প্রশ্ন ও উত্তর
জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে অাখ্যায়িত করেন কে?
বাংলা সাহিত্য 05 Oct, 2018
প্রশ্ন জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে অাখ্যায়িত করেন কে?
সঠিক উত্তর
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম সন্ধানে এব অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন। এজন্য তাকে বুদ্ধবেদ বসু নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ গুলো হলো- ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা,
উপন্যাস সমূহ - মাল্যবান, সতীর্থ।
প্রবন্ধ গ্রন্থ - কবিতার কথা।
জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালে জম্ম গ্রহণ করেন ও মৃত্যুবরণ করেন ২২ অক্টোবর ১৯৫৮ সালে । তাকে রূপসী বাংলা কবি বলা হত।
মন্তব্য
Authentication required
You must log in to post an answer.
Log in