পদ

26. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

  • ক. বিশেষ্য ও ক্রিয়া
  • খ. বিশেষণ ও ক্রিয়া
  • গ. বিশেষ্য ও বিশেষণ পদে
  • ঘ. ক্রিয়া ও সর্বনাম

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম

বিস্তারিত

27. ‘যত্ন করিলে রত্ন মিলিবে’ এখানে ‘করিলে’ কোন ক্রিয়ার উদাহরণ?

  • ক. অনুক্ত
  • খ. দ্বিকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. অসমাপিকা

উত্তরঃ অসমাপিকা

বিস্তারিত

28. ‘এ এক বিরাট সত্য’ - এ বাক্যে ‘সত্য’ কোনপদ?

  • ক. বিশেষণ
  • খ. বিশেষ্য
  • গ. ভাববিশেষণ
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

29. ‘সোনার তরী’ বিষের বাশি’ নকশীকাঁথার মাঠ’ এ গুলো কোন শ্রেণির বিশেষ্য?

  • ক. সংজ্ঞাবাচক
  • খ. গুণবাচক
  • গ. বস্তুবাচক
  • ঘ. ভাববাচক

উত্তরঃ সংজ্ঞাবাচক

বিস্তারিত

30. নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ?

  • ক. সমিতি
  • খ. মানুষ
  • গ. ফুল
  • ঘ. পাখি

উত্তরঃ সমিতি

বিস্তারিত

31. সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় -

  • ক. বিশেষ্য ও বিশেষণে
  • খ. ক্রিয়াপদ ও সর্বনাম
  • গ. সন্ধি ও উপসর্গে
  • ঘ. প্রকৃতি ও প্রত্যয়ে

উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম

বিস্তারিত

32. কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?

  • ক. পর্বত
  • খ. মাটি
  • গ. মানুষ
  • ঘ. জনতা

উত্তরঃ জনতা

বিস্তারিত

33. ‘আমরা’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

34. ‘আলস্য’ কোন প্রকারের বিশেষণ?

  • ক. জাতিবাচক
  • খ. গুণবাচক
  • গ. সমষ্টিবাচক
  • ঘ. নেতিবাচক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

35. ‘শোয়া’ শব্দের বিশেষণ পদ কী?

  • ক. শায়িত
  • খ. শোয়ানো
  • গ. শোয়ান
  • ঘ. শোয়া

উত্তরঃ শায়িত

বিস্তারিত

36. ‘শ্যামলতা’ এ পদের বিশেষ্য রূপটি হল:

  • ক. শ্যামলিমা
  • খ. শ্যামল্য
  • গ. শ্যামল
  • ঘ. শ্যামলি

উত্তরঃ শ্যামলিমা

বিস্তারিত

37. প্রচুর শব্দের বিশেষণ কোনটি?

  • ক. প্রবল
  • খ. প্রাচুর্য
  • গ. প্রাচ্য
  • ঘ. প্রাচী

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

38. এখানে দেখনি তুমি? এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ক. ক্রিয়া বিশেষণ
  • খ. না বাচক ক্রিয়া বিশেষণ
  • গ. বিশেষণ
  • ঘ. সর্বনাম

উত্তরঃ ক্রিয়া বিশেষণ

বিস্তারিত

39. সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?

  • ক. যদি ডাক পাই, নিশ্চয়ই যাব।
  • খ. কে আমারে লহিবে ডাকিয়া কাছে?
  • গ. ওরে. আজ যাসনে ঘরের বাইরে
  • ঘ. ডাক দিয়েছ ভোর-সকালে, শুনিনি তো!

উত্তরঃ কে আমারে লহিবে ডাকিয়া কাছে?

বিস্তারিত

40. ‘সে নাকি আসবে না’ এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. অনুমান অর্থে
  • খ. বিস্ময় অর্থে
  • গ. সম্ভাবনা অর্থে
  • ঘ. বিরক্তি অর্থে

উত্তরঃ সম্ভাবনা অর্থে

বিস্তারিত

41. ‘সুষ্ঠু’ এ শব্দের বিশেষণ রূপটি হলো -

  • ক. সৌষ্ঠব
  • খ. সুষ্ঠুতা
  • গ. সুষ্ঠ
  • ঘ. সুষ্ঠব

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

42. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

  • ক. বিশেষ্য ও ক্রিয়া
  • খ. বিশেষণ ও ক্রিয়া
  • গ. বিশেষ্য ও বিশেষণ পদে
  • ঘ. ক্রিয়া ও সর্বনাম

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম

বিস্তারিত

43. ‘বন্য’ শব্দটির চলিত রুপ কোনটি?

  • ক. বনো
  • খ. বুনো
  • গ. বনো
  • ঘ. বর্ণ

উত্তরঃ বুনো

বিস্তারিত

44. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’ এখানে ‘যেন’ -

  • ক. অব্যয়
  • খ. বিশেষ্য
  • গ. বিশেষণ
  • ঘ. সর্বনাম

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

45. কোনটি বিশেষণ?

  • ক. সততা
  • খ. সৎ
  • গ. দর্শন
  • ঘ. জনতা

উত্তরঃ সৎ

বিস্তারিত

46. ‘এক এক বিরাট সত্য‘ এখানে ‘সত্য’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

47. নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য?

  • ক. সমিতি
  • খ. সভা
  • গ. মাহফিল
  • ঘ. পর্বত

উত্তরঃ পর্বত

বিস্তারিত

48. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে ‘পুণ্য’ শব্দটি হলো -

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

49. বাক্যের ‘একক’ কী?

  • ক. উক্তি
  • খ. বিভক্তি
  • গ. পদ
  • ঘ. উপসর্গ

উত্তরঃ পদ

বিস্তারিত

50. নিচের কোনটি বিশেষ্য পদ?

  • ক. গৈরিক
  • খ. উদ্ধত
  • গ. গাম্ভীর্য
  • ঘ. প্রাত

উত্তরঃ গাম্ভীর্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects