মাইকেল মধুসূদন দত্ত

26. মাইকেল মধুসূদ দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?

  • ক. মহাকাব্যে
  • খ. সনেট
  • গ. পত্রকাব্য
  • ঘ. গীতিকাব্য

উত্তরঃ পত্রকাব্য

বিস্তারিত

27. ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. রজনীকান্ত সেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. অতুলপ্রসাদ সেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

28. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ---

  • ক. মহাকাব্যে
  • খ. নাটকে
  • গ. পত্রকাব্যে
  • ঘ. সনেটে

উত্তরঃ সনেটে

বিস্তারিত

29. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম-

  • ক. পয়ার
  • খ. অক্ষরবৃত্ত
  • গ. অমিতাক্ষর
  • ঘ. অমিত্রাক্ষর

উত্তরঃ অমিত্রাক্ষর

বিস্তারিত

30. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • খ. নবীনচন্দ্র সেন
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. মধুসূদন দত্ত

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

31. অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. কায়কোবাদ
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

32. ‘প্যারাডাইস লস্ট’ কার রচনা?

  • ক. হোমার
  • খ. মিল্টন
  • গ. ফেরদৌসী
  • ঘ. ভার্জিল

উত্তরঃ মিল্টন

বিস্তারিত

33. ‘একেই কি বলে সভ্যতা’ বিষয়ের দিক হতে একটি-

  • ক. প্রহসন
  • খ. গীতিনাট্য
  • গ. পদ্যগ্রন্থ
  • ঘ. উপন্যাস

উত্তরঃ প্রহসন

বিস্তারিত

34. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক-

  • ক. কৃষ্ণকুমারী
  • খ. শর্মিষ্ঠা
  • গ. ভদ্রার্জুন
  • ঘ. দি ডিসগাইস

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

35. ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’-এখানে ‘কমল-কানন’ শব্দের ব্যাঞ্জনার্থ-

  • ক. পদ্মবন
  • খ. বাংলা ভাষা
  • গ. বিদেশী ভাষা
  • ঘ. ফুলের বাগান

উত্তরঃ বাংলা ভাষা

বিস্তারিত

36. Blank Verse অর্থ-

  • ক. অনুপ্রাস
  • খ. অমিত্রাক্ষর
  • গ. পয়ার
  • ঘ. মহাকাব্য

উত্তরঃ অমিত্রাক্ষর

বিস্তারিত

37. মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত?

  • ক. স্বরবৃত্ত ছন্দ
  • খ. অক্ষরবৃত্ত ছন্দ
  • গ. মাত্রাবৃত্ত ছন্দ
  • ঘ. অমিত্রাক্ষর ছন্দ

উত্তরঃ অমিত্রাক্ষর ছন্দ

বিস্তারিত

38. ‘মেঘনাদবধ’ কাব্য কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৮৬০ সালে
  • খ. ১৮৬১ সালে
  • গ. ১৮৬২ সালে
  • ঘ. ১৮৬৩ সালে

উত্তরঃ ১৮৬১ সালে

বিস্তারিত

39. কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়?

  • ক. পদ্মাবতী
  • খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  • গ. চতুর্দশপদী কবিতাবলী
  • ঘ. সনেট পঞ্চায়েত

উত্তরঃ সনেট পঞ্চায়েত

বিস্তারিত

41. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?

  • ক. ভদ্রার্জুন
  • খ. কৃষ্ণকুমারী
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ শর্মিষ্ঠা

বিস্তারিত

42. মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি?

  • ক. বীরাঙ্গনা
  • খ. তিলোত্তমাসম্ভব
  • গ. মেঘনাদবধ
  • ঘ. ব্রজাঙ্গনা

উত্তরঃ ব্রজাঙ্গনা

বিস্তারিত

43. মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন?

  • ক. তিলোত্তমাসম্ভব কাব্য
  • খ. বীরাঙ্গনা কাব্যে
  • গ. পদ্মাবতী নাটকে
  • ঘ. ব্রজাঙ্গনা কাব্যে

উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য

বিস্তারিত

44. মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি?

  • ক. মেঘনাদবধ
  • খ. তিলোত্তমাসম্ভব
  • গ. ব্রজাঙ্গনা
  • ঘ. বীরাঙ্গনা

উত্তরঃ তিলোত্তমাসম্ভব

বিস্তারিত

45. মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি?

  • ক. রাজমোহনস্ ওয়াইফ
  • খ. ব্রজাঙ্গনা কাব্য
  • গ. ক্যাপটিভ লেডী
  • ঘ. ক্লিওপেট্রা

উত্তরঃ ক্যাপটিভ লেডী

বিস্তারিত

46. কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?

  • ক. মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

47. সনেটের জনক-

  • ক. বাংলার মধুসূদন
  • খ. ইটালির পেত্রার্ক
  • গ. ইংল্যান্ডের মিল্টন
  • ঘ. জার্মানির দান্তে

উত্তরঃ ইটালির পেত্রার্ক

বিস্তারিত

48. ‘বীরাঙ্গনা’ কোন ছন্দে রচিত?

  • ক. অমিত্রাক্ষর
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. অক্ষরবৃত্ত
  • ঘ. গদ্য কবিতা

উত্তরঃ অমিত্রাক্ষর

বিস্তারিত

49. সনেটের প্রথম আট পঙ্ক্তিকে কি বলে?

  • ক. অষ্টক্
  • খ. ধারা
  • গ. ষটক্
  • ঘ. অনুকাব্য

উত্তরঃ অষ্টক্

বিস্তারিত

50. চতুর্দশপদী কবিতায় কতটি পঙ্ক্তি থাকে?

  • ক. তেরটি
  • খ. চৌদ্দটি
  • গ. পনেরিটি
  • ঘ. ষোলটি

উত্তরঃ চৌদ্দটি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects