কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
501. Font সাইজ ছোট করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
- ক. Ctrl + p
 - খ. Ctrl + B
 - গ. Ctrl + ]
 - ঘ. Ctrl + [
 
উত্তরঃ Ctrl + [
502. পেস্ট করার কী বোর্ড (Keyboard) কমান্ড কোনটি?
- ক. Ctrl + p
 - খ. Ctrl + v
 - গ. Ctrl + c
 - ঘ. Ctrl + x
 
উত্তরঃ Ctrl + v
503. www (world wide web) এর জনক কে?
- ক. বিল গেটস
 - খ. স্টিভ জবস
 - গ. টিম বার্নাস লি.
 - ঘ. জেফ বেজোস
 
উত্তরঃ টিম বার্নাস লি.
505. DVD এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে?
- ক. CD Rom
 - খ. Floppy
 - গ. Blue Ray Disk
 - ঘ. Red Ray Disk
 
উত্তরঃ Blue Ray Disk
508. ন্যানো সেকেন্ড হলো -
- ক. এক সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ
 - খ. এক সেকেন্ডের একশত কোট ভাগের একভাগ
 - গ. এক সেকেন্ডের ১ কোটি ভাগের ১ ভাগ
 - ঘ. এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ
 
উত্তরঃ এক সেকেন্ডের একশত কোট ভাগের একভাগ
509. MICR-এর পূর্ণরূপ কি?
- ক. Magnetic Ink Character Reader
 - খ. Magnetic Ink Case Reader
 - গ. Magnetic Ink Code Reader
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ Magnetic Ink Character Reader
510. Program এর ব্যকরণগত ভুল কী?
- ক. Logic error
 - খ. execution error
 - গ. syntax error
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ syntax error
511. SIM এর পূর্ণ্রূপ কি?
- ক. Subscriber Identification Method
 - খ. Subscriber Identification Mode
 - গ. Subscriber Identification Module
 - ঘ. Subscriber Identity Module
 
উত্তরঃ Subscriber Identity Module
512. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয়---ট্রান্সমিশন।
- ক. অ্যাসিনক্রোনাস
 - খ. সিমপ্লেক্স
 - গ. সিনক্রোনাস
 - ঘ. আইসোক্রোনাস
 
উত্তরঃ অ্যাসিনক্রোনাস
513. যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না -
- ক. সি++
 - খ. ম্যাটল্যাব
 - গ. ফক্সপ্রো
 - ঘ. প্রোলগ
 
উত্তরঃ ফক্সপ্রো
514. সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলো -
- ক. A = ?
 - খ. B = !
 - গ. C =>
 - ঘ. <
 
উত্তরঃ C =>
515. কোন ইমেইলে CC এর অর্থ কী?
- ক. Carbon copy
 - খ. close contact
 - গ. close circuit
 - ঘ. contact centre
 
উত্তরঃ Carbon copy
- ক. finger print and national identify
 - খ. facial identify and finger print
 - গ. eye sightedness and blood sample
 - ঘ. facial identify and facial motion
 
উত্তরঃ facial identify and facial motion
520. Is the keyboard of a computer pressing F8 key for three times selects?
- ক. A paragraph
 - খ. A sentence
 - গ. Entire document
 - ঘ. A word
 
উত্তরঃ A sentence
522. RFID বলতে বুঝায় -
- ক. Random Frequency Identification
 - খ. Random Frequency Information
 - গ. Radio Frequency Information
 - ঘ. Radio Frequency Identification
 
উত্তরঃ Radio Frequency Identification
523. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
- ক. তামার তার
 - খ. কো-এক্সিয়াল ক্যাবল
 - গ. অপটিক্যাল ফাইবার
 - ঘ. ওয়্যারলেস মিডিয়া
 
উত্তরঃ অপটিক্যাল ফাইবার