কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
226. এমএস ওয়ার্ডে কোনো টেক্সট ফাইল সেভ (save) করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
- ক. Insert + s
 - খ. Ctrl + S
 - গ. Alt + s
 - ঘ. Shift + S
 
উত্তরঃ Ctrl + S
227. কোনো ই-মেইলে 'CC' এর অর্থ কী?
- ক. Close Circuit
 - খ. Carbon Copy
 - গ. Close Contact
 - ঘ. Contact Center
 
উত্তরঃ Carbon Copy
228. বেশির ভাগ প্রোগ্রামের কীবোর্ডের কোন key টি সাধারণত HELP key হিসেবে ব্যবহৃত হয়?
- ক. F12
 - খ. F5
 - গ. F1
 - ঘ. F2
 
উত্তরঃ F1
229. এমএস ওয়ার্ডে কোনো Text ইতালিক (Italic) করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
- ক. Ctrl +I
 - খ. Shift + I
 - গ. Alt + I
 - ঘ. Ctrl B
 
উত্তরঃ Ctrl +I
232. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
- ক. TCP/IP
 - খ. JCP/IP
 - গ. VLSI/IPI
 - ঘ. XTP/IP
 
উত্তরঃ TCP/IP
233. একটি e-mail পাঠানো নিচের কোনটির সমতুল্য?
- ক. Picturing an event
 - খ. Narrating a story
 - গ. Writting a letter
 - ঘ. Creating a drawing
 
উত্তরঃ Writting a letter
234. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- ক. এটির নির্মাতা গুগল
 - খ. এটি লিনাক্স কার্নেল নির্ভর
 - গ. এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইলের জন্য তৈরি
 - ঘ. উপরের সবগুলো সঠিক
 
উত্তরঃ উপরের সবগুলো সঠিক
236. ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?
- ক. ভয়েস অন ইন্টারনেট প্রসেস
 - খ. ভয়েস ওভার ইন্টারনেট প্রসেস
 - গ. ভয়েস অন ইন্টারনেট প্রটোকল
 - ঘ. ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
 
উত্তরঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
237. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
- ক. MS WORD
 - খ. MS POWERPOINT
 - গ. MS EXCEL
 - ঘ. MS ACCESS
 
উত্তরঃ MS POWERPOINT
239. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
- ক. Tuples
 - খ. Attributes
 - গ. Tables
 - ঘ. Rows
 
উত্তরঃ Tables
- ক. Personal Area Network
 - খ. Local Area Network
 - গ. Virtual Private Network
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ Personal Area Network
241. মোবাইল ফোনে কোন Model -এ যোগাযোগ হয়?
- ক. Simplex
 - খ. Half-duplex
 - গ. Full-duplex
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ Full-duplex
242. Firewall কি Protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
- ক. Fire attacks
 - খ. Unauthorized access
 - গ. Virus attacks
 - ঘ. Data-driven attacks
 
উত্তরঃ Unauthorized access
243. TV remote এর Carrier frequency-র range কত?
- ক. <100 MHZ
 - খ. <1 GHZ
 - গ. <2 GHZ
 - ঘ. Infra-red range এর
 
উত্তরঃ Infra-red range এর
245. Time -shared OS -এর কোন Scheduling policy সবচেয়ে ভাল?
- ক. First come first serve
 - খ. Round-robin
 - গ. Shortest job first
 - ঘ. Last come first serve
 
উত্তরঃ Round-robin
246. নিচের কোনটি ৫২(১৬) এর বাইনারি রূপ?
- ক. 010111110010(2)
 - খ. 01110011(2)
 - গ. 00001100(2)
 - ঘ. 11110000(2)
 
উত্তরঃ 010111110010(2)
- ক. Nesscape Navigator
 - খ. World Wide Web
 - গ. Internet Explorer
 - ঘ. Safari
 
উত্তরঃ World Wide Web
248. Social Networking Site -এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
- ক. Image/video
 - খ. Audio
 - গ. Text
 - ঘ. উপরের সবগুলো
 
উত্তরঃ উপরের সবগুলো
249. CPU কোন address generate করে?
- ক. Physical address
 - খ. Logical address
 - গ. Both physical and logical address
 - ঘ. উপরের কোনোটিই নয়
 
উত্তরঃ Logical address
250. H. 323 Protocal সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
- ক. File transfer
 - খ. VoIP
 - গ. Data Security
 - ঘ. File download
 
উত্তরঃ VoIP