কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
26. কম্পিউটার সি.পি.ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
- ক. এ.এল.ইউ (ALU)
 - খ. কন্ট্রোল ইউনিট (Control unit)
 - গ. রেজিস্ট্রার সেট (Register set)
 - ঘ. কোনটি নয়
 
উত্তরঃ এ.এল.ইউ (ALU)
- ক. AND
 - খ. NOR
 - গ. Ex-OR
 - ঘ. OR
 
উত্তরঃ Ex-OR
29. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব
- ক. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
 - খ. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
 - গ. ব্যবহারকারীর চাহিদা অনুযাায়ী কম্পিউটিং সেবা দেয়া
 - ঘ. উপরের কোনটিই নয়
 
উত্তরঃ ব্যবহারকারীর চাহিদা অনুযাায়ী কম্পিউটিং সেবা দেয়া
32. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্ষিষ্ট করা যায়?
- ক. ২৫৬টি
 - খ. ৪০৯৬টি
 - গ. ৬৫৫৩৬টি
 - ঘ. ৪২৯৪৯৬৭২৯৬টি
 
উত্তরঃ ৬৫৫৩৬টি
33. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
- ক. এটির নির্মাতা গুগল
 - খ. এটি লিনাক্স কার্নেল নির্ভর (Linux)
 - গ. এটি প্রধানত টাচ স্কিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
 - ঘ. উপরের সবগুলো সঠিক
 
উত্তরঃ উপরের সবগুলো সঠিক
34. আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
- ক. অ্যাপেল
 - খ. গুগল
 - গ. মাইক্রোসফট
 - ঘ. আই,বিিএম
 
উত্তরঃ অ্যাপেল
35. EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
- ক. RAM
 - খ. ROM
 - গ. Mercury Delay lines
 - ঘ. Registors
 
উত্তরঃ Mercury Delay lines
36. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৯০ সালে
 - খ. ১৯৮৮ সালে
 - গ. ১৯৯৪ সালে
 - ঘ. ১৯৯৮ সালে
 
উত্তরঃ ১৯৯৪ সালে
37. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP -এর পূর্ণরূপ কি?
- ক. Simple Message Transmission Protocol
 - খ. Strategic Mail Transfer Protocol
 - গ. Strategic Mail Transmission Protocol
 - ঘ. Simple Mail Transfer Protocol
 
উত্তরঃ Simple Mail Transfer Protocol
- ক. প্রোগ্রাম
 - খ. প্রোটোকল
 - গ. প্রোগ্রামিং
 - ঘ. ফ্লোচার্ট
 
উত্তরঃ প্রোটোকল
40. ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
- ক. তামার তার
 - খ. অপটিক্যাল ফাইবার
 - গ. তারহীন সংযোগ
 - ঘ. উপরের সবকটি
 
উত্তরঃ তারহীন সংযোগ
41. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয় -
- ক. শব্দ শক্তি
 - খ. তড়িৎ শক্তি
 - গ. আলোক শক্তি
 - ঘ. চৌম্বক শক্তি
 
উত্তরঃ তড়িৎ শক্তি
43. নিচের কোনটি 3G Language নয়?
- ক. C
 - খ. Java
 - গ. Assembly
 - ঘ. Machine Language
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
 - খ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
 - গ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
 - ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
 
উত্তরঃ ১ কিলোবাইট = ১০২৪ বাইট
45. Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
- ক. IEEE 802.11
 - খ. IEEE 804.11
 - গ. IEEE 803.11
 - ঘ. IEEE 806.11
 
উত্তরঃ IEEE 802.11
46. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
- ক. WAN
 - খ. Satellite Communication
 - গ. MAN
 - ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
 
উত্তরঃ TV রিমোর্ট কন্ট্রোল
50. Mobile Pone এর কোনটি input device নয়?
- ক. Keypad
 - খ. Touch Screen
 - গ. Camera
 - ঘ. Power Supply
 
উত্তরঃ Power Supply