ধ্বনি

76. ক ধ্বনিকে 'ক' অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয় ?

  • ক. স্বরধ্বনি
  • খ. হসচিহ্ন
  • গ. অ-ধ্বনি
  • ঘ. আ-ধ্বনি

উত্তরঃ অ-ধ্বনি

বিস্তারিত

77. যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় ?

  • ক. স্বরবর্ণ
  • খ. ব্যঞ্জনবর্ণ
  • গ. কন্ঠধ্বনি
  • ঘ. স্বরধ্বনি

উত্তরঃ স্বরবর্ণ

বিস্তারিত

79. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?

  • ক. অঘোষধ্বনি
  • খ. ঘোষধ্বনি
  • গ. মহাপ্রাণ ধ্বনি
  • ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তরঃ অঘোষধ্বনি

বিস্তারিত

81. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঔ' ধ্বনি সৃষ্টি হয় ?

  • ক. ও এবং উ
  • খ. অ এবং ই
  • গ. ও এবং ও
  • ঘ. অ এবং ঐ

উত্তরঃ ও এবং উ

বিস্তারিত

83. ধ্বনি হলো -

  • ক. দুটি শব্দের মিলন
  • খ. ভাষার ক্ষুদ্রতম অংশ
  • গ. অর্থবোধক শব্দসমষ্টি
  • ঘ. ভাষায় লিখিত রূপ

উত্তরঃ ভাষার ক্ষুদ্রতম অংশ

বিস্তারিত

85. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

  • ক. 'চ' ধ্বনি
  • খ. ‘জ' ধ্বনি
  • গ. ‘ছ' ধ্বনি
  • ঘ. ‘ঝ' ধ্বনি

উত্তরঃ 'চ' ধ্বনি

বিস্তারিত

86. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. ধ্বনি
  • খ. শব্দ
  • গ. বর্ণ
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

87. ক থেকে ঙ পর্যন্ত ৫ টি ধ্বনি হচ্ছে?

  • ক. তালব্য ধ্বনি
  • খ. ঘোষধ্বনি
  • গ. কর্কশ ধ্বনি
  • ঘ. কণ্ঠধ্বনি

উত্তরঃ কণ্ঠধ্বনি

বিস্তারিত

88. বাংলা ভাষার ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?

  • ক. ৭ টি
  • খ. ৮ টি
  • গ. ৯ টি
  • ঘ. ৩০ টি

উত্তরঃ ৩০ টি

বিস্তারিত

89. স্কুল > ইস্কুল - এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?

  • ক. বিপ্রকর্ষ
  • খ. অন্ত্য সরাগম
  • গ. আদি সরাগম
  • ঘ. মধ্য সরাগম

উত্তরঃ আদি সরাগম

বিস্তারিত

91. ভাষার মূল উপাদান কি?

  • ক. ধ্বনি
  • খ. বাক্য
  • গ. শব্দ
  • ঘ. বর্ণ

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

92. শব্দের স্রোতধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো ----

  • ক. ১৫.৬ মিটার
  • খ. ১৪.৬ মিটার
  • গ. ১৬.৬ মিটার
  • ঘ. ১৭.৬ মিটার

উত্তরঃ ১৬.৬ মিটার

বিস্তারিত

94. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?

  • ক. ৬টি
  • খ. ৭টি
  • গ. ৮টি
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ ৭টি

বিস্তারিত

95. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. ধ্বনি

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

96. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?

  • ক. ঐ, ঔ
  • খ. ঐ, অ
  • গ. আ, ঔ
  • ঘ. ই, ঔ

উত্তরঃ ঐ, ঔ

বিস্তারিত

98. কোন দু’টি অঘোষ ধ্বনি ?

  • ক. চ, ছ
  • খ. ড, ঢ
  • গ. ব, ভ
  • ঘ. দ, ধ

উত্তরঃ চ, ছ

বিস্তারিত

99. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব থাকো যথাভাবে ব্যবহার করার নাম-

  • ক. রস তত্ত্ব
  • খ. রুপ তত্ত্ব
  • গ. বাক্য তত্ত্ব
  • ঘ. ধ্বনি তত্ত্ব

উত্তরঃ বাক্য তত্ত্ব

বিস্তারিত

100. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

  • ক. ধ্বনি দৃশ্যমান
  • খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
  • গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
  • ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি

উত্তরঃ ধ্বনি দৃশ্যমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects