বাংলা সাহিত্য

76. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?

  • ক. আবুল হাসান
  • খ. হুমায়ন কবির
  • গ. সোমেন চন্দ
  • ঘ. কল্যাণ মিত্র

উত্তরঃ সোমেন চন্দ

বিস্তারিত

77. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

  • ক. দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
  • গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’
  • ঘ. অভিজিৎ সেনের ‘বহুচগুালের হাড়’

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’

বিস্তারিত

78. ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

  • ক. ১৮০০
  • খ. ১৮৫৭
  • গ. ১৯০৭
  • ঘ. ১৯০৯

উত্তরঃ ১৯০৭

বিস্তারিত

80. মধযুগের কবি নন কে?

  • ক. জয়নন্দী
  • খ. বড়ু চন্ডীদাস
  • গ. গোবিন্দ দাস
  • ঘ. জ্ঞান দাস

উত্তরঃ জয়নন্দী

বিস্তারিত

81. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে-

  • ক. ১১৯৯-১২৫০ পর্যন্ত
  • খ. ১২০১-১৩৫০ পর্যন্ত
  • গ. ১২৫০-১৩৫০ পর্যন্ত
  • ঘ. ১২৫০-১৪৫০ পর্যন্ত

উত্তরঃ ১২০১-১৩৫০ পর্যন্ত

বিস্তারিত

82. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?

  • ক. উইলিয়াম কেরি
  • খ. লর্ড ওয়েলেসলি
  • গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • ঘ. রামরাম বসু

উত্তরঃ উইলিয়াম কেরি

বিস্তারিত

83. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরনীয়?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রাজা রামমোহন রায়
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্যোপাধ্যায়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

84. কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

  • ক. তিলোত্তম্য কাব্য
  • খ. মেঘনাদ বধ কাব্য
  • গ. বেতাল পঞ্চবিংশতি
  • ঘ. বীরাঙ্গনা

উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি

বিস্তারিত

85. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. দীনবন্ধু
  • গ. রামনারায়ন তর্করত্ন
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রামনারায়ন তর্করত্ন

বিস্তারিত

86. ‘নীলদপর্ণ’ নাটকটির বিষয়বস্তু কি?

  • ক. নীলকরদের অত্যাচার
  • খ. ভাষা আন্দোলন
  • গ. অসহযোগ আন্দোলন
  • ঘ. তে-ভাগা আন্দোলন

উত্তরঃ নীলকরদের অত্যাচার

বিস্তারিত

87. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?

  • ক. আলাওল
  • খ. কাজী দীন মহম্মদ
  • গ. কাজী মোতাহার হোসেন
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

88. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?

  • ক. পঞ্চতন্ত্র
  • খ. কালান্তর
  • গ. প্রবন্ধ সংগ্রহ
  • ঘ. শাশ্বত বঙ্গ

উত্তরঃ পঞ্চতন্ত্র

বিস্তারিত

89. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. অক্ষয়কুমার দত্ত
  • খ. প্যারীচাঁদ মিত্র
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

90. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

  • ক. কবর
  • খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • গ. জন্ডিস ও বিবিধ বেলুন
  • ঘ. ওরা কদম আলী

উত্তরঃ কবর

বিস্তারিত

91. ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্ম নাম?

  • ক. দীনবন্ধু মিত্র
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. জীবনানন্দ দাস

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

92. কোন কাব্যটি পল্লীকবি জসীম উদদীন রচিত?

  • ক. চৈতালী
  • খ. রাখালী
  • গ. ফনিমনসা
  • ঘ. আলো পৃথিবী

উত্তরঃ রাখালী

বিস্তারিত

93. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ -কার কবিতা?

  • ক. শওকত
  • খ. সিকান্দার আবু জাফর
  • গ. সুুফিয়া কামাল
  • ঘ. শাসসুর রহমান

উত্তরঃ শাসসুর রহমান

বিস্তারিত

94. ‘দেয়াল’ রচনাটি কার?

  • ক. হুমায়ন আহমেদ
  • খ. তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ হুমায়ন আহমেদ

বিস্তারিত

95. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. ক্রীতদাসের হাসি
  • খ. মাটি আর অশ্রু
  • গ. হাঙর নদী গ্রেনেড
  • ঘ. সারেং বউ

উত্তরঃ হাঙর নদী গ্রেনেড

বিস্তারিত

96. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারী আমি কি ভুলিতে পারি’। - এ গানের প্রথম সুরকার কে?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. আসাদ চৌধুরী
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. আব্দুল লতিফ

উত্তরঃ আব্দুল লতিফ

বিস্তারিত

97. ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণ পদক কে পান?

  • ক. সৈয়দ আলী আহসান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. সৈয়দ শাসসুল হক
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সৈয়দ আলী আহসান

বিস্তারিত

98. চর্যাাপদ কোন ছন্দে লেখা?

  • ক. অক্ষরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. স্বরবৃত্ত
  • ঘ. অমিত্রাক্ষর ছন্দ

উত্তরঃ মাত্রাবৃত্ত

বিস্তারিত

99. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?

  • ক. আঠারো শততের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
  • খ. ষোড়শ শততের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
  • গ. সপ্তদশ শততের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
  • ঘ. উনিশ শততের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে

উত্তরঃ আঠারো শততের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে

বিস্তারিত

100. কবি গানের প্রথম কবি কে?

  • ক. গোঁজলা পুট
  • খ. হরু ঠাকুর
  • গ. ভবানী ঘোষ
  • ঘ. নিতাই বৈরাগী

উত্তরঃ গোঁজলা পুট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects