শব্দ

301. সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে বলে-

  • ক. মৌলিক শব্দ
  • খ. সমাস সাধিত শব্দ
  • গ. প্রত্যয় সাদিত শব্দ
  • ঘ. রূঢ়ি

উত্তরঃ রূঢ়ি

বিস্তারিত

302. ‘তৈল’ শব্দটি কোন শ্রেণীর?

  • ক. যৌগিক
  • খ. রূঢ়
  • গ. যোগরূঢ়
  • ঘ. মৌলিক

উত্তরঃ রূঢ়

বিস্তারিত

303. ‘মহাযাত্রা’ যখন ‘মৃত্যু’-তখন কি অর্থে ব্যবহৃত হয়?

  • ক. যোগরূঢ়
  • খ. যৌগিক
  • গ. রূঢ়
  • ঘ. রূঢ়ি

উত্তরঃ যোগরূঢ়

বিস্তারিত

304. নিচের কোন শব্দটি বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয়?

  • ক. বাদাম
  • খ. করা
  • গ. সম্যক
  • ঘ. ভবিতব্য

উত্তরঃ বাদাম

বিস্তারিত

305. ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘প্রবীণ’ বর্তমানে কি অর্থ প্রকাশ করে?

  • ক. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
  • খ. বীণাবাদ্যকর
  • গ. প্রকৃষ্ঠরূপে বীণা বাজাতে পারেন যিনি
  • ঘ. যিনি নবীন নন

উত্তরঃ অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি

বিস্তারিত

306. ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘হাতি’-এর ব্যুৎপত্তিগত অর্থ কি?

  • ক. একটি বিশেষ পশু
  • খ. হস্তী
  • গ. হাত আছে যার
  • ঘ. শুঁড় বিশিষ্ট প্রাণী

উত্তরঃ একটি বিশেষ পশু

বিস্তারিত

307. ‘যোগরূঢ়’ শব্দ হিসেবে ‘অসুখ’-এর অর্থ কি?

  • ক. রোগ
  • খ. সুখের অভাব
  • গ. যার সুখ নেই
  • ঘ. যার রোগ আছে

উত্তরঃ রোগ

বিস্তারিত

308. কোন দুটো যোগরূঢ় শব্দ?

  • ক. প্রবীণ, হস্তী
  • খ. কর্তব্য, গায়ক
  • গ. মানব, জেলে
  • ঘ. রাজপুত, পঙ্কজ

উত্তরঃ রাজপুত, পঙ্কজ

বিস্তারিত

309. ‘রূঢ়ি’ শব্দ কোন গুলো?

  • ক. প্রবীণ, বাঁশি
  • খ. গায়ক, কর্তব্য
  • গ. মহাযাত্রা, জলধি
  • ঘ. গোলাপ, কমল

উত্তরঃ প্রবীণ, বাঁশি

বিস্তারিত

310. নিচের কোনটি ‘যৌগরূঢ়’ শব্দ?

  • ক. দৌহিত্র
  • খ. মহাযাত্রা
  • গ. পাঞ্জাবি
  • ঘ. তৈল

উত্তরঃ মহাযাত্রা

বিস্তারিত

311. ‘যৌগিক’ শব্দ কোনটি?

  • ক. কুম্ভকার
  • খ. ণবীন
  • গ. দোকান
  • ঘ. জলধি

উত্তরঃ কুম্ভকার

বিস্তারিত

312. ‘জলধি’-এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?

  • ক. সমুদ্র
  • খ. জলধারণ করে এমন
  • গ. কলসী
  • ঘ. জলাশয়

উত্তরঃ সমুদ্র

বিস্তারিত

313. নিচের কোনটি পারিভাষিক শব্দ?

  • ক. টপর
  • খ. গাছ
  • গ. মন্ত্রিপরিষদ
  • ঘ. বালতি

উত্তরঃ মন্ত্রিপরিষদ

বিস্তারিত

314. কোনটি মৌলিক শব্দ?

  • ক. লোনা
  • খ. ডিঙা
  • গ. ফুল
  • ঘ. চাকা

উত্তরঃ ফুল

বিস্তারিত

315. ইংরেজ কোন ভাষার শব্দ?

  • ক. পর্তুগীজ
  • খ. ইংরেজি
  • গ. ইতালীয়
  • ঘ. জার্মান

উত্তরঃ পর্তুগীজ

বিস্তারিত

316. পুর্তগীজ ভাষার শব্দ নয় কোনটি?

  • ক. আনারস
  • খ. আলমারি
  • গ. গুদাম
  • ঘ. চাহিদা

উত্তরঃ চাহিদা

বিস্তারিত

317. চা,লিচু,লুচি কোন জতীয় শব্দ?

  • ক. বাংলা
  • খ. ফারসি
  • গ. পর্তুগীজ
  • ঘ. চৈনিক

উত্তরঃ চৈনিক

বিস্তারিত

318. কোনটি খাঁটি বাংলা শব্দ ?

  • ক. ঢোল
  • খ. ঈদ
  • গ. হালুয়া
  • ঘ. খোদা

উত্তরঃ ঢোল

বিস্তারিত

319. কোনটি দেশী শব্দ -

  • ক. গিন্নি
  • খ. কৃপণ
  • গ. টোপর
  • ঘ. মাথা

উত্তরঃ টোপর

বিস্তারিত

320. নিচের কোনটি দেশী শব্দ?

  • ক. আনারস
  • খ. চন্দ্র
  • গ. কণ্ঠ
  • ঘ. কুলা

উত্তরঃ কুলা

বিস্তারিত

321. চন্দ্র শব্দের তদ্ভব রূপ-

  • ক. চন্দ
  • খ. চাঁদ
  • গ. চান্দ্র
  • ঘ. চন্দ্রিমা

উত্তরঃ চাঁদ

বিস্তারিত

322. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?

  • ক. কুচ্ছিত
  • খ. ভবন
  • গ. পাত্র
  • ঘ. গৃহিণী

উত্তরঃ কুচ্ছিত

বিস্তারিত

323. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?

  • ক. গিন্নী
  • খ. হস্ত
  • গ. গঞ্জ
  • ঘ. তসবি

উত্তরঃ গিন্নী

বিস্তারিত

324. নিচের কোনটি তৎসম শব্দ ?

  • ক. চাঁদ
  • খ. ভবন
  • গ. বালতি
  • ঘ. হরতাল

উত্তরঃ ভবন

বিস্তারিত

325. নিচের কোনটি তৎসম শব্দ নয় ?

  • ক. হারাম
  • খ. চন্দ্র
  • গ. নক্ষত্র
  • ঘ. সূর্য

উত্তরঃ হারাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects