ধ্বনি ও বর্ণ

102. উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?

  • ক. ও, উ
  • খ. ই, ঈ
  • গ. অ্যায়
  • ঘ. আ, অ

উত্তরঃ ই, ঈ

বিস্তারিত

103. অ -এর বিবৃত বা স্বভাবিক উচ্চারণ আছে কোন শব্দে ?

  • ক. অনেক, কত
  • খ. অনেক, মন
  • গ. অমল, অতুল
  • ঘ. অনেক, অধীর

উত্তরঃ অনেক, কত

বিস্তারিত

104. কোন উদাহরণটি অ > ও এর ?

  • ক. অমল
  • খ. মন
  • গ. অনেক
  • ঘ. অমর

উত্তরঃ মন

বিস্তারিত

105. একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?

  • ক. দীর্ঘ
  • খ. হ্রস্ব
  • গ. বিবৃত
  • ঘ. সংবৃত

উত্তরঃ দীর্ঘ

বিস্তারিত

106. কোন শব্দে - এর প্রকৃত উচ্চারণ বব্জায় রয়েছে ?

  • ক. পথে ঘাটে
  • খ. ক্যাট, ব্যাট
  • গ. তেনা দেখা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পথে ঘাটে

বিস্তারিত

107. খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে ?

  • ক. তেনা , খেমটা
  • খ. দেখা, ব্যাট
  • গ. খেলা > বেলা
  • ঘ. গেয়ে, যেয়ে

উত্তরঃ তেনা , খেমটা

বিস্তারিত

108. বাংলা একাক্ষর শব্দে ও -এর উচ্চারণ কেমন হয় ?

  • ক. হ্রস্ব
  • খ. হ্রস্ব দীর্ঘ
  • গ. দীর্ঘ
  • ঘ. হ্রস্ব ও দীর্ঘ

উত্তরঃ দীর্ঘ

বিস্তারিত

109. আরবি, ফারসি শব্দে ও এর উচ্চারন কেমন হয় ?

  • ক. দীর্ঘ
  • খ. হ্রস্ব
  • গ. বিবৃত
  • ঘ. সংবৃত

উত্তরঃ দীর্ঘ

বিস্তারিত

110. কোন বর্ণের দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে ?

  • ক. চ - বর্গীয় ধ্বনি
  • খ. ট - বর্গীয় ধ্বনি
  • গ. ক - বর্গীয় ধ্বনি
  • ঘ. প - বর্গীয় ধ্বনি

উত্তরঃ ক - বর্গীয় ধ্বনি

বিস্তারিত

111. প্রতিটি বর্গের ধ্বনিকে কয় ভাগে বিভক্ত করা যায় ?

  • ক. দু ভাগে
  • খ. তিন ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. পাঁচ ভাগে

উত্তরঃ দু ভাগে

বিস্তারিত

112. উষ্মবর্ণের উচ্চারণ স্থান কোনটি ?

  • ক. দন্তমূল
  • খ. অগ্রতালু
  • গ. পশ্চাৎ দন্তমূল
  • ঘ. পশ্চাৎ তালু

উত্তরঃ পশ্চাৎ দন্তমূল

বিস্তারিত

113. সংস্কৃতে শ, ষ, স -এর -

  • ক. পৃথক উচ্চারণ ছিল না
  • খ. স্বতন্ত্র উচ্চারণ ছিল
  • গ. উচ্চারণ ছিল না
  • ঘ. উচ্চারণ এক ও অভিন্ন ছিল

উত্তরঃ স্বতন্ত্র উচ্চারণ ছিল

বিস্তারিত

115. বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?

  • ক. বিন্যাসে
  • খ. আকৃতিতে
  • গ. অবস্থানে
  • ঘ. উচ্চারণে

উত্তরঃ আকৃতিতে

বিস্তারিত

116. কোন শব্দে অন্তঃস্থ ব -এর উচ্চারণ রক্ষিত হয়েছে ?

  • ক. নেয়া
  • খ. হওয়া
  • গ. খেয়া
  • ঘ. গেয়া

উত্তরঃ হওয়া

বিস্তারিত

117. বাংলা উচ্চারণের নিয়ম ও রীতির আলোচনায় কোন পন্ডিতের নাম বিশেষভাবে স্বরণীয় ?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

118. ই-ধ্বনির পরের অ বিবৃত হওয়ার উদাহরণ কোনটি ?

  • ক. তৃণ
  • খ. দৈব
  • গ. গঠিত
  • ঘ. কলম

উত্তরঃ গঠিত

বিস্তারিত

120. শব্দের আদিতে অ -এর নাবোধকতার উদাহরণ কোনটি ?

  • ক. অমানিশা
  • খ. অনাচার
  • গ. যত
  • ঘ. কথা

উত্তরঃ অনাচার

বিস্তারিত

121. কোনটি সঠিক ?

  • ক. উচ্চারণ ভুল হলে অর্থের পরিবর্তন ঘটে না
  • খ. উচ্চারণ ভুল হলে সব সময় অর্থের পরিবর্তন ঘটে
  • গ. মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে

বিস্তারিত

122. একাক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কি হয় ?

  • ক. হ্রস্ব
  • খ. দীর্ঘ
  • গ. হ্রস্ব ও দীর্ঘ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দীর্ঘ

বিস্তারিত

125. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক কয়টি বর্ণ রয়েছে ?

  • ক. তিনটি
  • খ. দুটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects