বাগধারা ও প্রবাদ

51. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবোধক?

  • ক. বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ
  • খ. খয়ের খাঁ, ঢাকের কাঠি
  • গ. ঘোড়ার ডিম, কাঁঠালের আমসত্ব
  • ঘ. গদাইলস্করী চাল, গজেন্দ্র গমন

উত্তরঃ বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ

বিস্তারিত

52. ‘যারা বাইরের ঠাট বাজায় রেখে চলে’-এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

  • ক. ব্যাঙের আধুলি
  • খ. রাশভারী
  • গ. লেফাফা দুরস্ত
  • ঘ. ভিজে বেড়াল

উত্তরঃ লেফাফা দুরস্ত

বিস্তারিত

53. ‘কলুর বলদ’- প্রবাদটির অর্থ কি?

  • ক. বেহায়া
  • খ. সহজে বিশ্বাস করা
  • গ. ভারবাহী, ফলভোগী নয়
  • ঘ. একটানা খাটুনি করে যে

উত্তরঃ একটানা খাটুনি করে যে

বিস্তারিত

54. ‘গড্ডলিকা প্রবাহ’ কথাটির অর্থ কি?

  • ক. অসাধারণ
  • খ. অন্ধ অনুকরণ
  • গ. শুরুতেই ভুল
  • ঘ. বেহিসবেী

উত্তরঃ অন্ধ অনুকরণ

বিস্তারিত

55. “রাঘব বোয়াল” বাগধারার অর্থ-

  • ক. বড়লোক
  • খ. সমাজপতি
  • গ. চেয়ারম্যান
  • ঘ. অর্থলোভী

উত্তরঃ সমাজপতি

বিস্তারিত

56. “হালে পানি পাওয়া” বাগধারার অর্থ কোনটি?

  • ক. ধনী হওয়া
  • খ. সুখী হওয়া
  • গ. আশ্বাস পাওয়া
  • ঘ. সুবিধার হওয়া

উত্তরঃ সুবিধার হওয়া

বিস্তারিত

57. ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কি?

  • ক. অকর্মা
  • খ. কর্মবিমুখ
  • গ. বোকা
  • ঘ. বিরক্ত

উত্তরঃ অকর্মা

বিস্তারিত

58. ‘আমড়া কাঠের ঢেঁকি-এ প্রবাদটির সাথে নিচের কোন প্রবাদটির মিল আছে?

  • ক. অকালকুষ্মাণ্ড
  • খ. অগ্নিশর্মা
  • গ. অল্প জলের মাছ
  • ঘ. ঊনপাঁজুরে

উত্তরঃ অকালকুষ্মাণ্ড

বিস্তারিত

59. ‘চক্ষুদান’-এর ব্যাঙ্গার্থ কোনটি?

  • ক. চুরি
  • খ. চক্ষুলজ্জা
  • গ. পরের উপকার
  • ঘ. দৃষ্টিদান

উত্তরঃ চুরি

বিস্তারিত

60. কোন বাগধারাটি ভিন্নার্থক?

  • ক. অহিনকুল
  • খ. উত্তম-মধ্যম
  • গ. আদায় কাঁচকলায়
  • ঘ. সাপে-নেউলে

উত্তরঃ উত্তম-মধ্যম

বিস্তারিত

61. ‘হাততোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?

  • ক. নিজের হাত ওপরে তোলা
  • খ. অপরের হাত তুলে ধরা
  • গ. প্রহার করা
  • ঘ. আদর করা

উত্তরঃ প্রহার করা

বিস্তারিত

62. ‘বাপের ঠাকুর’ বাগধারাটির অর্থ-

  • ক. খুব পড়ুয়া
  • খ. শ্রদ্ধেয় ব্যক্তি
  • গ. অসম্ভব কিছু
  • ঘ. উচ্ছন্নে যাওয়া

উত্তরঃ উচ্ছন্নে যাওয়া

বিস্তারিত

63. ‘রাজা উজির মারা’-এর সঠিক অর্থ কি?

  • ক. রাজা উজিরকে মেরে ফেলা
  • খ. এদিক ওদিক বলা
  • গ. যা নয় তাই বলা
  • ঘ. লম্বা চওড়া কথা বলা

উত্তরঃ লম্বা চওড়া কথা বলা

বিস্তারিত

64. ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ কি?

  • ক. সবল পাঁজর যার
  • খ. দুর্বল
  • গ. নরম পাঁজর
  • ঘ. বলবান

উত্তরঃ দুর্বল

বিস্তারিত

65. ‘ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?

  • ক. ঢাক জোরে বাজান
  • খ. প্রচার
  • গ. বিরক্তিকর আওয়াজ
  • ঘ. লুকোচুরি

উত্তরঃ লুকোচুরি

বিস্তারিত

66. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-

  • ক. অভদ্র
  • খ. ভেদাভেদ
  • গ. ঝগড়াটে
  • ঘ. অপছন্দনীয়

উত্তরঃ ভেদাভেদ

বিস্তারিত

67. ‘অশীতিপর’ শব্দের অর্থ কি?

  • ক. শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
  • খ. আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
  • গ. শীতে কাতর নয় এমন ব্যক্তি
  • ঘ. প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি

উত্তরঃ আশি বছরের বেশি বয়সের ব্যক্তি

বিস্তারিত

68. ‘হাতির পাঁচ পা দেখা’-এই বাগধারার অর্থ কি?

  • ক. অবাক হওয়া
  • খ. গর্বে আনন্দিত হওয়া
  • গ. অহংকার বোধ করা
  • ঘ. ভুল দেখা

উত্তরঃ গর্বে আনন্দিত হওয়া

বিস্তারিত

69. ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-

  • ক. পাকা আম
  • খ. কপটচারী
  • গ. কপটহীন ব্যক্তি
  • ঘ. ভণ্ডসাধু

উত্তরঃ কপটচারী

বিস্তারিত

70. ‘চোখের বালি’ অর্থ কি?

  • ক. চোখের অসুখ
  • খ. চোখের যত্ন
  • গ. শত্রু
  • ঘ. কৃতঘ্ন

উত্তরঃ শত্রু

বিস্তারিত

71. ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

  • ক. বুদ্ধির ঢেঁকি
  • খ. ভূষণ্ডীর কাক
  • গ. বিড়াল তপস্বী
  • ঘ. গভীর জলের মাছ

উত্তরঃ গভীর জলের মাছ

বিস্তারিত

72. অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়াকে কি বলে?

  • ক. শাপে বর
  • খ. তামার বিষ
  • গ. উড়ো কৈ গোবিন্দায় নম
  • ঘ. একাদশে বৃহস্পতি

উত্তরঃ শাপে বর

বিস্তারিত

73. ‘কূল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কি?

  • ক. কাঠের পুতুল
  • খ. তীব্র জ্বালা
  • গ. কূপমণ্ডূক
  • ঘ. কেতাদূরস্ত

উত্তরঃ তীব্র জ্বালা

বিস্তারিত

74. ‘নিতান্ত অলস’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে?

  • ক. বকধার্মিক
  • খ. বুদ্ধির ঢেঁকি
  • গ. রাঘব বোয়াল
  • ঘ. গোঁফ-খেঁজুরে

উত্তরঃ গোঁফ-খেঁজুরে

বিস্তারিত

75. ‘পুটি মাছের প্রাণ’ বাগধারা দিয়ে নিচের কোনটি বুঝানো হয়েছে?

  • ক. অত্যন্ত সুস্বাসদু মাছ
  • খ. মহৎ ব্যক্তি
  • গ. ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি
  • ঘ. অদৃষ্ট প্রসন্ন

উত্তরঃ ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects