ধ্বনি ও বর্ণ

51. যৌগিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

52. পরাশ্রয়ী ধ্বনি হল-

  • ক. ং, ঃ
  • খ. ৎ, ঁ
  • গ. অ
  • ঘ. য়

উত্তরঃ ং, ঃ

বিস্তারিত

53. অন্তঃস্থ বর্ণ কোন দুটো?

  • ক. শ এবং হ
  • খ. ন এবং ম
  • গ. য এবং র
  • ঘ. ষ এবং স

উত্তরঃ য এবং র

বিস্তারিত

55. উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয়?

  • ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
  • খ. কণ্ঠ ধ্বনি ও দন্ত্য ধ্বনি
  • গ. ওষ্ঠ্য বর্ণ ও তালব্য বর্ণ
  • ঘ. অঘোষ ও ঘোষ ধ্বনি

উত্তরঃ অঘোষ ও ঘোষ ধ্বনি

বিস্তারিত

56. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?

  • ক. স্বরবর্ণে
  • খ. ব্যঞ্জন বর্ণে
  • গ. শীষ বর্ণে
  • ঘ. বিবৃত বর্ণে

উত্তরঃ স্বরবর্ণে

বিস্তারিত

58. কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?

  • ক. ট ঠ ড ঢ ণ
  • খ. ত থ দ ধ ন
  • গ. ক খ গ ঘ ঙ
  • ঘ. চ,ছ,জ,ঝ,ঞ

উত্তরঃ ক খ গ ঘ ঙ

বিস্তারিত

59. ত, থ, দ, ধ, ন হচ্ছে-

  • ক. তালব্যবর্ণ
  • খ. কণ্ঠবর্ণ
  • গ. দন্ত্যবর্ণ
  • ঘ. মূর্ধন্যবর্ণ

উত্তরঃ দন্ত্যবর্ণ

বিস্তারিত

62. বাংলা ভাষার পরাশ্রয়ী ধ্বনি কতটি?

  • ক. ২টি
  • খ. ৪টি
  • গ. ৩টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

63. নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভূক্ত?

  • ক. ণ ন ম
  • খ. ছ ঝ ধ
  • গ. জ ঝ চ
  • ঘ. শ স ষ

উত্তরঃ ণ ন ম

বিস্তারিত

64. আধুনিক বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?

  • ক. ২০টি
  • খ. ২৫টি
  • গ. ৩০টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

65. নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ?

  • ক. খ, ছ, ঝ
  • খ. ঠ থ ফ
  • গ. ঢ ধ ঙ
  • ঘ. গ, চ জ

উত্তরঃ গ, চ জ

বিস্তারিত

66. নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?

  • ক. খ ঘ ছ
  • খ. ণ ন ম
  • গ. ড দ ব
  • ঘ. ট ত প

উত্তরঃ খ ঘ ছ

বিস্তারিত

67. ট বর্গীয় ধ্বনির অপর নাম কি?

  • ক. দন্ত্য ধ্বনি
  • খ. ওষ্ঠ্য ধ্বনি
  • গ. তালব্য স্পর্শ ধ্বনি
  • ঘ. মূর্ধন্য ধ্বনি

উত্তরঃ মূর্ধন্য ধ্বনি

বিস্তারিত

68. নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?

  • ক. ঙ ং ঞ ণ
  • খ. ন ঝ ধ ঙ
  • গ. থ ন ধ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ঙ ং ঞ ণ

বিস্তারিত

70. অর্থবোধক ধ্বনিকে বলা হয়-

  • ক. বাক্য
  • খ. উপসর্গ
  • গ. শব্দ
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ শব্দ

বিস্তারিত

72. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?

  • ক. ক-বর্গের
  • খ. ট-বর্গের
  • গ. ত-বর্গের
  • ঘ. প-বর্গের

উত্তরঃ প-বর্গের

বিস্তারিত

74. 'অ এবং আ' -এর উচ্চারণ স্থান কোনটি?

  • ক. তালু
  • খ. ওষ্ঠ
  • গ. মূর্ধা
  • ঘ. কণ্ঠ

উত্তরঃ কণ্ঠ

বিস্তারিত

75. যৌগিক স্বরের উদাহরণ কোনটি?

  • ক. খাই
  • খ. দিবস
  • গ. দিন
  • ঘ. মাত্রা

উত্তরঃ খাই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects