বাগধারা ও প্রবাদ

'ঢাকের বায়া' অর্থ কি?

  • ক. অতিরঞ্জিত বাচন
  • খ. মূল্যহীন বস্তু
  • গ. অনুরোধ
  • ঘ. চির অশান্তি

উত্তরঃ মূল্যহীন বস্তু

বিস্তারিত

কোন বাগধারাটি 'দুর্বল' অর্থ প্রকাশক--

  • ক. কূপমণ্ডুক
  • খ. ঊনপাঁজুরে
  • গ. গোবর গণেশ
  • ঘ. অকাল কুষ্মাণ্ড

উত্তরঃ ঊনপাঁজুরে

বিস্তারিত

'কচুবনের কালাচাঁদ' বাগধারার অর্থ--

  • ক. কলির কেষ্ট
  • খ. কেতাদুরস্ত
  • গ. অপদার্থ
  • ঘ. ধূর্ত

উত্তরঃ অপদার্থ

বিস্তারিত

'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ কি?

  • ক. লজ্জা
  • খ. লাফালাফি
  • গ. লম্ফঝাপ
  • ঘ. বেহায়াপনা

উত্তরঃ বেহায়াপনা

বিস্তারিত

'ছাই চাপা আগুন' কোন অর্থ প্রকাশ করে?

  • ক. মন্দ ভাগ্য
  • খ. গোপন দোষ
  • গ. বদ মেজাজ
  • ঘ. গোপন গুণ

উত্তরঃ বদ মেজাজ

বিস্তারিত

'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ কি?

  • ক. ন্যাকামি
  • খ. অপদার্থ
  • গ. না জেনে কিছু করা
  • ঘ. মারা যাওয়া

উত্তরঃ ন্যাকামি

বিস্তারিত

'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?

  • ক. হাত কামড়ানো
  • খ. হাতের লক্ষী পায়ে ঠেলা
  • গ. হাতে মাথা কাটা
  • ঘ. কপালে হাত দেওয়া

উত্তরঃ কপালে হাত দেওয়া

বিস্তারিত

কোন বাগধারাটি 'সক্রিয় হওয়া' অর্থ জ্ঞাপক?

  • ক. গোঁ ধরা
  • খ. ঔষধ ধরা
  • গ. লাইন ধরা
  • ঘ. ঠোঁট কাটা

উত্তরঃ ঔষধ ধরা

বিস্তারিত

'ছেঁড়া চুলে খোপা বাঁধা' বাগধারাটির অর্থ কি?

  • ক. অকেজো লোক
  • খ. অসময়ে আবির্ভাব
  • গ. উপহাস
  • ঘ. পরকে আপন করার চেষ্টা

উত্তরঃ পরকে আপন করার চেষ্টা

বিস্তারিত

বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'একচোখা'--

  • ক. পক্ষপাতদুষ্ট
  • খ. প্রাচীনপন্থী
  • গ. ভণ্ড সাধু
  • ঘ. ধার্মিক

উত্তরঃ পক্ষপাতদুষ্ট

বিস্তারিত

বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'ধর্মের ষাঁড়'--

  • ক. অকর্মণ্য
  • খ. বেহায়া
  • গ. স্বার্থপর
  • ঘ. সুসময়ের বন্ধু

উত্তরঃ অকর্মণ্য

বিস্তারিত

'টীকাভাষ্য'- বাগধারাটির অর্থ কি?

  • ক. দীর্ঘ আলোচনা
  • খ. সংক্ষিপ্ত আলোচনা
  • গ. অর্থহীন কথা
  • ঘ. সদালাপ

উত্তরঃ দীর্ঘ আলোচনা

বিস্তারিত

'রুই কাতলা' বলতে বোঝায়--

  • ক. জ্ঞানী ব্যাক্তি
  • খ. পদস্থ ব্যাক্তি
  • গ. সম্মানিত ব্যাক্তি
  • ঘ. ক্ষমতাশালী ব্যাক্তি

উত্তরঃ ক্ষমতাশালী ব্যাক্তি

বিস্তারিত

'খোদার খাসি' বাগধারাটির অর্থ কি?

  • ক. অত্যন্ত অলস
  • খ. ভাবনাচিন্তাহীন
  • গ. অযাচিত
  • ঘ. ধনী ব্যাক্তি

উত্তরঃ ভাবনাচিন্তাহীন

বিস্তারিত

'কেঁচো গণ্ডূষ' অর্থ কি?

  • ক. নতুন করে আরম্ভ করা
  • খ. নিরেট মূর্খ
  • গ. সীমাবদ্ধ জ্ঞান
  • ঘ. বিপদজ্জনক পরিণতি

উত্তরঃ নতুন করে আরম্ভ করা

বিস্তারিত

'হাত জোড়া থাকা' বাগধারাটির অর্থ?

  • ক. চিন্তায় পড়া
  • খ. নিস্ক্রিয় হয়ে যাওয়া
  • গ. অলস থাকা
  • ঘ. কর্মব্যস্ত থাকা

উত্তরঃ কর্মব্যস্ত থাকা

বিস্তারিত

'হাত কামড়ানো' বাগধারাটির অর্থ কি?

  • ক. বদলা নেয়া
  • খ. আঘাতের হুমকি দেয়া
  • গ. চিন্তা করা
  • ঘ. আফসোস করা

উত্তরঃ আফসোস করা

বিস্তারিত

'হাড় জুড়ানো' বাগধারাটির অর্থ কি?

  • ক. আরোগ্য লাভ
  • খ. বিশ্রাম নেয়া
  • গ. মারা যাওয়া
  • ঘ. স্বস্তি লাভ করা

উত্তরঃ স্বস্তি লাভ করা

বিস্তারিত

'বাঘের মাসি' বাগধারাটির অর্থ কি?

  • ক. আরাম প্রিয় ব্যাক্তি
  • খ. গরিব মানুষ
  • গ. ধনী ব্যাক্তি
  • ঘ. ভয়াতুর

উত্তরঃ আরাম প্রিয় ব্যাক্তি

বিস্তারিত

'হরিহর আত্মা' -এর অর্থ--

  • ক. নিকটাত্মীয়
  • খ. সুসম্পর্ক
  • গ. একই মনোভাবাপন্ন
  • ঘ. অন্তরঙ্গ বন্ধুত্ব

উত্তরঃ অন্তরঙ্গ বন্ধুত্ব

বিস্তারিত

'স্বর্গে বাতি দেওয়া' বলতে কী বোঝায়?

  • ক. বংশের সুনাম বৃদ্ধি করা
  • খ. বংশ পরম্পরা
  • গ. বংশ রক্ষা করা
  • ঘ. বংশ বৃদ্ধি করা

উত্তরঃ বংশ রক্ষা করা

বিস্তারিত

'সাতকাহন' বাগধারার অর্থ কি?

  • ক. অলিক কথা
  • খ. সুখের সম্ভার
  • গ. স্বল্প পরিমাণ
  • ঘ. প্রচুর পরিমাণ

উত্তরঃ প্রচুর পরিমাণ

বিস্তারিত

'কলির সন্ধ্যা' বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়?

  • ক. সন্ধ্যাকুসুম
  • খ. দুঃখের সূচনা
  • গ. দুর্দিন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দুঃখের সূচনা

বিস্তারিত

'লক্কা পায়রা' বাগধারার সঠিক অর্থ কি?

  • ক. ফুলবাবু
  • খ. উল্টাফল
  • গ. কুচক্রী
  • ঘ. পলায়ন করা

উত্তরঃ ফুলবাবু

বিস্তারিত

'ফপর দালালি'- এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. ধনের অহংকার
  • খ. গায়ে পড়ে মাতব্বরী
  • গ. কাণ্ডজ্ঞানহীন
  • ঘ. ঠোঁট কাটা

উত্তরঃ গায়ে পড়ে মাতব্বরী

বিস্তারিত

'গড্ডালিকা প্রবাহ' এর অর্থ কি?

  • ক. সেচ্ছায় প্রবাহিত হওয়া
  • খ. অনুকরণ বিমুখিতা
  • গ. অনুকরণ প্রিয়তণ
  • ঘ. অন্ধ অনুকরণ

উত্তরঃ অন্ধ অনুকরণ

বিস্তারিত

'দুকান কাটা' বাগধারাটির অর্থ কি?

  • ক. অসুস্থ ব্যাক্তি
  • খ. নিরীহ ব্যাক্তি
  • গ. দাগি আসামি
  • ঘ. বেহায়া

উত্তরঃ বেহায়া

বিস্তারিত

‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?

  • ক. প্রহার করা
  • খ. সম্মান করা
  • গ. আদর করা
  • ঘ. সমাদর করা

উত্তরঃ প্রহার করা

বিস্তারিত

'কংস মামা' বলতে বুঝায়--

  • ক. নির্মম
  • খ. সৎ মামা
  • গ. আপন মামা
  • ঘ. নির্দয় আত্মীয়

উত্তরঃ নির্দয় আত্মীয়

বিস্তারিত

কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি?

  • ক. নির্মম
  • খ. কুপরামর্শ দেয়া
  • গ. কানে ভার দেয়া
  • ঘ. কানে পানি দেয়া

উত্তরঃ কুপরামর্শ দেয়া

বিস্তারিত

'ঊনপাজুরে' বাগধারাটির অর্থ কি?

  • ক. সুসময়
  • খ. সৌভাগ্যবান
  • গ. হতভাগ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ হতভাগ্য

বিস্তারিত

কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?

  • ক. টইটম্বুর
  • খ. কুপমণ্ডুক
  • গ. গৌরচন্দ্রিকা
  • ঘ. গনেশ উল্টান

উত্তরঃ গৌরচন্দ্রিকা

বিস্তারিত

বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'বকধার্মিক'--

  • ক. ভণ্ড
  • খ. প্রাচীনপন্থী
  • গ. উচ্ছৃঙ্খল
  • ঘ. অতি ধার্মিক

উত্তরঃ ভণ্ড

বিস্তারিত

'নির্মম'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

  • ক. মাছের মা
  • খ. বিষের পুটুলি
  • গ. অন্তর টিপুনী
  • ঘ. ইঁদুর কপালে

উত্তরঃ মাছের মা

বিস্তারিত

'হঠাৎ ধনী হওয়া'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

  • ক. অমাবশ্যার চাঁদ
  • খ. ছেলের হাতের মোয়া
  • গ. পোয়া বারো
  • ঘ. আঙুল ফুলে কলাগাছ

উত্তরঃ আঙুল ফুলে কলাগাছ

বিস্তারিত

'আমড়া কাঠের ঢেঁকি' বলতে বুঝায়--

  • ক. অকালপক্ক
  • খ. অলস
  • গ. অপদার্থ
  • ঘ. চাটুকার

উত্তরঃ অপদার্থ

বিস্তারিত

'বাগধারা' কোথায় আলোচিত হয়?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. শব্দতত্ত্বে
  • গ. রূপতত্ত্বে
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ বাক্যতত্ত্বে

বিস্তারিত

'বিবাগী' শব্দের অর্থ কি?

  • ক. বিশেষভাবে রুষ্ট
  • খ. রাগহীন
  • গ. প্রতিকূল
  • ঘ. উদাসীন

উত্তরঃ উদাসীন

বিস্তারিত

'বিষ নেই তার কুলোপনা চক্কর' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. যার কোন প্রকার ক্ষমতা নেই
  • খ. অন্তঃসার শূণ্য অবস্থা
  • গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
  • ঘ. অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন

উত্তরঃ অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন

বিস্তারিত

‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি?

  • ক. অতি আকাঙ্কিত বস্তু
  • খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
  • গ. অদৃষ্টের পরিহাস
  • ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি

উত্তরঃ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি

বিস্তারিত

'ভাতে মারা' এর অর্থ কি?

  • ক. ভাত খাইয়ে মারা
  • খ. অনাহারে রেখে মারা
  • গ. শূন্য ভাণ্ডার
  • ঘ. ভাত দিয়ে মারা

উত্তরঃ অনাহারে রেখে মারা

বিস্তারিত

'রাহুর দশা' অর্থ কি?

  • ক. মহা বিপদ
  • খ. ভালো দিন
  • গ. সুদিন
  • ঘ. দুর্দিন

উত্তরঃ দুর্দিন

বিস্তারিত

'হাত করা' অর্থ কি?

  • ক. হাতের প্যাঁচ
  • খ. অসার
  • গ. বশে আনা
  • ঘ. হস্ত

উত্তরঃ বশে আনা

বিস্তারিত

কোন বাগধারাটির অর্থ মরা?

  • ক. কেতা দুরস্ত
  • খ. কেউকাটা
  • গ. কানপাতলা
  • ঘ. অক্কা পাওয়া

উত্তরঃ অক্কা পাওয়া

বিস্তারিত

"কপটচারী" শব্দটির বাগধারা কোনটি?

  • ক. ফোপর দালালি
  • খ. ভূষণ্ডির কাক
  • গ. ভিজে বিড়াল
  • ঘ. হাড় হাজতে

উত্তরঃ ভিজে বিড়াল

বিস্তারিত

"চিনির পুতুল" এর অর্থ কি?

  • ক. কর্মবিমুখ
  • খ. পরিশ্রমকাতর
  • গ. দক্ষকর্মী
  • ঘ. পরিশ্রমী

উত্তরঃ পরিশ্রমকাতর

বিস্তারিত

“উড়ো চিঠি” এর অর্থ কি?

  • ক. বিমানযোগে আসা পত্র
  • খ. ডাকযোগে আসা পত্র
  • গ. গোপনীয় পত্র
  • ঘ. বেনামী পত্র

উত্তরঃ বেনামী পত্র

বিস্তারিত

"কৃপণের কড়ি"- কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

  • ক. যক্ষের ধন
  • খ. মিছরির ছুরি
  • গ. মণিকাঞ্চন
  • ঘ. শাপে বর

উত্তরঃ যক্ষের ধন

বিস্তারিত

'ভূতের বেগার' বাগধারা কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. অসম্ভব ঘটনা
  • খ. সর্বনাশ
  • গ. অযথা শ্রম
  • ঘ. অসম্ভব খাটুনি

উত্তরঃ অযথা শ্রম

বিস্তারিত

কোন বাগধারা দু'টি সম্পূর্ণ ভিন্নার্থক?

  • ক. সাপে-নেউলে/দা-কুমড়া
  • খ. পটল তোলা/অক্কা পাওয়া
  • গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া
  • ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি

উত্তরঃ ঢাকের কাঠি/ঢাকের বায়া

বিস্তারিত

'খণ্ড প্রলয়' বাগধারাটির অর্থ কি?

  • ক. অল্প নড়াচড়া
  • খ. ছোটখাট ঝগড়া
  • গ. ভাষা ব্যাপার
  • ঘ. ভাসা ঝড়

উত্তরঃ ছোটখাট ঝগড়া

বিস্তারিত

'বিধির বিড়ম্বনা'- এর অর্থ কি?

  • ক. আট কপালে
  • খ. অদৃষ্টের পরিহাস
  • গ. অগ্নি পরীক্ষা
  • ঘ. অলক্ষীর দশা

উত্তরঃ অদৃষ্টের পরিহাস

বিস্তারিত

'অকালপক্ক' এর বাগধারার অর্থ কোনটি?

  • ক. ইচঁড়ে পাকা
  • খ. গোড়ায় পাকা
  • গ. গাছে পাকা
  • ঘ. অসময়ে পাকা

উত্তরঃ ইচঁড়ে পাকা

বিস্তারিত

বাগধারা বলতে বুঝি--

  • ক. বিশুদ্ধ উচ্চারণ
  • খ. বাগাড়ম্বরপূর্ণ বাক্য
  • গ. শব্দ বা সমষ্টির বিশিষ্ট প্রয়োগ
  • ঘ. কথা বলার ধরন

উত্তরঃ শব্দ বা সমষ্টির বিশিষ্ট প্রয়োগ

বিস্তারিত

উলু খাগড়া বলতে কি বোঝায়?

  • ক. যাচ্ছে তাই
  • খ. অলক্ষণে
  • গ. অসম্ভব বস্তু
  • ঘ. নিরীহ প্রজা

উত্তরঃ নিরীহ প্রজা

বিস্তারিত

নিচের কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয়?

  • ক. চোখের পর্দা
  • খ. চোখের বালি
  • গ. চোখের জল
  • ঘ. চোখের মণি

উত্তরঃ চোখের পর্দা

বিস্তারিত

উভয় সংকট বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

  • ক. দু'মুখো সাপ
  • খ. শাঁখের করাত
  • গ. দা কুমড়ো
  • ঘ. অহিনকুল সম্বন্ধ

উত্তরঃ শাঁখের করাত

বিস্তারিত

নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থুবাচক?

  • ক. বর্ণোচোরা আম, ভিজেবিড়াল
  • খ. ভরাডুবি, ভুতের বেগার
  • গ. দু মুখো সাপ, ধরি মাছ না ছুঁই পানি
  • ঘ. তাষের ঘর, ভূষণ্ডির কাক

উত্তরঃ বর্ণোচোরা আম, ভিজেবিড়াল

বিস্তারিত

'বাঁ হাতের ব্যাপার' বলতে বুঝানো হয়?

  • ক. বাম হাতের কাজ
  • খ. ঘুষ গ্রহণ
  • গ. কোনো ব্যক্তির শক্তি
  • ঘ. চাটুকারী

উত্তরঃ ঘুষ গ্রহণ

বিস্তারিত

নিচের কোন বাগধারাটি অতিরিক্ত চালবাজি অর্থ বুঝাচ্ছে?

  • ক. বকধার্মিক
  • খ. বিড়াল তপস্বী
  • গ. দু মুখো সাপ
  • ঘ. ফপর দালালি

উত্তরঃ ফপর দালালি

বিস্তারিত

'নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?

  • ক. কুটিল
  • খ. দলপতি
  • গ. একগুয়ে
  • ঘ. সামান্য

উত্তরঃ একগুয়ে

বিস্তারিত

নিচের কোন বাগধারাটির অর্থ 'অর্থের কু প্রভাব'?

  • ক. তামার বিষ
  • খ. নয় ছয়
  • গ. এলাহি কাণ্ড
  • ঘ. উড়নচণ্ডী

উত্তরঃ তামার বিষ

বিস্তারিত

'তালকানা' এর অর্থ কি?

  • ক. বেহায়া
  • খ. বেতাল হওয়া
  • গ. শ্রমবিমুখ
  • ঘ. নিরেট মূর্খ

উত্তরঃ বেতাল হওয়া

বিস্তারিত

ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি?

  • ক. সুযোগমত কাজ করা
  • খ. অতিরিক্ত চালবাজি
  • গ. অভাব চাপা রাখা
  • ঘ. কৌশলে কার্যোদ্ধার

উত্তরঃ অভাব চাপা রাখা

বিস্তারিত

নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়?

  • ক. চোখের পর্দা
  • খ. কান পাতলা
  • গ. ফোড়ন দেওয়া
  • ঘ. ঠোঁট কাটা

উত্তরঃ চোখের পর্দা

বিস্তারিত

'নিচের কোন বাগধারাটি চুরি করা' অর্থে ব্যবহৃত হয়?

  • ক. চোখের বালি
  • খ. চক্ষুদান করা
  • গ. চোখের পর্দা
  • ঘ. তাল কানা

উত্তরঃ চক্ষুদান করা

বিস্তারিত

'গোয়ার গোবিন্দ' অর্থ কি?

  • ক. নিত্তান্ত অলস
  • খ. চাটুকার
  • গ. নির্বোধ
  • ঘ. নির্বোধ অথবা হটকারী

উত্তরঃ নির্বোধ অথবা হটকারী

বিস্তারিত

'অন্ধ অনুকরণ' নিচের কোনটির অর্থ?

  • ক. গড্ডলিকা প্রবাহ
  • খ. গদাই লস্করী চাল
  • গ. গায়ে ফু দিয়ে বেড়ানো
  • ঘ. নেই আকড়া

উত্তরঃ গড্ডলিকা প্রবাহ

বিস্তারিত

'কেউ কাটা' অর্থ কি?

  • ক. বুদ্ধিমান
  • খ. অগ্রসর
  • গ. সামান্য
  • ঘ. অলস

উত্তরঃ সামান্য

বিস্তারিত

নিচের কোনটি 'পরিপাটি' অর্থব্যাপক?

  • ক. কেতা দুরস্ত
  • খ. গড্ডলিকা প্রবাহ
  • গ. গদাই লস্করী চাল
  • ঘ. গোবর গনেশ

উত্তরঃ কেতা দুরস্ত

বিস্তারিত

নিচের কোনটি 'তীব্রজ্বালা' অর্থ বুঝাচ্ছে?

  • ক. গলগ্রহ
  • খ. চিনির বলদ
  • গ. কেচোঁগণ্ডস
  • ঘ. কুল কাঠের আগুন

উত্তরঃ কুল কাঠের আগুন

বিস্তারিত

'কূপমণ্ডুক' বাগধারাটির অর্থ কি?

  • ক. অসম্ভব বস্তু
  • খ. ঘরকুনো
  • গ. গুরত্বহীন বিষয়
  • ঘ. পুনরায় আরম্ভ

উত্তরঃ ঘরকুনো

বিস্তারিত

নিচের বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক?

  • ক. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  • খ. অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
  • গ. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
  • ঘ. অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস

উত্তরঃ অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়

বিস্তারিত

'আটকপালে'- এর অর্থ কি?

  • ক. ভালো ভাগ্য
  • খ. অপদার্থ
  • গ. হতভাগ্য
  • ঘ. অত্যন্ত গরীব

উত্তরঃ হতভাগ্য

বিস্তারিত

নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়?

  • ক. অদৃষ্টের পরিহাস
  • খ. অকূল পাথার
  • গ. অগ্নিশর্মা
  • ঘ. আটকপালে

উত্তরঃ অকূল পাথার

বিস্তারিত

বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়?

  • ক. তিন ভাগে
  • খ. পাঁচ ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. দুই ভাগে

উত্তরঃ দুই ভাগে

বিস্তারিত

'অক্কা পাওয়া'- এর অর্থ কি?

  • ক. বেঁচে যাওয়া
  • খ. মারা যাওয়া
  • গ. জ্ঞান ফেরা
  • ঘ. সচেতন হওয়া

উত্তরঃ মারা যাওয়া

বিস্তারিত

নিচের কোনটি 'অগস্ত্য যাত্রা' বাগধারার অর্থ?

  • ক. সাময়িক যাত্রা
  • খ. মারা যাওয়া
  • গ. চিরদিনের জন্য প্রস্থান
  • ঘ. যাত্রাপথে বাধা

উত্তরঃ চিরদিনের জন্য প্রস্থান

বিস্তারিত

অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক

  • ক. ইতর বিশেষ
  • খ. ইচড়ে পাকা
  • গ. আক্কেল গুড়ুম
  • ঘ. উড়নচণ্ডী

উত্তরঃ উড়নচণ্ডী

বিস্তারিত

অরণ্যে রোদন- বাগধারাটির অর্থ কি?

  • ক. বনে রোদন
  • খ. নীরবে কান্না
  • গ. নিষ্ফল আবেদন
  • ঘ. দুর্লভ বস্তু

উত্তরঃ নিষ্ফল আবেদন

বিস্তারিত

বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে কি বলে?

  • ক. যোগ্যতা
  • খ. অপকর্ষ
  • গ. উৎকর্ষ
  • ঘ. রীতি সিদ্ধ প্রয়োগ

উত্তরঃ রীতি সিদ্ধ প্রয়োগ

বিস্তারিত

বাগধারা ভাষা বিশেষের কি?

  • ক. অংশ
  • খ. ঐতিহ্য
  • গ. বিশেষ অংশ
  • ঘ. সংযুক্তি

উত্তরঃ ঐতিহ্য

বিস্তারিত

এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না- এই বাক্যে পাকা শব্দের অর্থ কি?

  • ক. স্থায়ী
  • খ. পরিপক্ক
  • গ. দক্ষ
  • ঘ. শত্রুতা

উত্তরঃ দক্ষ

বিস্তারিত

এবার গিন্নীর মুখ ছুটেছে- এই বাক্যে 'মুখ' শব্দটি কি অর্থ প্রকাশ করে?

  • ক. গালমন্দ করা
  • খ. মুখের স্বাদ নষ্ট হওয়া
  • গ. সম্মান বাঁচানো
  • ঘ. গালিগালাজ আরম্ভ

উত্তরঃ গালিগালাজ আরম্ভ

বিস্তারিত

জ্যাঠামি করো না- এই বাক্যে জ্যাঠামি শব্দটির অর্থের-

  • ক. উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে
  • খ. অপকর্ষ ঘটেছে
  • গ. অর্থ সংকোচন হয়েছে
  • ঘ. অর্থান্তর হয়েছে

উত্তরঃ অপকর্ষ ঘটেছে

বিস্তারিত

শ্রী রামকৃষ্ণ পরমহংস এই বাক্যে পরমহংস শব্দটির-

  • ক. অপ্রকর্ষ হয়েছে
  • খ. উৎকর্ষ প্রাপ্তি
  • গ. অর্থান্তর ব্যাপ্তি
  • ঘ. অর্থ সংকোচন

উত্তরঃ উৎকর্ষ প্রাপ্তি

বিস্তারিত

ইনি আমার বৈবাহিক- এই বাক্যে বৈবাহিক শব্দের অর্থ-

  • ক. সংকোচন হয়েছে
  • খ. উৎকর্ষ হয়েছে
  • গ. অপকর্ষ হয়েছে
  • ঘ. অর্থ সংকোচন

উত্তরঃ সংকোচন হয়েছে

বিস্তারিত

যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয়, তাদের কি বলে?

  • ক. বাচ্যার্থ
  • খ. উৎকর্ষ
  • গ. লক্ষ্যার্থ
  • ঘ. যোগ্যতা

উত্তরঃ লক্ষ্যার্থ

বিস্তারিত

শব্দের আভিধানিক অর্থই হল-

  • ক. বাচ্যার্থ
  • খ. লক্ষ্যার্থ
  • গ. উৎকর্ষ
  • ঘ. যোগ্যতা

উত্তরঃ বাচ্যার্থ

বিস্তারিত

শব্দের ব্যবহার দুই প্রকার। যথা-

  • ক. আকাঙ্ক্ষা, আসত্তি
  • খ. বাচ্যার্থ, লক্ষ্যার্থ
  • গ. ক্রিয়া, কর্ম
  • ঘ. যোগ্যতা, অভিব্যক্তি

উত্তরঃ বাচ্যার্থ, লক্ষ্যার্থ

বিস্তারিত

সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

  • ক. কেউকাটা
  • খ. একাদশে বৃহস্পতি
  • গ. এলাহী কাণ্ড
  • ঘ. গোঁফ খেজুরে

উত্তরঃ একাদশে বৃহস্পতি

বিস্তারিত

যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে- প্রবাদ বাক্যে তাকে কি বলে?

  • ক. কচুবনের কালাচাঁদ
  • খ. যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল
  • গ. বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী
  • ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট

উত্তরঃ বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী

বিস্তারিত

'হায়রে আমড়া কেবলে আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?

  • ক. অন্তসারশূন্য অবস্থা
  • খ. সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন
  • গ. বরের ঘরের মাসী, কনের ঘরের পিসী
  • ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট

উত্তরঃ অন্তসারশূন্য অবস্থা

বিস্তারিত

বাগধারা বা বাগ্বিধি কোন শব্দ বা শব্দগুছের--

  • ক. আভিধানিক অর্থ প্রকাশ করে
  • খ. বিশেষ অর্থ প্রকাশ করে
  • গ. আক্ষরিক অর্থ প্রকাশ করে
  • ঘ. অতিরিক্ত অর্থ প্রকাশ করে

উত্তরঃ বিশেষ অর্থ প্রকাশ করে

বিস্তারিত

“উনপঞ্চাশ বায়ু” বাগধারার অর্থ কী?

  • ক. পাগলামী
  • খ. বিরক্তি
  • গ. বদমেজাজ
  • ঘ. হিংসা

উত্তরঃ পাগলামী

বিস্তারিত

‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ-

  • ক. আত্মসম্মান রক্ষা করা
  • খ. পক্ষপাতদুষ্ট
  • গ. পৃষ্ঠপোষককে সমর্থন
  • ঘ. অন্যের অনুরকণ

উত্তরঃ আত্মসম্মান রক্ষা করা

বিস্তারিত

'গাছপাথর' বাগধারাটির অর্থ-

  • ক. ভূমিকা করা
  • খ. হিসাব-নিকাশ
  • গ. অসম্ভব বস্তু
  • ঘ. বাড়াবাড়ি

উত্তরঃ হিসাব-নিকাশ

বিস্তারিত

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-

  • ক. কপট ব্যাক্তি
  • খ. ঘনিষ্ট সম্পর্ক
  • গ. হতভাগ্য
  • ঘ. মোসাহেব

উত্তরঃ মোসাহেব

বিস্তারিত

'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী?

  • ক. শুরু করা
  • খ. তাড়াতাড়ি শেষ করা
  • গ. বিশ্রাম করা
  • ঘ. শেষ বিদায়

উত্তরঃ শেষ বিদায়

বিস্তারিত

অন্ধকার দেখা---

  • ক. দুর্লোভ বস্তু
  • খ. হতবুদ্ধি
  • গ. দৃষ্টি শক্তিহীন
  • ঘ. স্বার্থে আঘাত লাগা

উত্তরঃ হতবুদ্ধি

বিস্তারিত

আকাশ ভেঙ্গে পড়া---

  • ক. হঠাৎ বিপদ হওয়া
  • খ. আশ্চর্য্য হওয়া
  • গ. মন্দ ভাগ্য
  • ঘ. কঠিন পরীক্ষা

উত্তরঃ হঠাৎ বিপদ হওয়া

বিস্তারিত

'আগড়ম বাগড়ম' বাগধারার অর্থ---

  • ক. সুন্দর কথা
  • খ. প্রচুর কথা
  • গ. রাগের কথা
  • ঘ. অর্থহীন কথা

উত্তরঃ অর্থহীন কথা

বিস্তারিত

'কান কাটা'--

  • ক. ধার্মিক
  • খ. ভণ্ড সাধু
  • গ. বেহায়া
  • ঘ. পক্ষপাতদুষ্ট

উত্তরঃ বেহায়া

বিস্তারিত

'কাষ্ঠ হাসি' বাগধারাটির অর্থ-

  • ক. স্বেচ্ছাচারী
  • খ. বিত্তশালী
  • গ. শুকনো হাসি
  • ঘ. গন্ডমূর্খ

উত্তরঃ শুকনো হাসি

বিস্তারিত

'কেঁচো গণ্ডুস' বাগধারাটির অর্থ কী?

  • ক. পুনরায়
  • খ. নতুন করে শুরু
  • গ. অভিষেক
  • ঘ. ভূমিকা করা

উত্তরঃ নতুন করে শুরু

বিস্তারিত

'ফাঁকা আওয়াজে কাজ আদায়'--- এর সমার্থক বাগধারা কোনটি?

  • ক. কলকাঠি নাড়া
  • খ. কুপোকাত
  • গ. কালে ভদ্রে
  • ঘ. কথায় চিড়া ভিজা

উত্তরঃ কথায় চিড়া ভিজা

বিস্তারিত

'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

  • ক. সুখের পায়রা
  • খ. খোদার খাসি
  • গ. যক্ষের ধন
  • ঘ. বসন্তের কোকিল

উত্তরঃ খোদার খাসি

বিস্তারিত

'গৌরচন্দ্রিকা' বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. বাড়তি বোঝা
  • খ. রূপের মোহ
  • গ. ভূমিকা
  • ঘ. ফিটফাট

উত্তরঃ ভূমিকা

বিস্তারিত

'ঘাটের মড়া' বাগধারাটির অর্থ কী-

  • ক. দৃঢ় পণ
  • খ. অকাজে সময় নষ্ট
  • গ. অতি বৃদ্ধ
  • ঘ. ভারবাহী

উত্তরঃ অতি বৃদ্ধ

বিস্তারিত

'ঘটিরাম' বাগধারাটির অর্থ-

  • ক. ভন্ড ধার্মিক
  • খ. নেকামি
  • গ. বড় মুখ
  • ঘ. বক্ ধার্মিক

উত্তরঃ নেকামি

বিস্তারিত

"দু কান কাটা" বাগধারাটির অর্থ-

  • ক. বেহায়া
  • খ. দাগী আসামী
  • গ. নিরিহ ব্যাক্তি
  • ঘ. অসুস্থ ব্যাক্তি

উত্তরঃ বেহায়া

বিস্তারিত

'সেচ্ছাচারী ব্যাক্তি' বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

  • ক. ধর্মের ষাঁড়
  • খ. পোয়া বারো
  • গ. রাহুর দশা
  • ঘ. বুদ্ধির ঢেকি

উত্তরঃ ধর্মের ষাঁড়

বিস্তারিত

'নাটের গুরু' বাগধারাটির অর্থ-

  • ক. খল নায়ক
  • খ. নাট্য গুরু
  • গ. মূল নায়ক
  • ঘ. গুরু

উত্তরঃ মূল নায়ক

বিস্তারিত

'পাথরে পাঁচ কিল' বাগধারাটির অর্থ কী?

  • ক. অতিরিক্ত সুবিধা
  • খ. সর্বস্বান্ত হওয়া
  • গ. সুখের সময়
  • ঘ. ধাক্কা সামলানো

উত্তরঃ সুখের সময়

বিস্তারিত

'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ কী?

  • ক. ক্ষমতাসীন পার্টি
  • খ. বিরোধী পার্টি
  • গ. কদরহীন লোক
  • ঘ. নিকৃষ্ট লোক

উত্তরঃ কদরহীন লোক

বিস্তারিত

'বক দেখানো' বাগধারাটির অর্থ কী?

  • ক. কথায় পটু
  • খ. পড়ুয়া
  • গ. অশোভনভাবে বিদ্রুপ করা
  • ঘ. মতিচ্ছন্ন হওয়া

উত্তরঃ অশোভনভাবে বিদ্রুপ করা

বিস্তারিত

নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?

  • ক. বকধার্মিক-বিড়াল তপস্বী
  • খ. মনিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
  • গ. ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
  • ঘ. অন্ধের ষষ্টি -অন্ধের নড়ি

উত্তরঃ ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি

বিস্তারিত

"ভিজা বিড়াল" বাগধারাটির অর্থ কী?

  • ক. কপট
  • খ. কৃপণ
  • গ. কুৎসিত
  • ঘ. কণ্টক

উত্তরঃ কপট

বিস্তারিত

'শ্রীঘর' এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী?

  • ক. সুদৃশ্য ঘর
  • খ. বৈঠকখানা
  • গ. জেলখানা
  • ঘ. সরাইখানা

উত্তরঃ জেলখানা

বিস্তারিত

সাপে নেউলে শব্দের অর্থ কী?

  • ক. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
  • খ. সাপের লেজ
  • গ. শত্রুতা
  • ঘ. কোনটিই না

উত্তরঃ শত্রুতা

বিস্তারিত

নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

  • ক. সুখের পায়রা
  • খ. শরতের শিশির
  • গ. দুধের মাছি
  • ঘ. লক্ষীর বরযাত্রী

উত্তরঃ সুখের পায়রা

বিস্তারিত

'হাতের পাঁচ' এর অর্থ কোনটি?

  • ক. নিকট জন
  • খ. পরমাত্মীয়
  • গ. বন্ধু
  • ঘ. শেষ সম্বল

উত্তরঃ শেষ সম্বল

বিস্তারিত

উড়নচণ্ডী

  • ক. অমিতব্যয়ী
  • খ. উচ্ছৃঙ্খল
  • গ. অবাধ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অমিতব্যয়ী

বিস্তারিত

পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে- প্রবচনটির অর্থ কী?

  • ক. মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
  • খ. উচ্চ শ্রেণীর ব্যাক্তির সাথে বসে খাওয়া
  • গ. সুদিন ফিরে আসা
  • ঘ. বিপদে পড়ে কাজ করা

উত্তরঃ বিপদে পড়ে কাজ করা

বিস্তারিত

গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ কোন প্রবাদের সাহায্যে বোঝান যায়?

  • ক. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
  • খ. অসারের তর্যন গর্যন সার
  • গ. কানা ছেলার নাম পদ্মলোচন
  • ঘ. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি

উত্তরঃ অসারের তর্যন গর্যন সার

বিস্তারিত

‘চেনা বামুনের পৈতা লাগে না।’-প্রবাদের অর্থ হলো-

  • ক. স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না
  • খ. চেনা বামুন পৈতা পরেন না
  • গ. পৈতা দিয়ে বামুনকে চেনা যায়
  • ঘ. পৈতা পরলেই বামুন হয় না

উত্তরঃ স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না

বিস্তারিত

‘ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-

  • ক. মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
  • খ. ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
  • গ. বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
  • ঘ. যাতে প্রচুর ফল লাভ হয়

উত্তরঃ বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না

বিস্তারিত

‘কাটা দিয়ে কাঁটা তোলা’-প্রবাদটির অর্থ কি?

  • ক. শত্রু দিয়ে শত্রু নাশ
  • খ. একের দায় অন্যের ঘাড়ে চাপানো
  • গ. অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার
  • ঘ. নিজের স্বার্থ দেখা

উত্তরঃ শত্রু দিয়ে শত্রু নাশ

বিস্তারিত

‘বুকে বসে দাড়ি উপড়ানো’ অর্থ কি?

  • ক. আকস্মিক সুযোগ লাভ
  • খ. বিপুল ক্ষতিসাধন করা
  • গ. স্বার্থপরতা দেখান
  • ঘ. আশ্রয়দাতার অনিষ্ট করা

উত্তরঃ আশ্রয়দাতার অনিষ্ট করা

বিস্তারিত

‘শত্রুকে অতি যত্নে পালন করা।’-এর উপযুক্ত প্রবাদ বাক্য কোনটি?

  • ক. পরের ধরে পোদ্দারী
  • খ. তিলকে তাল করা
  • গ. ধরাকে সরা জ্ঞান করা
  • ঘ. দুধ কলা দিয়ে কালসাপ পোষা

উত্তরঃ দুধ কলা দিয়ে কালসাপ পোষা

বিস্তারিত

‘শত্রু লোকের পাল্লায় পড়া।’-বাক্যের পরিবর্তে কোন প্রবাদ বাক্য ব্যবহৃত হয়?

  • ক. ঠেলার নাম বাবাজী
  • খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  • গ. খাল কেটে কুমির আনা
  • ঘ. বজ্র আাঁটুনি ফসকা গেঁরো

উত্তরঃ ঠেলার নাম বাবাজী

বিস্তারিত

‘উভয় সংকট’এর প্রবাদ হল-

  • ক. কিল খেয়ে কিল চুরি
  • খ. গাছে না উটতেই এক কাঁদি
  • গ. কুল রাখি না শ্যাম রাখি
  • ঘ. ঘর থাকতে বাবুই ভেজা

উত্তরঃ কুল রাখি না শ্যাম রাখি

বিস্তারিত

‘সামান্য অবস্থা থেকে বিপুল সম্পদের মালিক হওয়া’ অর্থে প্রবাদ কোনটি?

  • ক. এক ঢিলে দুই পাখি মারা
  • খ. আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া
  • গ. পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা
  • ঘ. কাঁটা দিয়ে কাঁটা তোলা

উত্তরঃ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া

বিস্তারিত

‘পাপ কখনো গোপন থাকে না’ অর্থে প্রবাদ কোনটি?

  • ক. কড়িতে বাঘের দুধ মিলে
  • খ. অতি লোভে তাঁতী নষ্ট
  • গ. অভাবে স্বভাব নষ্ট
  • ঘ. ধর্মের ঢাক আপনি বাজে

উত্তরঃ ধর্মের ঢাক আপনি বাজে

বিস্তারিত

‘যে সহে সে রহে।’-এর সমার্থক প্রবাদ কোনটি

  • ক. সবুরে মেওয়া ফলে
  • খ. যার লাঠি তার মাটি
  • গ. জোর যার মূল্লুক তার
  • ঘ. বুদ্ধি যার বল তার

উত্তরঃ সবুরে মেওয়া ফলে

বিস্তারিত

‘মুখে বড় বড় কথা; কিন্তু কাজের বেলায় কিছুই না।’-এর প্রবাদ কোনটি?

  • ক. যত গর্জে তত বর্ষে না
  • খ. গাঁয়ে মানে না আপনি মোড়ল
  • গ. পরের ধনে পোদ্দারী
  • ঘ. কথায় খই ফোটে

উত্তরঃ যত গর্জে তত বর্ষে না

বিস্তারিত

‘গোপনে কাজ করা’-এর প্রবাদ হল-

  • ক. ঠেলার নাম বাবাজী
  • খ. তিলকে তাল করা
  • গ. ডুবে ডুবে জল খাওয়া
  • ঘ. ছাই ফেলতে ভাঙ্গা কুলা

উত্তরঃ ডুবে ডুবে জল খাওয়া

বিস্তারিত

‘বিপদ একবারেই শেষ হয় না’।-এর প্রবাদ বাক্য কোনটি?

  • ক. এক মাঘে শীত যায় না
  • খ. গেঁয়ো যোগী ভিখ পায় না
  • গ. সস্তার তিন অবস্থা
  • ঘ. নুন খাই যার গুণ গাই তার

উত্তরঃ এক মাঘে শীত যায় না

বিস্তারিত

‘চোরা না শুনে ধর্মের কাহিনী।’ প্রবাদের অর্থ কোনটি?

  • ক. আইন অমান্য করে পদের জোরে আধিপত্য
  • খ. সুযোগ পেলেই কিছু করা
  • গ. শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না
  • ঘ. বিপদ একবারেই শেষ হয়ে যায় না

উত্তরঃ শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না

বিস্তারিত

‘যত দোষ নন্দ ঘোষ।’-অর্থ কোনটি?

  • ক. শক্তির কাছে সবাই নত
  • খ. অভাবে স্বভাব নষ্ট
  • গ. অপ্রসঙ্গিক প্রসঙ্গে
  • ঘ. সবার দোষ একজনের ঘাড়ে চাপানো

উত্তরঃ সবার দোষ একজনের ঘাড়ে চাপানো

বিস্তারিত

‘মশা মারতে কামান দাগা’-অর্থ কি?

  • ক. অতি বাড়াবাড়িতে বুঝা যায়, ভেতরে কোন মতলব আছে
  • খ. ইচ্ছা করে দুঃখকে ডেকে আনা
  • গ. লাভের আশায় বিপদে পড়া
  • ঘ. সামান্য কাজের জন্য বিরাট আয়োজন

উত্তরঃ সামান্য কাজের জন্য বিরাট আয়োজন

বিস্তারিত

‘যেমন কুকুর তেমন মুগুর।’-প্রবনের অর্থ কোনটি?

  • ক. লাভের আশায় বিপদে পড়া
  • খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গিক কোন কিছু
  • গ. যেমন দুর্বৃত্ত তেমন শাসনকর্তা
  • ঘ. যে দরে কেনা সে দরে বেচা

উত্তরঃ যেমন দুর্বৃত্ত তেমন শাসনকর্তা

বিস্তারিত

‘উপস্থিত সুযোগ ত্যাগ করা।’-এটি কোন প্রবাদের অর্থ?

  • ক. হাতের পাঁচ আঙ্গুল সমান নয়
  • খ. জোর যার মুল্লুক তার
  • গ. হাতের লক্ষী পায়ে ঠেলা
  • ঘ. বিনা মেঘে বজ্রপাত

উত্তরঃ হাতের লক্ষী পায়ে ঠেলা

বিস্তারিত

‘চোর পালালে বুদ্ধি বাড়ে।’-প্রবচনের অর্থ কোনটি?

  • ক. সর্বনাশ করার ইচ্ছা
  • খ. লাভের হিসেব না রাখা
  • গ. হাতছাড়া হবার পর চিন্তা করা
  • ঘ. পাওয়ার আগে ভোগের আয়োজন

উত্তরঃ হাতছাড়া হবার পর চিন্তা করা

বিস্তারিত

‘উলুবনে মুক্তা ছড়ানো।’-এ প্রবাদ বাক্যটির সঠিক অর্থ কোনটি?

  • ক. নিষ্প্রয়োজনে মূল্যবান কিছু দেওয়া
  • খ. বনে টাকা-পয়সা ছড়ানো
  • গ. অপাত্রে কোন কিছু দান করা
  • ঘ. অস্থানে কিছু বলা

উত্তরঃ অপাত্রে কোন কিছু দান করা

বিস্তারিত

‘বজ্র আঁটুনি ফস্কা গেঁরো।’-কথাটির অর্থ কি?

  • ক. বোকামি করা
  • খ. অসাবধানতা
  • গ. বেশি সচেতনতা
  • ঘ. কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা

উত্তরঃ কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা

বিস্তারিত

‘কানা ছেলের নাম পদ্মলোচন।’-এর অর্থ কোনটি?

  • ক. যার যে গুণ, সে গুণের কদর করা
  • খ. যার যে গুণই নাই, সে গুণের কথা বলা
  • গ. গুণহীনকে গুণ অর্জন করতে বলা
  • ঘ. অন্ধত্ব নিবারণে পদ্মফুল উপকারী

উত্তরঃ যার যে গুণই নাই, সে গুণের কথা বলা

বিস্তারিত

‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ-

  • ক. বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
  • খ. বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
  • গ. বহু প্রত্যাশিত অর্জন
  • ঘ. বিরাট আয়োজন

উত্তরঃ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন

বিস্তারিত

‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-

  • ক. নিঃস্ব ব্যক্তি
  • খ. সৎ ব্যক্তি
  • গ. তোষামোদকারী
  • ঘ. খুব অনুগত ব্যক্তি

উত্তরঃ খুব অনুগত ব্যক্তি

বিস্তারিত

‘খাল কেটে কুমির আনা’-কথাটির অর্থ কি?

  • ক. বিপদের ওপর বিপদ
  • খ. সংসারে বিবাদ বাঁধানো
  • গ. সাহায্যের আশা দিয়ে না করা
  • ঘ. নিজের দোষে বিপদ ডেকে আনা

উত্তরঃ নিজের দোষে বিপদ ডেকে আনা

বিস্তারিত

‘গোল্লায় যাওয়া’ প্রবাদটি কি অর্থ বহন করে?

  • ক. নষ্ট হওয়া
  • খ. ভার হওয়া
  • গ. গোলাকার হওয়া
  • ঘ. লাভে অনধিকারী

উত্তরঃ নষ্ট হওয়া

বিস্তারিত

‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক বাগধারা কোনটি?

  • ক. দহরম-মহরম
  • খ. কেতা দুরস্ত
  • গ. সোনায় সোহাগা
  • ঘ. শিরে সংক্রান্তি

উত্তরঃ সোনায় সোহাগা

বিস্তারিত

‘কৈ মাছের প্রাণ’ প্রবাদটির অর্থ কি?

  • ক. অতিবৃদ্ধ
  • খ. যা সহজে মরে না
  • গ. ভীষণ ব্যাপার
  • ঘ. দীর্ঘস্থায়ী বস্তু

উত্তরঃ যা সহজে মরে না

বিস্তারিত

‘উড়োচিঠি’ কোনটি?

  • ক. কুয়েত থেকে চিঠি
  • খ. সিঙ্গাপুরের চিঠি
  • গ. বিমানযোগে চিঠি
  • ঘ. বেনামী চিঠি

উত্তরঃ বেনামী চিঠি

বিস্তারিত

“ডান হাতের ব্যাপার”-এর অর্থ কোনটি?

  • ক. চুরি করা
  • খ. ঘুষ গ্রহণ
  • গ. ভোজন করা
  • ঘ. দন্ড দেয়া

উত্তরঃ ভোজন করা

বিস্তারিত

“কল্কে পাওয়া” বাগধারার অর্থ কোনটি?

  • ক. পাত্তা পাওয়া
  • খ. নেশায় পাওয়া
  • গ. কিনারা পাওয়া
  • ঘ. কল্কির স্বভাব পাওয়া

উত্তরঃ পাত্তা পাওয়া

বিস্তারিত

‘চিনির বলদ’ কথাটির অর্থ কি?

  • ক. লজ্জাহীন
  • খ. অযথা সময় নষ্ট
  • গ. ভারবাহী কিন্তু ফলভোগী নয়
  • ঘ. অত্যন্ত পরিশ্রমী

উত্তরঃ ভারবাহী কিন্তু ফলভোগী নয়

বিস্তারিত

এখন তার- ধুলোমুটোও সোনামুটো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে?

  • ক. এলাহী কাণ্ড
  • খ. চাঁদের হাট
  • গ. একাদশে বৃহস্পতি
  • ঘ. খণ্ড প্রলয়

উত্তরঃ একাদশে বৃহস্পতি

বিস্তারিত

‘মিছরির ছুরি’-এর অর্থ কোনটি?

  • ক. কপটাচারী
  • খ. মুখে মধু অন্তরে বিষ
  • গ. কপট বেদনাবোধ
  • ঘ. অসম্ভব ব্যাপার

উত্তরঃ মুখে মধু অন্তরে বিষ

বিস্তারিত

‘অন্ধের যষ্ঠি’ কথাটির অর্থ কি?

  • ক. একমাত্র সহায় সম্বল
  • খ. বিপদে পড়া
  • গ. কানা লোকের বুদ্ধি
  • ঘ. অন্ধ ব্যক্তির লাঠি

উত্তরঃ একমাত্র সহায় সম্বল

বিস্তারিত

‘তীর্থের কাক’-বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. লোভী
  • খ. কপট
  • গ. প্রত্যাশী
  • ঘ. ধূর্ত স্বভাবের

উত্তরঃ প্রত্যাশী

বিস্তারিত

‘আষাঢ়ে গল্প’ কথাটির অর্থ কি?

  • ক. আজগুবি গল্প
  • খ. নতুন গল্প
  • গ. যাদু বিদ্যা
  • ঘ. চিন্তাভাবনা

উত্তরঃ আজগুবি গল্প

বিস্তারিত

‘এলাহি কাণ্ড’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. অসম্ভব
  • খ. বিরাট ব্যাপার
  • গ. নিত্য নৈমিত্তিক
  • ঘ. মারাত্মক ব্যাপার

উত্তরঃ বিরাট ব্যাপার

বিস্তারিত

নিচের কোন দুটি সমার্থক

  • ক. অহিনকুল -দাকুমড়া
  • খ. অগ্নিশর্মা -অগ্নিপরীক্ষা
  • গ. তাসের ঘর - তামার বিষ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অহিনকুল -দাকুমড়া

বিস্তারিত

‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?

  • ক. দেখতে সাধু হলেও ভণ্ড
  • খ. অপদার্থ
  • গ. অজানা থাকা
  • ঘ. কাল্পনিক কাহিনী

উত্তরঃ দেখতে সাধু হলেও ভণ্ড

বিস্তারিত

‘মগের মুল্লুক’ কথাটির অর্থ কি?

  • ক. অরাজক দেশ
  • খ. অনুচিত কর্ম
  • গ. অসম্ভব ব্যাপার
  • ঘ. বৃথা আস্ফালন

উত্তরঃ অরাজক দেশ

বিস্তারিত

‘কান পাতলা’ অর্থ কি?

  • ক. অবিশ্বাসী
  • খ. বিশ্বাসপ্রবণ
  • গ. বিশ্বাসী
  • ঘ. বিশ্বাসহীন

উত্তরঃ বিশ্বাসপ্রবণ

বিস্তারিত

‘বকধার্মিক’-কথাটির অর্থ কি?

  • ক. ভণ্ড ধার্মিক
  • খ. ছোট প্রাণ
  • গ. সামরিক
  • ঘ. সুবোধহীন

উত্তরঃ ভণ্ড ধার্মিক

বিস্তারিত

ছেলের হাতের মোয়া কথাটির অর্থ কি?

  • ক. সহজপ্রাপ্য
  • খ. বিশেষ ধরনের মোয়া
  • গ. দুর্লভ
  • ঘ. কঠিন

উত্তরঃ সহজপ্রাপ্য

বিস্তারিত

‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি?

  • ক. ভণ্ড
  • খ. বহিপীর
  • গ. অতিশয় পণ্ডিত
  • ঘ. সামান্য ত্রুটি

উত্তরঃ ভণ্ড

বিস্তারিত

কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক

  • ক. চাঁদের হাট
  • খ. মণিকাঞ্চন যোগ
  • গ. একাদশে বৃহস্পতি
  • ঘ. এলাহি কাণ্ড

উত্তরঃ মণিকাঞ্চন যোগ

বিস্তারিত

কোনটি ভিন্নার্থক?

  • ক. আকাশ পাতাল
  • খ. আদায় কাঁচকলায়
  • গ. অহিনকুল
  • ঘ. দা-কুমড়া

উত্তরঃ আকাশ পাতাল

বিস্তারিত

‘তাসের ঘর’-বাগধারাটির সার্থক প্রয়োগ হয়েছে কোন বাক্যে?

  • ক. তাসের ঘর মজার আসার
  • খ. তাসের ঘর খেলা করে
  • গ. এ দুনিয়ার তাসের ঘর, ধ্বংশ হবে দুদিন পর
  • ঘ. তাসের ঘর অবিনশ্বর

উত্তরঃ এ দুনিয়ার তাসের ঘর, ধ্বংশ হবে দুদিন পর

বিস্তারিত

“অকালপক্ব”-এর ‘বাগধারা’ কোনটি?

  • ক. ইঁচড়ে পাকা
  • খ. গাছে পাকা
  • গ. মূলে পাকা
  • ঘ. গোড়ায় পাকা

উত্তরঃ ইঁচড়ে পাকা

বিস্তারিত

দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

  • ক. ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক
  • খ. ঢেঁকির কচকচি
  • গ. মাছের মার পুত্র শোক
  • ঘ. রাবনের চিতা

উত্তরঃ রাবনের চিতা

বিস্তারিত

কোন বাক্যটির অর্থ ভিন্ন?

  • ক. মণিকাঞ্চন যোগ
  • খ. সোনায় সোহাগা
  • গ. আদায় কাঁচকলায়
  • ঘ. আম দুধে মেশা

উত্তরঃ আদায় কাঁচকলায়

বিস্তারিত

‘বিশ নেই তার কুলোপনা চক্কর’-এর অর্থ কি?

  • ক. অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
  • খ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
  • গ. যার কোন প্রকার ক্ষমতা নেই
  • ঘ. বিষ আছে কিন্তু কুলো নেই

উত্তরঃ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন

বিস্তারিত

‘হাতে স্বর্গ পাওয়া’ কি অর্থ বহন করে?

  • ক. ফল লাভ করা
  • খ. কাঙ্ক্ষিত বস্তু লাভ
  • গ. দুর্লভ কিছু পাওয়া
  • ঘ. অটল

উত্তরঃ দুর্লভ কিছু পাওয়া

বিস্তারিত

‘পালের গোদা’ অর্থ কি?

  • ক. নিরীহ ব্যক্তি
  • খ. কর্মী ব্যক্তি
  • গ. অচল ব্যক্তি
  • ঘ. সর্দার

উত্তরঃ সর্দার

বিস্তারিত

‘শিরে সংক্রান্তি’ অর্থ কি?

  • ক. মাথার বোঝা
  • খ. মাথায় বিপদ
  • গ. মহাবিপদ
  • ঘ. আসন্ন বিপদ

উত্তরঃ আসন্ন বিপদ

বিস্তারিত

‘পুটি মাছের প্রাণ’ বাগধারা দিয়ে নিচের কোনটি বুঝানো হয়েছে?

  • ক. অত্যন্ত সুস্বাসদু মাছ
  • খ. মহৎ ব্যক্তি
  • গ. ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি
  • ঘ. অদৃষ্ট প্রসন্ন

উত্তরঃ ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি

বিস্তারিত

‘নিতান্ত অলস’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে?

  • ক. বকধার্মিক
  • খ. বুদ্ধির ঢেঁকি
  • গ. রাঘব বোয়াল
  • ঘ. গোঁফ-খেঁজুরে

উত্তরঃ গোঁফ-খেঁজুরে

বিস্তারিত

‘কূল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কি?

  • ক. কাঠের পুতুল
  • খ. তীব্র জ্বালা
  • গ. কূপমণ্ডূক
  • ঘ. কেতাদূরস্ত

উত্তরঃ তীব্র জ্বালা

বিস্তারিত

অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়াকে কি বলে?

  • ক. শাপে বর
  • খ. তামার বিষ
  • গ. উড়ো কৈ গোবিন্দায় নম
  • ঘ. একাদশে বৃহস্পতি

উত্তরঃ শাপে বর

বিস্তারিত

‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

  • ক. বুদ্ধির ঢেঁকি
  • খ. ভূষণ্ডীর কাক
  • গ. বিড়াল তপস্বী
  • ঘ. গভীর জলের মাছ

উত্তরঃ গভীর জলের মাছ

বিস্তারিত

‘চোখের বালি’ অর্থ কি?

  • ক. চোখের অসুখ
  • খ. চোখের যত্ন
  • গ. শত্রু
  • ঘ. কৃতঘ্ন

উত্তরঃ শত্রু

বিস্তারিত

‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-

  • ক. পাকা আম
  • খ. কপটচারী
  • গ. কপটহীন ব্যক্তি
  • ঘ. ভণ্ডসাধু

উত্তরঃ কপটচারী

বিস্তারিত

‘হাতির পাঁচ পা দেখা’-এই বাগধারার অর্থ কি?

  • ক. অবাক হওয়া
  • খ. গর্বে আনন্দিত হওয়া
  • গ. অহংকার বোধ করা
  • ঘ. ভুল দেখা

উত্তরঃ গর্বে আনন্দিত হওয়া

বিস্তারিত

‘অশীতিপর’ শব্দের অর্থ কি?

  • ক. শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
  • খ. আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
  • গ. শীতে কাতর নয় এমন ব্যক্তি
  • ঘ. প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি

উত্তরঃ আশি বছরের বেশি বয়সের ব্যক্তি

বিস্তারিত

‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-

  • ক. অভদ্র
  • খ. ভেদাভেদ
  • গ. ঝগড়াটে
  • ঘ. অপছন্দনীয়

উত্তরঃ ভেদাভেদ

বিস্তারিত

‘ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?

  • ক. ঢাক জোরে বাজান
  • খ. প্রচার
  • গ. বিরক্তিকর আওয়াজ
  • ঘ. লুকোচুরি

উত্তরঃ লুকোচুরি

বিস্তারিত

‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ কি?

  • ক. সবল পাঁজর যার
  • খ. দুর্বল
  • গ. নরম পাঁজর
  • ঘ. বলবান

উত্তরঃ দুর্বল

বিস্তারিত

‘রাজা উজির মারা’-এর সঠিক অর্থ কি?

  • ক. রাজা উজিরকে মেরে ফেলা
  • খ. এদিক ওদিক বলা
  • গ. যা নয় তাই বলা
  • ঘ. লম্বা চওড়া কথা বলা

উত্তরঃ লম্বা চওড়া কথা বলা

বিস্তারিত

‘বাপের ঠাকুর’ বাগধারাটির অর্থ-

  • ক. খুব পড়ুয়া
  • খ. শ্রদ্ধেয় ব্যক্তি
  • গ. অসম্ভব কিছু
  • ঘ. উচ্ছন্নে যাওয়া

উত্তরঃ উচ্ছন্নে যাওয়া

বিস্তারিত

‘হাততোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?

  • ক. নিজের হাত ওপরে তোলা
  • খ. অপরের হাত তুলে ধরা
  • গ. প্রহার করা
  • ঘ. আদর করা

উত্তরঃ প্রহার করা

বিস্তারিত

কোন বাগধারাটি ভিন্নার্থক?

  • ক. অহিনকুল
  • খ. উত্তম-মধ্যম
  • গ. আদায় কাঁচকলায়
  • ঘ. সাপে-নেউলে

উত্তরঃ উত্তম-মধ্যম

বিস্তারিত

‘চক্ষুদান’-এর ব্যাঙ্গার্থ কোনটি?

  • ক. চুরি
  • খ. চক্ষুলজ্জা
  • গ. পরের উপকার
  • ঘ. দৃষ্টিদান

উত্তরঃ চুরি

বিস্তারিত

‘আমড়া কাঠের ঢেঁকি-এ প্রবাদটির সাথে নিচের কোন প্রবাদটির মিল আছে?

  • ক. অকালকুষ্মাণ্ড
  • খ. অগ্নিশর্মা
  • গ. অল্প জলের মাছ
  • ঘ. ঊনপাঁজুরে

উত্তরঃ অকালকুষ্মাণ্ড

বিস্তারিত

‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কি?

  • ক. অকর্মা
  • খ. কর্মবিমুখ
  • গ. বোকা
  • ঘ. বিরক্ত

উত্তরঃ অকর্মা

বিস্তারিত

“হালে পানি পাওয়া” বাগধারার অর্থ কোনটি?

  • ক. ধনী হওয়া
  • খ. সুখী হওয়া
  • গ. আশ্বাস পাওয়া
  • ঘ. সুবিধার হওয়া

উত্তরঃ সুবিধার হওয়া

বিস্তারিত

“রাঘব বোয়াল” বাগধারার অর্থ-

  • ক. বড়লোক
  • খ. সমাজপতি
  • গ. চেয়ারম্যান
  • ঘ. অর্থলোভী

উত্তরঃ সমাজপতি

বিস্তারিত

‘গড্ডলিকা প্রবাহ’ কথাটির অর্থ কি?

  • ক. অসাধারণ
  • খ. অন্ধ অনুকরণ
  • গ. শুরুতেই ভুল
  • ঘ. বেহিসবেী

উত্তরঃ অন্ধ অনুকরণ

বিস্তারিত

‘কলুর বলদ’- প্রবাদটির অর্থ কি?

  • ক. বেহায়া
  • খ. সহজে বিশ্বাস করা
  • গ. ভারবাহী, ফলভোগী নয়
  • ঘ. একটানা খাটুনি করে যে

উত্তরঃ একটানা খাটুনি করে যে

বিস্তারিত

‘যারা বাইরের ঠাট বাজায় রেখে চলে’-এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

  • ক. ব্যাঙের আধুলি
  • খ. রাশভারী
  • গ. লেফাফা দুরস্ত
  • ঘ. ভিজে বেড়াল

উত্তরঃ লেফাফা দুরস্ত

বিস্তারিত

বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবোধক?

  • ক. বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ
  • খ. খয়ের খাঁ, ঢাকের কাঠি
  • গ. ঘোড়ার ডিম, কাঁঠালের আমসত্ব
  • ঘ. গদাইলস্করী চাল, গজেন্দ্র গমন

উত্তরঃ বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ

বিস্তারিত

‘গা করা’ দ্বারা নিচের কোনটি বুঝায়?

  • ক. আঘাত করা
  • খ. উপেক্ষা করা
  • গ. উদ্যোগী হওয়া
  • ঘ. অবহেলা করা

উত্তরঃ উদ্যোগী হওয়া

বিস্তারিত

‘ব্যাঙের আধুলি’ এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-

  • ক. সামান্য ধনে অহংকর
  • খ. অসম্ভব ঘটনা
  • গ. কৃপণের ধন
  • ঘ. যার কোন মূল্য নেই

উত্তরঃ সামান্য ধনে অহংকর

বিস্তারিত

বাংলা বাগধারায় ‘কাঁঠালের আমসত্ব’- এর অর্থ কি?

  • ক. বেমানান সজ্জা
  • খ. অসম্ভব ব্যাপার
  • গ. বাজে কথা
  • ঘ. নাছোড়বান্দা

উত্তরঃ অসম্ভব ব্যাপার

বিস্তারিত

‘কানে তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?

  • ক. কোনো কথা উত্থাপন করা
  • খ. কান ধরে তোলা
  • গ. কান পেতে শোনা
  • ঘ. কুমন্ত্রণা দেয়া

উত্তরঃ কোনো কথা উত্থাপন করা

বিস্তারিত

‘গোবরে পদ্মফুল’-বাগধারা দিয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য কোনটি?

  • ক. সার থাকে বলে গোবরে পদ্মফুল ফোটে
  • খ. গোবরে পদ্মফুল ফুটলেও দুর্গন্ধ থাকে
  • গ. গোবরে পদ্মফুল কেন সব ফুল ফোটে
  • ঘ. দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে-একেবারে গোবরে পদ্মফুল

উত্তরঃ দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে-একেবারে গোবরে পদ্মফুল

বিস্তারিত

‘হাতটান’ বাগধারাটির অর্থ হচ্ছে-

  • ক. টাকা-পয়সার অভাব
  • খ. চুরির অভ্যাস
  • গ. খুব কৃপণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ চুরির অভ্যাস

বিস্তারিত

‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কি?

  • ক. তারকা
  • খ. অবাস্তব
  • গ. নীল রং
  • ঘ. আকেশে ফুটন্তকুসুম

উত্তরঃ অবাস্তব

বিস্তারিত

‘অনুরোধে ঢেকিঁ গেলা’ বাগ্ধারাটির সঠিক অর্থ হচ্ছে-

  • ক. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
  • খ. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলা
  • গ. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
  • ঘ. অনুরোধে ঢেঁকি গিলে ফেলা

উত্তরঃ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলা

বিস্তারিত

‘কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।

  • ক. ভণ্ডলোক
  • খ. স্বল্পজীবী লোক
  • গ. অশিষ্ট ব্যক্তি
  • ঘ. দীর্ঘজীবী ব্যক্তি

উত্তরঃ ভণ্ডলোক

বিস্তারিত

কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?

  • ক. আট কপালে
  • খ. উড়নচণ্ডী
  • গ. ছা-পোষা
  • ঘ. ভূশণ্ডির কাক

উত্তরঃ আট কপালে

বিস্তারিত

নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-

  • ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
  • খ. বাংলাদেশীরা আলস বলে পরিচিত
  • গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
  • ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না

উত্তরঃ বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল

বিস্তারিত

‘বৈরাগ্য সাধনে-সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন।

  • ক. আনন্দ
  • খ. মুক্তি
  • গ. বিশ্বাস
  • ঘ. আশ্বাস

উত্তরঃ মুক্তি

বিস্তারিত

‘আপ্ ভালো তো- ভালো।’ শূণ্যস্থানে কি বসবে?

  • ক. বাড়ি
  • খ. ঘর
  • গ. সংসার
  • ঘ. জগৎ

উত্তরঃ জগৎ

বিস্তারিত

‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন্ জন’- প্রবচনটির অর্থ কি?

  • ক. সৃজনেরা তেঁতুল পছন্দ করে
  • খ. আসলে মোঘল নেই, ঢেকি করে চাদোয়া
  • গ. মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
  • ঘ. সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি

উত্তরঃ মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়

বিস্তারিত

“বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

  • ক. বনের পশু বনে থাতেই ভালবাসে
  • খ. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
  • গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
  • ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তরঃ জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

বিস্তারিত

‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-

  • ক. খনার বচন
  • খ. প্রবাদ বাক্য
  • গ. কবিতার চরণ
  • ঘ. বাগধারা

উত্তরঃ প্রবাদ বাক্য

বিস্তারিত

‘ঝিকে মেরে বৌকে শেখানো’- বাক্যটির অর্থ কি?

  • ক. বৌ ও ঝিকে একই সাথে মারা
  • খ. একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
  • গ. কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
  • ঘ. স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা

উত্তরঃ একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া

বিস্তারিত

‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?

  • ক. ভাগ্য চিরসঙ্গী
  • খ. ছোটবড় যাবতীয় কাজ করা
  • গ. কারও সুসময়, কারও দুঃসময়
  • ঘ. সুযোগের সদ্ব্যবহার করা

উত্তরঃ ছোটবড় যাবতীয় কাজ করা

বিস্তারিত

‘কত ধানে কত চাল’ বাগধারাটির অর্থ-

  • ক. হিসাব নেওয়া
  • খ. পরিমাণ জানা
  • গ. ষড়যন্ত্র
  • ঘ. টের পাওয়ানো

উত্তরঃ টের পাওয়ানো

বিস্তারিত

‘উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

  • ক. চাল না চুলো, ঢেকী না কুলো
  • খ. কারো পৌষ মাস, কারও সর্বনাশ
  • গ. বোঝার উপর শারেক আাঁটি
  • ঘ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

বিস্তারিত

‘অতি দর্পে হত লঙ্কা’ কোন ধরনের বাক্য?

  • ক. প্রচলিত
  • খ. ধর্মকথা
  • গ. খনার বচন
  • ঘ. প্রবাদ

উত্তরঃ প্রবাদ

বিস্তারিত

‘অল্প বিদ্যা ভয়ঙ্কর’- কোন শ্রেণীর অন্তর্গত?

  • ক. বাগধারা
  • খ. প্রবাদ
  • গ. বিশিষ্টার্থক শব্দ
  • ঘ. বাগবিচিত্রা

উত্তরঃ প্রবাদ

বিস্তারিত

কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?

  • ক. যত গর্জে তত বৃষ্টি হয়
  • খ. নাচতে না জানলে উঠোন ভাঙা
  • গ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • ঘ. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়

উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

বিস্তারিত

‘সাক্ষী গোপাল’- অর্থ কি?

  • ক. সক্রিয় দর্শক
  • খ. নিষ্ক্রিয় দর্শক
  • গ. কর্তব্যবিমুখ
  • ঘ. কর্তব্যপরায়ণ

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক

বিস্তারিত

কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?

  • ক. সাতেও না পাঁচেও না
  • খ. দা-কুমড়া
  • গ. সাপে-নেউলে
  • ঘ. আদায় কাঁচকলায়

উত্তরঃ সাতেও না পাঁচেও না

বিস্তারিত

‘শাখের করাত’ বাগধারার অর্থ কি?

  • ক. সংকট
  • খ. বিপদ
  • গ. উভয় সংকট
  • ঘ. অনিষ্ট

উত্তরঃ উভয় সংকট

বিস্তারিত

‘শকুনি মামা’ এর অর্থ কি?

  • ক. কুৎসিৎ মামা
  • খ. সৎ মামা
  • গ. কুচক্রী মামা
  • ঘ. পাতানো মাম

উত্তরঃ কুচক্রী মামা

বিস্তারিত

‘লেফাফা দুরস্ত’-অর্থ

  • ক. চৌকস ব্যক্তি
  • খ. সৌখিন ব্যক্তি
  • গ. পোষাক সর্বস্ব
  • ঘ. বাইরের ঠাট বজায় রেখে চলা

উত্তরঃ বাইরের ঠাট বজায় রেখে চলা

বিস্তারিত

‘রাজঘোটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?

  • ক. চমৎকার মিল
  • খ. অন্ত:সারশূন্য
  • গ. বড়লোক
  • ঘ. পণ্ডশ্রম

উত্তরঃ চমৎকার মিল

বিস্তারিত

‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. অনিষ্টে ইষ্ট লাভ
  • খ. চির অশান্তি
  • গ. অরাজক দেশ
  • ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো

উত্তরঃ চির অশান্তি

বিস্তারিত

‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-

  • ক. কাল্পনিক জন্তু
  • খ. মুরগি
  • গ. গোমড়ামুখো লোক
  • ঘ. পুরাণোক্ত পাখি

উত্তরঃ গোমড়ামুখো লোক

বিস্তারিত

‘মাছের মা’ বাগধারার অর্থ-

  • ক. কঠোর
  • খ. অত্যাচারী
  • গ. নিষ্ঠুর
  • ঘ. নীতিহীন

উত্তরঃ নিষ্ঠুর

বিস্তারিত

‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?

  • ক. ষড়যন্ত্রকারী
  • খ. বাক সর্বস্ত
  • গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
  • ঘ. দীর্ঘায়ু ব্যক্তি

উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি

বিস্তারিত

‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ

  • ক. অসম্ভব চালাক
  • খ. বর্ষকালীন মাছ
  • গ. একই দলের লোক
  • ঘ. একতাই বল

উত্তরঃ একই দলের লোক

বিস্তারিত

‘চাঁদের হাট’-অর্থ কি?

  • ক. বন্ধুদের সমাগম
  • খ. আত্মীয় সমগম
  • গ. প্রিয়জন সমাগম
  • ঘ. গণ্যমান্যদের সমাগম

উত্তরঃ প্রিয়জন সমাগম

বিস্তারিত

‘তেলও কম ভাজাও মুচমচে’ বাগধারার বিশিষ্ট অর্থ-

  • ক. অভাবে সান্ত্বনা
  • খ. অল্প উপকরণে ভাল ব্যবস্থা
  • গ. অল্পে সন্তুষ্ট
  • ঘ. তেলে ভাজা

উত্তরঃ অল্প উপকরণে ভাল ব্যবস্থা

বিস্তারিত

‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?

  • ক. আপন মনে বাদশাহী করা
  • খ. কোন দায়িত্ব গ্রহণ না করা
  • গ. বেকার মত চলা
  • ঘ. দাংগাবাজি করা

উত্তরঃ কোন দায়িত্ব গ্রহণ না করা

বিস্তারিত

‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি?

  • ক. নিতান্ত অলস
  • খ. আরামপ্রিয়
  • গ. উদাসীন
  • ঘ. পরমুখাপেক্ষী

উত্তরঃ নিতান্ত অলস

বিস্তারিত

‘গুড়ে বালি’ কথাটির অর্থ-

  • ক. বাতাসে বালি
  • খ. আশায় নৈরাশ্য
  • গ. ভালোতে খারাপ
  • ঘ. গোবরে পদ্মফুল

উত্তরঃ আশায় নৈরাশ্য

বিস্তারিত

বাংলা বাগধারায় ‘কাঠালের আমসত্ব’-এর অর্থ কি?

  • ক. বেমানান সজ্জা
  • খ. অসম্ভব ব্যাপার
  • গ. বাজে কাজ
  • ঘ. নাছোড়বান্দা

উত্তরঃ অসম্ভব ব্যাপার

বিস্তারিত

‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?

  • ক. কাকের নিদ্রার ন্যায়
  • খ. অগভীর সতর্ক নিদ্রা
  • গ. অনিষ্ট চিন্তা
  • ঘ. কপট নিদ্রা

উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা

বিস্তারিত

‘কূপমণ্ডপ’- বাগধারাটি দ্বারা কি বোঝায়?

  • ক. সীমতি জ্ঞানের মানুষ
  • খ. বিশ্বাসপ্রবণ
  • গ. সাধারণ মানুষ
  • ঘ. অলস

উত্তরঃ সীমতি জ্ঞানের মানুষ

বিস্তারিত

‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?

  • ক. আশার কথা
  • খ. সৌভাগ্যের বিষয়
  • গ. মজা পাওয়া
  • ঘ. আনন্দের বিষয়

উত্তরঃ সৌভাগ্যের বিষয়

বিস্তারিত

‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?

  • ক. সম্মান
  • খ. মাঝামাঝি
  • গ. মারা
  • ঘ. ওপর-নিচে

উত্তরঃ মারা

বিস্তারিত

‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?

  • ক. অদৃষ্টের পরিহাস
  • খ. অন্ধকার
  • গ. একাদশে বৃহস্পতি
  • ঘ. কেউকেটা

উত্তরঃ একাদশে বৃহস্পতি

বিস্তারিত

‘ইঁদুর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. মন্দ ভাগ্য
  • খ. ক্ষুদ্রায়তন কপাল
  • গ. ইদুরাকৃতির কপাল
  • ঘ. হাস্যকর চেহারা

উত্তরঃ মন্দ ভাগ্য

বিস্তারিত

‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি?

  • ক. আমড়া
  • খ. বাজে কাঠ
  • গ. অকেজো
  • ঘ. বাজে ঢেঁকি

উত্তরঃ অকেজো

বিস্তারিত

‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি?

  • ক. অত্যন্ত বুদ্ধিমান
  • খ. অতি চালাক
  • গ. হাঁদরাম
  • ঘ. নির্বুদ্ধিতার দণ্ড

উত্তরঃ নির্বুদ্ধিতার দণ্ড

বিস্তারিত

‘অর্ধচন্দ্র’ এর অর্থ-

  • ক. গলা ধাক্কা দেয়া
  • খ. অমবস্যা
  • গ. দ্বিতীয়া
  • ঘ. কাস্তে

উত্তরঃ গলা ধাক্কা দেয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects