কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

401. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?

  • ক. প্রোগ্রাম
  • খ. কী বোর্ড
  • গ. মাদার বোর্ড
  • ঘ. হার্ড ডিস্ক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

402. কম্পিউটারের প্রধান মেমরি-

  • ক. মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে
  • খ. মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
  • গ. মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
  • ঘ. সিপিইউ এর ভেতরে থাকে

উত্তরঃ মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে

বিস্তারিত

403. কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-

  • ক. সত্য
  • খ. মিথ্যা
  • গ. দুটোই হতে পারে
  • ঘ. কোনটিই সত্য নয়

উত্তরঃ মিথ্যা

বিস্তারিত

405. কম্পিউটার এর RAM হচ্ছে/ RAM in computer stands for

  • ক. Readily avilable memory
  • খ. Random access memory
  • গ. Read access memory
  • ঘ. Reading access memory

উত্তরঃ Random access memory

বিস্তারিত

406. CD পুরো লিখলে কি হয়?

  • ক. Control Disc
  • খ. Colour Disc
  • গ. Compact Disc
  • ঘ. Computer Disc

উত্তরঃ Compact Disc

বিস্তারিত

407. ফ্লপি ডিস্ক হচ্ছে-

  • ক. একটি পরিবাহী স্মৃতি
  • খ. একটি প্রধান স্মৃতি
  • গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
  • ঘ. একটি শুধু গঠন স্মৃতি

উত্তরঃ হার্ডডিস্কের চেয়ে ছোট

বিস্তারিত

408. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-

  • ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
  • খ. যে সব অংশ মুদ্রায়িত অস্থায় থাকে
  • গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
  • ঘ. কম্পিউটার তৈরির নক্সা

উত্তরঃ এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

বিস্তারিত

409. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-

  • ক. সফটওয়্যার
  • খ. প্রোগ্রাম
  • গ. অপারেটিং সিস্টেম
  • ঘ. হার্ডওয়ার

উত্তরঃ প্রোগ্রাম

বিস্তারিত

410. সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?

  • ক. এপ্লিকেশন প্রোগ্রাম
  • খ. লোটাস
  • গ. ফাইল মেকার
  • ঘ. সিস্টেম সফটওয়্যার

উত্তরঃ সিস্টেম সফটওয়্যার

বিস্তারিত

411. কোনটি অপারেটিং সিস্টেম?

  • ক. বেসিক
  • খ. উইন্ডোজ-২০০০
  • গ. কোবল
  • ঘ. কোয়াট্রোপ্রো

উত্তরঃ উইন্ডোজ-২০০০

বিস্তারিত

412. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-

  • ক. অবজেক্ট প্রোগ্রাম
  • খ. কম্পাইলার
  • গ. ডেটাবেস
  • ঘ. এসেম্বলি

উত্তরঃ এসেম্বলি

বিস্তারিত

413. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন

  • ক. উচ্চতর ভাষায়
  • খ. প্যাকেজের ভাষায়
  • গ. মেশিনের ভাষায়
  • ঘ. এসেম্বলি ভাষায়

উত্তরঃ মেশিনের ভাষায়

বিস্তারিত

414. ১ বাইটে বিটের সংখ্যা কত?

  • ক. ১০
  • খ. ৮
  • গ. ৬
  • ঘ. ৪

উত্তরঃ

বিস্তারিত

415. One kilobyte is/ এক কিলোবাইটে বিটের সংখ্যা-

  • ক. 512 byte
  • খ. 1000 byte
  • গ. 1024 byte
  • ঘ. 1048576 byte

উত্তরঃ 1024 byte

বিস্তারিত

416. কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?

  • ক. ১০০০ ´ ১০০০
  • খ. ১০২৪ ´১০২৪
  • গ. ১০৩২ ´১০৩২
  • ঘ. ১০০ ´১০০

উত্তরঃ ১০২৪ ´১০২৪

বিস্তারিত

418. কম্পিউটার ভাইরাস কি?

  • ক. এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
  • খ. কম্পিউটার সার্কিটে জমা ময়লা
  • গ. কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশন
  • ঘ. একধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে "Short Circuit" সৃষ্টি

উত্তরঃ এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম

বিস্তারিত

419. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে?

  • ক. ২৬ এপ্রিল, ১৯৯৮
  • খ. ২৬ মে, ১৯৯৮
  • গ. ২৬ এপ্রিল, ১৯৯৯
  • ঘ. ২৬ মে, ১৯৯৯

উত্তরঃ ২৬ এপ্রিল, ১৯৯৯

বিস্তারিত

420. Y-2K বাগ কি?

  • ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
  • খ. ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
  • গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
  • ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম

উত্তরঃ ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ

বিস্তারিত

422. Y2K- তে K মানে-

  • ক. শত
  • খ. হাজার
  • গ. দশ হাজার
  • ঘ. লক্ষ

উত্তরঃ হাজার

বিস্তারিত

423. 'হার্ডডিস্ক' মাপার একক হল-

  • ক. মেগাবাইট
  • খ. গিগাবাইট
  • গ. কিলোবাইট
  • ঘ. টেরাবাইট

উত্তরঃ গিগাবাইট

বিস্তারিত

424. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-

  • ক. উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
  • খ. উন্নত মুদ্রণ যন্ত্র
  • গ. অনুবাদক প্রোগ্রাম
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects