মানসিক দক্ষতা

শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?

  • ক. মা
  • খ. বাবা
  • গ. আত্মীয় স্বজন
  • ঘ. শিক্ষক

উত্তরঃ মা

বিস্তারিত

নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে?

  • ক. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  • খ. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  • গ. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  • ঘ. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়

উত্তরঃ নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ

বিস্তারিত

২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?

  • ক. শনিবার
  • খ. সোমবার
  • গ. বৃহস্পতিবার
  • ঘ. শুক্রবার

উত্তরঃ শনিবার

বিস্তারিত

165135 যদি Peace হয় তবে 1215225 হবে -

  • ক. Lead
  • খ. Love
  • গ. Loop
  • ঘ. Castle

উত্তরঃ Love

বিস্তারিত

স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -

  • ক. ছিদ্র
  • খ. কাপড়
  • গ. সুতা
  • ঘ. সেলাই মেশিন

উত্তরঃ সুতা

বিস্তারিত

বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা -

  • ক. IQ>90
  • খ. IQ>100
  • গ. IQ>130
  • ঘ. IQ>150

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

Pastime নয় কোনটি?

  • ক. Playing chess
  • খ. Painting
  • গ. Gardening doing
  • ঘ. Homework regularly

উত্তরঃ Homework regularly

বিস্তারিত

A Daughter Tale' কী?

  • ক. চলচ্চিত্র
  • খ. নাটক
  • গ. গান
  • ঘ. গ্রন্থ

উত্তরঃ চলচ্চিত্র

বিস্তারিত

যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮ তম দিন কি বার হবে?

  • ক. রবিবার
  • খ. সোমবার
  • গ. মঙ্গলবার
  • ঘ. বুধবার

উত্তরঃ বুধবার

বিস্তারিত

নিচের কোন অক্ষরগুলো পুর্নবিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?

  • ক. রা এ হো অ
  • খ. র বা ধী প নি
  • গ. দ্র তা রি দা
  • ঘ. সা ব ব অ ধ্যা

উত্তরঃ রা এ হো অ

বিস্তারিত

ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ?

  • ক. ফারেনহাইট
  • খ. তাপমাত্রা
  • গ. চিকিৎসা
  • ঘ. পারদ

উত্তরঃ পারদ

বিস্তারিত

স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক -

  • ক. একই দিকে
  • খ. উল্টো দিকে
  • গ. উলম্ব রেখায়
  • ঘ. সমান্তরাল

উত্তরঃ উলম্ব রেখায়

বিস্তারিত

৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

  • ক. ১৫ মিনিট
  • খ. ২০ মিনিট
  • গ. ২৫ মিনিট
  • ঘ. ৩০ মিনিট

উত্তরঃ ২৫ মিনিট

বিস্তারিত

একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে?

  • ক. দারিদ্র্য বেড়ে যাবে
  • খ. বেকারত্ব বাড়বে
  • গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
  • ঘ. কর্মসংস্থানের সুযোগ বাড়বে

উত্তরঃ কর্মসংস্থানের সুযোগ বাড়বে

বিস্তারিত

অর্থ কোন ধরনের সম্পদ?

  • ক. খনিজ
  • খ. মানবীয়
  • গ. প্রাকৃতিক
  • ঘ. অমানবীয়

উত্তরঃ অমানবীয়

বিস্তারিত

The number of letters in the English alphabet are -

  • ক. 22
  • খ. 24
  • গ. 27
  • ঘ. 26

উত্তরঃ 26

বিস্তারিত

(-3, 4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

  • ক. প্রথম
  • খ. দ্বিতীয়
  • গ. তৃতীয়
  • ঘ. চতুর্থ

উত্তরঃ দ্বিতীয়

বিস্তারিত

গণতান্ত্রিক জীবনে কোনটি অধিক লক্ষণীয়?

  • ক. সহযোগিতা
  • খ. সমধর্মিতা
  • গ. সহনশীলতা
  • ঘ. সহমর্মিতা

উত্তরঃ সহনশীলতা

বিস্তারিত

সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করে কোন ধরনের কার্যক্রম?

  • ক. জনসেবামূলক কার্যক্রম
  • খ. বিশেষ ক্লাস
  • গ. সামাজিক দক্ষতা বিষয়ক পরীক্ষা
  • ঘ. সহশিক্ষা ক্রমিক কার্যক্রম

উত্তরঃ সহশিক্ষা ক্রমিক কার্যক্রম

বিস্তারিত

কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?

  • ক. শোনা ও বলা
  • খ. বলা ও পড়া
  • গ. লেখা ও বলা
  • ঘ. লেখা ও পড়া

উত্তরঃ লেখা ও পড়া

বিস্তারিত

জেন্ডারের ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি?

  • ক. শুধু নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যের ইঙ্গিত দেয়
  • খ. নারীর প্রতি বৈষম্য
  • গ. সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য
  • ঘ. জেন্ডারের শব্দটি লিঙ্গ শব্দের প্রতিশব্দ

উত্তরঃ নারীর প্রতি বৈষম্য

বিস্তারিত

মূল্যবোধের প্রতিফলন ঘটে -

  • ক. ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতিতে
  • খ. রাষ্ট্রীয় মূলনীতিতে
  • গ. সম্পদ বণ্টন প্রক্রিয়ায়
  • ঘ. ব্যক্তির আচরণে

উত্তরঃ ব্যক্তির আচরণে

বিস্তারিত

আধুনিক শিক্ষা ব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে?

  • ক. শিক্ষক
  • খ. শিশু
  • গ. বয়স্ক ব্যক্তি
  • ঘ. শিক্ষায়তন

উত্তরঃ শিক্ষায়তন

বিস্তারিত

শিক্ষাক্রমের উপাদান কোনগুলো?

  • ক. লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি
  • খ. উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
  • গ. উদ্দেশ্য, বিষয়বস্তু, ‍বিষয়বস্তু ও মূল্যায়ন
  • ঘ. লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ও মূল্যায়ন

উত্তরঃ উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন

বিস্তারিত

The abbreviation 'pm' stands for -

  • ক. post meridiem
  • খ. post meridian
  • গ. post meridium
  • ঘ. past meridien

উত্তরঃ post meridiem

বিস্তারিত

একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?

  • ক. টেনে নেয়া ব্যক্তির
  • খ. ঠেলে নেয়া ব্যক্তির
  • গ. দুজনের সমান কষ্ট হবে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ঠেলে নেয়া ব্যক্তির

বিস্তারিত

আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

  • ক. সোমবার
  • খ. মঙ্গলবার
  • গ. বৃহস্পতিবার
  • ঘ. শনিবার

উত্তরঃ মঙ্গলবার

বিস্তারিত

১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?

  • ক. বৃহস্পতিবার
  • খ. শুক্রবার
  • গ. বুধবার
  • ঘ. শনিবার

উত্তরঃ শুক্রবার

বিস্তারিত

একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ-

  • ক. ৬ : ১৫
  • খ. ৮ : ৪০
  • গ. ৭ : ২০
  • ঘ. ৭ : ৪০

উত্তরঃ ৭ : ২০

বিস্তারিত

একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

  • ক. মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে
  • খ. চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে
  • গ. দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে

বিস্তারিত

কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-

  • ক. পিছনে
  • খ. সামনে
  • গ. ডান পার্শে্ব
  • ঘ. বাম পার্শে্ব

উত্তরঃ পিছনে

বিস্তারিত

২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোরব কি বার ছিল?

  • ক. বুধবার
  • খ. বৃহস্পতিবার
  • গ. শুক্রবার
  • ঘ. শনিবার

উত্তরঃ বৃহস্পতিবার

বিস্তারিত

If LOYAL is coded as 'LOWAJ' then PRONE is coded as-

  • ক. QRPNF
  • খ. NRMND
  • গ. ORNMG
  • ঘ. NRMNC

উত্তরঃ NRMNC

বিস্তারিত

একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?

  • ক. টেনে নেয়া ব্যক্তির
  • খ. ঠেলা নেয়া ব্যক্তির
  • গ. দুজনের সমান কষ্ট হবে
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ ঠেলা নেয়া ব্যক্তির

বিস্তারিত

প্রশ্নবোধক চিহ্ন (?)-এর স্থানে কি বসবে?

                      

 ‍A2

  • ক. L10
  • খ. L15
  • গ. K15
  • ঘ. K8

উত্তরঃ K8

বিস্তারিত

"RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

  • ক. একটি মহাসাগর
  • খ. একটি শহর
  • গ. একটি দেশ
  • ঘ. একটি প্রাণী

উত্তরঃ একটি শহর

বিস্তারিত

এই ধারার পরবর্তী নম্বরটি কত হবে? ৩, ৬, ১৮, ৭২,...্

  • ক. ২২০
  • খ. ২৮৪
  • গ. ৩৬০
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ৩৬০

বিস্তারিত

‘ক’ ‘খ’ এর চেয়ে বড় ‘গ’ ‘ক’ এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?

  • ক. ‘ক’ এবং ‘খ’ এর বয়স সমান
  • খ. ‘গ’ ‘খ’ এর চেয়ে বড়
  • গ. ‘খ’ ‘গ’ এর চেয়ে বড়
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?

  • ক. ফুটবল
  • খ. বাস্কেটবল
  • গ. কাাবডি
  • ঘ. ভলিবল

উত্তরঃ কাাবডি

বিস্তারিত

২ - ৫ - ১২ - ১৯ .... ধারাটির ১২তম পদ?

  • ক. -৬০
  • খ. -৬৫
  • গ. -৭০
  • ঘ. -৭৫

উত্তরঃ -৭৫

বিস্তারিত

১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, - ধারাটির পরের পদটি কত?

  • ক. ১৫৪
  • খ. ১৮৪
  • গ. ১৯২
  • ঘ. ২০২

উত্তরঃ ২০২

বিস্তারিত

আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয়, তাহলে গতকাল কি বার ছিল?

  • ক. সোমবার
  • খ. বুধবার
  • গ. শনিবার
  • ঘ. রবিবার

উত্তরঃ শনিবার

বিস্তারিত

আদালত প্রধান ব্যক্তিগত সমস্যা বা অধিকারের -

  • ক. সমাধান করে
  • খ. মধস্থতা করে
  • গ. লালন করে
  • ঘ. বিচার করে

উত্তরঃ বিচার করে

বিস্তারিত

The minister had his officials - a press conference.

  • ক. deliver
  • খ. announce
  • গ. arrange
  • ঘ. prepare

উত্তরঃ arrange

বিস্তারিত

বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো -

  • ক. দ্রব্যমূল্য
  • খ. প্রতিযোগিতা
  • গ. শুল্ক
  • ঘ. আমদানি

উত্তরঃ প্রতিযোগিতা

বিস্তারিত

The house needs a new - of paint.

  • ক. stroke
  • খ. color
  • গ. look
  • ঘ. coat

উত্তরঃ coat

বিস্তারিত

Who is the cleversest person? D is cleverer than C, C s cleverer than B, A s cleverer than C, E s cleverer than D

  • ক. A
  • খ. B
  • গ. C
  • ঘ. D

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

  • ক. ক এর মামা চ
  • খ. ক এর খালু চ
  • গ. চ এর নান ক
  • ঘ. ক এর চাচা চ

উত্তরঃ ক এর মামা চ

বিস্তারিত

রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে -

  • ক. ঠেলে নিয়ে যাওয়া হয়
  • খ. টেনে নিয়ে যাওয়া হয়
  • গ. তুলে নিয়ে যাওয়া হয়
  • ঘ. সমান সহজ হয়

উত্তরঃ টেনে নিয়ে যাওয়া হয়

বিস্তারিত

ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?

  • ক. পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
  • খ. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
  • গ. এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
  • ঘ. অন্য কোন কারণ আছে

উত্তরঃ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে

বিস্তারিত

যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?

  • ক. TERE
  • খ. TEER
  • গ. TREE
  • ঘ. FREE

উত্তরঃ TREE

বিস্তারিত

Mandatory Traffic Sign এর আকার কেমন?

  • ক. বর্গাকৃতি
  • খ. ত্রিভুজাকৃতি
  • গ. বৃত্তাকার
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বৃত্তাকার

বিস্তারিত

আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?

  • ক. কোনোমতেই প্রকাশ করবেন না
  • খ. বিপদ এড়িয়ে চলবেন
  • গ. বন্ধু বান্ধবদের সতায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করেবেন
  • ঘ. ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন

উত্তরঃ ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন

বিস্তারিত

৮, ১১, ১৭, ২৯, ৫৩ -। পরবর্তী সংখ্যাটি কত?

  • ক. ১০১
  • খ. ১০২
  • গ. ৭৫
  • ঘ. ৫৯

উত্তরঃ ১০১

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects