ধ্বনি

অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

  • ক. 'চ' ধ্বনি
  • খ. ‘জ' ধ্বনি
  • গ. ‘ছ' ধ্বনি
  • ঘ. ‘ঝ' ধ্বনি

উত্তরঃ 'চ' ধ্বনি

বিস্তারিত

ধ্বনি হলো -

  • ক. দুটি শব্দের মিলন
  • খ. ভাষার ক্ষুদ্রতম অংশ
  • গ. অর্থবোধক শব্দসমষ্টি
  • ঘ. ভাষায় লিখিত রূপ

উত্তরঃ ভাষার ক্ষুদ্রতম অংশ

বিস্তারিত

বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

  • ক. ২৪টি
  • খ. ২৫টি
  • গ. ২৭টি
  • ঘ. ২৩টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

প ফ ব ভ ম এগুলো কী ধরনের বর্ণ?

  • ক. দন্ত্য বর্ণ
  • খ. ওষ্ঠ্য বর্ণ
  • গ. কণ্ঠ্য বর্ণ
  • ঘ. তালব্য বর্ণ

উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ

বিস্তারিত

বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?

  • ক. বিষমীভবন
  • খ. সমীভবন
  • গ. ব্যঞ্জনদ্বিত্ব
  • ঘ. ব্যঞ্জন - বিকৃতি

উত্তরঃ ব্যঞ্জনদ্বিত্ব

বিস্তারিত

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  • ক. আ
  • খ. ই
  • গ. এ
  • ঘ. অ্যা

উত্তরঃ

বিস্তারিত

অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?

  • ক. চুপচাপ
  • খ. পটাপট
  • গ. ঝমঝম
  • ঘ. সুরে সুরে

উত্তরঃ চুপচাপ

বিস্তারিত

স্বরধ্বনি নয় কোনটি?

  • ক. ই
  • খ. ঋ
  • গ. ও
  • ঘ. ঔ

উত্তরঃ

বিস্তারিত

কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?

  • ক. লাউ
  • খ. দিন
  • গ. বলি
  • ঘ. ইতি

উত্তরঃ লাউ

বিস্তারিত

কোন বর্ণের নিজস্ব কোন ধর্ম নেই?

  • ক. চ
  • খ. উ
  • গ. ঞ
  • ঘ. ণ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

ধ্বনির প্রতীককে কি বলে?

  • ক. শব্দ
  • খ. বর্ণ
  • গ. বাক্য
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ বর্ণ

বিস্তারিত

কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে?

  • ক. গামছা
  • খ. মশারি
  • গ. লুঙ্গি
  • ঘ. চাদর

উত্তরঃ গামছা

বিস্তারিত

লাল > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. স্বরাগম
  • ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

নিচের কোনটি শিশধ্বনি?

  • ক. শ
  • খ. ড়
  • গ. ল
  • ঘ. র

উত্তরঃ

বিস্তারিত

মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?

  • ক. জিলিপি
  • খ. মুজো
  • গ. মেলামেশা
  • ঘ. তুলো

উত্তরঃ জিলিপি

বিস্তারিত

বড় দাদা>বড়দা -কী ধরনের ধ্বনি পরিবর্তন?

  • ক. অসঙ্গতি
  • খ. ব্যঞ্জনাবিকৃতি
  • গ. বিষমীভবন
  • ঘ. ব্যঞ্জনচ্যুতি

উত্তরঃ ব্যঞ্জনচ্যুতি

বিস্তারিত

বাংলা স্বরধ্বনি কয়টি?

  • ক. ৯টি
  • খ. ১১টি
  • গ. ৭টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

  • ক. ধ্বনি
  • খ. বর্ণ
  • গ. শব্দ
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

  • ক. কার
  • খ. ফলা
  • গ. স্বর
  • ঘ. ব্যঞ্জন

উত্তরঃ কার

বিস্তারিত

নিঃশ্বাসের স্বল্পতার প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?

  • ক. যৌগিক ধ্বনি
  • খ. অক্ষর
  • গ. বর্ণ
  • ঘ. মৌলিক স্বরধ্বনি

উত্তরঃ অক্ষর

বিস্তারিত

ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে -

  • ক. রেফ
  • খ. হসন্ত
  • গ. কার
  • ঘ. ফলা

উত্তরঃ ফলা

বিস্তারিত

নিচের কোনটি তালব্য বর্ণ গুচ্ছ ?

  • ক. ক, খ, গ, ঘ, ঙ
  • খ. ট, ঠ, ড, ঢ়, ণ
  • গ. ত, থ, দ, ধ, ন
  • ঘ. চ,ছ,জ,ঝ,ঞ

উত্তরঃ চ,ছ,জ,ঝ,ঞ

বিস্তারিত

বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যঞ্জন রয়েছে ?

  • ক. ৩৯ টি
  • খ. ৩২ টি
  • গ. ৪৮ টি
  • ঘ. ৩৫ টি

উত্তরঃ ৩৫ টি

বিস্তারিত

উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?

  • ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
  • খ. কন্ঠধ্বনি ও দন্ত্যধ্বনি
  • গ. ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
  • ঘ. ওষ্ঠ্যবর্ণ ও তালব্যবর্ণ

উত্তরঃ ঘোষধ্বনি ও অঘোষধ্বনি

বিস্তারিত

ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ?

  • ক. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
  • খ. মুখবিবর ও জিহ্বা
  • গ. কণ্ঠ,ও ওণ্ঠ, ও জিহ্বা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য

বিস্তারিত

কোনগুলো দ্বিওষ্ঠ ধ্বনি ?

  • ক. চ, ছ, জ, ঝ, ঞ
  • খ. ট, ঠ, ড, ঢ়, ণ
  • গ. প, ফ, ব, ভ, ম
  • ঘ. ত, থ, দ, ধ, ন

উত্তরঃ প, ফ, ব, ভ, ম

বিস্তারিত

উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় ?

  • ক. গ স্বরধ্বনি
  • খ. অ স্বরধ্বনি
  • গ. ট স্বরধ্বনি
  • ঘ. আ স্বরধ্বনি

উত্তরঃ অ স্বরধ্বনি

বিস্তারিত

ক ধ্বনিকে 'ক' অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয় ?

  • ক. স্বরধ্বনি
  • খ. হসচিহ্ন
  • গ. অ-ধ্বনি
  • ঘ. আ-ধ্বনি

উত্তরঃ অ-ধ্বনি

বিস্তারিত

যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় ?

  • ক. স্বরবর্ণ
  • খ. ব্যঞ্জনবর্ণ
  • গ. কন্ঠধ্বনি
  • ঘ. স্বরধ্বনি

উত্তরঃ স্বরবর্ণ

বিস্তারিত

কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?

  • ক. অঘোষধ্বনি
  • খ. ঘোষধ্বনি
  • গ. মহাপ্রাণ ধ্বনি
  • ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তরঃ অঘোষধ্বনি

বিস্তারিত

কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঔ' ধ্বনি সৃষ্টি হয় ?

  • ক. ও এবং উ
  • খ. অ এবং ই
  • গ. ও এবং ও
  • ঘ. অ এবং ঐ

উত্তরঃ ও এবং উ

বিস্তারিত

কোনটি দন্ত্য ধ্বনি?

  • ক. ণ
  • খ. দ
  • গ. ত
  • ঘ. ন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

  • ক. দন্ত্য ধ্বনি
  • খ. দন্তমূলীয় ধ্বনি
  • গ. ওষ্ঠ্য ধ্বনি
  • ঘ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি

উত্তরঃ ওষ্ঠ্য ধ্বনি

বিস্তারিত

একই সঙ্গে ‍উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?

  • ক. অনামৃত স্বর
  • খ. একাক্ষর স্বর
  • গ. যৌগিক স্বর
  • ঘ. মৌলিক স্বর

উত্তরঃ যৌগিক স্বর

বিস্তারিত

স্কুল > ইস্কুল - এখানে কোন ধরনের পুরিবর্তন ঘটেছে?

  • ক. বিপ্রকর্ষ
  • খ. অন্ত্য সরাগম
  • গ. আদি সরাগম
  • ঘ. মধ্য সরাগম

উত্তরঃ আদি সরাগম

বিস্তারিত

ভাষার মূল উপাদান হচ্ছে -

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. ধ্বনি
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ১০টি
  • খ. ৭টি
  • গ. ৯টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

  • ক. তৃতীয় বর্ণ
  • খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
  • গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ
  • ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

বিস্তারিত

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?

  • ক. ৭টি
  • খ. ১১টি
  • গ. ৯টি
  • ঘ. ১৩টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

  • ক. প্রাতিপদিক
  • খ. অপিনিহিতি
  • গ. অভিশ্রুতি
  • ঘ. ধ্বনি-বিপর্যয়

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. ধ্বনি

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. রূপতত্ত্ব
  • খ. ধ্বনিতত্ত্ব
  • গ. পদক্রম
  • ঘ. বাক্য প্রকরণ

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?

  • ক. খ,ঝ
  • খ. ক,খ
  • গ. ত,দ
  • ঘ. চ,জ

উত্তরঃ খ,ঝ

বিস্তারিত

কোনটি মূল ধ্বনি নয়?

  • ক. উ
  • খ. অ
  • গ. এ
  • ঘ. ঔ

উত্তরঃ

বিস্তারিত

বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা -

  • ক. ছয়
  • খ. সাত
  • গ. নয়
  • ঘ. দশ

উত্তরঃ সাত

বিস্তারিত

বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?

  • ক. ২৩টি
  • খ. ২৪টি
  • গ. ২৫টি
  • ঘ. ২৬টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

কোন দুটি যৌগিক বর্ণ?

  • ক. এ, ঐ
  • খ. ই, ঔ
  • গ. ঐ, ঔ
  • ঘ. ও, ঐ

উত্তরঃ ঐ, ঔ

বিস্তারিত

‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে -

  • ক. ষ + ণ
  • খ. ষ্ + ঞ
  • গ. য্ + ঞ
  • ঘ. ষ্ + জ

উত্তরঃ ষ + ণ

বিস্তারিত

কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?

  • ক. চ ছ জ ঝ
  • খ. প ফ ব ভ
  • গ. ত থ দ ধ
  • ঘ. য র ল শ

উত্তরঃ প ফ ব ভ

বিস্তারিত

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

  • ক. ফলা
  • খ. কার
  • গ. ধ্বনি
  • ঘ. অক্ষর

উত্তরঃ কার

বিস্তারিত

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. রূপমূল
  • খ. ধ্বনি
  • গ. শব্দ
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?

  • ক. কলিকাতা কমলালয়
  • খ. প্রবাবতী সম্ভাষণ
  • গ. বত্রিশ সিংহাসন
  • ঘ. গৌড়ীয় ব্যাকরণ

উত্তরঃ প্রবাবতী সম্ভাষণ

বিস্তারিত

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. ধ্বনি

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ১১টি
  • খ. ৭টি
  • গ. ১২টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?

  • ক. ৫ ভাগে
  • খ. ৬ ভাগে
  • গ. ৭ ভাগে
  • ঘ. ৮ ভাগে

উত্তরঃ ৫ ভাগে

বিস্তারিত

বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি?

  • ক. ১টি
  • খ. ২টি
  • গ. ৩টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে -

  • ক. ঘোষ বর্ণ
  • খ. অঘোষ বর্ণ
  • গ. অল্পপ্রাণ বর্ণ
  • ঘ. মহাপ্রাণ বর্ণ

উত্তরঃ অঘোষ বর্ণ

বিস্তারিত

বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল কয়টি?

  • ক. দুটি
  • খ. চারটি
  • গ. ছয়টি
  • ঘ. সাতটি

উত্তরঃ সাতটি

বিস্তারিত

বর্ণ কিসের প্রতীক?

  • ক. ধ্বনি
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. স্বরবর্ণ

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

কোনটি মৌলিক স্বরধ্বনি?

  • ক. ঔ
  • খ. ঐ
  • গ. ঈ
  • ঘ. ই

উত্তরঃ

বিস্তারিত

কোনটি নাসিক্য ধ্বনি?

  • ক. জ
  • খ. ম
  • গ. ল
  • ঘ. প

উত্তরঃ

বিস্তারিত

ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. শব্দতত্ত্ব
  • গ. বাক্যতত্ত্ব
  • ঘ. অর্থতত্ত্ব

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি?

  • ক. ধ্বনি, শব্দ, বাক্য
  • খ. শব্দ, ধ্বনি, সমাস
  • গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ
  • ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ

উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য

বিস্তারিত

কোনটি মহাপ্রাণ ধ্বনি?

  • ক. চ
  • খ. ট
  • গ. প
  • ঘ. ঝ

উত্তরঃ

বিস্তারিত

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. শব্দ
  • খ. ধ্বনি
  • গ. লিপি
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?

  • ক. ক খ গ ঘ ঙ
  • খ. চ ছ জ ঝ ঞ
  • গ. ট ঠ ড ঢ ণ
  • ঘ. প ফ ব ভ ম

উত্তরঃ ক খ গ ঘ ঙ

বিস্তারিত

বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক?

  • ক. কণ্ঠ স্বরধ্বনি
  • খ. যৌগিক স্বরধ্বনি
  • গ. মৌলিক স্বরধ্বনি
  • ঘ. লিখিত স্বরধ্বনি

উত্তরঃ যৌগিক স্বরধ্বনি

বিস্তারিত

কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?

  • ক. ট, ঠ, ড, ঢ, ণ
  • খ. ত, থ, দ, ধ, ন
  • গ. ক, খ, গ, ঘ, ঙ
  • ঘ. চ, ছ, জ, ঝ, ঞ

উত্তরঃ ক, খ, গ, ঘ, ঙ

বিস্তারিত

কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে তা মূর্ধন্য ‘ণ’ হয়?

  • ক. ঋ, র, শ
  • খ. ঋ, ব, ষ
  • গ. ঋ, র, স
  • ঘ. ঋ, র, ষ

উত্তরঃ ঋ, র, ষ

বিস্তারিত

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ৭টি
  • খ. ৯টি
  • গ. ১০টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

‘কাঁদনা > কান্না’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

  • ক. অভিশ্রুতি
  • খ. অপিনিহিতি
  • গ. সমীভবন
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

  • ক. বড় দাদ> বড়দা
  • খ. কিছু > কিচ্ছু
  • গ. পিশাচ > পিচাশ
  • ঘ. মুক্তা > মুকুতা

উত্তরঃ পিশাচ > পিচাশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects