মানসিক দক্ষতা
- ক. দক্ষিণ
- খ. পূর্ব
- গ. পশ্চিম
- ঘ. উত্তর
উত্তরঃ পশ্চিম
যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে -
- ক. ৬৩২৩
- খ. ৬১৯৮
- গ. ৬২১৭
- ঘ. ৬২৮৫
উত্তরঃ ৬২১৭
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে?
- ক. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
- খ. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
- গ. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
- ঘ. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
উত্তরঃ নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দ দিয়ে শুরু হয়?
- ক. how
- খ. what
- গ. why
- ঘ. who
উত্তরঃ why
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
- ক. শনিবার
- খ. সোমবার
- গ. বৃহস্পতিবার
- ঘ. শুক্রবার
উত্তরঃ শনিবার
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই। তাহলে Q হলো R এর -
- ক. পুত্র
- খ. ভাই
- গ. পিতা
- ঘ. চাচা
উত্তরঃ চাচা
একটি দেয়াল ঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে?
- ক. উত্তর
- খ. পশ্চিম
- গ. দক্ষিণ
- ঘ. পূর্ব
উত্তরঃ উত্তর
বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা -
- ক. IQ>90
- খ. IQ>100
- গ. IQ>130
- ঘ. IQ>150
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. Playing chess
- খ. Painting
- গ. Gardening doing
- ঘ. Homework regularly
উত্তরঃ Homework regularly
যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮ তম দিন কি বার হবে?
- ক. রবিবার
- খ. সোমবার
- গ. মঙ্গলবার
- ঘ. বুধবার
উত্তরঃ বুধবার
- ক. শ্বশুর
- খ. পিতা
- গ. চাচা
- ঘ. ভাই
উত্তরঃ শ্বশুর
নিচের কোন অক্ষরগুলো পুর্নবিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
- ক. রা এ হো অ
- খ. র বা ধী প নি
- গ. দ্র তা রি দা
- ঘ. সা ব ব অ ধ্যা
উত্তরঃ রা এ হো অ
স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক -
- ক. একই দিকে
- খ. উল্টো দিকে
- গ. উলম্ব রেখায়
- ঘ. সমান্তরাল
উত্তরঃ উলম্ব রেখায়
৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
- ক. ১৫ মিনিট
- খ. ২০ মিনিট
- গ. ২৫ মিনিট
- ঘ. ৩০ মিনিট
উত্তরঃ ২৫ মিনিট
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যাটি হওয়ার সম্ভাবনা -
- ক. ১/২২
- খ. ১/৬৪
- গ. ১/৬০
- ঘ. ২/৬৫
উত্তরঃ ১/২২
একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে?
- ক. দারিদ্র্য বেড়ে যাবে
- খ. বেকারত্ব বাড়বে
- গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
- ঘ. কর্মসংস্থানের সুযোগ বাড়বে
উত্তরঃ কর্মসংস্থানের সুযোগ বাড়বে
নিচের অক্ষরগুলোর মধ্যে বাম দিক থেকে অষ্টাদশ অক্ষরের বামপাশের দশম অক্ষর কোনটি?
- ক. H
- খ. I
- গ. G
- ঘ. J
উত্তরঃ H
একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মিলি। ২৪টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
- ক. ৬.৪
- খ. ৭.৪
- গ. ৮.৪
- ঘ. ৯.৪
উত্তরঃ ৮.৪
গণতান্ত্রিক জীবনে কোনটি অধিক লক্ষণীয়?
- ক. সহযোগিতা
- খ. সমধর্মিতা
- গ. সহনশীলতা
- ঘ. সহমর্মিতা
উত্তরঃ সহনশীলতা
সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করে কোন ধরনের কার্যক্রম?
- ক. জনসেবামূলক কার্যক্রম
- খ. বিশেষ ক্লাস
- গ. সামাজিক দক্ষতা বিষয়ক পরীক্ষা
- ঘ. সহশিক্ষা ক্রমিক কার্যক্রম
উত্তরঃ সহশিক্ষা ক্রমিক কার্যক্রম
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?
- ক. শোনা ও বলা
- খ. বলা ও পড়া
- গ. লেখা ও বলা
- ঘ. লেখা ও পড়া
উত্তরঃ লেখা ও পড়া
জেন্ডারের ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি?
- ক. শুধু নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যের ইঙ্গিত দেয়
- খ. নারীর প্রতি বৈষম্য
- গ. সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য
- ঘ. জেন্ডারের শব্দটি লিঙ্গ শব্দের প্রতিশব্দ
উত্তরঃ নারীর প্রতি বৈষম্য
- ক. ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতিতে
- খ. রাষ্ট্রীয় মূলনীতিতে
- গ. সম্পদ বণ্টন প্রক্রিয়ায়
- ঘ. ব্যক্তির আচরণে
উত্তরঃ ব্যক্তির আচরণে
আধুনিক শিক্ষা ব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে?
- ক. শিক্ষক
- খ. শিশু
- গ. বয়স্ক ব্যক্তি
- ঘ. শিক্ষায়তন
উত্তরঃ শিক্ষায়তন
- ক. লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি
- খ. উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
- গ. উদ্দেশ্য, বিষয়বস্তু, বিষয়বস্তু ও মূল্যায়ন
- ঘ. লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ও মূল্যায়ন
উত্তরঃ উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
The abbreviation 'pm' stands for -
- ক. post meridiem
- খ. post meridian
- গ. post meridium
- ঘ. past meridien
উত্তরঃ post meridiem
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?
- ক. টেনে নেয়া ব্যক্তির
- খ. ঠেলে নেয়া ব্যক্তির
- গ. দুজনের সমান কষ্ট হবে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঠেলে নেয়া ব্যক্তির
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
- ক. সোমবার
- খ. মঙ্গলবার
- গ. বৃহস্পতিবার
- ঘ. শনিবার
উত্তরঃ মঙ্গলবার
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?
- ক. বৃহস্পতিবার
- খ. শুক্রবার
- গ. বুধবার
- ঘ. শনিবার
উত্তরঃ শুক্রবার
- ক. ২০ দিনে
- খ. ২৫ দিনে
- গ. ২৪ দিনে
- ঘ. ৩০ দিনে
উত্তরঃ ২৪ দিনে
- ক. ১৭ কি.মি.
- খ. ১৫ কি.মি.
- গ. ১৪ কি.মি.
- ঘ. ১৩ কি.মি.
উত্তরঃ ১৩ কি.মি.
- ক. পূর্ব
- খ. পশ্চিম
- গ. উত্তর
- ঘ. দক্ষিণ
উত্তরঃ পূর্ব
- ক. মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে
- খ. চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে
- গ. দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
- ঘ. কোনটি নয়
উত্তরঃ দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-
- ক. পিছনে
- খ. সামনে
- গ. ডান পার্শে্ব
- ঘ. বাম পার্শে্ব
উত্তরঃ পিছনে
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোরব কি বার ছিল?
- ক. বুধবার
- খ. বৃহস্পতিবার
- গ. শুক্রবার
- ঘ. শনিবার
উত্তরঃ বৃহস্পতিবার
If LOYAL is coded as 'LOWAJ' then PRONE is coded as-
- ক. QRPNF
- খ. NRMND
- গ. ORNMG
- ঘ. NRMNC
উত্তরঃ NRMNC
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?
- ক. টেনে নেয়া ব্যক্তির
- খ. ঠেলা নেয়া ব্যক্তির
- গ. দুজনের সমান কষ্ট হবে
- ঘ. কোনটি নয়
উত্তরঃ ঠেলা নেয়া ব্যক্তির
প্রশ্নবোধক চিহ্ন (?)-এর স্থানে কি বসবে?
A2
উত্তরঃ K8 "RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
উত্তরঃ একটি শহর ‘ক’ ‘খ’ এর চেয়ে বড় ‘গ’ ‘ক’ এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?
উত্তরঃ কোনোটিই নয় আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয়, তাহলে গতকাল কি বার ছিল?
উত্তরঃ শনিবার আদালত প্রধান ব্যক্তিগত সমস্যা বা অধিকারের -
উত্তরঃ বিচার করে The minister had his officials - a press conference.
উত্তরঃ arrange বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো -
উত্তরঃ প্রতিযোগিতা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
উত্তরঃ ক এর মামা চ যদি MBEZ এর LADY এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সংকেত প্রকাশ করে?
উত্তরঃ GENT রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে -
উত্তরঃ টেনে নিয়ে যাওয়া হয়
উত্তরঃ ২০ ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
উত্তরঃ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’ - মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
উত্তরঃ ‘ন’ Linearly distributed load এর ক্ষেত্রে beam এর shear force diagram এর shape কেমন হবে?
উত্তরঃ Linear Mandatory Traffic Sign এর আকার কেমন?
উত্তরঃ বৃত্তাকার আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?
উত্তরঃ ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন ১৭ দিন আগে করিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্ম কোন তারিখে?
উত্তরঃ ৭ There are no comments yet. Related TopicsRelated ExamsRelated Subjects |