ধ্বনি

26. যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে -

  • ক. ঘোষ বর্ণ
  • খ. অঘোষ বর্ণ
  • গ. অল্পপ্রাণ বর্ণ
  • ঘ. মহাপ্রাণ বর্ণ

উত্তরঃ অঘোষ বর্ণ

বিস্তারিত

27. বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল কয়টি?

  • ক. দুটি
  • খ. চারটি
  • গ. ছয়টি
  • ঘ. সাতটি

উত্তরঃ সাতটি

বিস্তারিত

28. বর্ণ কিসের প্রতীক?

  • ক. ধ্বনি
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. স্বরবর্ণ

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

29. কোনটি মৌলিক স্বরধ্বনি?

  • ক. ঔ
  • খ. ঐ
  • গ. ঈ
  • ঘ. ই

উত্তরঃ

বিস্তারিত

30. কোনটি নাসিক্য ধ্বনি?

  • ক. জ
  • খ. ম
  • গ. ল
  • ঘ. প

উত্তরঃ

বিস্তারিত

31. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. শব্দতত্ত্ব
  • গ. বাক্যতত্ত্ব
  • ঘ. অর্থতত্ত্ব

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

32. বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি?

  • ক. ধ্বনি, শব্দ, বাক্য
  • খ. শব্দ, ধ্বনি, সমাস
  • গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ
  • ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ

উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য

বিস্তারিত

33. কোনটি মহাপ্রাণ ধ্বনি?

  • ক. চ
  • খ. ট
  • গ. প
  • ঘ. ঝ

উত্তরঃ

বিস্তারিত

34. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. শব্দ
  • খ. ধ্বনি
  • গ. লিপি
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

35. নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?

  • ক. ক খ গ ঘ ঙ
  • খ. চ ছ জ ঝ ঞ
  • গ. ট ঠ ড ঢ ণ
  • ঘ. প ফ ব ভ ম

উত্তরঃ ক খ গ ঘ ঙ

বিস্তারিত

36. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

38. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক?

  • ক. কণ্ঠ স্বরধ্বনি
  • খ. যৌগিক স্বরধ্বনি
  • গ. মৌলিক স্বরধ্বনি
  • ঘ. লিখিত স্বরধ্বনি

উত্তরঃ যৌগিক স্বরধ্বনি

বিস্তারিত

39. কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?

  • ক. ট, ঠ, ড, ঢ, ণ
  • খ. ত, থ, দ, ধ, ন
  • গ. ক, খ, গ, ঘ, ঙ
  • ঘ. চ, ছ, জ, ঝ, ঞ

উত্তরঃ ক, খ, গ, ঘ, ঙ

বিস্তারিত

40. কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে তা মূর্ধন্য ‘ণ’ হয়?

  • ক. ঋ, র, শ
  • খ. ঋ, ব, ষ
  • গ. ঋ, র, স
  • ঘ. ঋ, র, ষ

উত্তরঃ ঋ, র, ষ

বিস্তারিত

41. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ৭টি
  • খ. ৯টি
  • গ. ১০টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

42. ‘কাঁদনা > কান্না’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

  • ক. অভিশ্রুতি
  • খ. অপিনিহিতি
  • গ. সমীভবন
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

43. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ১০টি
  • খ. ৭টি
  • গ. ৯টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

44. ভাষার মূল উপাদান হচ্ছে -

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. ধ্বনি
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

45. একই সঙ্গে ‍উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?

  • ক. অনামৃত স্বর
  • খ. একাক্ষর স্বর
  • গ. যৌগিক স্বর
  • ঘ. মৌলিক স্বর

উত্তরঃ যৌগিক স্বর

বিস্তারিত

46. উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

  • ক. দন্ত্য ধ্বনি
  • খ. দন্তমূলীয় ধ্বনি
  • গ. ওষ্ঠ্য ধ্বনি
  • ঘ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি

উত্তরঃ ওষ্ঠ্য ধ্বনি

বিস্তারিত

47. কোনটি দন্ত্য ধ্বনি?

  • ক. ণ
  • খ. দ
  • গ. ত
  • ঘ. ন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

48. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে -

  • ক. রেফ
  • খ. হসন্ত
  • গ. কার
  • ঘ. ফলা

উত্তরঃ ফলা

বিস্তারিত

49. নিঃশ্বাসের স্বল্পতার প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?

  • ক. যৌগিক ধ্বনি
  • খ. অক্ষর
  • গ. বর্ণ
  • ঘ. মৌলিক স্বরধ্বনি

উত্তরঃ অক্ষর

বিস্তারিত

50. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

  • ক. কার
  • খ. ফলা
  • গ. স্বর
  • ঘ. ব্যঞ্জন

উত্তরঃ কার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects