বাক্য

126. 'সে বলতে চায় তথাপি বলে না' - এটি কোন শ্রেণীর বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. ব্যাসবাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

127. "যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।"-

  • ক. নির্দেশক বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

128. বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়?

  • ক. আসত্তি
  • খ. আকাঙক্ষা
  • গ. যোগ্যতা
  • ঘ. আসক্তি

উত্তরঃ আকাঙক্ষা

বিস্তারিত

129. একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বাক্য বলে?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. মিশ্র বাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

130. 'তুমি আসবে বলে হে সখিনা বিবির কপাল ভাঙল।' -এটি কোন বাক্য?

  • ক. সরল
  • খ. মিশ্র বা জটিল
  • গ. যৌগিক
  • ঘ. সংযুক্ত

উত্তরঃ মিশ্র বা জটিল

বিস্তারিত

132. বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?

  • ক. যোগ্যতা
  • খ. আকাঙ্ক্ষা
  • গ. আসত্তি
  • ঘ. স্পৃহা

উত্তরঃ আকাঙ্ক্ষা

বিস্তারিত

133. টাকা পেলেই ধার শোধ করব- অর্থানুসারে বাক্যটি কোন প্রকার?

  • ক. জটিল
  • খ. অর্থবাচক
  • গ. সন্দেহবাচক
  • ঘ. শর্তবাচক

উত্তরঃ শর্তবাচক

বিস্তারিত

134. লাল ফুল ফুটেছে- এ বাক্যের উদ্দেশ্যের সম্প্রাসারণ ঘটেছে কি ভাবে?

  • ক. নির্দেশক বাক্য যোগে
  • খ. যোগ্যতার যোগে
  • গ. বিশেষণ যোগে
  • ঘ. ক্রিয়াযোগে

উত্তরঃ বিশেষণ যোগে

বিস্তারিত

135. বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলন বন্ধনের নাম--

  • ক. যোগ্যতা
  • খ. আসত্তি
  • গ. আকাঙ্ক্ষা
  • ঘ. নিবিড়

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

136. বাক্যে যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত থাকে?

  • ক. ৫টি
  • খ. ৬টি
  • গ. ৭টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ৬টি

বিস্তারিত

137. অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য কি হারায়?

  • ক. আসত্তি
  • খ. রীতিসিদ্ধ
  • গ. যোগ্যতা
  • ঘ. অর্থবাচকতা

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

138. তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ- এ বাক্যটি কোন দোষে দুষ্ট?

  • ক. বাহুল্য দোষে
  • খ. গুরুচণ্ডালী দোষে
  • গ. দুর্বোধ্যতা
  • ঘ. রীতিসিদ্ধ অর্থবাচকতা

উত্তরঃ দুর্বোধ্যতা

বিস্তারিত

139. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষে দুষ্ট?

  • ক. গুরুচণ্ডালী দোষে
  • খ. বাহুল্য দোষে
  • গ. দুর্বোধ্যতা
  • ঘ. উপমার ভুল

উত্তরঃ গুরুচণ্ডালী দোষে

বিস্তারিত

140. গরুর শকট, মড়াদাহ, শবপোড়া- এই শব্দগুলো কোন দোষে দুষ্ট?

  • ক. বাহুল্য দোষে
  • খ. গুরুচণ্ডালী দোষে
  • গ. আকাঙ্ক্ষার প্রয়োগ
  • ঘ. বাগধারার শব্দ পরিবর্তন

উত্তরঃ গুরুচণ্ডালী দোষে

বিস্তারিত

141. একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে কি বলে?

  • ক. বিধেয়
  • খ. সরল উদ্দেশ্য
  • গ. সম্প্রসারিত উদ্দেশ্য
  • ঘ. বিধেয় বিশ্লেষণ

উত্তরঃ সরল উদ্দেশ্য

বিস্তারিত

142. যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে?

  • ক. যৌগিক বাক্য
  • খ. মিশ্র বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

143. আশ্রিত খণ্ডবাক্য কয় প্রকার?

  • ক. দুই প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

144. পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল সরল বাক্য বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে কি বলে?

  • ক. সরল বাক্য
  • খ. আশ্রিত খণ্ডবাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

145. 'তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি' এটা কোন আশ্রিত বাক্যের উদাহরণ?

  • ক. বিশেষ্য স্থানীয়
  • খ. বিশেষণ স্থানীয়
  • গ. ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য

বিস্তারিত

146. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?

  • ক. সত্য কথা না বলে বিপদে পড়েছি
  • খ. তার বয়স হলেও বুদ্ধি হয়নি
  • গ. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
  • ঘ. বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে

উত্তরঃ তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি

বিস্তারিত

147. বাগধারা কিংবা প্রবাদ প্রবচনের পরিবর্তন করলে বাক্যের কোন গুণটি নষ্ট হয়?

  • ক. আকাঙ্ক্ষা
  • খ. আসত্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. পদক্রম

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

148. কোন বাক্যের প্রতিটি বাক্যই স্বাধীন?

  • ক. সরল
  • খ. মিশ্র
  • গ. জটিল
  • ঘ. যৌগিক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

149. সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশ পরিবর্তন করতে হয়?

  • ক. নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়
  • খ. একটি বাক্যে রূপান্তর করতে হয়
  • গ. একটি বাক্যাংশে রূপান্তর করতে হয়
  • ঘ. একটি পদে রূপান্তর করতে হয়

উত্তরঃ নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়

বিস্তারিত

150. মিশ্র বাক্যের অপর নাম কি?

  • ক. সরল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. খণ্ডবাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects