কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
51. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
- ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
 - খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
 - গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
 - ঘ. উপরের সবগুলোই
 
উত্তরঃ উপরের সবগুলোই
52. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
- ক. RAN
 - খ. Hard Disk
 - গ. Pen Drive
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ RAN
- ক. ইনপুট
 - খ. আউটপুট
 - গ. মেমোরী
 - ঘ. উপরের কোনটিই নয়
 
উত্তরঃ আউটপুট
54. কম্পিউটারের সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
- ক. Input
 - খ. উভয়েই
 - গ. Output
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ Input
55. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
- ক. এ্যালুমিনিয়াম
 - খ. সিলিকন
 - গ. প্লাসটিক
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ সিলিকন
56. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
- ক. নির্ধারিত ফাইল কপি করা
 - খ. আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
 - গ. সর্বশেষ পরিবর্তন Undo করা
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ নির্ধারিত ফাইল কপি করা
57. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
- ক. অর্থ সাশ্রয়
 - খ. স্থানের সাশ্রয়
 - গ. সময় সাশ্রয়
 - ঘ. উপরের সবকটি
 
উত্তরঃ উপরের সবকটি
58. নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
- ক. ekhanei.com
 - খ. google.com
 - গ. olx.com
 - ঘ. amazon.com
 
উত্তরঃ google.com
59. নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা করা সহজ নয়?
- ক. Task bar
 - খ. Menu bar
 - গ. Notification area
 - ঘ. Web browser
 
উত্তরঃ Web browser
60. কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
- ক. Read-out
 - খ. Read
 - গ. Read from
 - ঘ. উপরের সবগুলোই
 
উত্তরঃ Read
61. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
- ক. Data Definition Language
 - খ. Query Language
 - গ. Data Manipulation Language
 - ঘ. উপরের সবগুলোই
 
উত্তরঃ উপরের সবগুলোই
63. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
- ক. IOS
 - খ. Android
 - গ. Windows phone
 - ঘ. Symbian
 
উত্তরঃ Android
64. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
- ক. ভয়েস টেলিফোনি
 - খ. মোবাইল টিভি
 - গ. ভিডিও কল
 - ঘ. ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
 
উত্তরঃ ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
65. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
- ক. Bill Gates
 - খ. Andrew S Grove
 - গ. Tim Cook
 - ঘ. Lawrence J. Ellison
 
উত্তরঃ Lawrence J. Ellison
66. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
- ক. RAM
 - খ. Terninal
 - গ. Clipboard
 - ঘ. Hard Disk
 
উত্তরঃ Clipboard
67. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
- ক. Super Computer
 - খ. Serve
 - গ. Network
 - ঘ. Enterprise
 
উত্তরঃ Network
- ক. Private Computer
 - খ. Prime Computer
 - গ. Personal Computer
 - ঘ. Professional Computer
 
উত্তরঃ Personal Computer
70. মডেম এর মধ্যে যা থাকে তা হলো-
- ক. একটি মডুলেটর
 - খ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
 - গ. একটি কোডেক
 - ঘ. একটি এনকোডাব
 
উত্তরঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
71. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -
- ক. ক্যাপাসিটর হিসেবে
 - খ. ট্রান্সফরমার হিসেবেঙ
 - গ. রেজিস্টর হিসেবে
 - ঘ. রেক্টিফায়ার হিসেবে
 
উত্তরঃ রেক্টিফায়ার হিসেবে
72. বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো -
- ক. ৫০ হার্জ
 - খ. ২২০ হার্জ
 - গ. ২০০ হার্জ
 - ঘ. ১০০ হার্জ
 
উত্তরঃ ৫০ হার্জ
73. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
- ক. ওয়াইম্যাক্স
 - খ. সি-মস
 - গ. ব্লু-টুথ
 - ঘ. ব্রডব্রান্ড
 
উত্তরঃ ওয়াইম্যাক্স
- ক. Worldwide Interoperability for Microwave Access
 - খ. Worldwide Internet for Microwave Access
 - গ. Worldwide Interconnection for Microvwave Access
 - ঘ. কোনটি নয়
 
উত্তরঃ Worldwide Interoperability for Microwave Access