কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
101. কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয় -
- ক. বাইট -এ
 - খ. মিলিমিটারের
 - গ. ইঞ্চিতে
 - ঘ. বিট-এ
 
উত্তরঃ বাইট -এ
102. মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করার কী বোর্ড শর্টকাট হলো -
- ক. কন্ট্রোল , শিফট এবং ‘-’ একত্রে চাপা
 - খ. কন্ট্রোল , শিফট এবং +-’ একত্রে চাপা
 - গ. কন্ট্রোল , শিফট এবং ‘=’ একত্রে চাপা
 - ঘ. কন্ট্রোল , এবং ‘-’ একত্রে চাপা
 
উত্তরঃ কন্ট্রোল , শিফট এবং +-’ একত্রে চাপা
103. নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি -
- ক. হার্ডডিস্ক
 - খ. ফ্লপি ডিস্ক
 - গ. র্যাম
 - ঘ. সিডি
 
উত্তরঃ র্যাম
104. নিচের কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়?
- ক. ফ্লপি ডিস্ক
 - খ. নেটওয়ার্ক ড্রাইভ
 - গ. সিডি রম
 - ঘ. উপরের সবগুলো
 
উত্তরঃ উপরের সবগুলো
105. The brain of a computer within the CPU is -
- ক. ALU
 - খ. Josephson
 - গ. Register
 - ঘ. Control Unit
 
উত্তরঃ ALU
- ক. Optical Mark Reader
 - খ. Optical Memory Reader
 - গ. Optical Modern Reader
 - ঘ. Read only Memory
 
উত্তরঃ Optical Mark Reader
107. হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো -
- ক. বাইনারি ও ডেসিমাল নম্বর
 - খ. অক্ষর ও ডেসিমাল ডিজিট
 - গ. বাইনারি ও অক্টাল নম্বর
 - ঘ. অকটাল ও ডেসিমাল নম্বর
 
উত্তরঃ অক্ষর ও ডেসিমাল ডিজিট
109. একটি Computer file -এর Extension . mp3। এটি কোন ধরনের file?
- ক. Video
 - খ. Audio
 - গ. Antivirus
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ Audio
110. এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতামে চাপ দিতে হয়?
- ক. Tab
 - খ. Caps lock
 - গ. Ctrl
 - ঘ. Esc
 
উত্তরঃ Esc
111. Key Board এর F1 - F2 পর্যন্ত বোতামগুলোকে কী বলা হয়?
- ক. Format Key
 - খ. Fun Key
 - গ. Function Key
 - ঘ. Fantastic Key
 
উত্তরঃ Function Key
112. MS Word এ প্রিন্ট দেয়ার কমান্ড কোনটি?
- ক. Alt + P
 - খ. Crlt + P
 - গ. Fn + P
 - ঘ. Alt + Print
 
উত্তরঃ Crlt + P
113. ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?
- ক. এডিটিং
 - খ. সটিং
 - গ. ইনডেক্সিং
 - ঘ. গ্রুপিং
 
উত্তরঃ ইনডেক্সিং
114. ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
- ক. ই-মার্কেটিং
 - খ. ই-কমার্স
 - গ. ই-বিজনেস
 - ঘ. আউট সোর্সিং
 
উত্তরঃ আউট সোর্সিং
115. মনিটর মূলত কি?
- ক. ইনপুট ডিভাইস
 - খ. আউটপুট ডিভাইস
 - গ. ১০টি প্রসেসর
 - ঘ. ভিডিও কার্ড
 
উত্তরঃ আউটপুট ডিভাইস
118. নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম?
- ক. Access
 - খ. Excel
 - গ. Word perfect
 - ঘ. Visual Basic
 
উত্তরঃ Access
119. কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া হয়?
- ক. Bluetooth
 - খ. Wi-fi
 - গ. WAN
 - ঘ. LAN
 
উত্তরঃ Wi-fi
120. LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
- ক. ৩০ মিটার
 - খ. ২০ মিটার
 - গ. ৪০ মিটার
 - ঘ. ৫০ মিটার
 
উত্তরঃ ৩০ মিটার
121. 'RAM' means -
- ক. random access memory
 - খ. read and memorize
 - গ. reading and money
 - ঘ. real African monkey
 
উত্তরঃ random access memory
122. টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?
- ক. বিল গেটস
 - খ. স্টিভ জবস
 - গ. চার্লস ব্যাবেজ
 - ঘ. জর্জ বুল
 
উত্তরঃ স্টিভ জবস
123. HTML এর পূর্ণরূপ কি?
- ক. Hyper test multiple language
 - খ. Hiper text multiple language
 - গ. Hyper text mark up language
 - ঘ. Hiper text mark up language
 
উত্তরঃ Hyper text mark up language
124. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
- ক. নেটওয়ার্ক
 - খ. কমিউনিকেশন
 - গ. সোর্স
 - ঘ. টপোলজি
 
উত্তরঃ টপোলজি
125. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কোনটি সঠিক?
- ক. এটির নির্মাতা গুগল
 - খ. এটি লিনাক্স কার্নেল নির্ভর
 - গ. এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইলের জন্য তৈরি
 - ঘ. সবগুলো সঠিক
 
উত্তরঃ সবগুলো সঠিক