কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
76. “ অ্যাবাকাস” কী?
- ক. হাঁস-মুরগীর ভাইরাস জনিত একটি রোগ
 - খ. এক প্রকার সুমিষ্ট ফল
 - গ. এক প্রকার গণনা যন্ত্র
 - ঘ. ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ
 
উত্তরঃ এক প্রকার গণনা যন্ত্র
- ক. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
 - খ. নির্ভুল কাজ করার ক্ষমতা
 - গ. স্মৃতি
 - ঘ. বুদ্ধি
 
উত্তরঃ বুদ্ধি
78. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
- ক. সিলেট
 - খ. বরিশাল
 - গ. চট্রগ্রাম
 - ঘ. রংপুর
 
উত্তরঃ চট্রগ্রাম
79. সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের প্রাপ্য ব্যাণ্ডউইথ -
- ক. 10 Gigabites/sec
 - খ. 100 Megabites/sec
 - গ. 200 Megabites/sec
 - ঘ. 200 Gigabites/sec
 
উত্তরঃ 200 Gigabites/sec
80. ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?
- ক. ডেনমার্কের রাজা
 - খ. জাপানের সম্রাট
 - গ. ব্রিটেনের রানী
 - ঘ. সুইজারল্যান্ডের রাজকুমার
 
উত্তরঃ ডেনমার্কের রাজা
81. বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে -
- ক. মরফোলজি
 - খ. টেকনোলজি
 - গ. নিউরোলজি
 - ঘ. টপোলজি
 
উত্তরঃ টপোলজি
82. নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?
- ক. আইপি অ্যাড্রেস
 - খ. ম্যাক অ্যাড্রেস
 - গ. ইউরালএল
 - ঘ. নেটওয়ার্ক ড্রাইভার
 
উত্তরঃ ম্যাক অ্যাড্রেস
83. কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ কী?
- ক. Graphical User Instrument
 - খ. Graphical Unified Interface
 - গ. Graphical User Interface
 - ঘ. Graphical Unified Instrument
 
উত্তরঃ Graphical User Interface
85. মেমরি ও ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে -
- ক. কিবোর্ড
 - খ. র্যাম
 - গ. কন্ট্রোল ইউনিট
 - ঘ. মাউস
 
উত্তরঃ কন্ট্রোল ইউনিট
- ক. Optical Message Reader
 - খ. Optical Mark Render
 - গ. Optical Mark Reader
 - ঘ. Optical Mark Render
 
উত্তরঃ Optical Mark Reader
88. নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়?
- ক. মাউস
 - খ. প্লটার
 - গ. মডেম
 - ঘ. কিবোর্ড
 
উত্তরঃ মডেম
89. কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে -
- ক. স্টার্ট আপ ডিস্ক
 - খ. কম্প্যাক্ট ডিস্ক
 - গ. হাইডেনসিটি ডিস্ক
 - ঘ. ম্যাগনেটিক ডিস্ক
 
উত্তরঃ স্টার্ট আপ ডিস্ক
- ক. এক্সপানশন বোর্ডে
 - খ. এক্সটার্নাল ড্রাইভে
 - গ. মাদার বোর্ডে
 - ঘ. সবগুলো
 
উত্তরঃ মাদার বোর্ডে
91. Office 2007 এর MS-Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কোনটি?
- ক. .pdf
 - খ. .doc
 - গ. .docx
 - ঘ. .txt
 
উত্তরঃ .docx
92. বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?
- ক. মেগাবাইট
 - খ. বাইট
 - গ. কিলোবাইট
 - ঘ. বিট
 
উত্তরঃ বিট
93. নিচের কোন প্রটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ই-মেইল ডাউনলোড করে?
- ক. TCP
 - খ. FTP
 - গ. POP
 - ঘ. SMTP
 
উত্তরঃ POP
- ক. Computer Dise Run Only Memory
 - খ. Computer Drive Read Only Memory
 - গ. Computer Dise Read Only Memory
 - ঘ. Computer Driver Run Only Memory
 
উত্তরঃ Computer Dise Read Only Memory
- ক. সামাজিক যোগাযোগ মাধ্যম
 - খ. সংবাদপত্র
 - গ. পাখির বাসা
 - ঘ. টাকা আদান প্রদানের মাধ্যম
 
উত্তরঃ সামাজিক যোগাযোগ মাধ্যম
- ক. মার্ক জুকারবার্গ
 - খ. মার্ক টোয়েন
 - গ. বিল গেটস
 - ঘ. স্টিভ জবস
 
উত্তরঃ মার্ক জুকারবার্গ
97. আইফোনের প্রস্তুতকারক হলো -
- ক. আই. বি . এম.
 - খ. মাইক্রোসফট
 - গ. অ্যাপল কম্পিউটার
 - ঘ. সনি
 
উত্তরঃ অ্যাপল কম্পিউটার
- ক. wide world web
 - খ. world wide web
 - গ. world with web
 - ঘ. world within web
 
উত্তরঃ world wide web