মাইকেল মধুসূদন দত্ত

51. সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে?

  • ক. অষ্টক্
  • খ. ধারা
  • গ. ষটক্
  • ঘ. অণুকাব্য

উত্তরঃ ষটক্

বিস্তারিত

52. কোন কবিকে জাগরণের কবি বলা হয়?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. জীবনানন্দ দাস
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

53. সনেটকে বাংলায় কি বলা হয়?

  • ক. সনেট
  • খ. অষ্টক পদ্য
  • গ. ষট্ক পদ্য
  • ঘ. চতুর্দশপদী কবিতা

উত্তরঃ চতুর্দশপদী কবিতা

বিস্তারিত

54. বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক-

  • ক. রবীন্দ্রনাথ
  • খ. শরৎচন্দ্র
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. মধুসূদন দত্ত

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

55. বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দীনবন্ধু মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

56. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি লিখেছেন-

  • ক. অদ্বৈত মল্ল বর্মণ
  • খ. আলাউদ্দীন আল আযাদ
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. আবু জাফর শামসুদ্দীন

উত্তরঃ অদ্বৈত মল্ল বর্মণ

বিস্তারিত

57. নিচের কোনটি একটি মহাকাব্য?

  • ক. কপালকুণ্ডলা
  • খ. নীলদর্পণ
  • গ. মরুশিখা
  • ঘ. মেঘনাদ বধ

উত্তরঃ মেঘনাদ বধ

বিস্তারিত

58. 'তিলোত্তমা' কাব্যটি কার রচিত?

  • ক. কালিদাস
  • খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. ঈশ্বর গুপ্ত

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

59. মাইকেল মধুসূধন দত্তের প্রহসন-

  • ক. অতি অল্প হইল
  • খ. একেই কি বলে সভ্যতা
  • গ. ফাঁস কাগজ
  • ঘ. এর উপায় কি

উত্তরঃ একেই কি বলে সভ্যতা

বিস্তারিত

60. 'মেঘনাদবধ কাব্যে' যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?

  • ক. বীর নীল
  • খ. অঙ্গদ
  • গ. সুগ্রীব
  • ঘ. রামচন্দ্র

উত্তরঃ বীর নীল

বিস্তারিত

61. অষ্টক ও ষটকের মাঝামাঝি ফাকা অংশকে কি বলা হয়?

  • ক. নিবর্তন সন্ধি
  • খ. প্রতিবর্তন সন্ধি
  • গ. সমাবর্তন সন্ধি
  • ঘ. আবর্তন সন্ধি

উত্তরঃ আবর্তন সন্ধি

বিস্তারিত

62. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

63. মধুসূদনের কোন নাটকটি ঐতিহাসিক?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. পদ্মাবতী
  • গ. কৃষ্ণকুমারী
  • ঘ. একেই কি বলে সভ্যতা

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

64. মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?

  • ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
  • খ. হলদিয়াঘাটের যুদ্ধ
  • গ. নাদির শাহের দিল্লি অভিযান
  • ঘ. রাণা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ

বিস্তারিত

65. বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

66. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?

  • ক. স্বরবৃত্ত
  • খ. অক্ষরবৃত্ত
  • গ. মাত্রাবৃত্ত
  • ঘ. অমিত্রাক্ষর ছন্দ

উত্তরঃ অক্ষরবৃত্ত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects