সমার্থক ও প্রতিশব্দ

নিচের কোনটি নদীর সমার্থক শব্দ নয়?

  • ক. তরঙ্গিণী
  • খ. শৈবালিনী
  • গ. ঊর্মিলহরী
  • ঘ. স্রোতোবহা

উত্তরঃ ঊর্মিলহরী

বিস্তারিত

নিচের কোন জোড়া সমার্থক শব্দের দৃষ্টান্ত?

  • ক. হয়, বাজী
  • খ. রওশন, আসমান
  • গ. সওদা, জবান
  • ঘ. লোচন, চিকুর

উত্তরঃ হয়, বাজী

বিস্তারিত

'অনিল' শব্দের অর্থ কি?

  • ক. রাত্রি
  • খ. বাতাস
  • গ. শুদ্ধ
  • ঘ. আঁধার

উত্তরঃ বাতাস

বিস্তারিত

ভুল প্রতিশব্দটি নির্ণয় কর।

  • ক. অগ্নি-বহ্নি
  • খ. ইচ্ছা-পরশ্রীকাতরতা
  • গ. কন্যা-তনয়া
  • ঘ. রাত্রি-যামিনী

উত্তরঃ ইচ্ছা-পরশ্রীকাতরতা

বিস্তারিত

নিচের কোনটি 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. বসুমতী
  • খ. বসুধা
  • গ. ধরা
  • ঘ. ধরণী

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

কোনটির অর্থ 'বায়ু'?

  • ক. বারিদ
  • খ. ব্যোম
  • গ. সমীর
  • ঘ. তরু

উত্তরঃ সমীর

বিস্তারিত

'তটিনী' -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. তরঙ্গিনী
  • খ. তন্বী
  • গ. তরী
  • ঘ. তট

উত্তরঃ তরঙ্গিনী

বিস্তারিত

'আর্দ্র' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. উষ্ণ
  • খ. শুষ্ক
  • গ. শীতল
  • ঘ. সিক্ত

উত্তরঃ শুষ্ক

বিস্তারিত

'ভার্যা' শব্দের অর্থ কি?

  • ক. স্ত্রী
  • খ. মেয়ে
  • গ. দেবর
  • ঘ. জা

উত্তরঃ স্ত্রী

বিস্তারিত

'বৃত্তান্তর' -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. গোলাকার
  • খ. বৃত্তস্থ
  • গ. বিবরণ
  • ঘ. ডালপালা

উত্তরঃ বিবরণ

বিস্তারিত

'বিপণী' -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. আপণ
  • খ. আত্মীয়
  • গ. শকট
  • ঘ. সড়ক

উত্তরঃ আপণ

বিস্তারিত

'আবিল' শব্দের অর্থ কি?

  • ক. স্বচ্ছ
  • খ. স্বাভাবিক
  • গ. কলুষিত
  • ঘ. অস্বাভাবিক

উত্তরঃ কলুষিত

বিস্তারিত

'অম্বর' শব্দের অর্থ কি?

  • ক. মেঘ
  • খ. বজ্রধ্বনি
  • গ. আকাশ
  • ঘ. হাতি

উত্তরঃ আকাশ

বিস্তারিত

'ঘাঘু' শব্দে কি বোঝায়?

  • ক. অভিজ্ঞ
  • খ. দুর্বৃত্ত
  • গ. গোঁয়ার
  • ঘ. সর্বাঙ্গে ঘা

উত্তরঃ অভিজ্ঞ

বিস্তারিত

'গণ্ডগ্রাম' -এর অর্থ কি?

  • ক. অজপাড়া গাঁ
  • খ. মূর্খদের গ্রাম
  • গ. অতি ক্ষুদ্র গ্রাম
  • ঘ. বৃহৎ গ্রাম

উত্তরঃ অজপাড়া গাঁ

বিস্তারিত

শব্দগুচ্ছ সমার্থক নয়--

  • ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম
  • খ. অচল, আদ্রি, ভূধর, শৈল
  • গ. অর্ণব, জলধি, পারাবার, রত্নাকর
  • ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ

উত্তরঃ কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ

বিস্তারিত

'উষ্ণীষ' -এর শব্দার্থ--

  • ক. অত্যন্ত উষ্ণ
  • খ. কুসুম কুসুম উষ্ণ
  • গ. পাগড়ি
  • ঘ. শীতের আমেজ

উত্তরঃ পাগড়ি

বিস্তারিত

'অটবী' -এর প্রতিশব্দ কোনটি?

  • ক. স্থির
  • খ. কুল
  • গ. নদী
  • ঘ. বন

উত্তরঃ বন

বিস্তারিত

'অনুপম' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. অপরিমিত
  • খ. অতুল্য
  • গ. মনোরম
  • ঘ. অকল্পনীয়

উত্তরঃ মনোরম

বিস্তারিত

'কুজন' শব্দের অর্থ কি?

  • ক. খারাপ লোক
  • খ. ছোট লোক
  • গ. পাখির ডাক
  • ঘ. ইতর-বিশেষ

উত্তরঃ পাখির ডাক

বিস্তারিত

'অনিল' শব্দের অর্থ কি?

  • ক. বাতাস
  • খ. যা নীল নয়
  • গ. কোকিল
  • ঘ. কারো নাম

উত্তরঃ বাতাস

বিস্তারিত

'শ্বশ্রূ' -এর শব্দার্থ কি?

  • ক. দাড়িগোঁফ
  • খ. শাশুড়ী
  • গ. শ্ত্রু
  • ঘ. অশ্রু

উত্তরঃ শাশুড়ী

বিস্তারিত

'জঙ্গম' -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. প্রচণ্ড যুদ্ধ
  • খ. গতিশীল
  • গ. নিবিড় বন
  • ঘ. সম্মিলন

উত্তরঃ গতিশীল

বিস্তারিত

'অভিনিবেশ' শব্দটির অর্থ কি?

  • ক. অভিরুচি
  • খ. নিস্পৃহ
  • গ. মনোযোগ
  • ঘ. বিশেষভাবে

উত্তরঃ মনোযোগ

বিস্তারিত

'বকনা' শব্দের অর্থ কি?

  • ক. গাভী
  • খ. বাছুর
  • গ. গাই-বাছুর
  • ঘ. ষাঁড়-বাছুর

উত্তরঃ গাই-বাছুর

বিস্তারিত

'নির্বন্ধ' অর্থ--

  • ক. বিধান
  • খ. আগ্রহ
  • গ. নিবিড়
  • ঘ. সত্যাসত্য

উত্তরঃ বিধান

বিস্তারিত

'নন্দিনী' -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. ননদিনী
  • খ. নারী
  • গ. তনয়া
  • ঘ. সুন্দরী

উত্তরঃ তনয়া

বিস্তারিত

'পানি'র সমার্থক শব্দ--

  • ক. উদর
  • খ. উপল
  • গ. উদক
  • ঘ. উষার

উত্তরঃ উদক

বিস্তারিত

'শিষ্টাচার' -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. নিষ্ঠা
  • খ. সদাচার
  • গ. সততা
  • ঘ. সংযম

উত্তরঃ সদাচার

বিস্তারিত

'সূর্য' -এর প্রতিশব্দ--

  • ক. সুধাংশু
  • খ. শশাঙ্ক
  • গ. বিধু
  • ঘ. আদিত্য

উত্তরঃ আদিত্য

বিস্তারিত

'বিরাগী' শব্দের অর্থ কি?

  • ক. উদাসীন
  • খ. প্রতিকূল
  • গ. রাগহীন
  • ঘ. বিশেষভাবে রুষ্ট

উত্তরঃ উদাসীন

বিস্তারিত

'অপলাপ' শব্দের অর্থ কি?

  • ক. অস্বীকার
  • খ. মিথ্যা
  • গ. প্রলাপ
  • ঘ. আসদালাপ

উত্তরঃ অস্বীকার

বিস্তারিত

'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ--

  • ক. কাল্পনিকের জন্তু
  • খ. গোমড়ামুখো লোক
  • গ. মুরগি
  • ঘ. পুরানোক্ত পাখি

উত্তরঃ গোমড়ামুখো লোক

বিস্তারিত

সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন--

  • ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
  • খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
  • গ. গাঙ, তটিনী, অর্ণব
  • ঘ. স্রোতাস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

উত্তরঃ শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

বিস্তারিত

অম্বর শব্দের অর্থ হলো--

  • ক. আকাশ
  • খ. মেঘ
  • গ. হাতী
  • ঘ. বজ্রধনী

উত্তরঃ আকাশ

বিস্তারিত

'প্রভাত সূর্য' -এর প্রতিশব্দ কি?

  • ক. রবি
  • খ. অরুণ
  • গ. ভানু
  • ঘ. দিনমণি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'আপণ' শব্দটির অর্থ কি?

  • ক. একান্ত
  • খ. নিজস্ব
  • গ. দোকান
  • ঘ. অহং

উত্তরঃ দোকান

বিস্তারিত

'কল্কে পাওয়া' অর্থঃ

  • ক. প্রভাবিত হওয়া
  • খ. পাত্তা পাওয়া
  • গ. প্রাণ ফিরে পাওয়া
  • ঘ. শান্তি পাওয়া

উত্তরঃ পাত্তা পাওয়া

বিস্তারিত

'পাদ্য' শব্দের অর্থঃ

  • ক. পা পর্যন্ত
  • খ. পা ধোয়ার পানি
  • গ. পান করার যোগ্য
  • ঘ. পা দ্বারা

উত্তরঃ পা ধোয়ার পানি

বিস্তারিত

'চোখ' -এর সঠিক প্রতিশব্দ কোনটি?

  • ক. পত্রী
  • খ. শম্পা
  • গ. সখ্য
  • ঘ. সমীরণ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'চন্দ্র'- এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. মিহির
  • খ. হিরন
  • গ. শশী
  • ঘ. রবি

উত্তরঃ শশী

বিস্তারিত

'বায়ু' শব্দের সমার্থক শব্দ---

  • ক. মরুৎ
  • খ. তরিৎ
  • গ. বিটপী
  • ঘ. দামিনী

উত্তরঃ মরুৎ

বিস্তারিত

'দীন' শব্দের সমার্থক শব্দ---

  • ক. অর্থ
  • খ. বৈভব
  • গ. স্থির
  • ঘ. হীন

উত্তরঃ হীন

বিস্তারিত

'নীর' শব্দের সমার্থক শব্দ--

  • ক. চন্দ্র
  • খ. গৃহ
  • গ. জল
  • ঘ. পর্বত

উত্তরঃ জল

বিস্তারিত

'মহীপাল' শব্দটির সঠিক অর্থ হলো--

  • ক. হাতি
  • খ. পাহাড়
  • গ. রাজা
  • ঘ. পৃথিবী

উত্তরঃ রাজা

বিস্তারিত

'স্বামী' শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. দয়িত
  • খ. কান্ত
  • গ. নাথ
  • ঘ. a, b, c সবগুলোই

উত্তরঃ a, b, c সবগুলোই

বিস্তারিত

'সমীর' শব্দের অর্থ কি?

  • ক. কুয়াশা
  • খ. বাতাস
  • গ. উত্তরীয়
  • ঘ. সমুদ্র

উত্তরঃ বাতাস

বিস্তারিত

'সংহারক' শব্দের অর্থ কী?

  • ক. বিনাশকারী
  • খ. সংহারকারী
  • গ. A ও B উভয়ই
  • ঘ. অনিষ্ট কামনা

উত্তরঃ A ও B উভয়ই

বিস্তারিত

'অম্বু' শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. জল
  • খ. পাহাড়
  • গ. পর্বত
  • ঘ. ঢেউ

উত্তরঃ জল

বিস্তারিত

নিচের কোন শব্দটি 'সূর্য' শব্দের সমার্থক নয়?

  • ক. রবি
  • খ. তপন
  • গ. দিবাকর
  • ঘ. তমঃ

উত্তরঃ তমঃ

বিস্তারিত

'আসার' শব্দের অর্থ কোনটি শুদ্ধ?

  • ক. অকেজো
  • খ. মাস বিশেষ
  • গ. আকাঙ্ক্ষা
  • ঘ. দৃষ্টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

বন এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. অটবী
  • খ. বনানী
  • গ. বিপিন
  • ঘ. সরোজ

উত্তরঃ সরোজ

বিস্তারিত

আনন্দ এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. উল্লাশ
  • খ. দিপ্তী
  • গ. খুশি
  • ঘ. আহলাদ

উত্তরঃ দিপ্তী

বিস্তারিত

আগুন এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. আনল
  • খ. বহ্নি
  • গ. পাবক
  • ঘ. শিখা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'নারী' এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. সামন্তিনী
  • খ. কামিনী
  • গ. ভামিনী
  • ঘ. আত্মজ

উত্তরঃ আত্মজ

বিস্তারিত

'গন্তব্য' এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. মনজিল
  • খ. অভিষ্ট
  • গ. লক্ষ্য
  • ঘ. জটিল পথ

উত্তরঃ জটিল পথ

বিস্তারিত

'গৃহ' এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. নিকেতন
  • খ. আগার
  • গ. নিবিড়
  • ঘ. বাটী

উত্তরঃ নিবিড়

বিস্তারিত

'রাজা' এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. নরেন্দ্র
  • খ. কিরনমালী
  • গ. ভূপাল
  • ঘ. নৃপ

উত্তরঃ কিরনমালী

বিস্তারিত

'হস্তী' এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. কুঞ্জর
  • খ. করন
  • গ. নাগ
  • ঘ. দ্বিপ

উত্তরঃ করন

বিস্তারিত

সেতারা শব্দের অর্থ হলো--

  • ক. তারকা
  • খ. বাদ্যযন্ত্র
  • গ. সূর্যোদয়
  • ঘ. দ্বাদশীর চাঁদ

উত্তরঃ তারকা

বিস্তারিত

পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?

  • ক. তটিনী
  • খ. অখিল
  • গ. স্থির
  • ঘ. অতিকায়

উত্তরঃ অখিল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects