সাহিত্যিক ও বিবিধ সাহিত্য কর্ম চরিত্র রচনার শ্রে

নিচের কোন দুজন শরৎচন্দ্র-সৃষ্ট নারী চরিত্র?

  • ক. আয়েষা, শ্রী
  • খ. দামিনী, কমুদিনী
  • গ. অভয়া, অন্নদা
  • ঘ. সর্বজয়া, দুর্গা

উত্তরঃ অভয়া, অন্নদা

বিস্তারিত

১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার
  • খ. কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে
  • ঘ. বুদ্ধদেব বসু, বিষ্ণু দে

উত্তরঃ কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ

বিস্তারিত

নিচের কোন দুজন লেখক বাংলাদেশ রাষ্ট্রের বাইরে মৃত্যুবরণ করেছেন?

  • ক. রণেশ দাশগুপ্ত, হুমায়ূন আজাদ
  • খ. হাসান হাফিজুর রহমান, জিয়া হায়দার
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্, আবু হেনা মোস্তফা কামাল
  • ঘ. হুমায়ূন আজাদ, মোহাম্মদ মনিরুজ্জামান

উত্তরঃ রণেশ দাশগুপ্ত, হুমায়ূন আজাদ

বিস্তারিত

বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক--

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. বিষ্ণু দে
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ বিষ্ণু দে

বিস্তারিত

মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ. বেগম শামসুন নাহার
  • ঘ. বেগম সেলিনা হোসেন

উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

বিস্তারিত

কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

  • ক. বিদ্রোহী
  • খ. অগ্রপথিক
  • গ. কাণ্ডারী হুশিয়ার
  • ঘ. আনন্দময়ীর আগমনে

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?

  • ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
  • খ. হলদিয়াঘাটের যুদ্ধ
  • গ. নাদির শাহের দিল্লি অভিযান
  • ঘ. রাজা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ

বিস্তারিত

'চাঁদের অমাবশ্যা' কোন শ্রেণীর উপন্যাস?

  • ক. মনসমীক্ষামূলক
  • খ. রূপক
  • গ. সামাজিক
  • ঘ. আত্মজীবনীমূলক

উত্তরঃ মনসমীক্ষামূলক

বিস্তারিত

মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য--

  • ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
  • খ. জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
  • গ. চাষী জীবনের করুণ চিত্র
  • ঘ. চরবাসীদের দুঃখী-জীবন

উত্তরঃ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে--

  • ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
  • খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  • গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
  • ঘ. ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

উত্তরঃ ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

বিস্তারিত

কাজী ইমদাদুল হক এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?

  • ক. চাষী জীবনের করুণ চিত্র
  • খ. কৃষক জীবনের সংগ্রামশীল জীবন
  • গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
  • ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

বিস্তারিত

'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?

  • ক. নাটক
  • খ. কাব্য
  • গ. আত্মজৈবনিক উপন্যাস
  • ঘ. গীতি কবিতার সংকলন

উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস

বিস্তারিত

দীনবন্ধু মিত্র রচিত 'সধবার একাদশী' গ্রন্থটি কোন শ্রেণীর রচনা?

  • ক. কাব্য
  • খ. প্রহসন
  • গ. উপন্যাস
  • ঘ. জীবনীগ্রন্থ

উত্তরঃ প্রহসন

বিস্তারিত

ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য---

  • ক. জীবনানুভূতির গভীরতায়
  • খ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্ণতায়
  • গ. কাহিনীর সরলতা ও জটিলতায়
  • ঘ. ভাষার প্রকারভেদ

উত্তরঃ জীবনানুভূতির গভীরতায়

বিস্তারিত

পদ বা পদাবলী বলতে কি বোঝায়?

  • ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
  • খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
  • গ. বাউল বা মরমী গীতি
  • ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

উত্তরঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা

বিস্তারিত

দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?

  • ক. দুই ভাষায় রচিত পুঁথি
  • খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
  • গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
  • ঘ. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি

উত্তরঃ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

বিস্তারিত

'রাজবন্দীর রোজনামচা' স্মৃতকথামূলক গ্রন্থের রচয়িতা কে?

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সত্যেন সেন
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার

বিস্তারিত

'কুচবরণ কন্যা' বন্দে আলী মিয়া রচিত---

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. শিশুতোষ গ্রন্থ
  • ঘ. কাব্যগ্রন্থ

উত্তরঃ শিশুতোষ গ্রন্থ

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

  • ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
  • খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
  • গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
  • ঘ. সমস্যা পুরুণ, মুকুট ও সুভা

উত্তরঃ ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

বিস্তারিত

'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?

  • ক. সধবার একাদশী
  • খ. আলালের ঘরের দুলাল
  • গ. একেই কি বলে সভ্যতা
  • ঘ. নববাবু বিলাস

উত্তরঃ সধবার একাদশী

বিস্তারিত

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?

  • ক. ইন্দ্রনাথ
  • খ. শ্রীকান্ত
  • গ. ফটিক
  • ঘ. মহেশ

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

'রাজলক্ষী' চরিত্রের স্রষ্টা ঔপান্যাসিক--

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. শরৎচন্দ্র
  • গ. তারাশঙ্কর
  • ঘ. নজরুল ইসলাম

উত্তরঃ শরৎচন্দ্র

বিস্তারিত

'মহেন্দ্র' কোন উপন্যাসের নায়িকা?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. চোখের বালি
  • গ. গৃহদাহ
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ চোখের বালি

বিস্তারিত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম--

  • ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  • খ. মধুসূদন ও কুমুদিনী
  • গ. গোবিন্দলাল ও রোহিনী
  • ঘ. সুরেশ ও অচলা

উত্তরঃ গোবিন্দলাল ও রোহিনী

বিস্তারিত

ভ্রমর চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. চরিত্রহীন
  • খ. গৃহদাহ
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. সংশপ্তক

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. ধর্মমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?

  • ক. বণ্ড মন্গল
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. চণ্ডীমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ চণ্ডীমঙ্গল

বিস্তারিত

রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
  • খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
  • গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
  • ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

বিস্তারিত

'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. জোহরা
  • গ. মৃত্যুক্ষুধা
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস--

  • ক. বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ
  • খ. প্যারীচাঁদ মিত্ত্রের আলালের ঘরের দুলাল
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি

উত্তরঃ প্যারীচাঁদ মিত্ত্রের আলালের ঘরের দুলাল

বিস্তারিত

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  • ক. রক্তকরবী
  • খ. বলাকা
  • গ. চোখের বালি
  • ঘ. ঘরে-বাইরে

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

নিচের কোনটি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস?

  • ক. কপালকুণ্ডলা
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. বিষবৃক্ষ
  • ঘ. কৃষ্ণকান্তের উইল

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত---

  • ক. দোলনচাঁপা
  • খ. যৌবনের গান
  • গ. অগ্নিবীণা
  • ঘ. বিদ্রোহী

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?

  • ক. বালুচর
  • খ. রাখালী
  • গ. ধানখেত
  • ঘ. সোজন বাদিয়ার ঘাট

উত্তরঃ রাখালী

বিস্তারিত

'সনেট' শব্দটি--

  • ক. জার্মানি
  • খ. ইটালিয়ান
  • গ. ফ্রেঞ্চ
  • ঘ. ইংরেজী

উত্তরঃ ইটালিয়ান

বিস্তারিত

'অনলপ্রবাহের' রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. বেনজীর আহমেদ

উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী

বিস্তারিত

কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. কুহেলিকা
  • গ. শেষ প্রশ্ন
  • ঘ. দোলনচাঁপা

উত্তরঃ শেষ প্রশ্ন

বিস্তারিত

'মুক্তিযুদ্ধের ইতিহাসঃ দলিলপত্র' কে সম্পদনা করেন?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. আবুল হাসান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • খ. ড. এনামুল হক
  • গ. মুহম্মদ আবদুল হাই
  • ঘ. ইব্রাহিম খাঁ

উত্তরঃ মুহম্মদ আবদুল হাই

বিস্তারিত

'পলাশীর যুদ্ধ' বইটি কার লেখা?

  • ক. ডি এল রায়
  • খ. এন সি ঘোষ
  • গ. কালিদাস রায়
  • ঘ. চন্দ্রশেখর

উত্তরঃ ডি এল রায়

বিস্তারিত

'এলেবেলে' নাটকটি কার লেখা?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. জিয়া হায়দার
  • গ. সেলিম আল দীন
  • ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তরঃ জিয়া হায়দার

বিস্তারিত

বাঙ্গালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?

  • ক. লিপিমালা
  • খ. ইতিহাসমালা
  • গ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
  • ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র

উত্তরঃ রাজা প্রতাপাদিত্য চরিত্র

বিস্তারিত

কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?

  • ক. বেদান্ত চন্দ্রিকা
  • খ. বেদান্ত গ্রন্থ
  • গ. বেদান্ত সার
  • ঘ. পথ্য প্রদান

উত্তরঃ বেদান্ত চন্দ্রিকা

বিস্তারিত

'কত ছবি, কত গান'- এর লেখক--

  • ক. আবু ইসহাক
  • খ. খোন্দকার মোঃ ইলিয়াস
  • গ. আলাউদ্দিন আল-আজাদ
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ আলাউদ্দিন আল-আজাদ

বিস্তারিত

কোনটি শওকত ওসমান রচিত?

  • ক. চৌচির
  • খ. সত্য-মিথ্য
  • গ. পদ্মা-মেঘনা-যমুনা
  • ঘ. ক্রীতদাসের হাসি

উত্তরঃ ক্রীতদাসের হাসি

বিস্তারিত

'একেই কি বলে সভ্যতা?' কে লিখেছেন?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. মোশারফ হোসেন
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

'আলালের ঘরের দুলাল' - এর লেখক কে?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • খ. প্যারীচাঁদ মিত্র
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র

বিস্তারিত

'কবর' কবিতাটির লেখক-

  • ক. জসীম উদ্দীন
  • খ. নজরুল ইসলাম
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ জসীম উদ্দীন

বিস্তারিত

'চাচা কাহিনী'র লেখক--

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. শওকত ওসমান
  • ঘ. ফররুখ আহমেদ

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা--

  • ক. মুহম্মদ আব্দুল হাই
  • খ. মোঃ বরকতউল্লাহ
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মওলানা আকরাম খাঁ

উত্তরঃ মওলানা আকরাম খাঁ

বিস্তারিত

'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  • গ. মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মুহাম্মদ আবদুল হাই

উত্তরঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

  • ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
  • খ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  • গ. মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. সুকুমার সেন

উত্তরঃ দীনেশচন্দ্র সেনগুপ্ত

বিস্তারিত

'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. কাজী মোতাহের হোসেন
  • খ. আবুল হোসেন
  • গ. কাজী আবদুল ওদুদ
  • ঘ. কাজী আনোয়ারুল কাদির

উত্তরঃ কাজী আবদুল ওদুদ

বিস্তারিত

'কাশবনের কণ্যা' গ্রন্থটির লেখক কে?

  • ক. আবুল কালাম শামসুদ্দিন
  • খ. শামসুদ্দিন আবুল কালাম
  • গ. আবুল ফজল
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ শামসুদ্দিন আবুল কালাম

বিস্তারিত

বাংলা একাডেমীর 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পদনা করেন কে?

  • ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহাম্মদ এনামুল হক
  • গ. মুহম্মদ মনসুর উদ্দিন
  • ঘ. মুহাম্মদ আবদুল হাই

উত্তরঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মোহাম্মদ বরকতউল্লাহ
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. মোহাম্মদ লুৎফর রহমান

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

  • ক. মোস্তফা চরিত
  • খ. নয়াজাতি স্রষ্টা হজরত মোহাম্মদ
  • গ. বিশ্বনবী
  • ঘ. মানব-মুকুট

উত্তরঃ মানব-মুকুট

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম--

  • ক. ৭ মে, ১৮৬১ খ্রিঃ
  • খ. ৭ জুন, ১৮৫১ খ্রিঃ
  • গ. ৭ জুন, ১৮৪১ খ্রিঃ
  • ঘ. ৬ মে, ১৮৩৮ খ্রিঃ

উত্তরঃ ৭ মে, ১৮৬১ খ্রিঃ

বিস্তারিত

'সংস্কৃতির রূপান্তর' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. গোপাল হালদার
  • খ. শহীদুল্লাহ কায়সার
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ গোপাল হালদার

বিস্তারিত

কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত?

  • ক. মানসী
  • খ. শেষের কবিতা
  • গ. দোলন চাঁপা
  • ঘ. সোনারতরী

উত্তরঃ দোলন চাঁপা

বিস্তারিত

'নদী ও নারী' এর রচয়িতা কে?

  • ক. আবুল ফজল
  • খ. হুমায়ন কবির
  • গ. কাজী আলাউদ্দীন
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ হুমায়ন কবির

বিস্তারিত

'সোজন বাদিয়ার ঘাট' এর রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জসীমউদ্দীন
  • গ. কায়কোবাদ
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. আবুল মনসুর আহমদ
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

জীবনমুখী সমাজসচেতন কথাসাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি?

  • ক. জহির রায়হান
  • খ. জহির ইসলাম
  • গ. জহির আহমেদ
  • ঘ. জহির মোহাম্মদ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

বিজ্ঞানশিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য 'কলিঙ্গ' পুরস্কার লাভ করেন--

  • ক. জাফর ইকবাল
  • খ. হুমায়ুন আহমেদ
  • গ. আবদুল্লাহ আল মুতি
  • ঘ. আবুল মনসুর আহমদ

উত্তরঃ আবদুল্লাহ আল মুতি

বিস্তারিত

'রাজবন্দীর জবানবন্দী' কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন করেন বাংলা--

  • ক. ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
  • খ. ৭ বৈশাখ, ১২৭৮ বঙ্গাব্দে
  • গ. ২৭ বৈশাখ, ১৩৫৭ বঙ্গাব্দে
  • ঘ. ২৪ বৈশাখ, ১৩৬৮ বঙ্গাব্দে

উত্তরঃ ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে

বিস্তারিত

সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন মাত্র--

  • ক. ১৮ বছর বয়সে
  • খ. ২০ বছর বয়সে
  • গ. ২১ বছর বয়সে
  • ঘ. ১৯ বছর বয়সে

উত্তরঃ ২১ বছর বয়সে

বিস্তারিত

'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'- এর পারিবারিক পদবী কোনটি?

  • ক. চৌধুরী
  • খ. চট্টোপাধ্যায়
  • গ. চক্রবর্তী
  • ঘ. বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

'চাঁদের অমাবশ্যা' গ্রন্থটির লেখক কে?

  • ক. সৈয়দ মুজতবা আলী
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শওকত ওসমান
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects