বাগধারা ও প্রবাদ

201. উলু খাগড়া বলতে কি বোঝায়?

  • ক. যাচ্ছে তাই
  • খ. অলক্ষণে
  • গ. অসম্ভব বস্তু
  • ঘ. নিরীহ প্রজা

উত্তরঃ নিরীহ প্রজা

বিস্তারিত

202. বাগধারা বলতে বুঝি--

  • ক. বিশুদ্ধ উচ্চারণ
  • খ. বাগাড়ম্বরপূর্ণ বাক্য
  • গ. শব্দ বা সমষ্টির বিশিষ্ট প্রয়োগ
  • ঘ. কথা বলার ধরন

উত্তরঃ শব্দ বা সমষ্টির বিশিষ্ট প্রয়োগ

বিস্তারিত

203. 'অকালপক্ক' এর বাগধারার অর্থ কোনটি?

  • ক. ইচঁড়ে পাকা
  • খ. গোড়ায় পাকা
  • গ. গাছে পাকা
  • ঘ. অসময়ে পাকা

উত্তরঃ ইচঁড়ে পাকা

বিস্তারিত

204. 'বিধির বিড়ম্বনা'- এর অর্থ কি?

  • ক. আট কপালে
  • খ. অদৃষ্টের পরিহাস
  • গ. অগ্নি পরীক্ষা
  • ঘ. অলক্ষীর দশা

উত্তরঃ অদৃষ্টের পরিহাস

বিস্তারিত

205. 'খণ্ড প্রলয়' বাগধারাটির অর্থ কি?

  • ক. অল্প নড়াচড়া
  • খ. ছোটখাট ঝগড়া
  • গ. ভাষা ব্যাপার
  • ঘ. ভাসা ঝড়

উত্তরঃ ছোটখাট ঝগড়া

বিস্তারিত

206. কোন বাগধারা দু'টি সম্পূর্ণ ভিন্নার্থক?

  • ক. সাপে-নেউলে/দা-কুমড়া
  • খ. পটল তোলা/অক্কা পাওয়া
  • গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া
  • ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি

উত্তরঃ ঢাকের কাঠি/ঢাকের বায়া

বিস্তারিত

207. 'ভূতের বেগার' বাগধারা কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. অসম্ভব ঘটনা
  • খ. সর্বনাশ
  • গ. অযথা শ্রম
  • ঘ. অসম্ভব খাটুনি

উত্তরঃ অযথা শ্রম

বিস্তারিত

208. "কৃপণের কড়ি"- কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

  • ক. যক্ষের ধন
  • খ. মিছরির ছুরি
  • গ. মণিকাঞ্চন
  • ঘ. শাপে বর

উত্তরঃ যক্ষের ধন

বিস্তারিত

209. “উড়ো চিঠি” এর অর্থ কি?

  • ক. বিমানযোগে আসা পত্র
  • খ. ডাকযোগে আসা পত্র
  • গ. গোপনীয় পত্র
  • ঘ. বেনামী পত্র

উত্তরঃ বেনামী পত্র

বিস্তারিত

210. "চিনির পুতুল" এর অর্থ কি?

  • ক. কর্মবিমুখ
  • খ. পরিশ্রমকাতর
  • গ. দক্ষকর্মী
  • ঘ. পরিশ্রমী

উত্তরঃ পরিশ্রমকাতর

বিস্তারিত

211. "কপটচারী" শব্দটির বাগধারা কোনটি?

  • ক. ফোপর দালালি
  • খ. ভূষণ্ডির কাক
  • গ. ভিজে বিড়াল
  • ঘ. হাড় হাজতে

উত্তরঃ ভিজে বিড়াল

বিস্তারিত

212. কোন বাগধারাটির অর্থ মরা?

  • ক. কেতা দুরস্ত
  • খ. কেউকাটা
  • গ. কানপাতলা
  • ঘ. অক্কা পাওয়া

উত্তরঃ অক্কা পাওয়া

বিস্তারিত

213. 'হাত করা' অর্থ কি?

  • ক. হাতের প্যাঁচ
  • খ. অসার
  • গ. বশে আনা
  • ঘ. হস্ত

উত্তরঃ বশে আনা

বিস্তারিত

214. 'রাহুর দশা' অর্থ কি?

  • ক. মহা বিপদ
  • খ. ভালো দিন
  • গ. সুদিন
  • ঘ. দুর্দিন

উত্তরঃ দুর্দিন

বিস্তারিত

215. 'ভাতে মারা' এর অর্থ কি?

  • ক. ভাত খাইয়ে মারা
  • খ. অনাহারে রেখে মারা
  • গ. শূন্য ভাণ্ডার
  • ঘ. ভাত দিয়ে মারা

উত্তরঃ অনাহারে রেখে মারা

বিস্তারিত

216. ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি?

  • ক. অতি আকাঙ্কিত বস্তু
  • খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
  • গ. অদৃষ্টের পরিহাস
  • ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি

উত্তরঃ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি

বিস্তারিত

217. 'বিষ নেই তার কুলোপনা চক্কর' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. যার কোন প্রকার ক্ষমতা নেই
  • খ. অন্তঃসার শূণ্য অবস্থা
  • গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
  • ঘ. অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন

উত্তরঃ অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন

বিস্তারিত

218. 'বিবাগী' শব্দের অর্থ কি?

  • ক. বিশেষভাবে রুষ্ট
  • খ. রাগহীন
  • গ. প্রতিকূল
  • ঘ. উদাসীন

উত্তরঃ উদাসীন

বিস্তারিত

219. 'বাগধারা' কোথায় আলোচিত হয়?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. শব্দতত্ত্বে
  • গ. রূপতত্ত্বে
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ বাক্যতত্ত্বে

বিস্তারিত

220. 'আমড়া কাঠের ঢেঁকি' বলতে বুঝায়--

  • ক. অকালপক্ক
  • খ. অলস
  • গ. অপদার্থ
  • ঘ. চাটুকার

উত্তরঃ অপদার্থ

বিস্তারিত

221. 'হঠাৎ ধনী হওয়া'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

  • ক. অমাবশ্যার চাঁদ
  • খ. ছেলের হাতের মোয়া
  • গ. পোয়া বারো
  • ঘ. আঙুল ফুলে কলাগাছ

উত্তরঃ আঙুল ফুলে কলাগাছ

বিস্তারিত

222. 'নির্মম'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

  • ক. মাছের মা
  • খ. বিষের পুটুলি
  • গ. অন্তর টিপুনী
  • ঘ. ইঁদুর কপালে

উত্তরঃ মাছের মা

বিস্তারিত

223. বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'বকধার্মিক'--

  • ক. ভণ্ড
  • খ. প্রাচীনপন্থী
  • গ. উচ্ছৃঙ্খল
  • ঘ. অতি ধার্মিক

উত্তরঃ ভণ্ড

বিস্তারিত

224. কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?

  • ক. টইটম্বুর
  • খ. কুপমণ্ডুক
  • গ. গৌরচন্দ্রিকা
  • ঘ. গনেশ উল্টান

উত্তরঃ গৌরচন্দ্রিকা

বিস্তারিত

225. 'ঊনপাজুরে' বাগধারাটির অর্থ কি?

  • ক. সুসময়
  • খ. সৌভাগ্যবান
  • গ. হতভাগ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ হতভাগ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects