সমার্থক শব্দ

551. কালাকাল--

  • ক. কলিযুগ
  • খ. সুসময় ও দুঃসময়
  • গ. অনিদির্ষ্ট অতীত
  • ঘ. যে কোন সময়

উত্তরঃ সুসময় ও দুঃসময়

বিস্তারিত

552. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?

  • ক. অনেক
  • খ. ভাত
  • গ. কথা
  • ঘ. মাছের আঁশ

উত্তরঃ মাছের আঁশ

বিস্তারিত

553. 'পারি' অর্থ 'সমর্থ বা সক্ষম' পাড়ি অর্থ কোনটি?

  • ক. আকুল
  • খ. পারব
  • গ. পারাপার
  • ঘ. সক্ষম হই

উত্তরঃ পারাপার

বিস্তারিত

554. 'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. ঋষি
  • খ. নক্ষত্র
  • গ. ঋক্ষ
  • ঘ. সোজা

উত্তরঃ সোজা

বিস্তারিত

555. 'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. ভ্রম
  • খ. মায়া
  • গ. কুহেলী
  • ঘ. ক, খ, গ সবগুলোই

উত্তরঃ মায়া

বিস্তারিত

556. 'মঙ্গা' শব্দের অর্থ কি?

  • ক. অভাব
  • খ. মঙ্গল
  • গ. মারামারি
  • ঘ. দুর্মূল্য

উত্তরঃ দুর্মূল্য

বিস্তারিত

557. 'শুক্তি' শব্দটির অর্থ--

  • ক. সুতোর কাজ
  • খ. স্বচ্ছ
  • গ. ঝিনুক
  • ঘ. মাছ

উত্তরঃ ঝিনুক

বিস্তারিত

558. কোনটি প্রতিশব্দ নয় 'নরেন্দ্র'

  • ক. নৃপ
  • খ. কিরণমালী
  • গ. ভূপাল
  • ঘ. রাজা

উত্তরঃ কিরণমালী

বিস্তারিত

559. কোনটি প্রতিশব্দ নয় 'নিকেতন'

  • ক. বাটী
  • খ. নিবিড়
  • গ. আগার
  • ঘ. গৃহ

উত্তরঃ নিবিড়

বিস্তারিত

560. কোনটি প্রতিশব্দ নয় 'কামিনী'

  • ক. আত্মজ
  • খ. নারী
  • গ. সীমন্তিনী
  • ঘ. ভামিনী

উত্তরঃ আত্মজ

বিস্তারিত

561. কোনটি প্রতিশব্দ নয় 'লক্ষ্য'

  • ক. জটিল পথ
  • খ. অভীষ্ট
  • গ. মনজিল
  • ঘ. গন্তব্য

উত্তরঃ জটিল পথ

বিস্তারিত

562. কোনটি প্রতিশব্দ নয় 'হস্তী'

  • ক. দ্বীপ
  • খ. বিহঙ্গ
  • গ. মাতঙ্গ
  • ঘ. কুঞ্জর

উত্তরঃ বিহঙ্গ

বিস্তারিত

563. 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়--

  • ক. শৈবালিনী
  • খ. প্রবাহিনী
  • গ. ভামিনী
  • ঘ. তটিনী

উত্তরঃ ভামিনী

বিস্তারিত

564. কোনটি প্রতিশব্দ নয় 'নারী'

  • ক. আত্মজ
  • খ. ভামিনী
  • গ. কামিনী
  • ঘ. সামন্তিনী

উত্তরঃ আত্মজ

বিস্তারিত

565. কোনটি প্রতিশব্দ নয় 'হত'

  • ক. নষ্ট
  • খ. পয়োধি
  • গ. মৃত
  • ঘ. নাপিত

উত্তরঃ পয়োধি

বিস্তারিত

566. 'অশ্ব' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. বিভা
  • খ. তুরঙ্গ
  • গ. ঘোটক
  • ঘ. ঘোড়া

উত্তরঃ বিভা

বিস্তারিত

567. 'অভিরাম'-এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. অভিরুচি
  • খ. সাদৃশ্য
  • গ. রমণীয়
  • ঘ. অভিভূত

উত্তরঃ রমণীয়

বিস্তারিত

568. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. অর্ণব
  • খ. পারাবার
  • গ. স্রোতস্বিনী
  • ঘ. সাগর

উত্তরঃ স্রোতস্বিনী

বিস্তারিত

569. কোনটি 'ভানু' এর প্রতিশব্দ নয়?

  • ক. প্রভাকর
  • খ. শশী
  • গ. সূর্য
  • ঘ. রবি

উত্তরঃ শশী

বিস্তারিত

570. 'উদ্যত' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. বলিষ্ঠ
  • খ. সংকল্পবদ্ধ
  • গ. দুর্বিনীত
  • ঘ. অবিনীত

উত্তরঃ বলিষ্ঠ

বিস্তারিত

571. 'উপাধান' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. পরিচ্ছদ
  • খ. পোশাক
  • গ. দূত
  • ঘ. বালিশ

উত্তরঃ বালিশ

বিস্তারিত

572. 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. তামর
  • খ. মেদিনীধর
  • গ. মহীধর
  • ঘ. শৈল

উত্তরঃ তামর

বিস্তারিত

573. 'কোকিল' এর প্রতিশব্দ কি?

  • ক. বিভা
  • খ. কলকণ্ঠ
  • গ. কুণ্ডল
  • ঘ. করী

উত্তরঃ কলকণ্ঠ

বিস্তারিত

574. 'আকাশ' শব্দটির প্রতিশব্দ কোনগুলো?

  • ক. ধরিত্রী, মহী, মেদেনী
  • খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
  • গ. অণর, পাবক, বহ্নি
  • ঘ. অলক, কন্ডল, চিকুর

উত্তরঃ ব্যোম, অন্তরীক্ষ, শূন্য

বিস্তারিত

575. 'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?

  • ক. রাত্রি
  • খ. দুপুর
  • গ. সন্ধ্যা
  • ঘ. সকাল

উত্তরঃ সন্ধ্যা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects