বাচ্য পরিবর্তন

'তোমাদের কখন আসা হলো'- এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. ভাববাচ্য
  • গ. কর্মবাচ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

'তার যেন আসা হয়' ভাববাচ্যটি কর্তৃবাচ্যে পরিণত করলে নিচের কোনটি হবে?

  • ক. সে আসবে
  • খ. তার আসতে হবে
  • গ. সে অবশ্যই আসবে
  • ঘ. সে যেন আসে

উত্তরঃ সে যেন আসে

বিস্তারিত

'সুতি কাপড় অনেক দিন টিকে' কোন বাচ্য?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্মকর্তৃবাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

কোথায় থাকা হয়- এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্মবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্য

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

নিচের কোন বাচ্যের কোন বাচ্যান্তর হয় না?

  • ক. কর্তৃ বাচ্যের
  • খ. ভাব বাচ্যের
  • গ. কর্ম বাচ্যের
  • ঘ. কর্ম কর্তৃবাচ্যের

উত্তরঃ কর্ম কর্তৃবাচ্যের

বিস্তারিত

যখন কর্মই কর্তৃরূপে বাচ্য হয় তখন তাকে কোন বাচ্য বলে?

  • ক. কর্মবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. কর্ম কর্তৃবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্ম কর্তৃবাচ্য

বিস্তারিত

বাচ্য শব্দের অর্থ কি?

  • ক. পরিবর্তন
  • খ. বক্তব্য
  • গ. সংক্ষেপণ
  • ঘ. পরিবর্ধন

উত্তরঃ বক্তব্য

বিস্তারিত

'এবার ট্রেনে ওঠা যাক' বাক্যটিতে কি দ্বারা ভাববাচ্য গঠিত হয়েছে?

  • ক. ক্রিয়া দ্বারা
  • খ. কর্তা দ্বারা
  • গ. কর্ম দ্বারা
  • ঘ. পুরুষ দ্বারা

উত্তরঃ কর্ম দ্বারা

বিস্তারিত

'আমাকে এখন যেতে হবে' বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. ভাববাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?

  • ক. দ্বিতীয়া
  • খ. তৃতীয়া
  • গ. ৪র্থী
  • ঘ. প্রথমা

উত্তরঃ প্রথমা

বিস্তারিত

চোরটা ধরা পড়েছে- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্মবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কর্মবাচ্য

বিস্তারিত

যে বাক্যে সাধারণত ক্রিয়ার অর্থই বিশেষ ভাবে ব্যক্ত হয় তাকে কোন বাচ্য বলে?

  • ক. কর্মবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

ভাববাচ্যের কর্তায় সবসময় নিচের কোন বিভক্তি যুক্ত হয়?

  • ক. প্রথমা বা শূণ্য
  • খ. ৪র্থী
  • গ. ৫মী
  • ঘ. ষষ্ঠী বা দ্বিতীয়া

উত্তরঃ ষষ্ঠী বা দ্বিতীয়া

বিস্তারিত

ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কি হয়?

  • ক. নাম পুরুষের ক্রিয়া
  • খ. কর্তার ক্রিয়া
  • গ. কর্মের ক্রিয়া
  • ঘ. ভাবের ক্রিয়া

উত্তরঃ নাম পুরুষের ক্রিয়া

বিস্তারিত

যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সমন্বয় প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কোন বাচ্য বলে?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কোনটিই না

উত্তরঃ কর্মবাচ্য

বিস্তারিত

কর্তৃবাচ্যে কর্তা সবসময় কোন বিভক্তির হয়?

  • ক. দ্বিতীয়া
  • খ. ষষ্ঠী
  • গ. সপ্তমী
  • ঘ. প্রথমা বা শূণ্য

উত্তরঃ প্রথমা বা শূণ্য

বিস্তারিত

কর্তৃবাচ্যে ক্রিয়া পদ সবসময় কিসের অনুসারী হয়?

  • ক. কর্তার অনুসারী
  • খ. কর্মের অনুসারী
  • গ. বিধেয়ের অনুসারী
  • ঘ. ক্রিয়ার অনুসারী

উত্তরঃ কর্তার অনুসারী

বিস্তারিত

ছাত্ররা অঙ্ক করছে- বাক্যটি কোন ধরনের বাচ্যের উদাহরণ?

  • ক. কর্মবাচ্য
  • খ. ভাববাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কর্তৃবাচ্য

বিস্তারিত

কাজটা ভালো দেখায় না- এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্মকর্তৃবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?

  • ক. কর্মবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্য

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?

  • ক. অ-প্রত্যয়
  • খ. অনাপ্রত্যয়
  • গ. অন-প্রত্যয়
  • ঘ. আনপ্রত্যয়

উত্তরঃ অ-প্রত্যয়

বিস্তারিত

নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

  • ক. আসামীকে জরিমানা করা হয়েছে
  • খ. তোমরা কখন এলে?
  • গ. এ রাস্তা আমার চেনা নেই
  • ঘ. রোগী পথ্য সেবন করে

উত্তরঃ এ রাস্তা আমার চেনা নেই

বিস্তারিত

কর্তৃবাচ্যের ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না?

  • ক. সমাপিকা
  • খ. অসমাপিকা
  • গ. সকর্মক
  • ঘ. অকর্মক

উত্তরঃ অকর্মক

বিস্তারিত

এবার একটি গান করা হোক- ভাববাচ্যটির কর্তৃবাচ্য কি হবে?

  • ক. এবার একটি গান করতে থাক
  • খ. এবার তোমা কর্তৃক একটি গান শুনানো হোক
  • গ. এবার একটি গান কর
  • ঘ. একটা গান গাও না

উত্তরঃ এবার একটি গান কর

বিস্তারিত

কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কি হয় না?

  • ক. কর্মবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. কর্মকর্তৃবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্মবাচ্য

বিস্তারিত

তুমি কখন এলে? বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে কি হবে?

  • ক. তোমার দ্বারা কখন আসা হলো?
  • খ. তোমার কখন আসা হলো?
  • গ. তুমি দ্বারা কখন আসা হলো?
  • ঘ. তুমি কখন আসা হলো

উত্তরঃ তোমার কখন আসা হলো?

বিস্তারিত

এবার একটি গান হোক- কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্য

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কি বলে?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্য

উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য

বিস্তারিত

কর্মবাচ্যের ক্রিয়া কিসের অনুসারী হয়?

  • ক. কর্তা
  • খ. কর্মের
  • গ. ক্রিয়ার
  • ঘ. ভাবের

উত্তরঃ কর্মের

বিস্তারিত

কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

  • ক. ৪র্থী
  • খ. ৫মী
  • গ. ৬ষ্ঠী
  • ঘ. ৩য়া

উত্তরঃ ৩য়া

বিস্তারিত

রোগী পথ্য সেবন করে- কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্য

উত্তরঃ কর্তৃবাচ্য

বিস্তারিত

কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়?

  • ক. ৭মী
  • খ. ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য বিভক্তি
  • গ. ৩য়া
  • ঘ. ৫মী

উত্তরঃ ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য বিভক্তি

বিস্তারিত

কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তিযুক্ত হয়?

  • ক. প্রথমা
  • খ. দ্বিতীয়া
  • গ. তৃতীয়া
  • ঘ. সপ্তমী

উত্তরঃ প্রথমা

বিস্তারিত

কর্তৃবাচ্যের ক্রিয়াপদ সর্বদাই কার অনুসারী হয়?

  • ক. কর্মের
  • খ. ভাবের
  • গ. কর্তার
  • ঘ. ক্রিয়ার

উত্তরঃ কর্তার

বিস্তারিত

বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ বাক্যতত্ত্বে

বিস্তারিত

ভাববাচ্যের ক্রিয়া--

  • ক. উত্তম পুরুষ
  • খ. মধ্যম পুরুষ
  • গ. নামপুরুষ
  • ঘ. প্রত্যক্ষ উক্তির

উত্তরঃ নামপুরুষ

বিস্তারিত

মাতা কর্তৃক শিশু শিক্ষা পায়- কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. ভাববাচ্য
  • গ. কর্মবাচ্য
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্য

উত্তরঃ কর্মবাচ্য

বিস্তারিত

ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন হয়?

  • ক. কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী হয়
  • খ. কর্মে প্রথমা এবং ক্রিয়া উত্তম পুরুষ হয়
  • গ. কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
  • ঘ. কর্তায় ক্রিয়া অকর্মক হতে হয়

উত্তরঃ কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী হয়

বিস্তারিত

বাচ্য কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে কি বলা হয়?

  • ক. বাগধারা
  • খ. বাচ্য
  • গ. উক্তি
  • ঘ. প্রবাদ

উত্তরঃ বাচ্য

বিস্তারিত

"তিনি বললেন যে, বইটা তার দরকার" বাক্যটি কিসের উদাহরণ?

  • ক. প্রত্যক্ষ উক্তির
  • খ. কর্ম বাচ্যের
  • গ. কর্তৃবাচ্যের
  • ঘ. পরোক্ষ উক্তির

উত্তরঃ পরোক্ষ উক্তির

বিস্তারিত

‘চাঁদ দেখা যাচ্ছে’ এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্মকর্তৃবাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

‘বাঁশি বাজে ওই দূরে’-- কোন বাচ্যের উদাহরণ?

  • ক. ভাববাচ্যের
  • খ. কর্তৃবাচ্যের
  • গ. কর্ম-কর্তৃবাচ্যের
  • ঘ. কর্মবাচ্যের

উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্যের

বিস্তারিত

তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যের রূপান্তর-

  • ক. তোমার বেড়ানো হলো
  • খ. তোমার বেড়ানো শেষ
  • গ. তুমি বেড়িয়ে এলে
  • ঘ. তোমা কর্তৃক বেড়ানো হলো

উত্তরঃ তোমার বেড়ানো হলো

বিস্তারিত

নিচের কোন বাক্যটি ভাববাচ্যের?

  • ক. আমি ভাত খেয়েছি
  • খ. আমার ভাত খাওয়া হয়েছে
  • গ. আমাকে ভাত দেওয়া হয়নি
  • ঘ. তোরা সব ভাতের যোগাড় কর

উত্তরঃ আমাকে ভাত দেওয়া হয়নি

বিস্তারিত

ভাববাচ্যের উদাহরণ-

  • ক. আমি আর গেলাম না
  • খ. এবার মাছ ধরা যাক
  • গ. আম বোধ হয় পেকেছে
  • ঘ. কুকুর লোকটিকে কামড়াল

উত্তরঃ এবার মাছ ধরা যাক

বিস্তারিত

যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?

  • ক. কর্ম-কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্তৃবাচ্য

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

“আমার বই পড়া হয়েছে” বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে-

  • ক. আমি বই পড়ছি
  • খ. আমরা বই পড়েছি
  • গ. আমি বই পড়তে যাচ্ছি
  • ঘ. আমি বই পড়েছি

উত্তরঃ আমি বই পড়েছি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects