. বিশেষণ
- ঘ. সর্বনাম
উত্তরঃ ক্রিয়া বিশেষণ
‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা -
- ক. জহির রায়হান
- খ. জাহানারা ইমাম
- গ. মুনীর চৌধুরী
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ জহির রায়হান
- ক. মাংস, ডিম
- খ. দুধ, কলা
- গ. সবুজ শাকসবজি
- ঘ. সবকটি
উত্তরঃ সবুজ শাকসবজি
- ক. পটাশিয়াম
- খ. বেরিয়াম
- গ. আয়রন
- ঘ. কার্বন
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
He lives in the suburb of Dhaka. The underline phrase is -
- ক. a noun phrase
- খ. an adjective phrase
- গ. an adverbial phrase
- ঘ. an infinitive phrase
উত্তরঃ an adverbial phrase
She won't dance in the party, -
- ক. will she?
- খ. will not she?
- গ. would she?
- ঘ. wouldn't she?
উত্তরঃ will she?
- ক. Repeat it again
- খ. Repeat it
- গ. Repeats it again
- ঘ. Repeat it against
উত্তরঃ Repeat it
‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটির রচয়িতা -
- ক. শাহ মুহম্মদ সগীর
- খ. আলাওল
- গ. কোরেশী মাগন ঠাকুর
- ঘ. মুহম্মদ কবীর
উত্তরঃ আলাওল
The synonym of the word 'glamorous' is -
- ক. cheerful
- খ. gallant
- গ. gluttoning
- ঘ. atractive
উত্তরঃ atractive
বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীটিতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
- ক. ১৯৫৫
- খ. ১৯৬৬
- গ. ১৯৫৭
- ঘ. ১৯৬৯
উত্তরঃ ১৯৬৯
কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
- ক. মুহাম্মদ বিন কাশিম
- খ. জহির উদ্দিন মুহাম্মদ বাবর
- গ. মোহম্মদ ঘোরী
- ঘ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী
উত্তরঃ মুহাম্মদ বিন কাশিম
- ক. নতুন ধান
- খ. নতুন উৎসব
- গ. ফসল কাটার উৎসব
- ঘ. ফসল বোনর উৎসব
উত্তরঃ ফসল কাটার উৎসব
১৯০ টাকায় একট দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হলে, দ্রব্যটির ক্রয় মূল্য কত?
- ক. ১৯৫ টাকা
- খ. ২০০ টাকা
- গ. ২০৫ টাকা
- ঘ. ২১০ টাকা
উত্তরঃ ২০০ টাকা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
- ক. ১ সেপ্টেম্বর ১৯৩৯
- খ. ২ সেপ্টেম্বর ১৯৩৯
- গ. ৩ সেপ্টেম্বর ১৯৩৯
- ঘ. ৪ সেপ্টেম্বর ১৯৩৯
উত্তরঃ ১ সেপ্টেম্বর ১৯৩৯
প্রাকৃতিক গ্যাসের কোন শক্তি সঞ্চিত থাকে?
- ক. তাপ শক্তি
- খ. আলোক শক্তি
- গ. রাসায়নিক শক্তি
- ঘ. সৌর শক্তি
উত্তরঃ রাসায়নিক শক্তি
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কোনটি?
- ক. বরিশাল অঞ্চল
- খ. খুলনা অঞ্চল
- গ. কমিল্লা অঞ্চল
- ঘ. রংপুর অঞ্চল
উত্তরঃ কমিল্লা অঞ্চল
‘যাপিত জীবন’ উপন্যাস গ্রন্থের রচয়িতা ?
- ক. আহমদ ছফা
- খ. আহমদ শরীফ
- গ. সেলিনা হোসেন
- ঘ. রোকয়ো সাখাওয়াত হোসেন
উত্তরঃ সেলিনা হোসেন
- ক. ধলমেলা
- খ. সারাদুপুর
- গ. ছায়াহরিণ
- ঘ. নতুন সকাল
উত্তরঃ ধলমেলা
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -
- ক. প্যাথোজেনিক
- খ. ইনফরমেশন
- গ. টক্সিন
- ঘ. জীবাণু
উত্তরঃ প্যাথোজেনিক
‘রাষ্ট্র ভাষা সংগ্রাম’ পরিষদ গঠন হয় কোন সালে?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৪৮ সালে
- গ. ১৯৪৯ সালে
- ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ ১৯৪৭ সালে
‘পুষ্পারতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
- ক. পুষ্প + রতি
- খ. পুষ্পা + আরতি
- গ. পুষ্পা + রতি
- ঘ. পুষ্প + আরতি
উত্তরঃ পুষ্প + আরতি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
- ক. ১১৪
- খ. ১১৯
- গ. ১৩৩
- ঘ. ১৩৭
উত্তরঃ ১৩৭
৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
- ক. সসীম সেট
- খ. সাবির্ক সেট
- গ. ফাকাঁ সেট
- ঘ. অসীম সেট
উত্তরঃ অসীম সেট
বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক করেন কে?
- ক. লর্ড রিপন
- খ. লর্ড কার্জন
- গ. লর্ড ডালহৌসী
- ঘ. লর্ড লিটন
উত্তরঃ লর্ড কার্জন
রম্বসের কর্ণদ্বয় পরস্পর d1 ও d2 একক হলে, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ একক?
- ক. d1d2
- খ. 1/2 d1d2
- গ. 2d1d2
- ঘ. 4d1d2
উত্তরঃ 1/2 d1d2
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. শেখ মুজিবুর রহমান
- খ. শেখ হাসিনা
- গ. সুফিয়া কামাল
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
‘ছিয়াত্তরের মন্বস্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ ইংরেজি কোন সালে হয়েছিল?
- ক. ১৬৭৬ খ্রি.
- খ. ১৭৭০ খ্রি.
- গ. ১৭৭৬ খ্রি.
- ঘ. ১৮০৬ খ্রি.
উত্তরঃ ১৭৭০ খ্রি.
বৃহত্তম কোন সংখ্যা দ্বারা ২১১ এবং ৯৩৯ কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৩ ভাগশেষ থাকবে?
- ক. ১০২
- খ. ১০৪
- গ. ১০৮
- ঘ. ১১২
উত্তরঃ ১০৪
- ক. Proper noun
- খ. Common noun
- গ. Collective noun
- ঘ. Abstract noun
উত্তরঃ Collective noun
বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
- ক. সোনালী ব্যাংক
- খ. জনতা ব্যাংক
- গ. বাংলাদেশ ব্যাংক
- ঘ. অগ্রণী ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
- ক. Idle man cannot prosper in life
- খ. An idle man cannot prosper in life
- গ. The idle man cannot prosper in life
- ঘ. Idle man cannot prosper at life
উত্তরঃ An idle man cannot prosper in life
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
- ক. ৪০টি
- খ. ৪৫টি
- গ. ৫০টি
- ঘ. ৫৫টি
উত্তরঃ ৫০টি
Choose the correct translation of the following sentence : ‘যত গর্জে তত বর্ষে না’ -
- ক. One sows, another reaps.
- খ. All's well that ends well
- গ. Much cry and little water.
- ঘ. O the times, o the rain
উত্তরঃ Much cry and little water.
- ক. বৈশাখ - জ্যৈষ্ঠ
- খ. আষাঢ় - শ্রাবণ
- গ. আশ্বিন - কার্তিক
- ঘ. অগ্রহায়ণ - পৌষ
উত্তরঃ অগ্রহায়ণ - পৌষ
জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর মুসলিম রাষ্ট্র কোনটি?
- ক. বাংলাদেশ
- খ. পাকিস্তান
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. ইরান
উত্তরঃ ইন্দোনেশিয়া
- ক. to criticize
- খ. a drug used to calm a person or animal to make them sleep.
- গ. very energetic behaviour of people
- ঘ. in a frightenigh, violent and powerful way.
উত্তরঃ a drug used to calm a person or animal to make them sleep.
Choose the correct indirect form of the following sentence : He said to me, 'I don't believe you'.
- ক. He said that he didn't believe you
- খ. He said he hadn't believe me
- গ. He told me that he didn't believe me.
- ঘ. He told me he wouldn't believe me.
উত্তরঃ He said he hadn't believe me
বার্ষিক ৮% হার সুদে কত বছরে ৩৫০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
- ক. ৪ বছর
- খ. ৪ ১/২ বছর
- গ. ৫ বছর
- ঘ. ৫ ১/২ বছর
উত্তরঃ ৫ বছর
কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?
- ক. ১৯৫২ সালে
- খ. ১৯৫৪ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ ১৯৫৬ সালে
‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির তাৎপর্য হচ্ছে -
- ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
- খ. বনের পশু বনে থাকতেই ভালবাসে
- গ. জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- ঘ. প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- ক. temporal
- খ. timrous
- গ. intimely
- ঘ. temperamental
উত্তরঃ temporal
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
- ক. শাহ ওলি উল্লাহ
- খ. পীর মুহসিন উদ্দিন
- গ. হাজী শরীয়ত উল্লাহ
- ঘ. ফকির গরীবুল্লাহ
উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ
- ক. ১৮৬১ - ১৯৪১
- খ. ১৮৬০ - ১৯৪১
- গ. ১৮৬০ - ১৯৪০
- ঘ. ১৮৬১ - ১৯৪০
উত্তরঃ ১৮৬১ - ১৯৪১
- ক. ভারত
- খ. আলবেনিয়া
- গ. মেসিডোনিয়া
- ঘ. পোল্যান্ড
উত্তরঃ মেসিডোনিয়া
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয়?
- ক. ১৭ এপ্রিল, ১৯৭১ মুজিবনগর
- খ. ১০ এপ্রিল, ১৯৭১ কুষ্টিয়া
- গ. ২৬ মার্চ ১৯৭১ ধানমন্ডী
- ঘ. ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
‘পরানের গহীন ভিতর’ গ্রন্থের রচয়িতা -
- ক. হাসান হাফিজুর রহমান
- খ. আহসান হাবীব
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. শহীদ কাদরী
উত্তরঃ সৈয়দ শামসুল হক