শব্দ

377. স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় ?

  • ক. প্রসারিত আকারে
  • খ. অর্ধ প্রসারিত আকারে
  • গ. সংক্ষিপ্ত আকারে
  • ঘ. অর্ধ সংক্ষিপ্ত আকারে

উত্তরঃ সংক্ষিপ্ত আকারে

বিস্তারিত

378. ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় ?

  • ক. উষ্মধ্বনি
  • খ. পরাশ্রয়ী ধ্বনি
  • গ. স্পর্শধ্বনি
  • ঘ. জিহ্বামূলীয় ধ্বনি

উত্তরঃ স্পর্শধ্বনি

বিস্তারিত

379. কোনগুলো কন্ঠধ্বনি ?

  • ক. ত,থ,দ,ধ,ন
  • খ. প,ফ,ভ,ব,ম
  • গ. ক,খ,গ,ঘ,ঙ
  • ঘ. চ,ছ,জ,ঝ,ঞ

উত্তরঃ ক,খ,গ,ঘ,ঙ

বিস্তারিত

380. বাংলায় ণ এবং ন বর্ণে দ্যোতিত ধ্বনি দুটিতে কি আছে ?

  • ক. পার্থক্য
  • খ. অসমতা
  • গ. বৈসাদৃশ্য
  • ঘ. ঐক্য

উত্তরঃ ঐক্য

বিস্তারিত

381. কোনটি খাঁটি বাংলা শব্দ?

  • ক. আভাষ
  • খ. ভূষণ
  • গ. ওষধি
  • ঘ. গঞ্জ

উত্তরঃ ওষধি

বিস্তারিত

382. নিচের কোনটি মৌলিক শব্দ?

  • ক. হাত
  • খ. ফুল
  • গ. গোলাপ
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

383. অর্থ অনুসারে শব্দ কয় প্রকার?

  • ক. ৪ প্রকার
  • খ. ২ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

384. নিচের কোনটি ওলন্দাজ শব্দ?

  • ক. হরতন
  • খ. রুইতন
  • গ. তুরুপ
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

385. মুৎসুদ্দি, নকল, দালাল, মুনাফা, লোকসান, এলাকা কোন ধরনের শব্দ--

  • ক. পর্তুগিজ
  • খ. আরবি
  • গ. ফার্সি
  • ঘ. ফরাসি

উত্তরঃ আরবি

বিস্তারিত

386. ইংরেজি ভাষা থেকে আগত শব্দগুচ্ছ--

  • ক. কুর্সি, কেতলি, কাবাব
  • খ. বকেয়া, বাহাদুর, রেস্তোরাঁ
  • গ. কমা, লন্ঠন, বোতল
  • ঘ. দারোগা, কেদারা, ক্লাব

উত্তরঃ কমা, লন্ঠন, বোতল

বিস্তারিত

387. নিচের কোনটি তৎসম শব্দ নয়?

  • ক. ভবন
  • খ. ধর্ম
  • গ. পাত্র
  • ঘ. চামার

উত্তরঃ চামার

বিস্তারিত

388. তৎসম শব্দ কোনটি?

  • ক. হস্ত
  • খ. চেয়ার
  • গ. আনারস
  • ঘ. টেবিল

উত্তরঃ হস্ত

বিস্তারিত

389. 'অরুন্তদ' শব্দের অর্থ--

  • ক. ভয়ংকর
  • খ. মর্মান্তিক
  • গ. রাজকীয়
  • ঘ. পিপাসিত

উত্তরঃ মর্মান্তিক

বিস্তারিত

390. 'কুরসী' শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. ইংরেজি
  • খ. সাঁওতাল
  • গ. পর্তুগীজ
  • ঘ. আরবি

উত্তরঃ আরবি

বিস্তারিত

391. 'গৃহিণী' কোন ধরনের শব্দ?

  • ক. দেশি
  • খ. তদ্ভব
  • গ. অর্ধ-তৎসম
  • ঘ. তৎসম

উত্তরঃ তৎসম

বিস্তারিত

392. অপিনিহিতির উদাহরণ কোনটি?

  • ক. জন্ম > জম্ম
  • খ. আজি > আইজ
  • গ. ডেস্ক > ডেসক
  • ঘ. আলু > লাবু > লাউ

উত্তরঃ আজি > আইজ

বিস্তারিত

393. 'রিকশা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. পর্তুগীজ
  • খ. ওলন্দাজ
  • গ. জাপানি
  • ঘ. স্পানিশ

উত্তরঃ জাপানি

বিস্তারিত

394. কোনটি ইংরেজি শব্দ?

  • ক. ম্যাজেন্টা
  • খ. পিস্তল
  • গ. আলমারি
  • ঘ. কমা

উত্তরঃ কমা

বিস্তারিত

395. ‘কাঁচি কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. হিন্দি
  • ঘ. তুর্কি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

396. চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?

  • ক. তৎসম ও হিন্দি
  • খ. আরবি ও হিন্দি
  • গ. আরবি ও তুর্কি
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

397. চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. পর্তুগীজ
  • খ. চীনা
  • গ. পাঞ্জাবি
  • ঘ. তুর্কি

উত্তরঃ পাঞ্জাবি

বিস্তারিত

398. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. ধ্বনি
  • গ. শব্দ
  • ঘ. চিহ্ন

উত্তরঃ শব্দ

বিস্তারিত

400. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?

  • ক. বাংলা
  • খ. আসামী
  • গ. গুজরাটি
  • ঘ. জাপানি

উত্তরঃ গুজরাটি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects