রবীন্দ্রনাথ ঠাকুর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" কে লিখেছেন--
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. শেখ হাসিনা
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
- ক. "কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও"?
- খ. "অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান"।
- গ. "প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে"?
- ঘ. " কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে"।
উত্তরঃ "অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান"।
রবীন্দ্রনাথের কোন নাটকটি সাঙ্কেতিক নাটক নয়?
- ক. রাজা
- খ. রক্তকরবী
- গ. ডাকঘর
- ঘ. বৈকুণ্ঠের খাতা
উত্তরঃ বৈকুণ্ঠের খাতা
- ক. বিসর্জন
- খ. রক্তকরবী
- গ. মালিনী
- ঘ. পুতুলের বিয়ে
উত্তরঃ পুতুলের বিয়ে
'দুই বোন' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
- ক. উপন্যাস
- খ. কাব্যগ্রন্থ
- গ. গল্পগ্রন্থ
- ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ উপন্যাস
কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
- ক. সাহিত্য
- খ. সাহিত্যের স্বরূপ
- গ. সাহিত্যের পথে
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই
রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
- ক. ১৯০০ সালে
- খ. ১৯০১ সালে
- গ. ১৯০২ সালে
- ঘ. ১৯০৩ সালে
উত্তরঃ ১৯০১ সালে
রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে 'বনফুল' প্রকাশিত হয়?
- ক. চৌদ্দ বছর
- খ. পনের বছর
- গ. ষোল বছর
- ঘ. সতের বছর
উত্তরঃ পনের বছর
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?
- ক. ১০ বছর বয়সে
- খ. ১২ বছর বয়সে
- গ. ১৫ বছর বয়সে
- ঘ. ১৭ বছর বয়সে
উত্তরঃ ১৭ বছর বয়সে
- ক. কড়ি ও কোমল
- খ. রক্তকরবী
- গ. মানসী
- ঘ. পুনশ্চ
উত্তরঃ রক্তকরবী
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
- ক. প্রমথ চৌধুরী
- খ. প্রমথনাথ বিশি
- গ. প্রেমেন্দ্র মিত্র
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অতুল প্রসাদ সেন
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. জন্মদিন
- খ. সন্ধ্যা সঙ্গীত
- গ. প্রভাত সঙ্গীত
- ঘ. আকাশ প্রদীপ
উত্তরঃ সন্ধ্যা সঙ্গীত
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে?
- ক. নেপাল
- খ. ভারত
- গ. ভুটান
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ ভারত
'শেষের কবিতা' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. জহির রায়হান
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
'চোখের বালি' উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
- ক. ইতিহাস আশ্রয়ী
- খ. দ্বন্দ্বমূলক
- গ. রাজনৈতিক
- ঘ. সমস্যামূলক
উত্তরঃ দ্বন্দ্বমূলক
নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
- ক. হৈমন্তী
- খ. ল্যাবরেটরী
- গ. ক্ষুধিত পাষাণ
- ঘ. সভ্যতার সংকট
উত্তরঃ সভ্যতার সংকট
'মহেন্দ্র' ও 'বিনোদিনী' নিচের কোন উপন্যাসের চরিত্র?
- ক. মৃণালিণী
- খ. চোখের বালি
- গ. পল্লীসমাজ
- ঘ. মানসী
উত্তরঃ চোখের বালি
'জীবিত ও মৃত' রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প?
- ক. প্রেমের
- খ. সামাজিক
- গ. অতিপ্রাকৃত
- ঘ. প্রাকৃত
উত্তরঃ অতিপ্রাকৃত
রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
- ক. বউঠাকুরানীর হাট
- খ. নৌকাডুবি
- গ. করুণা
- ঘ. রাজর্ষি
উত্তরঃ বউঠাকুরানীর হাট
'সেজুঁতি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শামসুর রাহমান
- ঘ. অক্ষয়কুমার বড়াল
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয়?
- ক. বৈকুন্ঠের খাতা
- খ. চিরকুমার সভা
- গ. শেষ রক্ষা
- ঘ. এর উপায় কি
উত্তরঃ এর উপায় কি
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
- ক. কাব্যগ্রন্থ
- খ. গীতিকাব্য
- গ. কাব্যনাট্য
- ঘ. উপন্যাস
উত্তরঃ উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
- ক. ২২ শে শ্রাবণ
- খ. ২৩ শে শ্রাবণ
- গ. ২৪ শে শ্রাবণ
- ঘ. ২৫ শে শ্রাবণ
উত্তরঃ ২২ শে শ্রাবণ
'কালান্তর' শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের কবিতা কি? কে লেখেন? ‘শেষের কবিতা’ একটি-, ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. গল্প, কায়কোবাদ
- ঘ. প্রবন্ধ, নজরুল ইসলাম
উত্তরঃ উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
- ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- খ. মহেন্দ্র ও বিনোদিনী
- গ. সুরেশ ও অচলা
- ঘ. মধুসূদন ও কুমুদিনী
উত্তরঃ মহেন্দ্র ও বিনোদিনী
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
- ক. রক্তকরবী
- খ. রানা প্রতাপসিংহ
- গ. নবযৌবন
- ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুরের 'উর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. মানসী
- খ. চিত্রা
- গ. সোনারতরী
- ঘ. বলাকা
উত্তরঃ চিত্রা
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মমতাজ উদ্দিন আহমদ
- গ. ওবায়েদ উল হক
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটিকোন কবির রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. অমৃতলাল বসু
- গ. নবীনচন্দ্র সেন
- ঘ. মনোমোহন বসু
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
- ক. এজরা পাউন্ড
- খ. টি এস ইলিয়ট
- গ. ডবলিউ. বি. ইয়েটস
- ঘ. কীটস
উত্তরঃ ডবলিউ. বি. ইয়েটস
'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর'- কোন কবিতার চরণ?
- ক. হিং টিং ছট
- খ. প্রিয়তমাষু
- গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ
- ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
উত্তরঃ নির্ঝরের স্বপ্নভঙ্গ
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শামসুর রহমান
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. শামসুর রহমান
- গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
- ক. সোনার তরী
- খ. সেঁজুতি
- গ. ক্ষণিকা
- ঘ. ফাল্গুনী
উত্তরঃ ফাল্গুনী
‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
- ক. নাটকের নাম
- খ. গল্পের নাম
- গ. উপন্যাসের নাম
- ঘ. গীতিনাট্যের নাম
উত্তরঃ নাটকের নাম
রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন?
- ক. সুইজারল্যান্ড
- খ. তুরস্ক
- গ. জাপান
- ঘ. জার্মানি
উত্তরঃ জাপান
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?
- ক. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
- খ. প্রথম বিশ্বযুদ্ধ
- গ. অসহযোগ আন্দোলন
- ঘ. বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন
উত্তরঃ বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
- ক. অগ্নিবীণা
- খ. সোনার তরী
- গ. চিত্রা
- ঘ. বলাকা
উত্তরঃ অগ্নিবীণা
‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?
- ক. পত্র
- খ. উপন্যাস
- গ. প্রবন্ধ
- ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ভ্রমণকাহিনী
রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?
- ক. সভ্যতার সংকট
- খ. কঙ্কাল
- গ. ল্যাবরেটরী
- ঘ. বিশ্বপরিচয়
উত্তরঃ বিশ্বপরিচয়
রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি?
- ক. কঙ্কাল
- খ. ল্যাবরেটরী
- গ. নষ্টনীড়
- ঘ. স্ত্রীর পত্র
উত্তরঃ ল্যাবরেটরী
‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি?
- ক. পোস্ট মাস্টার
- খ. শাস্তি
- গ. ছুটি
- ঘ. একরাত্রি
উত্তরঃ ছুটি
রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?
- ক. কাবুলিওয়ালা
- খ. পোস্টমাস্টার
- গ. হৈমন্তী
- ঘ. ভিখারিনী
উত্তরঃ ভিখারিনী
রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?
- ক. নৌকাডুবি
- খ. যোগাযোগ
- গ. দুইবোন
- ঘ. নৈবেদ্য
উত্তরঃ যোগাযোগ
উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে-
- ক. অমিত, লাবণ্য
- খ. মহেন্দ্র, বিনোদিনী
- গ. মধূসুদন, কুমুদিনী
- ঘ. শচীশ, দামিনী
উত্তরঃ অমিত, লাবণ্য
রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস কোনটি?
- ক. গোরা/চার অধ্যায়
- খ. যোগাযোগ
- গ. চোখের বালি
- ঘ. নৌকাডুবি
উত্তরঃ গোরা/চার অধ্যায়
নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য?
- ক. রাজা ও রাণী
- খ. চিরকুমার সভা
- গ. বিয়ে পাগলা বুড়ো
- ঘ. রামগরুড়ের ছানা
উত্তরঃ চিরকুমার সভা
‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?
- ক. মুক্তধারা
- খ. রক্তকরবী
- গ. অচলায়তন
- ঘ. বিসর্জন
উত্তরঃ রক্তকরবী
নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?
- ক. চিত্রাঙ্গদা
- খ. বিসর্জন
- গ. চতুরঙ্গ
- ঘ. রক্তকবরী
উত্তরঃ চিত্রাঙ্গদা
রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
- ক. ডাকঘর
- খ. অচলায়তন
- গ. বাল্মীকি প্রতিভা
- ঘ. রাজা ও রাণী
উত্তরঃ বাল্মীকি প্রতিভা
নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’।
- ক. কায়কোবাদ
- খ. ফররুখ আহমদ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
'যে আছে অপেক্ষা করে, তার পরণে ঢাকাই শাড়ী, কপালে সিদুঁর-কার লেখা?
- ক. শামসুর রহমান
- খ. আহসান হাবীব
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন?
- ক. ডাকঘর
- খ. নন্দিনী
- গ. তীর্থযাত্রা
- ঘ. কালের যাত্রা
উত্তরঃ কালের যাত্রা
- ক. পদ্মাবতী
- খ. মহাশ্মশান
- গ. শেষের কবিতা
- ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ শেষের কবিতা
মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি?
- ক. জন্মদিনে
- খ. শেষ লেখা
- গ. পুনশ্চ
- ঘ. বিসর্জন
উত্তরঃ শেষ লেখা
‘গীতাঞ্জলি’ কাব্যের ভূমিকা ইংরেজিতে লিখেন কোন কবি?
- ক. ডব্লিও বি ইয়েটস্
- খ. টি এস ইলিয়ট
- গ. মিল্টন
- ঘ. শেলী/কীটস
উত্তরঃ ডব্লিও বি ইয়েটস্
রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
- ক. W. B Yeats
- খ. T. S. Eliot
- গ. রবীন্দ্রনাথ ও W. B Yeats
- ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ রবীন্দ্রনাথ ও W. B Yeats
পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
- ক. হিন্দু ধর্ম
- খ. ব্রাহ্ম ধর্ম
- গ. সনাতন ধর্ম
- ঘ. বৈষ্ণব ধর্ম
উত্তরঃ ব্রাহ্ম ধর্ম
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি বর্জন করেন?
- ক. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
- খ. বঙ্গভঙ্গের প্রতিবাদে
- গ. ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে
- ঘ. নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে
উত্তরঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন কত সালে?
- ক. ১৯১৩ সালে
- খ. ১৯১৫ সালে
- গ. ১৯১৭ সালে
- ঘ. ১৯১৮ সালে
উত্তরঃ ১৯১৮ সালে
কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
- ক. ৭ জুন, ১৯৪১
- খ. ৭ জুলাই, ১৯৪১
- গ. ৭ আগস্ট, ১৯৪১
- ঘ. ৭ সেপ্টেম্বর, ১৯৪১
উত্তরঃ ৭ আগস্ট, ১৯৪১
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
- ক. যৌবনে দাও রাজঢীকা
- খ. বই পড়া
- গ. বাজে কথা
- ঘ. সাহিত্যে খেলা
উত্তরঃ বাজে কথা
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. শেষের কবিতা
- খ. দোলনচাঁপা
- গ. সোনারতরী
- ঘ. মানসী
উত্তরঃ দোলনচাঁপা
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায়কবির উপলব্ধি হচ্ছে-
- ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
- খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্টকরে
- গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
- ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
উত্তরঃ ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
- ক. ইন্দিরা দেবী
- খ. কাদম্বরী দেবী
- গ. মৃণালিনী দেবী
- ঘ. মৈত্রয়ী দেবী
উত্তরঃ ইন্দিরা দেবী
রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?
- ক. স্বরবৃত্ত
- খ. অক্ষরবৃত্ত
- গ. মন্দাক্রান্তা
- ঘ. মাত্রাবৃত্ত
উত্তরঃ মাত্রাবৃত্ত
- ক. গোরা (গল্পগ্রন্থ)
- খ. শেষের কবিতা (নাটক)
- গ. শেষ প্রশ্ন (নাটক)
- ঘ. জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
উত্তরঃ জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
- ক. সোনারতরী
- খ. সেঁজুতি
- গ. ক্ষণিকা
- ঘ. ফাল্গুনী
উত্তরঃ ফাল্গুনী
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. গীতাঞ্জলি
- খ. সোনার তরী
- গ. দোলনচাঁপা
- ঘ. মানসী
উত্তরঃ দোলনচাঁপা
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. সোনার তরী
- খ. রক্তকরবী
- গ. রাজবন্দীর জবানবন্দী
- ঘ. চোখের বালি
উত্তরঃ রাজবন্দীর জবানবন্দী
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
- ক. শেষের কবিতা
- খ. সোনার তরী
- গ. বীরাঙ্গনা
- ঘ. বলাকা
উত্তরঃ বীরাঙ্গনা
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
- ক. শেষের কবিতা
- খ. সোনার তরী
- গ. কৃষ্ণকুমারী
- ঘ. বলাকা
উত্তরঃ কৃষ্ণকুমারী
নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. গোরা
- খ. শেষের কবিতা
- গ. কৃষ্ণকান্তের উইল
- ঘ. নৌকাডুবি
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে-
- ক. মুনীর চৌধুরী ও জহির রায়হান
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
- গ. জহির রায়হান ও শহীদুল্লাহ
- ঘ. মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
‘দেনাপাওনা’ উন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধায়
- খ. অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. হুমায়ন আহম্মেদ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বুদ্ধদেব বসু
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. রজনীকান্ত সেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ
- ক. য়ুরোপ প্রবাসী পত্র
- খ. য়ুরোপ যাত্রীর ডায়রী
- গ. জাপানযাত্রীর পত্র
- ঘ. জাভাযাত্রীর পত্র
উত্তরঃ য়ুরোপ প্রবাসী পত্র
নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
- ক. ক্ষুধিত পাষাণ
- খ. পদ্মগোখরা
- গ. মাস্টার মশায়
- ঘ. একটি তুলসী গাছের কাহিনী
উত্তরঃ ক্ষুধিত পাষাণ
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক নয়?
- ক. ডাকঘর
- খ. নলিনী
- গ. মুক্তধারা
- ঘ. নৌকাডুবি
উত্তরঃ নৌকাডুবি
- ক. রবীন্দ্রনাথ
- খ. বীরবল
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ রবীন্দ্রনাথ
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রমথ চৌধুরী
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সেলিম আল দীন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. গিরিশ চন্দ্র ঘোষ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মীর মশাররফ হোসেন
- গ. মুনীর চৌধুরী
- ঘ. নুরুল মোমেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. রবীন্দ্রনাথের নাটক
- খ. তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
- গ. বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
- ঘ. সৈয়দ শামসুল হকের নাটক
উত্তরঃ রবীন্দ্রনাথের নাটক
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
- ক. বিসর্জন
- খ. ডাকঘর
- গ. বসন্ত
- ঘ. অচলায়তন
উত্তরঃ বসন্ত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন?
- ক. সুভাষ চন্দ্র বসু
- খ. লোকেন্দ্রনাথ পালিত
- গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ক. চতুর্দশী
- খ. চুতষ্পাঠী
- গ. চতুর্দশপদী
- ঘ. চার অধ্যায়
উত্তরঃ চার অধ্যায়
‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো-
- ক. ব্রিটিশ ভারতে রাজনীতি
- খ. ইতিহাস
- গ. প্রেম-ভালবাসা
- ঘ. জমিদার-প্রজারকাহিনী
উত্তরঃ ব্রিটিশ ভারতে রাজনীতি
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
- ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- খ. সুকুমার সেন
- গ. হরপ্রসাদ শাস্ত্রী
- ঘ. পবিত্র সরকার
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যেকোনটি কাব্যগ্রন্থ নয়?
- ক. শেষ সপ্তক
- খ. শ্যামলী
- গ. শেষ লেখা
- ঘ. শেষের কবিতা
উত্তরঃ শেষের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
- ক. একটি বিয়োগান্তক কবিতা
- খ. একটি মিলাত্বক উপন্যাস
- গ. একটি রোমান্টিক উপন্যাস
- ঘ. একটি রম্য রচনা
উত্তরঃ একটি রোমান্টিক উপন্যাস
‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক. কবিতার নাম
- খ. গল্প সংকলনের নাম
- গ. উপন্যাসের নাম
- ঘ. কাব্য সংকলনের নাম
উত্তরঃ উপন্যাসের নাম
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
- ক. চোখের বালি
- খ. বৌঠাকুরানীর হাট
- গ. শেষের কবিতা
- ঘ. গোরা
উত্তরঃ বৌঠাকুরানীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
- ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
- খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- ক. Gitanjali
- খ. Sonar Tari
- গ. Shesher Kabita
- ঘ. Chitrangada
উত্তরঃ Gitanjali
সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয়
- ক. স্যার ইকবাল
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কৃষন চন্দর
- ঘ. নীরোদ চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
- ক. বাংলাদেশের জাতীয় সংগীত
- খ. গল্পগুচ্ছ
- গ. সঞ্চয়িতা
- ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ গীতাঞ্জলি
নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
- ক. কবি
- খ. ছবি
- গ. জীবনের জলছবি
- ঘ. কাঠ কয়লার ছবি
উত্তরঃ ছবি
বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা "১৪০০ সাল’ এর রচয়িতা কে?
- ক. নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা
- ক. অতুলপ্রসাদ সেন
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন
- ক. মৈত্রেয়ী দেবী
- খ. হেমন্তবালা দেবী
- গ. ভিক্টোরিয়া ওকামপো
- ঘ. কাদম্বরী দেবী
উত্তরঃ ভিক্টোরিয়া ওকামপো
‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
- ক. ভানু বন্দ্যোপাধ্যায়
- খ. চণ্ডীদাস
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
- ক. কাব্যগ্রন্থ
- খ. নাটক
- গ. উপন্যাস
- ঘ. প্রহসন
উত্তরঃ কাব্যগ্রন্থ
- ক. নাটক
- খ. কাব্যগ্রন্থ
- গ. গল্পগ্রন্থ
- ঘ. প্রবন্ধ
উত্তরঃ কাব্যগ্রন্থ
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সত্যন্দ্রনাথ দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
- ক. ক্ষণিকা
- খ. বলাকা
- গ. চিত্রা
- ঘ. পূরবী
উত্তরঃ বলাকা
‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
- ক. ক্ষণিকা
- খ. বলাকা
- গ. কণিকা
- ঘ. বীথিকা
উত্তরঃ বলাকা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
- ক. গীতাঞ্জলি
- খ. বলাকা
- গ. বনফুল
- ঘ. পূরবী
উত্তরঃ বনফুল
বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে-
- ক. সত্যেন্দ্রনাথের হাতে
- খ. কাজী নজরুল ইসলামের হাতে
- গ. রবীন্দ্রনাথের হাতে
- ঘ. রজনীকান্ত সেনের হাতে
উত্তরঃ রবীন্দ্রনাথের হাতে
বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বিষ্ণু দে
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
- ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
- ক. নিউটন
- খ. আইনস্টাইন
- গ. শ্রডিঞ্জার
- ঘ. ম্যাক্স প্লাংক
উত্তরঃ আইনস্টাইন